অনলাইন ডেস্ক
আদালতের অনুমতি নিয়ে সুইডেনে পবিত্র কোরআন পোড়ানোর ঘটনায় যুক্তরাষ্ট্রসহ বহু দেশ নিন্দা জানিয়েছে। বেশ কিছু দেশে মুসলমানেরা রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন।
তুরস্ক: তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান কড়াভাবে বলেছেন, ‘আমরা এই পশ্চিমাদের উচিত শিক্ষা দিয়ে বোঝাব, মুসলিমদের অপমান করাটা চিন্তার স্বাধীনতার মধ্যে পড়ে না।’
টেলিভিশন ভাষণে এরদোয়ান বলেছেন, ‘যতক্ষণ ইসলামোফোবিয়া ও সন্ত্রাসবাদী সংগঠনগুলোর বিরুদ্ধে আমাদের জয় না হচ্ছে, তত দিন আমরা যতটা সম্ভব কড়া প্রতিক্রিয়া জানাব।’ তুরস্কের প্রেসিডেন্টের অভিযোগ, ‘সুইডেন সন্ত্রাসবাদীদের হাত ধরে চলছে। তারা কখনো তুরস্কবিরোধী, কখনো ইসলামবিরোধী, কখনো একসঙ্গে ইসলাম ও তুরস্কবিরোধী কাজ করে চলেছে।’
মার্কিন যুক্তরাষ্ট্র: দেশটি কোরআন পোড়ানোর ঘটনায় তীব্র নিন্দা প্রকাশ করলেও সুইডেনের ন্যাটোতে যোগদানে তুরস্ককে অনুমতি দিতে বলেছে। দেশটির পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেছেন, ধর্মীয় গ্রন্থ পোড়ানো ঘৃণ্য ও কষ্টদায়ক কাজ। সব আইনগত বৈধ কাজই প্রয়োজনীয় ও উপযুক্ত নয়। আমরা সুইডেনের ন্যাটোতে যোগদানে তুরস্ক ও হাঙ্গেরির দ্রুত ‘হ্যাঁ’ ভোট প্রত্যাশা করছি।’
মরোক্কো: মরক্কো শুধু নিন্দার বিবৃতিতেই সীমাবদ্ধ নেই। দেশটি সুইডেনে তার রাষ্ট্রদূতকে অনির্দিষ্টকালের জন্য প্রত্যাহার করেছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী রাবাতে সুইডেনের রাষ্ট্রদূতকে ডেকে পাঠান এবং এর তীব্র নিন্দা জানিয়ে তাঁকে প্রত্যাহারের নোটিশ দেন।
ইরাক: ইরাকে পবিত্র কোরআন পোড়ানোর প্রবল প্রতিক্রিয়া হয়েছে। বাগদাদে বিক্ষোভকারীরা সুইডেনের দূতাবাসের মধ্যে ঢুকে পড়ার চেষ্টা করে। বিক্ষোভকারীদের অভিযোগ ছিল, সুইডেন ইসলামের বিরুদ্ধে কাজ করছে।
ইরান: পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি এ ঘটনাকে উসকানিমূলক, অসুস্থ বিবেচনাপ্রসূত ও অগ্রণযোগ্য বলেছেন। তিনি বলেন, ‘ইরানের সরকার ও জনগণ এ ধরনের অপমান সহ্য করে না। এর তীব্র নিন্দা জানাই এবং ভবিষতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি যেন না হয়, সে জন্য সুইডেনের প্রতি আহ্বান জানাই।’
আমিরাত ও জর্ডান: সুইডেনের রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে পাঠিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে আমিরাত ও জর্ডান।
সৌদি আরব: দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, ‘বারবার এমন ঘৃণ্য কাজ করা হচ্ছে, এটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না।’
মিসর: ঈদুল আজহার দিনে ইরাকি যুবক মোমিকার কোরআন পোড়ানোর ঘটনাকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতিতে বলেছে, মিসর ইউরোপে বারবার পবিত্র কোরআন পোড়ানো, ইসলামফোবিয়া ও ধর্মের অবমাননার বিষয়ে গভীর উদ্বিগ্ন।
কুয়েত: দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এ ধরনের কাজ সারা বিশ্বে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে। এটি বিশ্ব নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ। এমন ঘৃণ্য চরমপন্থা ও ধর্মীয় অসহিষ্ণুতা রোধে দেশটি আন্তর্জাতিক সংস্থা ও সরকারকে আহ্বান জানিয়েছে।
ইয়েমেন: দেশটির সরকার এ ঘটনাকে সারা বিশ্বের মুসলমানদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত বলে এক বিবৃতিতে উল্লেখ করেছে।
ফিলিস্তিন: দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টিকে মানবাধিকার, সহনশীলতার মূল্যবোধ, গণতন্ত্র এবং সব ধর্মের অনুসারীদের শান্তিপূর্ণ সহাবস্থানের ওপর আক্রমণ হিসেবে চিহ্নিত করে নিন্দা জানিয়েছে।
এর আগে গতকাল বৃহস্পতিবার স্টকহোমের মসজিদের বাইরে পবিত্র কোরআন পোড়ান এক অভিবাসী ইরাকি যুবক ও তার সঙ্গী। তারপরই ক্ষোভে ফেটে পড়ে তুরস্কসহ গোটা মুসলিম বিশ্ব।
সুইডেনের প্রধানমন্ত্রী বলেছেন, তার দেশে কোনো প্রতিবাদের অনুমতি সরকার দেয় না। কারণ, প্রতিবাদ করাটা সুইডেনে আইনি অধিকার। কোনো মানুষ প্রতিবাদ দেখাবেন কি না, তা পুলিশ ঠিক করে। প্রশাসনে থাকা রাজনীতিবিদেরা নন।
স্টকহোমের মসজিদের কর্মকর্তারা জানিয়েছেন, পুলিশ কোরআন পোড়ানোর অনুমতি দেওয়ায় তাঁঁরা মর্মাহত। তাঁরা আদালত ও পুলিশকে বলেছিলেন, মসজিদের সামনে নয়, অন্য জায়গায় প্রতিবাদ দেখানোর অনুমতি দেওয়া হোক। মসজিদের সামনে যেন পবিত্র কোরআন পোড়ানোর অনুমতি না দেওয়া হয়। কিন্তু তাদের অনুরোধ রাখা হয়নি।
আদালতের অনুমতি নিয়ে সুইডেনে পবিত্র কোরআন পোড়ানোর ঘটনায় যুক্তরাষ্ট্রসহ বহু দেশ নিন্দা জানিয়েছে। বেশ কিছু দেশে মুসলমানেরা রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন।
তুরস্ক: তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান কড়াভাবে বলেছেন, ‘আমরা এই পশ্চিমাদের উচিত শিক্ষা দিয়ে বোঝাব, মুসলিমদের অপমান করাটা চিন্তার স্বাধীনতার মধ্যে পড়ে না।’
টেলিভিশন ভাষণে এরদোয়ান বলেছেন, ‘যতক্ষণ ইসলামোফোবিয়া ও সন্ত্রাসবাদী সংগঠনগুলোর বিরুদ্ধে আমাদের জয় না হচ্ছে, তত দিন আমরা যতটা সম্ভব কড়া প্রতিক্রিয়া জানাব।’ তুরস্কের প্রেসিডেন্টের অভিযোগ, ‘সুইডেন সন্ত্রাসবাদীদের হাত ধরে চলছে। তারা কখনো তুরস্কবিরোধী, কখনো ইসলামবিরোধী, কখনো একসঙ্গে ইসলাম ও তুরস্কবিরোধী কাজ করে চলেছে।’
মার্কিন যুক্তরাষ্ট্র: দেশটি কোরআন পোড়ানোর ঘটনায় তীব্র নিন্দা প্রকাশ করলেও সুইডেনের ন্যাটোতে যোগদানে তুরস্ককে অনুমতি দিতে বলেছে। দেশটির পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেছেন, ধর্মীয় গ্রন্থ পোড়ানো ঘৃণ্য ও কষ্টদায়ক কাজ। সব আইনগত বৈধ কাজই প্রয়োজনীয় ও উপযুক্ত নয়। আমরা সুইডেনের ন্যাটোতে যোগদানে তুরস্ক ও হাঙ্গেরির দ্রুত ‘হ্যাঁ’ ভোট প্রত্যাশা করছি।’
মরোক্কো: মরক্কো শুধু নিন্দার বিবৃতিতেই সীমাবদ্ধ নেই। দেশটি সুইডেনে তার রাষ্ট্রদূতকে অনির্দিষ্টকালের জন্য প্রত্যাহার করেছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী রাবাতে সুইডেনের রাষ্ট্রদূতকে ডেকে পাঠান এবং এর তীব্র নিন্দা জানিয়ে তাঁকে প্রত্যাহারের নোটিশ দেন।
ইরাক: ইরাকে পবিত্র কোরআন পোড়ানোর প্রবল প্রতিক্রিয়া হয়েছে। বাগদাদে বিক্ষোভকারীরা সুইডেনের দূতাবাসের মধ্যে ঢুকে পড়ার চেষ্টা করে। বিক্ষোভকারীদের অভিযোগ ছিল, সুইডেন ইসলামের বিরুদ্ধে কাজ করছে।
ইরান: পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি এ ঘটনাকে উসকানিমূলক, অসুস্থ বিবেচনাপ্রসূত ও অগ্রণযোগ্য বলেছেন। তিনি বলেন, ‘ইরানের সরকার ও জনগণ এ ধরনের অপমান সহ্য করে না। এর তীব্র নিন্দা জানাই এবং ভবিষতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি যেন না হয়, সে জন্য সুইডেনের প্রতি আহ্বান জানাই।’
আমিরাত ও জর্ডান: সুইডেনের রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে পাঠিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে আমিরাত ও জর্ডান।
সৌদি আরব: দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, ‘বারবার এমন ঘৃণ্য কাজ করা হচ্ছে, এটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না।’
মিসর: ঈদুল আজহার দিনে ইরাকি যুবক মোমিকার কোরআন পোড়ানোর ঘটনাকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতিতে বলেছে, মিসর ইউরোপে বারবার পবিত্র কোরআন পোড়ানো, ইসলামফোবিয়া ও ধর্মের অবমাননার বিষয়ে গভীর উদ্বিগ্ন।
কুয়েত: দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এ ধরনের কাজ সারা বিশ্বে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে। এটি বিশ্ব নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ। এমন ঘৃণ্য চরমপন্থা ও ধর্মীয় অসহিষ্ণুতা রোধে দেশটি আন্তর্জাতিক সংস্থা ও সরকারকে আহ্বান জানিয়েছে।
ইয়েমেন: দেশটির সরকার এ ঘটনাকে সারা বিশ্বের মুসলমানদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত বলে এক বিবৃতিতে উল্লেখ করেছে।
ফিলিস্তিন: দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টিকে মানবাধিকার, সহনশীলতার মূল্যবোধ, গণতন্ত্র এবং সব ধর্মের অনুসারীদের শান্তিপূর্ণ সহাবস্থানের ওপর আক্রমণ হিসেবে চিহ্নিত করে নিন্দা জানিয়েছে।
এর আগে গতকাল বৃহস্পতিবার স্টকহোমের মসজিদের বাইরে পবিত্র কোরআন পোড়ান এক অভিবাসী ইরাকি যুবক ও তার সঙ্গী। তারপরই ক্ষোভে ফেটে পড়ে তুরস্কসহ গোটা মুসলিম বিশ্ব।
সুইডেনের প্রধানমন্ত্রী বলেছেন, তার দেশে কোনো প্রতিবাদের অনুমতি সরকার দেয় না। কারণ, প্রতিবাদ করাটা সুইডেনে আইনি অধিকার। কোনো মানুষ প্রতিবাদ দেখাবেন কি না, তা পুলিশ ঠিক করে। প্রশাসনে থাকা রাজনীতিবিদেরা নন।
স্টকহোমের মসজিদের কর্মকর্তারা জানিয়েছেন, পুলিশ কোরআন পোড়ানোর অনুমতি দেওয়ায় তাঁঁরা মর্মাহত। তাঁরা আদালত ও পুলিশকে বলেছিলেন, মসজিদের সামনে নয়, অন্য জায়গায় প্রতিবাদ দেখানোর অনুমতি দেওয়া হোক। মসজিদের সামনে যেন পবিত্র কোরআন পোড়ানোর অনুমতি না দেওয়া হয়। কিন্তু তাদের অনুরোধ রাখা হয়নি।
উত্তর-পূর্ব লেবাননের একটি জরুরি প্রতিক্রিয়া কেন্দ্রে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ১৫ জন উদ্ধারকর্মী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার এ হামলার ঘটনা ঘটে। আজ শুক্রবার লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি
২ ঘণ্টা আগেস্পেনের একটি বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১০ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। এদের মধ্যে দুজনের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছে স্থানীয় কর্তপক্ষ। আজ শুক্রবার স্পেনের স্থানীয় সংবাদমাধ্যম এল পেইসের বরাত দিয়ে এ খবর জানিয়েছে আল-জাজিরা।
৩ ঘণ্টা আগেঅপ্রাপ্তবয়স্ক নারী হলেও সম্মতির ভিত্তিতে তাঁর সঙ্গে যৌনসঙ্গম ধর্ষণ হিসেবে গণ্য হবে বলে রায় দিয়েছে মুম্বাই হাইকোর্ট। আইন অনুযায়ী এ ক্ষেত্রে সম্মতিকে বৈধতার জন্য যুক্তি হিসেবে প্রদর্শন গ্রহণযোগ্য হবে না।
৭ ঘণ্টা আগেএখন থেকে মহানবী মুহাম্মদ (সা.)-এর রওজা শরিফ জিয়ারতের জন্য আগাম অনুমতি নিতে হবে। অতিরিক্ত ভিড় থেকে মসজিদের কার্যক্রম বিঘ্ন হওয়া ঠেকাতে এবং ঐতিহাসিক স্থাপত্য সংরক্ষণের এই উদ্যোগ নেওয়া হয়েছে।
৭ ঘণ্টা আগে