অনলাইন ডেস্ক
সুদানের সংঘাত সিরিয়া, লিবিয়ার চেয়েও ভয়াবহ হয়ে উঠতে পারে বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী আবদাল্লা হামদক। একই সঙ্গে দেশটিতে চলমান সংঘাত বিশ্বের জন্য এক দুঃস্বপ্নে পরিণত হবে—এমন আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।
সুদানের সেনাবাহিনী বলছে, ভারী কামান দিয়ে রাজধানী খার্তুমে চারদিক থেকে আক্রমণ করা হচ্ছে। দুই সপ্তাহ ধরে চলা সংঘাতে দেশটিতে কয়েক শ মানুষ প্রাণ হারিয়েছে। এ ছাড়া সুদান ছেড়ে পালাচ্ছে হাজার হাজার মানুষ।
বিবিসির প্রতিবেদনে জানা যায়, কেনিয়ার রাজধানী নাইরোবিতে এক সম্মেলনে বক্তৃতা দেওয়ার সময় সুদানের সামরিক নেতা এবং প্রতিদ্বন্দ্বী আধাসামরিক বাহিনীর প্রধানকে শান্তি আলোচনায় রাজি করার জন্য একটি ঐক্যবদ্ধ আন্তর্জাতিক প্রচেষ্টার আহ্বান জানান আবদাল্লাহ হামদক।
হামদক বলেন, ‘সুদান একটি বড় দেশ, এখানে নানা বৈচিত্র্য রয়েছে। আমি মনে করি এ দেশের চলমান সংঘাত বিশ্বের জন্য দুঃস্বপ্ন হয়ে উঠবে।’ তিনি আরও বলেন, এই সংঘাত ছোট কোনো বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে নয়। দুটি প্রশিক্ষিত এবং সশস্ত্র বাহিনীর মধ্যে সংঘাত চলায় ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হতে পারে।
যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাতিসংঘসহ সুদানের প্রতিবেশী দেশগুলোর কূটনৈতিক প্রচেষ্টার পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার রাতে দুই প্রতিপক্ষ যুদ্ধবিরতির মেয়াদ ৭২ ঘণ্টা বাড়াতে সম্মত হয়। কিন্তু যুদ্ধবিরতির মেয়াদ সেই অর্থে বাড়েনি। খার্তুমের কিছু অংশে বিমান, ট্যাংক ও কামান দিয়ে হামলা অব্যাহত রাখার খবর পাওয়া গেছে। বিশুদ্ধ পানি ও খাদ্য পাচ্ছে না অনেক এলাকার বাসিন্দারা। নগদ অর্থের সংকট তো রয়েছেই।
গত ১৫ এপ্রিল সুদানের সেনাবাহিনীর সঙ্গে র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) নামের আধাসামরিক বাহিনীর মধ্যে সংঘাত শুরু হয়। ২০২১ সালের অক্টোবরে সামরিক অভ্যুত্থানের পর থেকে সুদানের ক্ষমতা মূলত সামরিক জেনারেলদের হাতে। সেনাবাহিনীর নেতৃত্বে রয়েছেন জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহান। তাঁর অনুগত বাহিনীর সঙ্গে লড়াই চলছে জেনারেল মোহাম্মদ হামদান দাগালুর নেতৃত্বাধীন আরএসএফের।
সুদানের সংঘাত সিরিয়া, লিবিয়ার চেয়েও ভয়াবহ হয়ে উঠতে পারে বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী আবদাল্লা হামদক। একই সঙ্গে দেশটিতে চলমান সংঘাত বিশ্বের জন্য এক দুঃস্বপ্নে পরিণত হবে—এমন আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।
সুদানের সেনাবাহিনী বলছে, ভারী কামান দিয়ে রাজধানী খার্তুমে চারদিক থেকে আক্রমণ করা হচ্ছে। দুই সপ্তাহ ধরে চলা সংঘাতে দেশটিতে কয়েক শ মানুষ প্রাণ হারিয়েছে। এ ছাড়া সুদান ছেড়ে পালাচ্ছে হাজার হাজার মানুষ।
বিবিসির প্রতিবেদনে জানা যায়, কেনিয়ার রাজধানী নাইরোবিতে এক সম্মেলনে বক্তৃতা দেওয়ার সময় সুদানের সামরিক নেতা এবং প্রতিদ্বন্দ্বী আধাসামরিক বাহিনীর প্রধানকে শান্তি আলোচনায় রাজি করার জন্য একটি ঐক্যবদ্ধ আন্তর্জাতিক প্রচেষ্টার আহ্বান জানান আবদাল্লাহ হামদক।
হামদক বলেন, ‘সুদান একটি বড় দেশ, এখানে নানা বৈচিত্র্য রয়েছে। আমি মনে করি এ দেশের চলমান সংঘাত বিশ্বের জন্য দুঃস্বপ্ন হয়ে উঠবে।’ তিনি আরও বলেন, এই সংঘাত ছোট কোনো বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে নয়। দুটি প্রশিক্ষিত এবং সশস্ত্র বাহিনীর মধ্যে সংঘাত চলায় ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হতে পারে।
যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাতিসংঘসহ সুদানের প্রতিবেশী দেশগুলোর কূটনৈতিক প্রচেষ্টার পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার রাতে দুই প্রতিপক্ষ যুদ্ধবিরতির মেয়াদ ৭২ ঘণ্টা বাড়াতে সম্মত হয়। কিন্তু যুদ্ধবিরতির মেয়াদ সেই অর্থে বাড়েনি। খার্তুমের কিছু অংশে বিমান, ট্যাংক ও কামান দিয়ে হামলা অব্যাহত রাখার খবর পাওয়া গেছে। বিশুদ্ধ পানি ও খাদ্য পাচ্ছে না অনেক এলাকার বাসিন্দারা। নগদ অর্থের সংকট তো রয়েছেই।
গত ১৫ এপ্রিল সুদানের সেনাবাহিনীর সঙ্গে র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) নামের আধাসামরিক বাহিনীর মধ্যে সংঘাত শুরু হয়। ২০২১ সালের অক্টোবরে সামরিক অভ্যুত্থানের পর থেকে সুদানের ক্ষমতা মূলত সামরিক জেনারেলদের হাতে। সেনাবাহিনীর নেতৃত্বে রয়েছেন জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহান। তাঁর অনুগত বাহিনীর সঙ্গে লড়াই চলছে জেনারেল মোহাম্মদ হামদান দাগালুর নেতৃত্বাধীন আরএসএফের।
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ও বিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্ক জাতিসংঘে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতের সঙ্গে গোপনে সাক্ষাৎ করেছেন। চলতি সপ্তাহের শুরুর দিকে তাঁরা সাক্ষাৎ করেন। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস ইরানের দুটি সূত্রের বরাত দিয়ে
১ ঘণ্টা আগেইসরায়েল অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলে যেসব প্রাকৃতিক সম্পদ আছে সেগুলোর সার্বভৌম মালিকানা ফিলিস্তিনি জনগণের। এই বিষয়টির স্বীকৃতি দিয়ে জাতিসংঘে একটি প্রস্তাব পাস হয়েছে। প্রস্তাবটিতে পশ্চিমা বিশ্বের অনেকগুলো দেশ সমর্থন দিয়েছে। গত বৃহস্পতিবার জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকে এই প্রস্তাব পাস হয়
২ ঘণ্টা আগেচিকিৎসার জন্য ২০০৭ সালে ভারতের আসামে গিয়েছিল বাংলাদেশের সিলেটের এক পরিবার। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলাকালে পরিবারের এক মেয়ে স্থানীয় এক যুবকের প্রেমে পড়ে। শেষমেশ তাঁকে বিয়ে করে সেখানেই থেকে যান তিনি। তবে তাঁর ভারতীয় নাগরিকত্ব পাওয়ার পথ কখনোই প্রশস্ত ছিল না। ২০১৯ সালে বিজেপি সরকার হিন্দুস
৩ ঘণ্টা আগেউত্তর কোরিয়ার নেতা কিম জং উন আত্মঘাতী ড্রোনের ব্যাপক উৎপাদন শুরু করার নির্দেশ দিয়েছেন। তাঁর মতে, বিশ্বের বিভিন্ন স্থানে এমন ড্রোনের ব্যবহার বাড়ার প্রেক্ষাপটে সামরিক মতবাদেও দ্রুত পরিবর্তন আনা প্রয়োজন। আজ শুক্রবার উত্তর কোরিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা কেসিএনএ—এর বরাত দিয়ে প্রকাশিত এক প্রতিবেদ
৩ ঘণ্টা আগে