অনলাইন ডেস্ক
সুদানের রাজধানী খার্তুমে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত ও আইরিশ কূটনীতিক আইদান ও’হারার বাড়িতে হামলা হয়েছে। দেশটির সামরিক বাহিনী ও আধা সামরিক বাহিনীর তীব্র লড়াইয়ের মধ্যে এই হামলার ঘটনা ঘটল। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
আইরিশ পররাষ্ট্রমন্ত্রী মাইকেল মার্টিন বলেছেন, ‘আইদান অক্ষত রয়েছেন। তিনি আহত হননি।’ তবে এই হামলাকে তিনি ‘কূটনীতিকদের সুরক্ষার বাধ্যবাধকতার চরম লঙ্ঘন’ বলে মন্তব্য করেছেন। মাইকেল মার্টিন আরও বলেন, অত্যন্ত কঠিন সময়ে ইইউকে সেবা দিয়ে যাচ্ছেন আইদান ও’হারা।
বিবিসি জানিয়েছে, আইদান ও’হারা ২০২২ সাল থেকে সুদানে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি আইরিশ বংশোদ্ভূত কূটনীতিক।
তিন দিন আগে সুদানে ক্ষমতাকে কেন্দ্র করে সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনী আরএসএফের মধ্যে তীব্র সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে এ পর্যন্ত প্রায় ২০০ মানুষ নিহত হয়েছে এবং আহত হয়েছে প্রায় ১ হাজার ৮০০ জন বলে জানিয়েছে জাতিসংঘ।
গত তিন দিন ধরেই রাজধানী খার্তুমে বিমান হামলা, গোলাবর্ষণ ও বন্দুকযুদ্ধ হতে দেখা যাচ্ছে। শহরের বাসিন্দারা প্রাণ বাঁচাতে নিরাপদ আশ্রয়ের দিকে পালিয়ে যাচ্ছে।
এদিকে বিমানবন্দরসহ খার্তুমের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো নিজেদের নিয়ন্ত্রণে রাখার দাবি করেছে সেনাবাহিনী ও আরএসএফ উভয় পক্ষই।
সুদানে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে আইরিশ পররাষ্ট্রমন্ত্রী মাইকেল মার্টিন বলেন, আমরা সুদানে সহিংসতা বন্ধের আহ্বান জানাই এবং সংলাপের মাধ্যমে সমস্যা সমাধানের অনুরোধ জানাই।
ইইউ পররাষ্ট্রনীতির প্রধান জোসেপ বোরেল এক টুইটার পোস্টে বলেছেন, কূটনৈতিক এলাকা ও দূতাবাসের কর্মীদের নিরাপত্তা দেওয়া সুদান সরকারের প্রাথমিক দায়িত্ব।
ইইউর মুখপাত্র নাবিলা মাসরালি বার্তা সংস্থা এএফপিকে বলেন, হামলার পর ইইউ প্রতিনিধি দলকে খার্তুম থেকে সরিয়ে নেওয়া হয়নি। তবে কর্মীদের নিরাপত্তার বিষয়কে আরও অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
সুদানের সামরিক শাসক জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহানের অনুগত সেনাবাহিনী এবং সুদানের ডেপুটি লিডার মোহাম্মদ হামদান দাগালু, যিনি হেমেদতি নামে পরিচিত, তাঁর নেতৃত্বে আধাসামরিক বাহিনী আরএসএফের মধ্যে আজ মঙ্গলবার চতুর্থ দিনের মতো লড়াই চলছে।
সুদানের রাজধানী খার্তুমে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত ও আইরিশ কূটনীতিক আইদান ও’হারার বাড়িতে হামলা হয়েছে। দেশটির সামরিক বাহিনী ও আধা সামরিক বাহিনীর তীব্র লড়াইয়ের মধ্যে এই হামলার ঘটনা ঘটল। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
আইরিশ পররাষ্ট্রমন্ত্রী মাইকেল মার্টিন বলেছেন, ‘আইদান অক্ষত রয়েছেন। তিনি আহত হননি।’ তবে এই হামলাকে তিনি ‘কূটনীতিকদের সুরক্ষার বাধ্যবাধকতার চরম লঙ্ঘন’ বলে মন্তব্য করেছেন। মাইকেল মার্টিন আরও বলেন, অত্যন্ত কঠিন সময়ে ইইউকে সেবা দিয়ে যাচ্ছেন আইদান ও’হারা।
বিবিসি জানিয়েছে, আইদান ও’হারা ২০২২ সাল থেকে সুদানে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি আইরিশ বংশোদ্ভূত কূটনীতিক।
তিন দিন আগে সুদানে ক্ষমতাকে কেন্দ্র করে সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনী আরএসএফের মধ্যে তীব্র সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে এ পর্যন্ত প্রায় ২০০ মানুষ নিহত হয়েছে এবং আহত হয়েছে প্রায় ১ হাজার ৮০০ জন বলে জানিয়েছে জাতিসংঘ।
গত তিন দিন ধরেই রাজধানী খার্তুমে বিমান হামলা, গোলাবর্ষণ ও বন্দুকযুদ্ধ হতে দেখা যাচ্ছে। শহরের বাসিন্দারা প্রাণ বাঁচাতে নিরাপদ আশ্রয়ের দিকে পালিয়ে যাচ্ছে।
এদিকে বিমানবন্দরসহ খার্তুমের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো নিজেদের নিয়ন্ত্রণে রাখার দাবি করেছে সেনাবাহিনী ও আরএসএফ উভয় পক্ষই।
সুদানে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে আইরিশ পররাষ্ট্রমন্ত্রী মাইকেল মার্টিন বলেন, আমরা সুদানে সহিংসতা বন্ধের আহ্বান জানাই এবং সংলাপের মাধ্যমে সমস্যা সমাধানের অনুরোধ জানাই।
ইইউ পররাষ্ট্রনীতির প্রধান জোসেপ বোরেল এক টুইটার পোস্টে বলেছেন, কূটনৈতিক এলাকা ও দূতাবাসের কর্মীদের নিরাপত্তা দেওয়া সুদান সরকারের প্রাথমিক দায়িত্ব।
ইইউর মুখপাত্র নাবিলা মাসরালি বার্তা সংস্থা এএফপিকে বলেন, হামলার পর ইইউ প্রতিনিধি দলকে খার্তুম থেকে সরিয়ে নেওয়া হয়নি। তবে কর্মীদের নিরাপত্তার বিষয়কে আরও অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
সুদানের সামরিক শাসক জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহানের অনুগত সেনাবাহিনী এবং সুদানের ডেপুটি লিডার মোহাম্মদ হামদান দাগালু, যিনি হেমেদতি নামে পরিচিত, তাঁর নেতৃত্বে আধাসামরিক বাহিনী আরএসএফের মধ্যে আজ মঙ্গলবার চতুর্থ দিনের মতো লড়াই চলছে।
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ও বিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্ক জাতিসংঘে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতের সঙ্গে গোপনে সাক্ষাৎ করেছেন। চলতি সপ্তাহের শুরুর দিকে তাঁরা সাক্ষাৎ করেন। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস ইরানের দুটি সূত্রের বরাত দিয়ে
১ ঘণ্টা আগেইসরায়েল অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলে যেসব প্রাকৃতিক সম্পদ আছে সেগুলোর সার্বভৌম মালিকানা ফিলিস্তিনি জনগণের। এই বিষয়টির স্বীকৃতি দিয়ে জাতিসংঘে একটি প্রস্তাব পাস হয়েছে। প্রস্তাবটিতে পশ্চিমা বিশ্বের অনেকগুলো দেশ সমর্থন দিয়েছে। গত বৃহস্পতিবার জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকে এই প্রস্তাব পাস হয়
২ ঘণ্টা আগেচিকিৎসার জন্য ২০০৭ সালে ভারতের আসামে গিয়েছিল বাংলাদেশের সিলেটের এক পরিবার। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলাকালে পরিবারের এক মেয়ে স্থানীয় এক যুবকের প্রেমে পড়ে। শেষমেশ তাঁকে বিয়ে করে সেখানেই থেকে যান তিনি। তবে তাঁর ভারতীয় নাগরিকত্ব পাওয়ার পথ কখনোই প্রশস্ত ছিল না। ২০১৯ সালে বিজেপি সরকার হিন্দুস
৩ ঘণ্টা আগেউত্তর কোরিয়ার নেতা কিম জং উন আত্মঘাতী ড্রোনের ব্যাপক উৎপাদন শুরু করার নির্দেশ দিয়েছেন। তাঁর মতে, বিশ্বের বিভিন্ন স্থানে এমন ড্রোনের ব্যবহার বাড়ার প্রেক্ষাপটে সামরিক মতবাদেও দ্রুত পরিবর্তন আনা প্রয়োজন। আজ শুক্রবার উত্তর কোরিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা কেসিএনএ—এর বরাত দিয়ে প্রকাশিত এক প্রতিবেদ
৩ ঘণ্টা আগে