অনলাইন ডেস্ক
বিশ্বে দ্রুত ছড়িয়ে পড়ছে করোনাভাইরাসের ডেলটা ভ্যারিয়েন্ট (ধরন)। এরই মধ্যে ৯৮টি দেশে এ ধরন শনাক্ত হয়েছে। এ অবস্থায় গরিব দেশগুলোকে মাশুল গুনতে হচ্ছে বেশি।
গত শনিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান তেদরস আধানম গ্যাব্রিয়াসুস বলেন, গরিব দেশগুলোয় করোনা পরিস্থিতি এমনিতেই খারাপ ছিল। ডেলটা ভ্যারিয়েন্টের কারণে তা আরও শোচনীয় হচ্ছে। কারণ, এসব দেশে টিকার সংকট তীব্র। অথচ ধনী দেশগুলো শিশুদেরও টিকা দেওয়ার জন্য তোড়জোড় করছে।
গ্যাব্রিয়াসুস আরও বলেন, সেপ্টেম্বরের মধ্যে বিশ্বের অন্তত ১০ শতাংশ মানুষকে টিকার আওতায় আনতে হবে। এ ছাড়া চলতি জুলাইয়ের মধ্যে ৭০ শতাংশ মানুষকে টিকা দিতে না পারলে পরিস্থিতি ভিন্ন চিত্র ধারণ করতে পারে বলেও সতর্ক করেন তিনি।
এদিকে করোনাভাইরাস মোকাবিলায় বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন চীনের পররাষ্ট্র মন্ত্রী ওয়াং ই। গতকাল বেইজিংয়ের সিনহুয়া বিশ্ববিদ্যালয়ে ৯ম বিশ্ব শান্তি ফোরামে তিনি এ আহ্বান জানান। ওয়াং ই বলেন, ভাইরাস মোকাবিলায় আমাদের শিগগির ‘প্রতিরোধের মহাপ্রাচীর’ গড়ে তুলতে হবে। এটাই এ মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এ জন্য রাজনৈতিক ভেদাভেদ ভুলে বিশ্বনেতাদের মিলেমিশে কাজ করতে হবে।
চীন এরই মধ্যে বিশ্বের বিভিন্ন দেশে ৪৮ কোটি টিকা সরবরাহ করেছে। চলতি বছরের মধ্যে দেশটি ১০০ কোটি টিকা সরবরাহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। অন্যদিকে এরই মধ্যে নিজেদের নাগরিকদের প্রায় ৬৫ শতাংশকে অন্তত এক ডোজ টিকা দিয়েছে বিশ্বের দ্বিতীয় অর্থনীতির দেশটি।
২০১৯ সালের শেষে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। চলতি বছরের মার্চে ডব্লিউএইচওর এক প্রতিবেদনে জানানো হয়, করোনা পশু থেকে মানুষে ছড়িয়েছে। কিন্তু মে মাসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ভাইরাসটি উহানের ল্যাব থেকে ছড়িয়ে থাকতে পারে বলে মন্তব্য করেন এবং নতুন তদন্তের আহ্বান জানান। চীন এ ধরনের অভিযোগ বারবার উড়িয়ে দিয়েছে।
বিশ্বে দ্রুত ছড়িয়ে পড়ছে করোনাভাইরাসের ডেলটা ভ্যারিয়েন্ট (ধরন)। এরই মধ্যে ৯৮টি দেশে এ ধরন শনাক্ত হয়েছে। এ অবস্থায় গরিব দেশগুলোকে মাশুল গুনতে হচ্ছে বেশি।
গত শনিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান তেদরস আধানম গ্যাব্রিয়াসুস বলেন, গরিব দেশগুলোয় করোনা পরিস্থিতি এমনিতেই খারাপ ছিল। ডেলটা ভ্যারিয়েন্টের কারণে তা আরও শোচনীয় হচ্ছে। কারণ, এসব দেশে টিকার সংকট তীব্র। অথচ ধনী দেশগুলো শিশুদেরও টিকা দেওয়ার জন্য তোড়জোড় করছে।
গ্যাব্রিয়াসুস আরও বলেন, সেপ্টেম্বরের মধ্যে বিশ্বের অন্তত ১০ শতাংশ মানুষকে টিকার আওতায় আনতে হবে। এ ছাড়া চলতি জুলাইয়ের মধ্যে ৭০ শতাংশ মানুষকে টিকা দিতে না পারলে পরিস্থিতি ভিন্ন চিত্র ধারণ করতে পারে বলেও সতর্ক করেন তিনি।
এদিকে করোনাভাইরাস মোকাবিলায় বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন চীনের পররাষ্ট্র মন্ত্রী ওয়াং ই। গতকাল বেইজিংয়ের সিনহুয়া বিশ্ববিদ্যালয়ে ৯ম বিশ্ব শান্তি ফোরামে তিনি এ আহ্বান জানান। ওয়াং ই বলেন, ভাইরাস মোকাবিলায় আমাদের শিগগির ‘প্রতিরোধের মহাপ্রাচীর’ গড়ে তুলতে হবে। এটাই এ মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এ জন্য রাজনৈতিক ভেদাভেদ ভুলে বিশ্বনেতাদের মিলেমিশে কাজ করতে হবে।
চীন এরই মধ্যে বিশ্বের বিভিন্ন দেশে ৪৮ কোটি টিকা সরবরাহ করেছে। চলতি বছরের মধ্যে দেশটি ১০০ কোটি টিকা সরবরাহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। অন্যদিকে এরই মধ্যে নিজেদের নাগরিকদের প্রায় ৬৫ শতাংশকে অন্তত এক ডোজ টিকা দিয়েছে বিশ্বের দ্বিতীয় অর্থনীতির দেশটি।
২০১৯ সালের শেষে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। চলতি বছরের মার্চে ডব্লিউএইচওর এক প্রতিবেদনে জানানো হয়, করোনা পশু থেকে মানুষে ছড়িয়েছে। কিন্তু মে মাসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ভাইরাসটি উহানের ল্যাব থেকে ছড়িয়ে থাকতে পারে বলে মন্তব্য করেন এবং নতুন তদন্তের আহ্বান জানান। চীন এ ধরনের অভিযোগ বারবার উড়িয়ে দিয়েছে।
শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুঢ়া কুমারা দিসানায়েকের নেতৃত্বে বামপন্থী দল ন্যাশনাল পিপল পাওয়ার (এনপিপি) আগাম পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ জয় লাভ করেছে। এই জয়ের মার্কসবাদী প্রেসিডেন্ট দিসানায়েকে কঠোর ব্যয় সংকোচন নীতি শিথিল করার জন্য ম্যান্ডেট পেয়েছেন
৩ মিনিট আগেযুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ও বিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্ক জাতিসংঘে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতের সঙ্গে গোপনে সাক্ষাৎ করেছেন। চলতি সপ্তাহের শুরুর দিকে তাঁরা সাক্ষাৎ করেন। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস ইরানের দুটি সূত্রের বরাত দিয়ে
১ ঘণ্টা আগেইসরায়েল অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলে যেসব প্রাকৃতিক সম্পদ আছে সেগুলোর সার্বভৌম মালিকানা ফিলিস্তিনি জনগণের। এই বিষয়টির স্বীকৃতি দিয়ে জাতিসংঘে একটি প্রস্তাব পাস হয়েছে। প্রস্তাবটিতে পশ্চিমা বিশ্বের অনেকগুলো দেশ সমর্থন দিয়েছে। গত বৃহস্পতিবার জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকে এই প্রস্তাব পাস হয়
২ ঘণ্টা আগেচিকিৎসার জন্য ২০০৭ সালে ভারতের আসামে গিয়েছিল বাংলাদেশের সিলেটের এক পরিবার। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলাকালে পরিবারের এক মেয়ে স্থানীয় এক যুবকের প্রেমে পড়ে। শেষমেশ তাঁকে বিয়ে করে সেখানেই থেকে যান তিনি। তবে তাঁর ভারতীয় নাগরিকত্ব পাওয়ার পথ কখনোই প্রশস্ত ছিল না। ২০১৯ সালে বিজেপি সরকার হিন্দুস
৩ ঘণ্টা আগে