অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির সম্ভাব্য প্রার্থী কমলা হ্যারিস জনমত জরিপে আবারও পেছনে ফেলেছেন রিপাবলিক পার্টির প্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। নির্বাচন সামনে রেখে বার্তা সংস্থা রয়টার্স ও ইপসসের নতুন জরিপ থেকে এ তথ্য জানা গেছে।
ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে যত দিন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন ছিলেন, তত দিন জনমত জরিপে বেশ সুবিধাজনক অবস্থানেই ছিলেন ডোনাল্ড ট্রাম্প। তবে সেই অবস্থা পরিবর্তিত হয়েছে। বাইডেন সরে দাঁড়িয়ে তাঁর ভাইস প্রেসিডেন্ট কমলাকে সমর্থন দেওয়ার পর পাশার দান পাল্টে গেছে।
গত রোববার শেষ হয় রয়টার্স-ইপসসের তিন দিনব্যাপী জরিপ। গত ২৬ থেকে ২৮ জুলাই পর্যন্ত অনলাইনে চলা এই জরিপে মোট ১ হাজার ২৫ জন ভোটার অংশ নেন। এতে ৪৩ শতাংশ নিবন্ধিত ভোটারের সমর্থন পেয়েছেন কমলা। সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি রয়েছে ৪২ শতাংশ ভোটারের সমর্থন। অর্থাৎ ১ পয়েন্ট বেশি এগিয়ে আছেন কমলা। গত সপ্তাহে রয়টার্স-ইপসস জরিপেও এগিয়ে ছিলেন কমলা। সে সময় তিনি ৪৪ শতাংশ ভোটারের সমর্থন পান আর ট্রাম্প পান ৪২ শতাংশ।
এদিকে দলীয় চাপের মুখে ৮১ বছর বয়সী বাইডেন নির্বাচনের দৌড় থেকে সরে দাঁড়ান। বাইডেনের সরে দাঁড়ানোর পরে কমলা গত ১০ দিনে ডেমোক্রেটিক প্রার্থী হিসেবে নিজের অবস্থান মজবুত করেছেন। এর পর থেকে তিনি ব্যাপক অনুদান ও সমর্থন পাচ্ছেন। দলের চাপে নিজেকে সরিয়ে নিলেও কমলার প্রতি নিজের সমর্থন ও আস্থার কথা জানিয়েছেন বাইডেন।
সামগ্রিকভাবে গত মাস থেকেই ভোটারদের আগ্রহের জায়গায় আসতে শুরু করেন কমলা। সর্বশেষ জরিপে দেখা গেছে, ৪৬ শতাংশ ভোটার তাঁকে সমর্থন করেন। বিপরীতে সমর্থন করেন না ৫১ শতাংশ ভোটার। এর আগে ২ জুলাই রয়টার্স-ইপসসের জরিপে ৪০ শতাংশ ভোটার হ্যারিসের পক্ষে থাকলেও ৫৭ শতাংশ ভোটার তাঁর বিপক্ষে অবস্থান নেন। তবে এ সময়ের মধ্যে ট্রাম্পের সমর্থনে খুব বেশি পরিবর্তন দেখা যায়নি। নিবন্ধিত ভোটারদের ৪১ শতাংশ তাঁকে পছন্দ করলেও জরিপের ৫৬ শতাংশ অংশগ্রহণকারী তাঁর প্রতি অপছন্দের কথা জানিয়েছেন।
জরিপে দেখা গেছে, ভোটারেরা অর্থনীতি, অভিবাসন ও অপরাধ বিষয়ে ট্রাম্পের দৃষ্টিভঙ্গিকে পছন্দ করেন। অন্যদিকে কমলাকে পছন্দের কারণ হিসেবে তাঁর স্বাস্থ্যসেবা পরিকল্পনা বেছে নিয়েছেন ভোটাররা।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগে এসব জরিপের মাধ্যমে রাজনীতিবিদদের প্রতি ভোটারদের অবস্থান তুলে ধরা হয়। তবে নির্বাচনে অ্যারিজোনা, মিশিগান, জর্জিয়া ও পেনসিলভানিয়ার মতো রাজ্যেগুলো আলাদা গুরুত্ব পেয়ে থাকে। কারণ এই রাজ্যেগুলো যুক্তরাষ্ট্রের নির্বাচনে প্রেসিডেন্ট পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির সম্ভাব্য প্রার্থী কমলা হ্যারিস জনমত জরিপে আবারও পেছনে ফেলেছেন রিপাবলিক পার্টির প্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। নির্বাচন সামনে রেখে বার্তা সংস্থা রয়টার্স ও ইপসসের নতুন জরিপ থেকে এ তথ্য জানা গেছে।
ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে যত দিন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন ছিলেন, তত দিন জনমত জরিপে বেশ সুবিধাজনক অবস্থানেই ছিলেন ডোনাল্ড ট্রাম্প। তবে সেই অবস্থা পরিবর্তিত হয়েছে। বাইডেন সরে দাঁড়িয়ে তাঁর ভাইস প্রেসিডেন্ট কমলাকে সমর্থন দেওয়ার পর পাশার দান পাল্টে গেছে।
গত রোববার শেষ হয় রয়টার্স-ইপসসের তিন দিনব্যাপী জরিপ। গত ২৬ থেকে ২৮ জুলাই পর্যন্ত অনলাইনে চলা এই জরিপে মোট ১ হাজার ২৫ জন ভোটার অংশ নেন। এতে ৪৩ শতাংশ নিবন্ধিত ভোটারের সমর্থন পেয়েছেন কমলা। সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি রয়েছে ৪২ শতাংশ ভোটারের সমর্থন। অর্থাৎ ১ পয়েন্ট বেশি এগিয়ে আছেন কমলা। গত সপ্তাহে রয়টার্স-ইপসস জরিপেও এগিয়ে ছিলেন কমলা। সে সময় তিনি ৪৪ শতাংশ ভোটারের সমর্থন পান আর ট্রাম্প পান ৪২ শতাংশ।
এদিকে দলীয় চাপের মুখে ৮১ বছর বয়সী বাইডেন নির্বাচনের দৌড় থেকে সরে দাঁড়ান। বাইডেনের সরে দাঁড়ানোর পরে কমলা গত ১০ দিনে ডেমোক্রেটিক প্রার্থী হিসেবে নিজের অবস্থান মজবুত করেছেন। এর পর থেকে তিনি ব্যাপক অনুদান ও সমর্থন পাচ্ছেন। দলের চাপে নিজেকে সরিয়ে নিলেও কমলার প্রতি নিজের সমর্থন ও আস্থার কথা জানিয়েছেন বাইডেন।
সামগ্রিকভাবে গত মাস থেকেই ভোটারদের আগ্রহের জায়গায় আসতে শুরু করেন কমলা। সর্বশেষ জরিপে দেখা গেছে, ৪৬ শতাংশ ভোটার তাঁকে সমর্থন করেন। বিপরীতে সমর্থন করেন না ৫১ শতাংশ ভোটার। এর আগে ২ জুলাই রয়টার্স-ইপসসের জরিপে ৪০ শতাংশ ভোটার হ্যারিসের পক্ষে থাকলেও ৫৭ শতাংশ ভোটার তাঁর বিপক্ষে অবস্থান নেন। তবে এ সময়ের মধ্যে ট্রাম্পের সমর্থনে খুব বেশি পরিবর্তন দেখা যায়নি। নিবন্ধিত ভোটারদের ৪১ শতাংশ তাঁকে পছন্দ করলেও জরিপের ৫৬ শতাংশ অংশগ্রহণকারী তাঁর প্রতি অপছন্দের কথা জানিয়েছেন।
জরিপে দেখা গেছে, ভোটারেরা অর্থনীতি, অভিবাসন ও অপরাধ বিষয়ে ট্রাম্পের দৃষ্টিভঙ্গিকে পছন্দ করেন। অন্যদিকে কমলাকে পছন্দের কারণ হিসেবে তাঁর স্বাস্থ্যসেবা পরিকল্পনা বেছে নিয়েছেন ভোটাররা।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগে এসব জরিপের মাধ্যমে রাজনীতিবিদদের প্রতি ভোটারদের অবস্থান তুলে ধরা হয়। তবে নির্বাচনে অ্যারিজোনা, মিশিগান, জর্জিয়া ও পেনসিলভানিয়ার মতো রাজ্যেগুলো আলাদা গুরুত্ব পেয়ে থাকে। কারণ এই রাজ্যেগুলো যুক্তরাষ্ট্রের নির্বাচনে প্রেসিডেন্ট পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
গতকাল শুক্রবার সন্ধ্যায় মহারানি লক্ষ্মীবাই মেডিকেল কলেজের নবজাতক নিবিড় পরিচর্যা ইউনিটে (এনআইসিইউ) এই ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। হাসপাতালের চিকিৎসক ও কর্মীরা তৎক্ষণাৎ জানালা ভেঙে রোগীদের বের করার চেষ্টা করেন। পরে ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী।
৭ মিনিট আগেউত্তর-পূর্ব লেবাননের একটি জরুরি প্রতিক্রিয়া কেন্দ্রে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ১৫ জন উদ্ধারকর্মী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার এ হামলার ঘটনা ঘটে। আজ শুক্রবার লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি
৯ ঘণ্টা আগেস্পেনের একটি বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১০ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। এদের মধ্যে দুজনের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছে স্থানীয় কর্তপক্ষ। আজ শুক্রবার স্পেনের স্থানীয় সংবাদমাধ্যম এল পেইসের বরাত দিয়ে এ খবর জানিয়েছে আল-জাজিরা।
১০ ঘণ্টা আগেঅপ্রাপ্তবয়স্ক নারী হলেও সম্মতির ভিত্তিতে তাঁর সঙ্গে সঙ্গম ধর্ষণ হিসেবে গণ্য হবে বলে রায় দিয়েছে মুম্বাই হাইকোর্ট। আইন অনুযায়ী এ ক্ষেত্রে সম্মতিকে বৈধতার জন্য যুক্তি হিসেবে প্রদর্শন গ্রহণযোগ্য হবে না।
১৪ ঘণ্টা আগে