অনলাইন ডেস্ক
কেনিয়ার রাজধানী নাইরোবিতে এক ভয়াবহ গ্যাস বিস্ফোরণে এখন পর্যন্ত অন্তত দুজন নিহত হয়েছে। এ ছাড়া, আহতের সংখ্যা দুই শতাধিক। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা খবরটি দিয়েছে।
গতকাল বৃহস্পতিবার গভীর রাতে নাইরোবির দক্ষিণ-পূর্বের এলাকা এমবাকাসিতে এই বিস্ফোরণ ঘটে। বার্তা সংস্থা এএফপি জানায়, দমকলকর্মীরা আজ শুক্রবার ভোরেও আগুন নেভানোর চেষ্টা করছিলেন। শহরের উপকণ্ঠে এখনো আকাশে কালো ধোঁয়া চোখে পড়ছে।
এ ঘটনায় সরকারের মুখপাত্র আইজ্যাক মাইগুয়া মাওয়াউরা সামাজিক প্ল্যাটফর্ম এক্সে জানান, বৃহস্পতিবার রাতে এমবাকাসি এলাকায় এই আগুনের সূত্রপাত হয়। পোস্টে তিনি লেখেন, অজানা রেজিস্ট্রেশন নম্বরের একটি লরি (ট্রাক) গ্যাসে বোঝাই ছিল। বিস্ফোরণের পর বিশাল এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে আগুন।
তিনি আরও বলেন, বিস্ফোরণস্থল বন্ধ রাখার পরামর্শ দেওয়া হচ্ছে, যাতে ন্যূনতম ব্যাঘাত ছাড়াই উদ্ধার অভিযান চালানো যায়।
বিবিসি জানায়, বিস্ফোরণে যানবাহন, ব্যবসাপ্রতিষ্ঠান এবং আশপাশের কয়েকটি বাড়িও আগুনে পুড়ে গেছে। ওই এলাকায় বসবাসরত এক সাংবাদিক বিবিসিকে জানান, বিস্ফোরণের পর সবাই বাড়ি ছেড়ে চলে গেছে।
জনসাধারণকে আপাতত এলাকাটিতে ভিড় না করার পরামর্শ দেওয়া হয়েছে। ফায়ার ইঞ্জিন মোতায়েন করাসহ উদ্ধার অভিযান চলছে। তবে দুর্ঘটনার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এমবাকাসির পুলিশ কমান্ডার ওয়েসলি কিমেটোকে উদ্ধৃত করে স্থানীয় সংবাদমাধ্যম দ্য স্ট্যান্ডার্ড সামাজিক প্ল্যাটফর্ম এক্সে এ ঘটনায় অন্তত দুজনের মৃত্যু নিশ্চিত করেছে।
কেনিয়ার রেডক্রস বলেছে, তারা এ পর্যন্ত প্রায় ২৭১ জনকে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করেছে। এ ছাড়া, ঘটনাস্থলেই ২৭ জনকে জরুরি চিকিৎসা দেওয়া হয়েছে।
কেনিয়ার রাজধানী নাইরোবিতে এক ভয়াবহ গ্যাস বিস্ফোরণে এখন পর্যন্ত অন্তত দুজন নিহত হয়েছে। এ ছাড়া, আহতের সংখ্যা দুই শতাধিক। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা খবরটি দিয়েছে।
গতকাল বৃহস্পতিবার গভীর রাতে নাইরোবির দক্ষিণ-পূর্বের এলাকা এমবাকাসিতে এই বিস্ফোরণ ঘটে। বার্তা সংস্থা এএফপি জানায়, দমকলকর্মীরা আজ শুক্রবার ভোরেও আগুন নেভানোর চেষ্টা করছিলেন। শহরের উপকণ্ঠে এখনো আকাশে কালো ধোঁয়া চোখে পড়ছে।
এ ঘটনায় সরকারের মুখপাত্র আইজ্যাক মাইগুয়া মাওয়াউরা সামাজিক প্ল্যাটফর্ম এক্সে জানান, বৃহস্পতিবার রাতে এমবাকাসি এলাকায় এই আগুনের সূত্রপাত হয়। পোস্টে তিনি লেখেন, অজানা রেজিস্ট্রেশন নম্বরের একটি লরি (ট্রাক) গ্যাসে বোঝাই ছিল। বিস্ফোরণের পর বিশাল এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে আগুন।
তিনি আরও বলেন, বিস্ফোরণস্থল বন্ধ রাখার পরামর্শ দেওয়া হচ্ছে, যাতে ন্যূনতম ব্যাঘাত ছাড়াই উদ্ধার অভিযান চালানো যায়।
বিবিসি জানায়, বিস্ফোরণে যানবাহন, ব্যবসাপ্রতিষ্ঠান এবং আশপাশের কয়েকটি বাড়িও আগুনে পুড়ে গেছে। ওই এলাকায় বসবাসরত এক সাংবাদিক বিবিসিকে জানান, বিস্ফোরণের পর সবাই বাড়ি ছেড়ে চলে গেছে।
জনসাধারণকে আপাতত এলাকাটিতে ভিড় না করার পরামর্শ দেওয়া হয়েছে। ফায়ার ইঞ্জিন মোতায়েন করাসহ উদ্ধার অভিযান চলছে। তবে দুর্ঘটনার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এমবাকাসির পুলিশ কমান্ডার ওয়েসলি কিমেটোকে উদ্ধৃত করে স্থানীয় সংবাদমাধ্যম দ্য স্ট্যান্ডার্ড সামাজিক প্ল্যাটফর্ম এক্সে এ ঘটনায় অন্তত দুজনের মৃত্যু নিশ্চিত করেছে।
কেনিয়ার রেডক্রস বলেছে, তারা এ পর্যন্ত প্রায় ২৭১ জনকে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করেছে। এ ছাড়া, ঘটনাস্থলেই ২৭ জনকে জরুরি চিকিৎসা দেওয়া হয়েছে।
চিকিৎসার জন্য ২০০৭ সালে ভারতের আসামে গিয়েছিল বাংলাদেশের সিলেটের এক পরিবার। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলাকালে পরিবারের এক মেয়ে স্থানীয় এক যুবকের প্রেমে পড়ে। শেষমেশ তাঁকে বিয়ে করে সেখানেই থেকে যান তিনি। তবে তাঁর ভারতীয় নাগরিকত্ব পাওয়ার পথ কখনোই প্রশস্ত ছিল না। ২০১৯ সালে বিজেপি সরকার হিন্দুস
১১ মিনিট আগেউত্তর কোরিয়ার নেতা কিম জং উন আত্মঘাতী ড্রোনের ব্যাপক উৎপাদন শুরু করার নির্দেশ দিয়েছেন। তাঁর মতে, বিশ্বের বিভিন্ন স্থানে এমন ড্রোনের ব্যবহার বাড়ার প্রেক্ষাপটে সামরিক মতবাদেও দ্রুত পরিবর্তন আনা প্রয়োজন। আজ শুক্রবার উত্তর কোরিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা কেসিএনএ—এর বরাত দিয়ে প্রকাশিত এক প্রতিবেদ
৩৪ মিনিট আগেযুক্তরাষ্ট্রে কুখ্যাত ৯ / ১১ এর মতো আরেকটি ঘটনা ঘটানোর পরিকল্পনা করছিল এক মার্কিন যুবক। পরে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। মার্কিন বিচার বিভাগ গতকাল বৃহস্পতিবার জানিয়েছে, টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টনের বাসিন্দা আনাস সাইদের (২৮) বিরুদ্ধে ইসলামিক স্টেট (আইএসআইএস) সন্ত্রাসীদের
১ ঘণ্টা আগেমার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, তিনি রবার্ট এফ. কেনেডি জুনিয়রকে স্বাস্থ্য ও মানবসেবা মন্ত্রণালয়ের (এইচএইচএস) প্রধান হিসেবে নিয়োগ দেবেন। তিনি বলেছেন, সাবেক এই ডেমোক্র্যাট নেতা (কেনেডি জুনিয়র) এই পদে থেকে ‘ক্ষতিকর রাসায়নিক ও দূষণ থেকে সবার সুরক্ষা নিশ্চিত ক
৩ ঘণ্টা আগে