অনলাইন ডেস্ক
এল সালভাদরের রাজধানী সান সালভাদরের একটি ফুটবল স্টেডিয়ামে পদদলিত হয়ে ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৯০ জন। কাসকাটলান নামের ওই স্টেডিয়ামে স্থানীয় দল আলিয়াঞ্জা ও সান্তা আনা-ভিত্তিক দল ফাসের মধ্যে ফুটবল ম্যাচ চলাকালে এ দুর্ঘটনা ঘটে। পরে ম্যাচটি স্থগিত করা হয়।
আজ রোববার কর্তৃপক্ষের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
পুলিশের বরাতে বিবিসি জানায়, স্টেডিয়ামে প্রবেশের দরজা বন্ধ হওয়ার পর অসংখ্য সমর্থক ভেতরে প্রবেশের চেষ্টা করেন। এ সময় পদদলনে প্রাণহানির ঘটনা ঘটে। কর্তৃপক্ষের ধারণা, এ দুর্ঘটনার আগে জাল টিকিট বিক্রি করেছিলেন কিছু ব্যক্তি। এ বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ঘটনাটিকে নজিরবিহীন উল্লেখ করে দেশটির প্রেসিডেন্ট নায়েব বুকেল টুইটার বার্তায় বলেন, সংশ্লিষ্ট দল, ম্যানেজার, স্টেডিয়াম কর্মকর্তা, লিগ, ফেডারেশনসহ সবাইকে তদন্তের আওতায় আনা হবে। অপরাধী যে-ই হোক না কেন, শাস্তির আওতায় আনা হবে।
স্থানীয় সংবাদমাধ্যমের ভিডিও ফুটেজে ব্যারিকেড সরিয়ে সমর্থকদের স্টেডিয়ামে প্রবেশ করতে দেখা যায়।
দেশটির স্বাস্থ্যমন্ত্রী ফ্রান্সিসকো আলাবি বলেন, আহতদের অবস্থা স্থিতিশীল। হাসপাতাল থেকে আর কেউ মারা গেছেন বলে খবর আসেনি।
এর আগে গত বছরের ১ অক্টোবর ইন্দোনেশিয়ার পূর্ব জাভা অঞ্চলের মালাং শহরে ফুটবল মাঠে সংঘর্ষ ও পদদলনে অন্তত ১২৫ জন প্রাণ হারান। যেই ঘটনাটি পুরো বিশ্বকে নাড়িয়ে দেয়। ইতিহাসে ফুটবল মাঠে আরও বেশ কিছু দুর্ঘটনার উদাহরণ রয়েছে। ফুটবল মাঠে সবচেয়ে বড় দুর্ঘটনাটি ঘটে পেরুতে ১৯৬৪ সালের ২৪ মে। এতে পদদলিত হয়ে ৩২০ জন নিহত ও ১ হাজারের বেশি মানুষ আহত হন।
এল সালভাদরের রাজধানী সান সালভাদরের একটি ফুটবল স্টেডিয়ামে পদদলিত হয়ে ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৯০ জন। কাসকাটলান নামের ওই স্টেডিয়ামে স্থানীয় দল আলিয়াঞ্জা ও সান্তা আনা-ভিত্তিক দল ফাসের মধ্যে ফুটবল ম্যাচ চলাকালে এ দুর্ঘটনা ঘটে। পরে ম্যাচটি স্থগিত করা হয়।
আজ রোববার কর্তৃপক্ষের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
পুলিশের বরাতে বিবিসি জানায়, স্টেডিয়ামে প্রবেশের দরজা বন্ধ হওয়ার পর অসংখ্য সমর্থক ভেতরে প্রবেশের চেষ্টা করেন। এ সময় পদদলনে প্রাণহানির ঘটনা ঘটে। কর্তৃপক্ষের ধারণা, এ দুর্ঘটনার আগে জাল টিকিট বিক্রি করেছিলেন কিছু ব্যক্তি। এ বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ঘটনাটিকে নজিরবিহীন উল্লেখ করে দেশটির প্রেসিডেন্ট নায়েব বুকেল টুইটার বার্তায় বলেন, সংশ্লিষ্ট দল, ম্যানেজার, স্টেডিয়াম কর্মকর্তা, লিগ, ফেডারেশনসহ সবাইকে তদন্তের আওতায় আনা হবে। অপরাধী যে-ই হোক না কেন, শাস্তির আওতায় আনা হবে।
স্থানীয় সংবাদমাধ্যমের ভিডিও ফুটেজে ব্যারিকেড সরিয়ে সমর্থকদের স্টেডিয়ামে প্রবেশ করতে দেখা যায়।
দেশটির স্বাস্থ্যমন্ত্রী ফ্রান্সিসকো আলাবি বলেন, আহতদের অবস্থা স্থিতিশীল। হাসপাতাল থেকে আর কেউ মারা গেছেন বলে খবর আসেনি।
এর আগে গত বছরের ১ অক্টোবর ইন্দোনেশিয়ার পূর্ব জাভা অঞ্চলের মালাং শহরে ফুটবল মাঠে সংঘর্ষ ও পদদলনে অন্তত ১২৫ জন প্রাণ হারান। যেই ঘটনাটি পুরো বিশ্বকে নাড়িয়ে দেয়। ইতিহাসে ফুটবল মাঠে আরও বেশ কিছু দুর্ঘটনার উদাহরণ রয়েছে। ফুটবল মাঠে সবচেয়ে বড় দুর্ঘটনাটি ঘটে পেরুতে ১৯৬৪ সালের ২৪ মে। এতে পদদলিত হয়ে ৩২০ জন নিহত ও ১ হাজারের বেশি মানুষ আহত হন।
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ও বিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্ক জাতিসংঘে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতের সঙ্গে গোপনে সাক্ষাৎ করেছেন। চলতি সপ্তাহের শুরুর দিকে তাঁরা সাক্ষাৎ করেন। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস ইরানের দুটি সূত্রের বরাত দিয়ে
১ ঘণ্টা আগেইসরায়েল অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলে যেসব প্রাকৃতিক সম্পদ আছে সেগুলোর সার্বভৌম মালিকানা ফিলিস্তিনি জনগণের। এই বিষয়টির স্বীকৃতি দিয়ে জাতিসংঘে একটি প্রস্তাব পাস হয়েছে। প্রস্তাবটিতে পশ্চিমা বিশ্বের অনেকগুলো দেশ সমর্থন দিয়েছে। গত বৃহস্পতিবার জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকে এই প্রস্তাব পাস হয়
২ ঘণ্টা আগেচিকিৎসার জন্য ২০০৭ সালে ভারতের আসামে গিয়েছিল বাংলাদেশের সিলেটের এক পরিবার। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলাকালে পরিবারের এক মেয়ে স্থানীয় এক যুবকের প্রেমে পড়ে। শেষমেশ তাঁকে বিয়ে করে সেখানেই থেকে যান তিনি। তবে তাঁর ভারতীয় নাগরিকত্ব পাওয়ার পথ কখনোই প্রশস্ত ছিল না। ২০১৯ সালে বিজেপি সরকার হিন্দুস
৩ ঘণ্টা আগেউত্তর কোরিয়ার নেতা কিম জং উন আত্মঘাতী ড্রোনের ব্যাপক উৎপাদন শুরু করার নির্দেশ দিয়েছেন। তাঁর মতে, বিশ্বের বিভিন্ন স্থানে এমন ড্রোনের ব্যবহার বাড়ার প্রেক্ষাপটে সামরিক মতবাদেও দ্রুত পরিবর্তন আনা প্রয়োজন। আজ শুক্রবার উত্তর কোরিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা কেসিএনএ—এর বরাত দিয়ে প্রকাশিত এক প্রতিবেদ
৩ ঘণ্টা আগে