দক্ষিণ আফ্রিকায় বন্যায় ১২ জনের মৃত্যু, জরুরি অবস্থা জারি

অনলাইন ডেস্ক
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৮: ৫৫

দক্ষিণ আফ্রিকায় গত এক সপ্তাহ ধরে টানা বৃষ্টিতে দেখা দিয়েছে বন্যা পরিস্থিতি। এরই মধ্যে ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সতর্কতা বিবেচনায় সোমবার (১৩ ফেব্রুয়ারি) জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছে দেশটির সরকার। 

দক্ষিণ আফ্রিকার সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, ‘সময় যত এগোচ্ছে, বন্যা পরিস্থিতি তত প্রতিকূল হতে শুরু করেছে। একাধিক প্রদেশে বিপর্যয়কর ঘটতে পারে।’ 

দক্ষিণ আফ্রিকার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র-এনডিএমসি জানিয়েছে, ইস্টার্ন কেপ প্রদেশ ও এমপুমালাঙ্গাসহ বেশ কিছু অঞ্চলে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত হয়েছে। এমন পরিস্থিতিতে দেশটির বিপর্যয় মোকাবিলা আইনের ২৩ নম্বর ধারা অনুযায়ী জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। 

দক্ষিণ আফ্রিকায় বন্যার কারণে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছেএদিকে দেশটির বিস্তীর্ণ অঞ্চলে বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে। সরকারি বিদ্যুৎ সরবরাহ সংস্থা-এসকম বিদ্যুতের চাহিদা পূরণ করতে ব্যর্থ হচ্ছে। বেশ কয়েকটি প্রদেশ ভারী বৃষ্টির কারণে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অসংখ্য মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে গেছেন। খাবার ও বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। দক্ষিণ আফ্রিকার সরকারের পক্ষ থেকে সেখানকার পুলিশ ও সেনাবাহিনীকে এই পরিস্থিতি সামাল দিতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে। 

বন্যার পানিতে প্রচুর পরিমাণে কৃষিজমি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং গবাদিপশু মারা গেছে। রাস্তা, সেতু, হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ ও সেনাবাহিনীর পাশাপাশি বিভিন্ন বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠনগুলোও এগিয়ে এসেছে। এ সপ্তাহের শেষ নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডুপ্লেক্স বাড়ি থেকে পর্যটন স্পট, কী নেই কম্পিউটার অপারেটর নাজমুলের

তিতুমীরের শিক্ষার্থীদের বিক্ষোভ থেকে ট্রেনে হামলা, কয়েকজন জখম, ট্রেন চলাচল বন্ধ

ঢাকার যানজট নিরসনে ৫ কোটির সিগন্যাল ব্যবস্থা, বাস্তবায়নে লাগবে ৬ মাস

মহাখালী সড়ক ছাড়লেন শিক্ষার্থীরা, সচিবালয়ে প্রতিনিধিদল

সীতাকুণ্ডে বাসচাপায় নারী নিহত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত