অনলাইন ডেস্ক
তীব্র ডলার সংকটে পড়েছে আর্জেন্টিনা। তাই বিকল্প হিসেবে বাণিজ্যিক ব্যাংকগুলোকে চীনা মুদ্রা ইউয়ানে সঞ্চয়ী হিসাব খোলার অনুমতি দিয়েছে দেশটির সরকার।
ইউয়ানে সঞ্চয়ী ও চেক অ্যাকাউন্ট খোলার অনুমতি দিয়ে গত বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করেছে আর্জেন্টিনার কেন্দ্রীয় ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংক বলছে, এই সংকটকালে চীনা মুদ্রা ইউয়ান দেশের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে পারে।
বিশ্বের অনেক দেশের মতো আর্জেন্টিনায়ও মার্কিন ডলারে ব্যাংক হিসাব খোলার অনুমতি আছে। ডলারের তীব্র সংকটে ইউয়ানের ব্যবহার করতে বাধ্য হচ্ছে দেশটি।
অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বরাত দিয়ে বুয়েনস আইরেস টাইমস জানায়, গত এপ্রিলে চীন থেকে আমদানির দায় ইউয়ানে শোধ করা শুরু হয়। সম্প্রতি আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ২৭০ কোটি ডলারের দায়ের একটা অংশ ইউয়ানের মাধ্যমে পরিশোধ করেছে আর্জেন্টিনা।
গত ২৩ জুন ব্লুমবার্গের প্রতিবেদন বলা হয়েছে, ডলারের বিকল্প মুদ্রা হিসেবে ইউয়ানের দিকে ঝুঁকছে আর্জেন্টিনা। কারণ, ২০১৬ সাল থেকে দেশটির ডলারের রিজার্ভ তলানিতে রয়েছে। খরার কারণে দেশের কৃষি উৎপাদন ক্ষতিগ্রস্ত হওয়ায় রপ্তানি ব্যাপক কমেছে। এ কারণেই দেশটিতে ডলারের তীব্র সংকট দেখা দিয়েছে। আন্তর্জাতিক বাণিজ্যে বড় বাধা তৈরি হয়েছে।
তার ওপর এ বছর ডলারের বিপরীতে আর্জেন্টাইন পেসোর দাম ৩০ শতাংশ কমেছে। ডলার কেনা কঠিন হয়ে পড়েছে। ২০২০ সালের আর্জেন্টিনার পেসো প্রায় ৮০ শতাংশ দর হারিয়েছে। এমন পরিস্থিতিই ইউয়ানের জন্য মোক্ষম সুযোগ এনেছে, যা বেইজিং আন্তর্জাতিকীকরণের চেষ্টা করছে।
দীর্ঘদিন ধরে চীন ইউয়ানের বৈশ্বিক প্রচলন বাড়ানোর চেষ্টা করছে। গত বছর রাশিয়া থেকে তেল কেনার সব খরচ ইউয়ানে পরিশোধ করেছে আর্জেন্টিনা। চীন-রাশিয়া তেল-বাণিজ্য সংশ্লিষ্টদের বরাত দিয়ে মে মাসে রয়টার্স প্রতিবেদন প্রকাশ করেছে।
ব্লুমবার্গের প্রতিবেদন বলছে, শুধু জুনের প্রথম ১০ দিনে আর্জেন্টিনার মুদ্রাবাজারে প্রায় ২৮ কোটি ৫০ লাখ ডলার মূল্যের ইউয়ান লেনদেন হয়েছে, যা পুরো মে মাসের দ্বিগুণ। কারণ, ৫০০টির বেশি আর্জেন্টাইন কোম্পানি চীনা মুদ্রায় আমদানি দায় পরিশোধের জন্য প্রস্তুত হচ্ছে।
ইউয়ানের ব্যবহার বাড়লেও ডলার থেকে সরতে চান না আর্জেন্টিনার অন্যতম শীর্ষ রাজনীতিবিদ ও প্রেসিডেন্ট প্রার্থী জাভিয়ের মাইলেই মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আর্জেন্টিনার স্থানীয় মুদ্রা হিসাবে পেসোর পরিবর্তে ডলার ব্যবহারের প্রস্তাব করেছেন।
বিষয়টি সহজে বুঝতে ব্লুমবার্গকে মাইলেই বলেন, ‘পেসো সাহারা মরুভূমিতে গলে যাওয়া বরফের মতো।’
আরও পড়ুন:
তীব্র ডলার সংকটে পড়েছে আর্জেন্টিনা। তাই বিকল্প হিসেবে বাণিজ্যিক ব্যাংকগুলোকে চীনা মুদ্রা ইউয়ানে সঞ্চয়ী হিসাব খোলার অনুমতি দিয়েছে দেশটির সরকার।
ইউয়ানে সঞ্চয়ী ও চেক অ্যাকাউন্ট খোলার অনুমতি দিয়ে গত বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করেছে আর্জেন্টিনার কেন্দ্রীয় ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংক বলছে, এই সংকটকালে চীনা মুদ্রা ইউয়ান দেশের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে পারে।
বিশ্বের অনেক দেশের মতো আর্জেন্টিনায়ও মার্কিন ডলারে ব্যাংক হিসাব খোলার অনুমতি আছে। ডলারের তীব্র সংকটে ইউয়ানের ব্যবহার করতে বাধ্য হচ্ছে দেশটি।
অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বরাত দিয়ে বুয়েনস আইরেস টাইমস জানায়, গত এপ্রিলে চীন থেকে আমদানির দায় ইউয়ানে শোধ করা শুরু হয়। সম্প্রতি আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ২৭০ কোটি ডলারের দায়ের একটা অংশ ইউয়ানের মাধ্যমে পরিশোধ করেছে আর্জেন্টিনা।
গত ২৩ জুন ব্লুমবার্গের প্রতিবেদন বলা হয়েছে, ডলারের বিকল্প মুদ্রা হিসেবে ইউয়ানের দিকে ঝুঁকছে আর্জেন্টিনা। কারণ, ২০১৬ সাল থেকে দেশটির ডলারের রিজার্ভ তলানিতে রয়েছে। খরার কারণে দেশের কৃষি উৎপাদন ক্ষতিগ্রস্ত হওয়ায় রপ্তানি ব্যাপক কমেছে। এ কারণেই দেশটিতে ডলারের তীব্র সংকট দেখা দিয়েছে। আন্তর্জাতিক বাণিজ্যে বড় বাধা তৈরি হয়েছে।
তার ওপর এ বছর ডলারের বিপরীতে আর্জেন্টাইন পেসোর দাম ৩০ শতাংশ কমেছে। ডলার কেনা কঠিন হয়ে পড়েছে। ২০২০ সালের আর্জেন্টিনার পেসো প্রায় ৮০ শতাংশ দর হারিয়েছে। এমন পরিস্থিতিই ইউয়ানের জন্য মোক্ষম সুযোগ এনেছে, যা বেইজিং আন্তর্জাতিকীকরণের চেষ্টা করছে।
দীর্ঘদিন ধরে চীন ইউয়ানের বৈশ্বিক প্রচলন বাড়ানোর চেষ্টা করছে। গত বছর রাশিয়া থেকে তেল কেনার সব খরচ ইউয়ানে পরিশোধ করেছে আর্জেন্টিনা। চীন-রাশিয়া তেল-বাণিজ্য সংশ্লিষ্টদের বরাত দিয়ে মে মাসে রয়টার্স প্রতিবেদন প্রকাশ করেছে।
ব্লুমবার্গের প্রতিবেদন বলছে, শুধু জুনের প্রথম ১০ দিনে আর্জেন্টিনার মুদ্রাবাজারে প্রায় ২৮ কোটি ৫০ লাখ ডলার মূল্যের ইউয়ান লেনদেন হয়েছে, যা পুরো মে মাসের দ্বিগুণ। কারণ, ৫০০টির বেশি আর্জেন্টাইন কোম্পানি চীনা মুদ্রায় আমদানি দায় পরিশোধের জন্য প্রস্তুত হচ্ছে।
ইউয়ানের ব্যবহার বাড়লেও ডলার থেকে সরতে চান না আর্জেন্টিনার অন্যতম শীর্ষ রাজনীতিবিদ ও প্রেসিডেন্ট প্রার্থী জাভিয়ের মাইলেই মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আর্জেন্টিনার স্থানীয় মুদ্রা হিসাবে পেসোর পরিবর্তে ডলার ব্যবহারের প্রস্তাব করেছেন।
বিষয়টি সহজে বুঝতে ব্লুমবার্গকে মাইলেই বলেন, ‘পেসো সাহারা মরুভূমিতে গলে যাওয়া বরফের মতো।’
আরও পড়ুন:
উত্তর-পূর্ব লেবাননের একটি জরুরি প্রতিক্রিয়া কেন্দ্রে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ১৫ জন উদ্ধারকর্মী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার এ হামলার ঘটনা ঘটে। আজ শুক্রবার লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি
১ ঘণ্টা আগেস্পেনের একটি বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১০ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। এদের মধ্যে দুজনের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছে স্থানীয় কর্তপক্ষ। আজ শুক্রবার স্পেনের স্থানীয় সংবাদমাধ্যম এল পেইসের বরাত দিয়ে এ খবর জানিয়েছে আল-জাজিরা।
২ ঘণ্টা আগেঅপ্রাপ্তবয়স্ক নারী হলেও সম্মতির ভিত্তিতে তাঁর সঙ্গে যৌনসঙ্গম ধর্ষণ হিসেবে গণ্য হবে বলে রায় দিয়েছে মুম্বাই হাইকোর্ট। আইন অনুযায়ী এ ক্ষেত্রে সম্মতিকে বৈধতার জন্য যুক্তি হিসেবে প্রদর্শন গ্রহণযোগ্য হবে না।
৬ ঘণ্টা আগেএখন থেকে মহানবী মুহাম্মদ (সা.)-এর রওজা শরিফ জিয়ারতের জন্য আগাম অনুমতি নিতে হবে। অতিরিক্ত ভিড় থেকে মসজিদের কার্যক্রম বিঘ্ন হওয়া ঠেকাতে এবং ঐতিহাসিক স্থাপত্য সংরক্ষণের এই উদ্যোগ নেওয়া হয়েছে।
৭ ঘণ্টা আগে