ইয়াসিন আরাফাত, ঢাকা
২০২১ সালের শুরুটা হয়েছিল করোনাভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধের প্রত্যয় নিয়ে। ওই সময়টায় মানুষের মনে আশা জাগিয়ে একের পর এক বাজারে আসছিল করোনার টিকা। শুরু হয়ে গিয়েছিল টিকার প্রয়োগও। নতুন নতুন ধরন চিহ্নিত হলেও ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ চলমান ছিল। আর বছরের শেষটায় আবার নতুন করে লড়াই শুরুর মনোবল সঞ্চয় করতে হচ্ছে বিশ্ববাসীকে। কারণ ‘ওমিক্রন’।
২০১৯ সালের শেষের দিকে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম শনাক্ত হয় করোনাভাইরাস। ২০২০ সালে এটি বৈশ্বিক মহামারিতে রূপ নেয়। ওই বছরই বিজ্ঞানীরা এর টিকা আবিষ্কারের কাজে লেগে পড়েন। তাতে সফলও হন। ২০২০ সালের ৮ ডিসেম্বর ‘প্রথম দেশ’ হিসেবে যুক্তরাজ্যে ফাইজার–বায়োএনটেক উদ্ভাবিত করোনার টিকার প্রয়োগ শুরু হয়। তবে টিকা মিললেও বিশ্ব করোনা থেকে এখনো মুক্ত হয়নি।
গত বছরের শেষ ও চলতি বছরের শুরুতে দক্ষিণ আফ্রিকায় পাওয়া করোনার নতুন ধরন বিটা ও যুক্তরাজ্যে পাওয়া করোনার নতুন ধরন আলফা বিশ্বজুড়ে দাপট দেখাতে থাকে। এসব নতুন ধরনের কারণে প্রয়োজনীয়তা দেখা দেয় করোনার বুস্টার ডোজের। ফাইজার, অ্যাস্ট্রাজেনেকা, মডার্নাসহ বিভিন্ন কোম্পানি থেকে বুস্টার ডোজের কার্যকারিতা সম্পর্কে বিভিন্ন গবেষণা প্রকাশিত হতে থাকে।
এর মধ্যেই ভারতে তীব্রভাবে সংক্রমণ শুরু হয় করোনার নতুন এক ধরনের। পরে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) পক্ষ থেকে এর নাম রাখা হয় ডেলটা। ধরনটি প্রথম শনাক্ত হয় ভারতেই। গত বছরের অক্টোবরে ভারতে এর ধরন শনাক্ত হয়। গত মে মাসে করোনার ডেলটা ধরনকে ‘উদ্বেগজনক’ হিসেবে তালিকাভুক্ত করে ডব্লিউএইচও। যুক্তরাজ্যের স্বাস্থ্য বিভাগ জানায়, করোনাভাইরাসের আলফা থেকে ৬০ শতাংশ বেশি সংক্রামক ডেলটা ভেরিয়েন্ট।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক বিশ্লেষণে বলা হয়, ভারতে করোনা সংক্রমণের এই বিস্ফোরণ মোটেই অপ্রত্যাশিত ছিল না। কারণ, সংক্রমণ যখন কমছিল, তখন বিধিনিষেধের ক্ষেত্রে অনেক ছাড় দেওয়া হয়েছিল। ভারতে ভয়াবহ করোনা সংকটের জন্য বড় ধরনের ধর্মীয় জমায়েত, নির্বাচনী সভা-সমাবেশ, খেলাধুলার আয়োজনসহ অধিকাংশ জনসমাগম স্থান চালু করে দেওয়ার মতো বিষয়কে দায়ী করেন বিশেষজ্ঞরা।
গত ৮ মে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিকিৎসা ও জনস্বাস্থ্য সাময়িকী দ্য ল্যানসেটের সম্পাদকীয় প্রতিবেদনে বলা হয়, নরেন্দ্র মোদির সরকারই ভারতে করোনা বিপর্যয়ের জন্য দায়ী। বহুবার সতর্ক করা সত্ত্বেও সরকার কুম্ভমেলা পালন এবং ভোটের জন্য রাজনৈতিক প্রচারণা চালাতে দিয়েছে, যা ‘সুপার স্প্রেডারের’ কাজ করেছে। ওই সম্পাদকীয়তে আরও বলা হয়, মোদি সমালোচকদের কণ্ঠরোধের চেষ্টা করেছেন। খোলামনে আলোচনা করতে চাননি, কারও পরামর্শও নেননি। এ অপরাধ ক্ষমার অযোগ্য।
গত বছরের ১৮ জুন দেশটিতে দৈনিক করোনা রোগী শনাক্ত হয় ১১ হাজার। এর দুই মাসের মাথায় দেশটিতে প্রতিদিন গড়ে ৩৫ হাজার রোগী শনাক্ত হচ্ছিল।
ভারতে সংক্রমণের প্রথম ঢেউ চরম পর্যায়ে পৌঁছায় গত বছরের সেপ্টেম্বরে। তখন দেশটিতে দিনে ৯০ হাজারের বেশি করোনা রোগী শনাক্ত হচ্ছিল। চলতি বছরের জানুয়ারিতে সংক্রমণ কমে দৈনিক শনাক্ত ২০ হাজারের নিচে নামে। চলতি বছরের মার্চ মাসে দেশটির স্বাস্থ্যমন্ত্রী জনগণকে এই বলে আশ্বস্ত করেন যে ভারত মহামারির শেষ পর্যায়ে পৌঁছে গেছে।
চলতি বছরের ফেব্রুয়ারি-মার্চ মাসে ভারতে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয়ে যায়। দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণ খুব দ্রুত ছড়িয়ে পড়ে। আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুযায়ী, করোনা মহামারি শুরুর পর এখন পর্যন্ত ভারতে এক দিনে সর্বোচ্চ রোগী শনাক্ত হয় গত ৬ মে। এদিন দেশটিতে ৪ লাখ ১৪ হাজার ৪৩৩ জন রোগী শনাক্ত হয়। ভারত ছাড়া বিশ্বের আর কোনো দেশে এক দিনে এত রোগী শনাক্ত হয়নি।
দেশ-বিদেশে প্রবল সমালোচনার মুখে করোনার সংক্রমণ ঠেকাতে আবার কঠোর বিধিনিষেধের পথে হাঁটে ভারত সরকার। পাশাপাশি ১ মে থেকে প্রাপ্তবয়স্ক সব নাগরিককে টিকাদানের কর্মসূচি হাতে নেয় ভারত। ভারতে টিকার চাহিদা বেড়ে গেলে দেশটি থেকে সেরাম ইনস্টিটিউটের তৈরি টিকা বাংলাদেশ পাঠানো বন্ধ হয়ে যায়। বাংলাদেশ সরকার গত বছরের ১৩ ডিসেম্বর অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা টিকার তিন কোটি ডোজ কেনার জন্য সেরামের সঙ্গে চুক্তি করে। টিকা পেতে সেরামকে প্রায় ১ হাজার ৩০০ কোটি টাকা অগ্রিম পরিশোধ করা হয়েছে। চুক্তি অনুযায়ী, প্রতি মাসে বাংলাদেশের ৫০ লাখ ডোজ পাওয়ার কথা ছিল, কিন্তু দুই কিস্তিতে মাত্র ৭০ লাখ ও ভারত সরকার উপহার হিসেবে ৩৩ লাখ ডোজ টিকা পাঠানোর পর সেটি বন্ধ হয়ে যায়।
ভারত থেকে টিকা রপ্তানি বন্ধ হলে বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম ডোজের টিকা দেওয়া বন্ধ হওয়ার শঙ্কাও ছিল বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের। এরপরই সরকার চীনের কাছ থেকে করোনা টিকা কেনার সিদ্ধান্ত নেয়। চীন থেকে ১০ কোটির বেশি টিকা কিনেছে বাংলাদেশ সরকার। ভারতে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর চলতি অক্টোবরে বাংলাদেশকে দীর্ঘ বিরতির পর ১০ লাখ ডোজ টিকা দেয় ভারত। এ ছাড়া জাতিসংঘের বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্স থেকে ফাইজার ও মডার্নার টিকা পায় বাংলাদেশ।
বাংলাদেশের গ্লোব বায়োটেকের তৈরি করোনাভাইরাসের টিকা বঙ্গভ্যাক্স মানুষের শরীরে পরীক্ষামূলক প্রয়োগের অনুমতি দিয়েছে বাংলাদেশ চিকিৎসা গবেষণা কাউন্সিল (বিএমআরসি)। দেশি কোম্পানি গ্লোব বায়োটেক লিমিটেড এ টিকা উৎপাদনের চেষ্টার মাধ্যমে বাংলাদেশের একমাত্র প্রতিষ্ঠান হিসেবে করোনাভাইরাসের টিকা তৈরির লড়াইয়ে রয়েছে। এর আগে বানরের দেহে টিকার পরীক্ষামূলক প্রয়োগে ‘ভালো’ ফল পাওয়ার কথা জানিয়েছিল তারা। তবে প্রায় দেড় বছর চেষ্টার পরও এখনো টিকা বাজারে আনতে পারেনি গ্লোব বায়োটেক।
এদিকে বাংলাদেশ যখন টিকা জোগাড়ে ব্যস্ত, তখন বিশ্বের পশ্চিমা দেশগুলো ব্যস্ত বুস্টার ডোজের জন্য টিকা সংগ্রহে। আর ওই সব দেশের টিকা মজুতের কারণে দরিদ্র দেশগুলোর টিকা পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। ধনী ও দরিদ্র দেশগুলোর মধ্যে করোনা টিকার বৈষম্য কমাতে আগামী বছরের সেপ্টেম্বর পর্যন্ত বুস্টার ডোজ প্রয়োগ না করার জন্য আহ্বান জানায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, বিশ্বের দরিদ্র দেশগুলোর মাত্র সাড়ে ৭ শতাংশ মানুষ টিকার একটি ডোজ পেয়েছেন। যেখানে ধনী দেশগুলোর ৬৩ দশমিক ৯ শতাংশ মানুষ একটি ডোজ পেয়েছেন। ইউরোপ ও যুক্তরাষ্ট্রের প্রায় ৭০ শতাংশ মানুষ টিকার কমপক্ষে এক ডোজ পেয়েছেন।
ইউরোপে টিকার প্রয়োগের হার ভালো হলেও সম্প্রতি যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, বেলজিয়ামসহ বিভিন্ন দেশে করোনা সংক্রমণ আবার দেখা দিয়েছে। যুক্তরাজ্যে লকডাউন জারি না হলেও টিকা না নেওয়া ব্যক্তিদের জন্য জার্মানিতে লকডাউন জারি করা হয়েছে। এ ছাড়া ফ্রান্স, নেদারল্যান্ডসসহ ইউরোপের বিভিন্ন দেশে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
এর মধ্যেই গত ২৪ নভেম্বর করোনার নতুন এক ধরনের কথা জানায় দক্ষিণ আফ্রিকা। নতুন এই ধরনের নাম দেওয়া হয় ওমিক্রন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এরই মধ্যে জানিয়েছে, ডেলটার চেয়ে দ্রুত ছড়ায় ওমিক্রন। তবে এ-ও অভয় দিচ্ছে, এই ধরনে মৃত্যুর হার তেমন নয়। এরই মধ্যে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়ে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে।
কোভিড টিকার অপ্রতুলতা এবং টিকা নিতে মানুষের মধ্যে দ্বিধার কারণে ওমিক্রনের মতো ধরন তৈরি হচ্ছে বলে দাবি বিশেষজ্ঞদের। এ ছাড়া করোনার টিকার ট্রায়াল চলার সময়ই ধনী দেশগুলো আগাম ক্রয়াদেশ দিয়ে রাখছে। তারা প্রয়োজনের চেয়ে কয়েক গুণ বেশি টিকা সংগ্রহ করছে। এতে বিপাকে পড়ছে উন্নয়নশীল ও দরিদ্র দেশগুলো। এই আচরণকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনৈতিক বলে আখ্যায়িত করেছে।
নভেল করোনাভাইরাসের নতুন নতুন ভেরিয়েন্ট নিয়ে বিপাকে পড়েছেন বিজ্ঞানীরা। অবিশ্বাস্য কম সময়ের মধ্যে টিকা তৈরির সাফল্য এলেও নতুন ভেরিয়েন্টের বিরুদ্ধে এসব টিকার কার্যকারিতা নিয়ে সংশয় কাটছে না। এর মধ্যে আরও নতুন করোনাভাইরাসের মহামারি দুয়ারে কড়া নাড়ছে বলে সতর্ক করছেন বিজ্ঞানীরা। ফলে এমন একটি টিকার সন্ধান চলছে, যা এই নতুন করোনাভাইরাসের সব ধরনের ভেরিয়েন্টের বিরুদ্ধে মানুষকে আজীবন না হলেও অন্তত দীর্ঘ সময় সুরক্ষা দেবে। সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান ডিউক–নাসের ভাইরোলজিস্ট ওয়াং লিনফা এই গবেষণায় বেশ এগিয়েছেন। শুধু তা-ই নয়, তিনি এমন টিকা উদ্ভাবন করতে চাইছেন, যা সব ধরনের করোনাভাইরাসের বিরুদ্ধে মানুষকে সুরক্ষা দিতে সক্ষম হবে। এমন আশাবাদে ভর করেই নতুন বছরকে বরণ করতে চলেছে বিশ্ববাসী।
তথ্যসূত্র: এনডিটিভি, রয়টার্স, বিবিসি, সিএনএন, এএফপি
২০২১ সালের শুরুটা হয়েছিল করোনাভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধের প্রত্যয় নিয়ে। ওই সময়টায় মানুষের মনে আশা জাগিয়ে একের পর এক বাজারে আসছিল করোনার টিকা। শুরু হয়ে গিয়েছিল টিকার প্রয়োগও। নতুন নতুন ধরন চিহ্নিত হলেও ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ চলমান ছিল। আর বছরের শেষটায় আবার নতুন করে লড়াই শুরুর মনোবল সঞ্চয় করতে হচ্ছে বিশ্ববাসীকে। কারণ ‘ওমিক্রন’।
২০১৯ সালের শেষের দিকে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম শনাক্ত হয় করোনাভাইরাস। ২০২০ সালে এটি বৈশ্বিক মহামারিতে রূপ নেয়। ওই বছরই বিজ্ঞানীরা এর টিকা আবিষ্কারের কাজে লেগে পড়েন। তাতে সফলও হন। ২০২০ সালের ৮ ডিসেম্বর ‘প্রথম দেশ’ হিসেবে যুক্তরাজ্যে ফাইজার–বায়োএনটেক উদ্ভাবিত করোনার টিকার প্রয়োগ শুরু হয়। তবে টিকা মিললেও বিশ্ব করোনা থেকে এখনো মুক্ত হয়নি।
গত বছরের শেষ ও চলতি বছরের শুরুতে দক্ষিণ আফ্রিকায় পাওয়া করোনার নতুন ধরন বিটা ও যুক্তরাজ্যে পাওয়া করোনার নতুন ধরন আলফা বিশ্বজুড়ে দাপট দেখাতে থাকে। এসব নতুন ধরনের কারণে প্রয়োজনীয়তা দেখা দেয় করোনার বুস্টার ডোজের। ফাইজার, অ্যাস্ট্রাজেনেকা, মডার্নাসহ বিভিন্ন কোম্পানি থেকে বুস্টার ডোজের কার্যকারিতা সম্পর্কে বিভিন্ন গবেষণা প্রকাশিত হতে থাকে।
এর মধ্যেই ভারতে তীব্রভাবে সংক্রমণ শুরু হয় করোনার নতুন এক ধরনের। পরে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) পক্ষ থেকে এর নাম রাখা হয় ডেলটা। ধরনটি প্রথম শনাক্ত হয় ভারতেই। গত বছরের অক্টোবরে ভারতে এর ধরন শনাক্ত হয়। গত মে মাসে করোনার ডেলটা ধরনকে ‘উদ্বেগজনক’ হিসেবে তালিকাভুক্ত করে ডব্লিউএইচও। যুক্তরাজ্যের স্বাস্থ্য বিভাগ জানায়, করোনাভাইরাসের আলফা থেকে ৬০ শতাংশ বেশি সংক্রামক ডেলটা ভেরিয়েন্ট।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক বিশ্লেষণে বলা হয়, ভারতে করোনা সংক্রমণের এই বিস্ফোরণ মোটেই অপ্রত্যাশিত ছিল না। কারণ, সংক্রমণ যখন কমছিল, তখন বিধিনিষেধের ক্ষেত্রে অনেক ছাড় দেওয়া হয়েছিল। ভারতে ভয়াবহ করোনা সংকটের জন্য বড় ধরনের ধর্মীয় জমায়েত, নির্বাচনী সভা-সমাবেশ, খেলাধুলার আয়োজনসহ অধিকাংশ জনসমাগম স্থান চালু করে দেওয়ার মতো বিষয়কে দায়ী করেন বিশেষজ্ঞরা।
গত ৮ মে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিকিৎসা ও জনস্বাস্থ্য সাময়িকী দ্য ল্যানসেটের সম্পাদকীয় প্রতিবেদনে বলা হয়, নরেন্দ্র মোদির সরকারই ভারতে করোনা বিপর্যয়ের জন্য দায়ী। বহুবার সতর্ক করা সত্ত্বেও সরকার কুম্ভমেলা পালন এবং ভোটের জন্য রাজনৈতিক প্রচারণা চালাতে দিয়েছে, যা ‘সুপার স্প্রেডারের’ কাজ করেছে। ওই সম্পাদকীয়তে আরও বলা হয়, মোদি সমালোচকদের কণ্ঠরোধের চেষ্টা করেছেন। খোলামনে আলোচনা করতে চাননি, কারও পরামর্শও নেননি। এ অপরাধ ক্ষমার অযোগ্য।
গত বছরের ১৮ জুন দেশটিতে দৈনিক করোনা রোগী শনাক্ত হয় ১১ হাজার। এর দুই মাসের মাথায় দেশটিতে প্রতিদিন গড়ে ৩৫ হাজার রোগী শনাক্ত হচ্ছিল।
ভারতে সংক্রমণের প্রথম ঢেউ চরম পর্যায়ে পৌঁছায় গত বছরের সেপ্টেম্বরে। তখন দেশটিতে দিনে ৯০ হাজারের বেশি করোনা রোগী শনাক্ত হচ্ছিল। চলতি বছরের জানুয়ারিতে সংক্রমণ কমে দৈনিক শনাক্ত ২০ হাজারের নিচে নামে। চলতি বছরের মার্চ মাসে দেশটির স্বাস্থ্যমন্ত্রী জনগণকে এই বলে আশ্বস্ত করেন যে ভারত মহামারির শেষ পর্যায়ে পৌঁছে গেছে।
চলতি বছরের ফেব্রুয়ারি-মার্চ মাসে ভারতে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয়ে যায়। দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণ খুব দ্রুত ছড়িয়ে পড়ে। আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুযায়ী, করোনা মহামারি শুরুর পর এখন পর্যন্ত ভারতে এক দিনে সর্বোচ্চ রোগী শনাক্ত হয় গত ৬ মে। এদিন দেশটিতে ৪ লাখ ১৪ হাজার ৪৩৩ জন রোগী শনাক্ত হয়। ভারত ছাড়া বিশ্বের আর কোনো দেশে এক দিনে এত রোগী শনাক্ত হয়নি।
দেশ-বিদেশে প্রবল সমালোচনার মুখে করোনার সংক্রমণ ঠেকাতে আবার কঠোর বিধিনিষেধের পথে হাঁটে ভারত সরকার। পাশাপাশি ১ মে থেকে প্রাপ্তবয়স্ক সব নাগরিককে টিকাদানের কর্মসূচি হাতে নেয় ভারত। ভারতে টিকার চাহিদা বেড়ে গেলে দেশটি থেকে সেরাম ইনস্টিটিউটের তৈরি টিকা বাংলাদেশ পাঠানো বন্ধ হয়ে যায়। বাংলাদেশ সরকার গত বছরের ১৩ ডিসেম্বর অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা টিকার তিন কোটি ডোজ কেনার জন্য সেরামের সঙ্গে চুক্তি করে। টিকা পেতে সেরামকে প্রায় ১ হাজার ৩০০ কোটি টাকা অগ্রিম পরিশোধ করা হয়েছে। চুক্তি অনুযায়ী, প্রতি মাসে বাংলাদেশের ৫০ লাখ ডোজ পাওয়ার কথা ছিল, কিন্তু দুই কিস্তিতে মাত্র ৭০ লাখ ও ভারত সরকার উপহার হিসেবে ৩৩ লাখ ডোজ টিকা পাঠানোর পর সেটি বন্ধ হয়ে যায়।
ভারত থেকে টিকা রপ্তানি বন্ধ হলে বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম ডোজের টিকা দেওয়া বন্ধ হওয়ার শঙ্কাও ছিল বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের। এরপরই সরকার চীনের কাছ থেকে করোনা টিকা কেনার সিদ্ধান্ত নেয়। চীন থেকে ১০ কোটির বেশি টিকা কিনেছে বাংলাদেশ সরকার। ভারতে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর চলতি অক্টোবরে বাংলাদেশকে দীর্ঘ বিরতির পর ১০ লাখ ডোজ টিকা দেয় ভারত। এ ছাড়া জাতিসংঘের বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্স থেকে ফাইজার ও মডার্নার টিকা পায় বাংলাদেশ।
বাংলাদেশের গ্লোব বায়োটেকের তৈরি করোনাভাইরাসের টিকা বঙ্গভ্যাক্স মানুষের শরীরে পরীক্ষামূলক প্রয়োগের অনুমতি দিয়েছে বাংলাদেশ চিকিৎসা গবেষণা কাউন্সিল (বিএমআরসি)। দেশি কোম্পানি গ্লোব বায়োটেক লিমিটেড এ টিকা উৎপাদনের চেষ্টার মাধ্যমে বাংলাদেশের একমাত্র প্রতিষ্ঠান হিসেবে করোনাভাইরাসের টিকা তৈরির লড়াইয়ে রয়েছে। এর আগে বানরের দেহে টিকার পরীক্ষামূলক প্রয়োগে ‘ভালো’ ফল পাওয়ার কথা জানিয়েছিল তারা। তবে প্রায় দেড় বছর চেষ্টার পরও এখনো টিকা বাজারে আনতে পারেনি গ্লোব বায়োটেক।
এদিকে বাংলাদেশ যখন টিকা জোগাড়ে ব্যস্ত, তখন বিশ্বের পশ্চিমা দেশগুলো ব্যস্ত বুস্টার ডোজের জন্য টিকা সংগ্রহে। আর ওই সব দেশের টিকা মজুতের কারণে দরিদ্র দেশগুলোর টিকা পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। ধনী ও দরিদ্র দেশগুলোর মধ্যে করোনা টিকার বৈষম্য কমাতে আগামী বছরের সেপ্টেম্বর পর্যন্ত বুস্টার ডোজ প্রয়োগ না করার জন্য আহ্বান জানায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, বিশ্বের দরিদ্র দেশগুলোর মাত্র সাড়ে ৭ শতাংশ মানুষ টিকার একটি ডোজ পেয়েছেন। যেখানে ধনী দেশগুলোর ৬৩ দশমিক ৯ শতাংশ মানুষ একটি ডোজ পেয়েছেন। ইউরোপ ও যুক্তরাষ্ট্রের প্রায় ৭০ শতাংশ মানুষ টিকার কমপক্ষে এক ডোজ পেয়েছেন।
ইউরোপে টিকার প্রয়োগের হার ভালো হলেও সম্প্রতি যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, বেলজিয়ামসহ বিভিন্ন দেশে করোনা সংক্রমণ আবার দেখা দিয়েছে। যুক্তরাজ্যে লকডাউন জারি না হলেও টিকা না নেওয়া ব্যক্তিদের জন্য জার্মানিতে লকডাউন জারি করা হয়েছে। এ ছাড়া ফ্রান্স, নেদারল্যান্ডসসহ ইউরোপের বিভিন্ন দেশে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
এর মধ্যেই গত ২৪ নভেম্বর করোনার নতুন এক ধরনের কথা জানায় দক্ষিণ আফ্রিকা। নতুন এই ধরনের নাম দেওয়া হয় ওমিক্রন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এরই মধ্যে জানিয়েছে, ডেলটার চেয়ে দ্রুত ছড়ায় ওমিক্রন। তবে এ-ও অভয় দিচ্ছে, এই ধরনে মৃত্যুর হার তেমন নয়। এরই মধ্যে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়ে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে।
কোভিড টিকার অপ্রতুলতা এবং টিকা নিতে মানুষের মধ্যে দ্বিধার কারণে ওমিক্রনের মতো ধরন তৈরি হচ্ছে বলে দাবি বিশেষজ্ঞদের। এ ছাড়া করোনার টিকার ট্রায়াল চলার সময়ই ধনী দেশগুলো আগাম ক্রয়াদেশ দিয়ে রাখছে। তারা প্রয়োজনের চেয়ে কয়েক গুণ বেশি টিকা সংগ্রহ করছে। এতে বিপাকে পড়ছে উন্নয়নশীল ও দরিদ্র দেশগুলো। এই আচরণকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনৈতিক বলে আখ্যায়িত করেছে।
নভেল করোনাভাইরাসের নতুন নতুন ভেরিয়েন্ট নিয়ে বিপাকে পড়েছেন বিজ্ঞানীরা। অবিশ্বাস্য কম সময়ের মধ্যে টিকা তৈরির সাফল্য এলেও নতুন ভেরিয়েন্টের বিরুদ্ধে এসব টিকার কার্যকারিতা নিয়ে সংশয় কাটছে না। এর মধ্যে আরও নতুন করোনাভাইরাসের মহামারি দুয়ারে কড়া নাড়ছে বলে সতর্ক করছেন বিজ্ঞানীরা। ফলে এমন একটি টিকার সন্ধান চলছে, যা এই নতুন করোনাভাইরাসের সব ধরনের ভেরিয়েন্টের বিরুদ্ধে মানুষকে আজীবন না হলেও অন্তত দীর্ঘ সময় সুরক্ষা দেবে। সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান ডিউক–নাসের ভাইরোলজিস্ট ওয়াং লিনফা এই গবেষণায় বেশ এগিয়েছেন। শুধু তা-ই নয়, তিনি এমন টিকা উদ্ভাবন করতে চাইছেন, যা সব ধরনের করোনাভাইরাসের বিরুদ্ধে মানুষকে সুরক্ষা দিতে সক্ষম হবে। এমন আশাবাদে ভর করেই নতুন বছরকে বরণ করতে চলেছে বিশ্ববাসী।
তথ্যসূত্র: এনডিটিভি, রয়টার্স, বিবিসি, সিএনএন, এএফপি
উত্তর-পূর্ব লেবাননের একটি জরুরি প্রতিক্রিয়া কেন্দ্রে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ১৫ জন উদ্ধারকর্মী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার এ হামলার ঘটনা ঘটে। আজ শুক্রবার লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি
৪ ঘণ্টা আগেস্পেনের একটি বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১০ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। এদের মধ্যে দুজনের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছে স্থানীয় কর্তপক্ষ। আজ শুক্রবার স্পেনের স্থানীয় সংবাদমাধ্যম এল পেইসের বরাত দিয়ে এ খবর জানিয়েছে আল-জাজিরা।
৫ ঘণ্টা আগেঅপ্রাপ্তবয়স্ক নারী হলেও সম্মতির ভিত্তিতে তাঁর সঙ্গে যৌনসঙ্গম ধর্ষণ হিসেবে গণ্য হবে বলে রায় দিয়েছে মুম্বাই হাইকোর্ট। আইন অনুযায়ী এ ক্ষেত্রে সম্মতিকে বৈধতার জন্য যুক্তি হিসেবে প্রদর্শন গ্রহণযোগ্য হবে না।
৯ ঘণ্টা আগেএখন থেকে মহানবী মুহাম্মদ (সা.)-এর রওজা শরিফ জিয়ারতের জন্য আগাম অনুমতি নিতে হবে। অতিরিক্ত ভিড় থেকে মসজিদের কার্যক্রম বিঘ্ন হওয়া ঠেকাতে এবং ঐতিহাসিক স্থাপত্য সংরক্ষণের এই উদ্যোগ নেওয়া হয়েছে।
৯ ঘণ্টা আগে