অনলাইন ডেস্ক
কানাডার ৪৪তম পার্লামেন্ট নির্বাচনে জয়লাভ করেছে ক্ষমতাসীন জাস্টিন ট্রুডোর দল লিবারেল পার্টি। এই জয়ের ফলে তৃতীয় মেয়াদে কানাডার প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন জাস্টিন ট্রুডো। জাস্টিন ট্রুডোর দল লিবারেল পার্টি নির্বাচনে জয়লাভ করলেও সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। সংখ্যাগরিষ্ঠতা অর্জনের লক্ষ্যে গত মাসে নির্বাচনের ডাক দিয়েছিলেন তিনি। সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় আগের মতোই আইন পাসে অন্যদের সমর্থনের দিকে তাকিয়ে থাকতে হবে ট্রুডোকে। কানাডার সিবিসি ও সিটিভি টেলিভিশনের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
নির্বাচনে জয়লাভের পর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে জাস্টিন ট্রুডো কানাডার জনগণকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি তাঁর প্রতিপক্ষ দলের উদ্দেশে বলেন, গুরুত্বপূর্ণ মুহূর্তের অংশীদার হওয়ার জন্য ধন্যবাদ।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, নির্বাচনে জয়ী লিবারেল পার্টির নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টি নির্বাচনে নিজেদের পরাজয় মেনে নিয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, কানাডার নির্বাচনে ভোটারদের দীর্ঘ সারি লক্ষ করা গেছে। কিছু ভোটারকে ভোট দেওয়ার জন্য দুই ঘণ্টাও অপেক্ষা করতে হয়েছে। করোনার কারণে কিছু নিয়মকানুন থাকার ফলে এমনটি হয়েছে। তবে ভোটকেন্দ্রে উপস্থিত হওয়া সব ভোটারই ভোটাধিকার প্রয়োগ করতে সক্ষম হয়েছেন।
কানাডার নির্বাচন কমিশনের বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রুডোর লিবারেল পার্টি ১৫৬টিতে এবং এরিন ও’টুলের কনজারভেটিভ পার্টি ১২২টি আসনে নেতৃত্ব দিতে যাচ্ছে।
উল্লেখ্য, কানাডার পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেনটেটিভের আসনসংখ্যা ৩৩৮। সংখ্যাগরিষ্ঠতা পেতে ১৭০টি আসনে জয়লাভ করতে হয়।
কানাডার ৪৪তম পার্লামেন্ট নির্বাচনে জয়লাভ করেছে ক্ষমতাসীন জাস্টিন ট্রুডোর দল লিবারেল পার্টি। এই জয়ের ফলে তৃতীয় মেয়াদে কানাডার প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন জাস্টিন ট্রুডো। জাস্টিন ট্রুডোর দল লিবারেল পার্টি নির্বাচনে জয়লাভ করলেও সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। সংখ্যাগরিষ্ঠতা অর্জনের লক্ষ্যে গত মাসে নির্বাচনের ডাক দিয়েছিলেন তিনি। সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় আগের মতোই আইন পাসে অন্যদের সমর্থনের দিকে তাকিয়ে থাকতে হবে ট্রুডোকে। কানাডার সিবিসি ও সিটিভি টেলিভিশনের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
নির্বাচনে জয়লাভের পর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে জাস্টিন ট্রুডো কানাডার জনগণকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি তাঁর প্রতিপক্ষ দলের উদ্দেশে বলেন, গুরুত্বপূর্ণ মুহূর্তের অংশীদার হওয়ার জন্য ধন্যবাদ।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, নির্বাচনে জয়ী লিবারেল পার্টির নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টি নির্বাচনে নিজেদের পরাজয় মেনে নিয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, কানাডার নির্বাচনে ভোটারদের দীর্ঘ সারি লক্ষ করা গেছে। কিছু ভোটারকে ভোট দেওয়ার জন্য দুই ঘণ্টাও অপেক্ষা করতে হয়েছে। করোনার কারণে কিছু নিয়মকানুন থাকার ফলে এমনটি হয়েছে। তবে ভোটকেন্দ্রে উপস্থিত হওয়া সব ভোটারই ভোটাধিকার প্রয়োগ করতে সক্ষম হয়েছেন।
কানাডার নির্বাচন কমিশনের বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রুডোর লিবারেল পার্টি ১৫৬টিতে এবং এরিন ও’টুলের কনজারভেটিভ পার্টি ১২২টি আসনে নেতৃত্ব দিতে যাচ্ছে।
উল্লেখ্য, কানাডার পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেনটেটিভের আসনসংখ্যা ৩৩৮। সংখ্যাগরিষ্ঠতা পেতে ১৭০টি আসনে জয়লাভ করতে হয়।
শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুঢ়া কুমারা দিসানায়েকের নেতৃত্বে বামপন্থী দল ন্যাশনাল পিপল পাওয়ার (এনপিপি) আগাম পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ জয় লাভ করেছে। এই জয়ের মার্কসবাদী প্রেসিডেন্ট দিসানায়েকে কঠোর ব্যয় সংকোচন নীতি শিথিল করার জন্য ম্যান্ডেট পেয়েছেন
৯ মিনিট আগেযুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ও বিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্ক জাতিসংঘে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতের সঙ্গে গোপনে সাক্ষাৎ করেছেন। চলতি সপ্তাহের শুরুর দিকে তাঁরা সাক্ষাৎ করেন। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস ইরানের দুটি সূত্রের বরাত দিয়ে
১ ঘণ্টা আগেইসরায়েল অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলে যেসব প্রাকৃতিক সম্পদ আছে সেগুলোর সার্বভৌম মালিকানা ফিলিস্তিনি জনগণের। এই বিষয়টির স্বীকৃতি দিয়ে জাতিসংঘে একটি প্রস্তাব পাস হয়েছে। প্রস্তাবটিতে পশ্চিমা বিশ্বের অনেকগুলো দেশ সমর্থন দিয়েছে। গত বৃহস্পতিবার জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকে এই প্রস্তাব পাস হয়
২ ঘণ্টা আগেচিকিৎসার জন্য ২০০৭ সালে ভারতের আসামে গিয়েছিল বাংলাদেশের সিলেটের এক পরিবার। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলাকালে পরিবারের এক মেয়ে স্থানীয় এক যুবকের প্রেমে পড়ে। শেষমেশ তাঁকে বিয়ে করে সেখানেই থেকে যান তিনি। তবে তাঁর ভারতীয় নাগরিকত্ব পাওয়ার পথ কখনোই প্রশস্ত ছিল না। ২০১৯ সালে বিজেপি সরকার হিন্দুস
৩ ঘণ্টা আগে