অনলাইন ডেস্ক
দক্ষিণ আফ্রিকার কেপটাউন থেকে প্রায় ৫৩০ কিলোমিটার উত্তরে অবস্থিত নামাকুয়াল্যান্ডের একটি প্রত্যন্ত অঞ্চলে ভূগর্ভস্থ পানির লবণাক্ততা নিয়ে তদন্ত করছিলেন স্টেলেনবোশ ইউনিভার্সিটির বিজ্ঞানীরা। এটি করতে গিয়েই তাঁরা ৩৪ হাজার বছরের পুরোনো একটি উইপোকার ঢিবি আবিষ্কার করেছেন। স্টেলেনবোশ ইউনিভার্সিটির স্নাতক শিক্ষার্থীদের নিয়ে মৃত্তিকা বিজ্ঞানী ক্যাথি ক্লার্ক এবং মিশেল ফ্রান্সিস মূলত বিশাল ওই ঢিবির মধ্য দিয়েই একটি পরিখা খনন করেছিলেন।
রেডিওকার্বন ডেটিংয়ের মাধ্যমে বিজ্ঞানীরা পরে নিশ্চিত হয়েছেন উইপোকার ওই ঢিবির জৈব উপাদানগুলো কমপক্ষে ১৯ হাজার বছরের পুরোনো। আর এর খনিজ উপাদানগুলো ৩৪ হাজার বছরেরও বেশি পুরোনো, যা শেষ বরফ যুগের পূর্ববর্তী সময়কে নির্দেশ করে।
এই আবিষ্কারটি ওই অঞ্চলে উইপোকার কার্যকলাপের একটি দীর্ঘ ইতিহাসের ধারণা দেয় এবং ইকোসিস্টেম ইঞ্জিনিয়ার হিসাবে তাদের ভূমিকা তুলে ধরে। কৃষিতে ধ্বংসাত্মক প্রভাবের কারণে উইপোকাকে প্রায় সময়ই শুধু কীটপতঙ্গ হিসাবে দেখা হয়। তবে তাঁরা মাটির গঠন এবং উর্বরতায়ও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জৈব পদার্থের পুনঃবণ্টন করে উইপোকা একই বায়োমের মধ্যে বিভিন্ন বাসস্থান তৈরি করে, যা বিশ্বের সবচেয়ে জীববৈচিত্র্যময় মরুভূমি অঞ্চল হিসাবে স্বীকৃত রাসালো কারু-এর অবিশ্বাস্য জীববৈচিত্র্যে অবদান রেখেছে।
মজার বিষয় হলো—বিজ্ঞানীরা এবার দেখতে পেয়েছেন, উইপোকার কার্যকলাপ ভূগর্ভস্থ পানির লবণাক্ততাকেও প্রভাবিত করে। তাদের ঢিবিগুলোতে হাজার বছর ধরে জমে থাকা খনিজ এবং লবণ বৃষ্টিপাতের সময় ভূগর্ভস্থ পানিতে প্রবাহিত হয় এবং মিশে যায়। ফলে ওই অঞ্চলটির ভূগর্ভস্থ পানির উচ্চ লবণাক্ততায় উইপোকাও অবদান রেখেছে।
গবেষকেরা উইপোকার কার্যকলাপকে একটি প্রাকৃতিক কার্বন শোষক হিসেবে বর্ণনা করেছেন গবেষকেরা। জৈব পদার্থকে কবর দিয়ে মাটির গভীরে কার্বন সঞ্চয় করতে এটি ভূমিকা রাখে। এর ফলে বায়ুমণ্ডলে কার্বনের নিঃসরণ কমে যায়। ফলে উইপোকারা জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে গুরুত্বপূর্ণ হতে পারে।
ক্লার্ক এবং ফ্রান্সিস কার্বন মডেলের মধ্যে উইপোকার কার্যকলাপকে একীভূত করার জন্য চেষ্টা করছেন। তাদের অনুসন্ধানগুলো এটাই ইঙ্গিত করছে যে, ছোট এই পোকাগুলো কার্বন চক্র এবং বাস্তুতন্ত্রের অবস্থাকে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করছে। তাঁদের প্রকল্পটি ইতিমধ্যে আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণ করেছে। বিজ্ঞানীরা কার্বন শোষণে উইপোকার ভূমিকা খতিয়ে দেখতে এ বিষয়ে আরও অন্বেষণের প্রয়োজনীয়তা অনুভব করছেন।
যুগান্তকারী এই গবেষণাটি শুধু উইপোকার পরিবেশগত গুরুত্বকেই আলোকিত করে না বরং এই প্রাণীদের ধারণাকে নিছক কীটপতঙ্গ থেকে পরিবেশগত সুরক্ষা এবং জলবায়ু স্থিতিস্থাপকতার গুরুত্বপূর্ণ নিয়ামক হিসেবে প্রতিষ্ঠিত করে।
দক্ষিণ আফ্রিকার কেপটাউন থেকে প্রায় ৫৩০ কিলোমিটার উত্তরে অবস্থিত নামাকুয়াল্যান্ডের একটি প্রত্যন্ত অঞ্চলে ভূগর্ভস্থ পানির লবণাক্ততা নিয়ে তদন্ত করছিলেন স্টেলেনবোশ ইউনিভার্সিটির বিজ্ঞানীরা। এটি করতে গিয়েই তাঁরা ৩৪ হাজার বছরের পুরোনো একটি উইপোকার ঢিবি আবিষ্কার করেছেন। স্টেলেনবোশ ইউনিভার্সিটির স্নাতক শিক্ষার্থীদের নিয়ে মৃত্তিকা বিজ্ঞানী ক্যাথি ক্লার্ক এবং মিশেল ফ্রান্সিস মূলত বিশাল ওই ঢিবির মধ্য দিয়েই একটি পরিখা খনন করেছিলেন।
রেডিওকার্বন ডেটিংয়ের মাধ্যমে বিজ্ঞানীরা পরে নিশ্চিত হয়েছেন উইপোকার ওই ঢিবির জৈব উপাদানগুলো কমপক্ষে ১৯ হাজার বছরের পুরোনো। আর এর খনিজ উপাদানগুলো ৩৪ হাজার বছরেরও বেশি পুরোনো, যা শেষ বরফ যুগের পূর্ববর্তী সময়কে নির্দেশ করে।
এই আবিষ্কারটি ওই অঞ্চলে উইপোকার কার্যকলাপের একটি দীর্ঘ ইতিহাসের ধারণা দেয় এবং ইকোসিস্টেম ইঞ্জিনিয়ার হিসাবে তাদের ভূমিকা তুলে ধরে। কৃষিতে ধ্বংসাত্মক প্রভাবের কারণে উইপোকাকে প্রায় সময়ই শুধু কীটপতঙ্গ হিসাবে দেখা হয়। তবে তাঁরা মাটির গঠন এবং উর্বরতায়ও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জৈব পদার্থের পুনঃবণ্টন করে উইপোকা একই বায়োমের মধ্যে বিভিন্ন বাসস্থান তৈরি করে, যা বিশ্বের সবচেয়ে জীববৈচিত্র্যময় মরুভূমি অঞ্চল হিসাবে স্বীকৃত রাসালো কারু-এর অবিশ্বাস্য জীববৈচিত্র্যে অবদান রেখেছে।
মজার বিষয় হলো—বিজ্ঞানীরা এবার দেখতে পেয়েছেন, উইপোকার কার্যকলাপ ভূগর্ভস্থ পানির লবণাক্ততাকেও প্রভাবিত করে। তাদের ঢিবিগুলোতে হাজার বছর ধরে জমে থাকা খনিজ এবং লবণ বৃষ্টিপাতের সময় ভূগর্ভস্থ পানিতে প্রবাহিত হয় এবং মিশে যায়। ফলে ওই অঞ্চলটির ভূগর্ভস্থ পানির উচ্চ লবণাক্ততায় উইপোকাও অবদান রেখেছে।
গবেষকেরা উইপোকার কার্যকলাপকে একটি প্রাকৃতিক কার্বন শোষক হিসেবে বর্ণনা করেছেন গবেষকেরা। জৈব পদার্থকে কবর দিয়ে মাটির গভীরে কার্বন সঞ্চয় করতে এটি ভূমিকা রাখে। এর ফলে বায়ুমণ্ডলে কার্বনের নিঃসরণ কমে যায়। ফলে উইপোকারা জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে গুরুত্বপূর্ণ হতে পারে।
ক্লার্ক এবং ফ্রান্সিস কার্বন মডেলের মধ্যে উইপোকার কার্যকলাপকে একীভূত করার জন্য চেষ্টা করছেন। তাদের অনুসন্ধানগুলো এটাই ইঙ্গিত করছে যে, ছোট এই পোকাগুলো কার্বন চক্র এবং বাস্তুতন্ত্রের অবস্থাকে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করছে। তাঁদের প্রকল্পটি ইতিমধ্যে আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণ করেছে। বিজ্ঞানীরা কার্বন শোষণে উইপোকার ভূমিকা খতিয়ে দেখতে এ বিষয়ে আরও অন্বেষণের প্রয়োজনীয়তা অনুভব করছেন।
যুগান্তকারী এই গবেষণাটি শুধু উইপোকার পরিবেশগত গুরুত্বকেই আলোকিত করে না বরং এই প্রাণীদের ধারণাকে নিছক কীটপতঙ্গ থেকে পরিবেশগত সুরক্ষা এবং জলবায়ু স্থিতিস্থাপকতার গুরুত্বপূর্ণ নিয়ামক হিসেবে প্রতিষ্ঠিত করে।
আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী গ্যালান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে, যা আইসিসির ইতিহাসে একটি বিরল পদক্ষেপ।
৭ ঘণ্টা আগেযুক্তরাজ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের তিনটি সামরিক ঘাঁটির ওপর রহস্যজনক ড্রোন দেখা গেছে বলে জানিয়েছেন পেন্টাগনের কর্মকর্তারা। কিছু কিছু মহল এমনটাও বলছেন, অজানা উড়ন্ত বস্তুগুলো (ইউএফও) বহির্জাগতিক বা এলিয়েন টাইপ কিছু হতে পারে। এই ঘাঁটিগুলো যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ব্যবহার করে। সামরিক ঘাঁটির কাছাকাছি এমন
৭ ঘণ্টা আগেএকজনের বাড়ি ইউক্রেন, একজন যুক্তরাষ্ট্রের, জার্মানিরও আছেন একজন, অন্য দুজন সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের। বাইকের হ্যান্ডেল ধরে শুধু রাস্তাই নয়, নিজেদের জীবনকেও নতুন করে আবিষ্কার করেছেন এই পাঁচ নারী।
৭ ঘণ্টা আগেদীর্ঘ ১৬ বছর ধরে খোঁজাখুঁজির পর জীবনে গুরুত্বপূর্ণ এক ঘটনার মুখোমুখি হলেন ডিডি বোসওয়েল নামে এক মার্কিন নারী। সম্প্রতি তিনি প্রথমবারের মতো নিজের বাবার সঙ্গে দেখা হওয়ার একটি আবেগঘন মুহূর্তের ভিডিও শেয়ার করেছেন।
৯ ঘণ্টা আগে