অনলাইন ডেস্ক
তাইওয়ান, বাণিজ্য ও মানবাধিকারের নানান বিষয়ে উত্তেজনার মধ্যেই গতকাল মঙ্গলবার ভার্চুয়াল বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। চিন পিং-বাইডেন বৈঠকে তাইওয়ান ইস্যুতে উত্তাপ ছড়িয়েছে।
চীনের প্রেসিডেন্ট সি চিন পিং মার্কিন প্রেসিডেন্ট বাইডেনকে সতর্ক করে বলেছেন, ‘তাইওয়ানের স্বাধীনতাকে উৎসাহিত করা হবে আগুন নিয়ে খেলা।’
সংবাদমাধ্যম বিবিসি বলছে, গত জানুয়ারিতে বাইডেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে এটি ছিল চীনের সঙ্গে তাঁর সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা। বৈঠকে ব্যক্তিগত সম্পর্কের উন্নয়ন এবং দুই দেশের মধ্যকার উত্তেজনা কমানোর ওপর জোর দিয়েছে উভয় পক্ষই। তবে সবচেয়ে সংবেদনশীল তাইওয়ান ইস্যুতে উত্তেজনা এড়াতে পারেননি চিন পিং-বাইডেন।
তাইওয়ান নিজেকে একটি স্বাধীন দেশ বলে মনে করলেও চীন তাদের দেখে নিজেদের একটি বিদ্রোহী প্রদেশ হিসেবে। এমনকি তাইওয়ানকে চীনের ‘মূল ভূমি’র সঙ্গে পুনরায় যুক্ত করতে শক্তি প্রয়োগের সম্ভাবনাও উড়িয়ে দেয়নি চীন। অন্যদিকে চীনের সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্ক থাকলেও সম্প্রতি বেইজিংয়ের আগ্রাসন থেকে তাইওয়ানকে রক্ষার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র।
ওয়াশিংটনের এমন অবস্থানের পর গতকালের বৈঠকে সি চিন পিং বলেছেন, ‘আগুন নিয়ে খেলার মতো এ ধরনের পদক্ষেপ অত্যন্ত বিপজ্জনক হবে। আর যে এই আগুন নিয়ে খেলবে সে পুড়ে যাবে।’
তবে এর প্রতিক্রিয়ায় নিজেদের অবস্থান পরিবর্তন বা তাইওয়ান প্রণালিজুড়ে শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করার ‘একতরফা প্রচেষ্টার’ তীব্র বিরোধিতা করেছেন বাইডেন।
এদিকে তাইওয়ান ইস্যুতে উত্তপ্ত বাক্যবিনিময় হলেও বৈঠকের শুরুতেই একে অপরকে উষ্ণ অভিবাদন জানান চিন পিং ও বাইডেন। এ সময় ‘পুরোনো বন্ধু’ বাইডেনকে দেখে খুশি হওয়ার কথা উল্লেখ করে চীনা প্রেসিডেন্ট বলেন, ‘আমরা সব সময়ই একে অপরের সঙ্গে খুব সৎ। অন্যরা কী ভাবছে তা চিন্তা করে কখনোই আমাদের মাঝে দূরত্ব সৃষ্টি হয়নি।’
সি চিন পিং আরও বলেন, ‘দুই দেশের মধ্যে যোগাযোগ আরও বাড়াতে হবে এবং একসঙ্গে সব চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।’
তাইওয়ান, বাণিজ্য ও মানবাধিকারের নানান বিষয়ে উত্তেজনার মধ্যেই গতকাল মঙ্গলবার ভার্চুয়াল বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। চিন পিং-বাইডেন বৈঠকে তাইওয়ান ইস্যুতে উত্তাপ ছড়িয়েছে।
চীনের প্রেসিডেন্ট সি চিন পিং মার্কিন প্রেসিডেন্ট বাইডেনকে সতর্ক করে বলেছেন, ‘তাইওয়ানের স্বাধীনতাকে উৎসাহিত করা হবে আগুন নিয়ে খেলা।’
সংবাদমাধ্যম বিবিসি বলছে, গত জানুয়ারিতে বাইডেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে এটি ছিল চীনের সঙ্গে তাঁর সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা। বৈঠকে ব্যক্তিগত সম্পর্কের উন্নয়ন এবং দুই দেশের মধ্যকার উত্তেজনা কমানোর ওপর জোর দিয়েছে উভয় পক্ষই। তবে সবচেয়ে সংবেদনশীল তাইওয়ান ইস্যুতে উত্তেজনা এড়াতে পারেননি চিন পিং-বাইডেন।
তাইওয়ান নিজেকে একটি স্বাধীন দেশ বলে মনে করলেও চীন তাদের দেখে নিজেদের একটি বিদ্রোহী প্রদেশ হিসেবে। এমনকি তাইওয়ানকে চীনের ‘মূল ভূমি’র সঙ্গে পুনরায় যুক্ত করতে শক্তি প্রয়োগের সম্ভাবনাও উড়িয়ে দেয়নি চীন। অন্যদিকে চীনের সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্ক থাকলেও সম্প্রতি বেইজিংয়ের আগ্রাসন থেকে তাইওয়ানকে রক্ষার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র।
ওয়াশিংটনের এমন অবস্থানের পর গতকালের বৈঠকে সি চিন পিং বলেছেন, ‘আগুন নিয়ে খেলার মতো এ ধরনের পদক্ষেপ অত্যন্ত বিপজ্জনক হবে। আর যে এই আগুন নিয়ে খেলবে সে পুড়ে যাবে।’
তবে এর প্রতিক্রিয়ায় নিজেদের অবস্থান পরিবর্তন বা তাইওয়ান প্রণালিজুড়ে শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করার ‘একতরফা প্রচেষ্টার’ তীব্র বিরোধিতা করেছেন বাইডেন।
এদিকে তাইওয়ান ইস্যুতে উত্তপ্ত বাক্যবিনিময় হলেও বৈঠকের শুরুতেই একে অপরকে উষ্ণ অভিবাদন জানান চিন পিং ও বাইডেন। এ সময় ‘পুরোনো বন্ধু’ বাইডেনকে দেখে খুশি হওয়ার কথা উল্লেখ করে চীনা প্রেসিডেন্ট বলেন, ‘আমরা সব সময়ই একে অপরের সঙ্গে খুব সৎ। অন্যরা কী ভাবছে তা চিন্তা করে কখনোই আমাদের মাঝে দূরত্ব সৃষ্টি হয়নি।’
সি চিন পিং আরও বলেন, ‘দুই দেশের মধ্যে যোগাযোগ আরও বাড়াতে হবে এবং একসঙ্গে সব চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।’
উত্তর-পূর্ব লেবাননের একটি জরুরি প্রতিক্রিয়া কেন্দ্রে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ১৫ জন উদ্ধারকর্মী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার এ হামলার ঘটনা ঘটে। আজ শুক্রবার লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি
৭ ঘণ্টা আগেস্পেনের একটি বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১০ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। এদের মধ্যে দুজনের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছে স্থানীয় কর্তপক্ষ। আজ শুক্রবার স্পেনের স্থানীয় সংবাদমাধ্যম এল পেইসের বরাত দিয়ে এ খবর জানিয়েছে আল-জাজিরা।
৮ ঘণ্টা আগেঅপ্রাপ্তবয়স্ক নারী হলেও সম্মতির ভিত্তিতে তাঁর সঙ্গে যৌনসঙ্গম ধর্ষণ হিসেবে গণ্য হবে বলে রায় দিয়েছে মুম্বাই হাইকোর্ট। আইন অনুযায়ী এ ক্ষেত্রে সম্মতিকে বৈধতার জন্য যুক্তি হিসেবে প্রদর্শন গ্রহণযোগ্য হবে না।
১২ ঘণ্টা আগেএখন থেকে মহানবী মুহাম্মদ (সা.)-এর রওজা শরিফ জিয়ারতের জন্য আগাম অনুমতি নিতে হবে। অতিরিক্ত ভিড় থেকে মসজিদের কার্যক্রম বিঘ্ন হওয়া ঠেকাতে এবং ঐতিহাসিক স্থাপত্য সংরক্ষণের এই উদ্যোগ নেওয়া হয়েছে।
১২ ঘণ্টা আগে