অনলাইন ডেস্ক
কেনিয়ার উপকূলীয় শহর মালিন্দির কাছে কবর থেকে উত্তোলন করা মরদেহের সংখ্যা বেড়ে ৪৭ জনে গিয়ে দাঁড়িয়েছে। পুলিশ জানিয়েছে, মৃত মানুষেরা একজন ধর্মপ্রচারকের অনুসারী ছিলেন। ওই প্রচারকের নির্দেশেই তাঁদের উপবাসে মৃত্যু হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
ব্রিটিশ গণমাধ্যম বিবিসি আজ সোমবার এক প্রতিবেদনে জানিয়েছে, কবর থেকে উত্তোলন করা মরদেহগুলোর মধ্যে শিশুর মরদেহও রয়েছে। স্থানীয় পুলিশ জানিয়েছে, মরদেহ উদ্ধারের কাজ এখনো চলছে।
এর আগে স্থানীয় শাকাহোলা জঙ্গলের মধ্যে অগভীর কবরগুলোর সন্ধান পাওয়া যায়। এখান থেকেই গত সপ্তাহে গুড নিউজ ইন্টারন্যাশনাল চার্চের ১৫ জন সদস্যকে উদ্ধার করা হয়েছিল।
ওই চার্চের নেতা ও ধর্মপ্রচারক পল ম্যাকেঞ্জি এনথেঙ্গ এখন পুলিশ হেফাজতে রয়েছেন। তবে তাঁকে এখনো আদালতে হাজির করা হয়নি। কেনিয়ার সরকারি সম্প্রচার মাধ্যম কেবিসি তাঁকে ‘কাল্ট লিডার’ হিসেবে বর্ণনা করেছে। গণমাধ্যমটি জানিয়েছে, এখন পর্যন্ত ৫৮টি সমাধি শনাক্ত করা হয়েছে।
বিবিসি জানিয়েছে, একটি সমাধিতে একই পরিবারের পাঁচ সদস্যের মৃতদেহ পাওয়া গেছে। এর মধ্যে তিনটি শিশু এবং তাদের বাবা-মার মৃতদেহ রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
তবে এসব মৃত্যুর দায় নিতে অস্বীকার করেছেন ধর্মপ্রচারক পল ম্যাকেঞ্জি এনথেঙ্গ। তিনি বলেছেন, ২০১৯ সালেই তিনি গির্জাটি বন্ধ করে দিয়েছেন। পল ম্যাকেঞ্জি এনথেঙ্গ আদালতে জামিন আবেদন করেছিলেন। তবে আদালত তাঁর জামিন নামঞ্জুর করেছেন।
পল ম্যাকেঞ্জি এনথেঙ্গের বিরুদ্ধে অন্যতম অভিযোগ হচ্ছে, তিনি ‘যিশুর সঙ্গে সাক্ষাৎ লাভের’ জন্য তাঁর অনুসারীদের উপবাস করার নির্দেশ দিয়েছিলেন। চারজনের মৃতদেহ আবিষ্কারের পর উপবাসে মারা যাওয়ার সন্দেহ হওয়ায় গত ১৫ এপ্রিল ম্যাকেঞ্জিকে গ্রেপ্তার করে পুলিশ।
কেনিয়ার দৈনিক দ্য স্ট্যান্ডার্ড এক প্রতিবেদনে জানিয়েছে, প্রতিটি মরদেহের ডিএনএ নমুনা সংগ্রহ করা হবে। উপবাসের কারণেই তাঁদের মৃত্যু হয়েছে কি না তা পরীক্ষার পরই বলা যাবে।
মালিন্দি সোশ্যাল জাস্টিস সেন্টারের ভিক্টর কাউডো স্থানীয় সিটিজেন টিভিকে বলেছেন, ‘যখন আমরা ওই বনে যাই এবং এমন একটি এলাকায় গিয়ে উপস্থিত হই, যেখানে আমরা একটি বড় এবং লম্বা ক্রস দেখতে পাই। তখন আমাদের কাছে পরিষ্কার হয়, এখানে পাঁচজনের বেশি লোককে সমাধিস্থ করা হয়েছে।’
দ্য স্ট্যান্ডার্ডের প্রতিবেদনে বলা হয়েছে, ওই ধর্মপ্রচারক নাজারেথ, বেথলেহেম এবং জুডিয়া নামে তিনটি গ্রামে তাঁর অনুসারীদের একটি পুকুরে ব্যাপটাইজ করার পর যিশুর সাক্ষাৎ পেতে উপবাসের নির্দেশ দিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে।
কেনিয়ার উপকূলীয় শহর মালিন্দির কাছে কবর থেকে উত্তোলন করা মরদেহের সংখ্যা বেড়ে ৪৭ জনে গিয়ে দাঁড়িয়েছে। পুলিশ জানিয়েছে, মৃত মানুষেরা একজন ধর্মপ্রচারকের অনুসারী ছিলেন। ওই প্রচারকের নির্দেশেই তাঁদের উপবাসে মৃত্যু হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
ব্রিটিশ গণমাধ্যম বিবিসি আজ সোমবার এক প্রতিবেদনে জানিয়েছে, কবর থেকে উত্তোলন করা মরদেহগুলোর মধ্যে শিশুর মরদেহও রয়েছে। স্থানীয় পুলিশ জানিয়েছে, মরদেহ উদ্ধারের কাজ এখনো চলছে।
এর আগে স্থানীয় শাকাহোলা জঙ্গলের মধ্যে অগভীর কবরগুলোর সন্ধান পাওয়া যায়। এখান থেকেই গত সপ্তাহে গুড নিউজ ইন্টারন্যাশনাল চার্চের ১৫ জন সদস্যকে উদ্ধার করা হয়েছিল।
ওই চার্চের নেতা ও ধর্মপ্রচারক পল ম্যাকেঞ্জি এনথেঙ্গ এখন পুলিশ হেফাজতে রয়েছেন। তবে তাঁকে এখনো আদালতে হাজির করা হয়নি। কেনিয়ার সরকারি সম্প্রচার মাধ্যম কেবিসি তাঁকে ‘কাল্ট লিডার’ হিসেবে বর্ণনা করেছে। গণমাধ্যমটি জানিয়েছে, এখন পর্যন্ত ৫৮টি সমাধি শনাক্ত করা হয়েছে।
বিবিসি জানিয়েছে, একটি সমাধিতে একই পরিবারের পাঁচ সদস্যের মৃতদেহ পাওয়া গেছে। এর মধ্যে তিনটি শিশু এবং তাদের বাবা-মার মৃতদেহ রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
তবে এসব মৃত্যুর দায় নিতে অস্বীকার করেছেন ধর্মপ্রচারক পল ম্যাকেঞ্জি এনথেঙ্গ। তিনি বলেছেন, ২০১৯ সালেই তিনি গির্জাটি বন্ধ করে দিয়েছেন। পল ম্যাকেঞ্জি এনথেঙ্গ আদালতে জামিন আবেদন করেছিলেন। তবে আদালত তাঁর জামিন নামঞ্জুর করেছেন।
পল ম্যাকেঞ্জি এনথেঙ্গের বিরুদ্ধে অন্যতম অভিযোগ হচ্ছে, তিনি ‘যিশুর সঙ্গে সাক্ষাৎ লাভের’ জন্য তাঁর অনুসারীদের উপবাস করার নির্দেশ দিয়েছিলেন। চারজনের মৃতদেহ আবিষ্কারের পর উপবাসে মারা যাওয়ার সন্দেহ হওয়ায় গত ১৫ এপ্রিল ম্যাকেঞ্জিকে গ্রেপ্তার করে পুলিশ।
কেনিয়ার দৈনিক দ্য স্ট্যান্ডার্ড এক প্রতিবেদনে জানিয়েছে, প্রতিটি মরদেহের ডিএনএ নমুনা সংগ্রহ করা হবে। উপবাসের কারণেই তাঁদের মৃত্যু হয়েছে কি না তা পরীক্ষার পরই বলা যাবে।
মালিন্দি সোশ্যাল জাস্টিস সেন্টারের ভিক্টর কাউডো স্থানীয় সিটিজেন টিভিকে বলেছেন, ‘যখন আমরা ওই বনে যাই এবং এমন একটি এলাকায় গিয়ে উপস্থিত হই, যেখানে আমরা একটি বড় এবং লম্বা ক্রস দেখতে পাই। তখন আমাদের কাছে পরিষ্কার হয়, এখানে পাঁচজনের বেশি লোককে সমাধিস্থ করা হয়েছে।’
দ্য স্ট্যান্ডার্ডের প্রতিবেদনে বলা হয়েছে, ওই ধর্মপ্রচারক নাজারেথ, বেথলেহেম এবং জুডিয়া নামে তিনটি গ্রামে তাঁর অনুসারীদের একটি পুকুরে ব্যাপটাইজ করার পর যিশুর সাক্ষাৎ পেতে উপবাসের নির্দেশ দিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে।
ইসরায়েল অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলে যেসব প্রাকৃতিক সম্পদ আছে সেগুলোর সার্বভৌম মালিকানা ফিলিস্তিনি জনগণের। এই বিষয়টির স্বীকৃতি দিয়ে জাতিসংঘে একটি প্রস্তাব পাস হয়েছে। প্রস্তাবটিতে পশ্চিমা বিশ্বের অনেকগুলো দেশ সমর্থন দিয়েছে। গত বৃহস্পতিবার জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকে এই প্রস্তাব পাস হয়
৪৩ মিনিট আগেচিকিৎসার জন্য ২০০৭ সালে ভারতের আসামে গিয়েছিল বাংলাদেশের সিলেটের এক পরিবার। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলাকালে পরিবারের এক মেয়ে স্থানীয় এক যুবকের প্রেমে পড়ে। শেষমেশ তাঁকে বিয়ে করে সেখানেই থেকে যান তিনি। তবে তাঁর ভারতীয় নাগরিকত্ব পাওয়ার পথ কখনোই প্রশস্ত ছিল না। ২০১৯ সালে বিজেপি সরকার হিন্দুস
২ ঘণ্টা আগেউত্তর কোরিয়ার নেতা কিম জং উন আত্মঘাতী ড্রোনের ব্যাপক উৎপাদন শুরু করার নির্দেশ দিয়েছেন। তাঁর মতে, বিশ্বের বিভিন্ন স্থানে এমন ড্রোনের ব্যবহার বাড়ার প্রেক্ষাপটে সামরিক মতবাদেও দ্রুত পরিবর্তন আনা প্রয়োজন। আজ শুক্রবার উত্তর কোরিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা কেসিএনএ—এর বরাত দিয়ে প্রকাশিত এক প্রতিবেদ
২ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রে কুখ্যাত ৯ / ১১ এর মতো আরেকটি ঘটনা ঘটানোর পরিকল্পনা করছিল এক মার্কিন যুবক। পরে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। মার্কিন বিচার বিভাগ গতকাল বৃহস্পতিবার জানিয়েছে, টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টনের বাসিন্দা আনাস সাইদের (২৮) বিরুদ্ধে ইসলামিক স্টেট (আইএসআইএস) সন্ত্রাসীদের
৩ ঘণ্টা আগে