ডা. জেসমীন আক্তার লীনা
শীতের হাওয়া ও মৃদু ঠান্ডা অনুভূত হচ্ছে। কিছুদিনের মধ্যে শীত চলে আসবে। তখন নানা ধরনের চর্মরোগ দেখা যাবে। আগাম প্রস্তুতি নিলে শীতের সমস্যাগুলো মোকাবিলা করা সহজ।
শীতের সাধারণ রোগ চুলকানি
শীতে শরীর চুলকানো খুবই সাধারণ বিষয়। বাতাসে জলীয় বাষ্প কম থাকার কারণে শীত এলে ত্বক বেশি শুকিয়ে যায়। তখন শরীর চুলকায়। নখ বা অন্য কিছু দিয়ে বারবার চুলকানোর ফলে চুলকানি আরও বেড়ে যায়। একান্তই অসহ্য লাগলে হালকাভাবে হাতের তালু দিয়ে চুলকানো যেতে পারে।
শুষ্কতার কারণে চুলকানি দেখা দিলে যা করবেন:-
একজিমা
শীত এলে একজিমা বাড়তে পারে। একজিমা ভালো হওয়ার পরও আক্রান্ত জায়গাটি শুষ্ক হতে দেওয়া যাবে না। বিশেষ ধরনের একজিমা আছে, যার নাম একজিমা ক্রাকুয়েলেটাম। সাধারণত চল্লিশ বছরের বেশি বয়সী মানুষদের এই চর্মরোগ হয়। বাতাসের জলীয় পদার্থ কমে যায় বলে এটি শীত এলেই বাড়ে। তখন শুষ্ক ত্বকের গায়ে ফাটা ফাটা দাগ ও হালকা পরিমাণ আঁশ এবং ত্বক পুরু হতে দেখা যায়। ত্বক চুলকালে পুরু হতে থাকে এবং একপর্যায়ে তা শক্ত ও অস্বাভাবিক আকার ধারণ করে।
স্ক্যাবিস
ত্বকের বহু রোগের মধ্যে একটি স্ক্যাবিস। বাংলায় একে খুজলি-পাঁচড়াও বলে থাকেন অনেকে। এটির সঙ্গে সরাসরি শীতের বা বাতাসের আর্দ্রতার কোনো সম্পর্কের কথা জানা যায় না। তবে রোগটি শীত এলেই ব্যাপক আকারে দেখা দেয়। বিশেষ করে শিশুরা এতে ব্যাপকভাবে আক্রান্ত হতে থাকে। শুধু পরিবেশগত কারণে এবং নিম্ন আয়ের মানুষদের মধ্যে স্ক্যাবিসে আক্রান্ত বেশি দেখা যায়। তবে যেসব শিশু স্কুলে যায়, তারাও এতে আক্রান্ত হতে পারে। এটি স্ক্যাবিয়াইসারকপটিস স্ক্যারিবাই নামে জীবাণুবাহিত রোগ। এ রোগ হলে শরীরে অসম্ভব রকম চুলকানি হতে দেখা যায় এবং রাতে চুলকানির তীব্রতা বাড়ে। এ রোগে পরিবারের সব সদস্যকে একসঙ্গে চিকিৎসা দিতে হয়।
এ ছাড়া হাম ও চিকেন পক্সের মতো ভাইরাসজনিত রোগগুলো শীতকালে বেশি হয়ে থাকে।
লেখক:সহকারী অধ্যাপক, চর্ম, যৌন ও অ্যালার্জি রোগ বিভাগ,স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা
চেম্বার: আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতাল,মিরপুর রোড, ধানমন্ডি, ঢাকা-১২০৫
শীতের হাওয়া ও মৃদু ঠান্ডা অনুভূত হচ্ছে। কিছুদিনের মধ্যে শীত চলে আসবে। তখন নানা ধরনের চর্মরোগ দেখা যাবে। আগাম প্রস্তুতি নিলে শীতের সমস্যাগুলো মোকাবিলা করা সহজ।
শীতের সাধারণ রোগ চুলকানি
শীতে শরীর চুলকানো খুবই সাধারণ বিষয়। বাতাসে জলীয় বাষ্প কম থাকার কারণে শীত এলে ত্বক বেশি শুকিয়ে যায়। তখন শরীর চুলকায়। নখ বা অন্য কিছু দিয়ে বারবার চুলকানোর ফলে চুলকানি আরও বেড়ে যায়। একান্তই অসহ্য লাগলে হালকাভাবে হাতের তালু দিয়ে চুলকানো যেতে পারে।
শুষ্কতার কারণে চুলকানি দেখা দিলে যা করবেন:-
একজিমা
শীত এলে একজিমা বাড়তে পারে। একজিমা ভালো হওয়ার পরও আক্রান্ত জায়গাটি শুষ্ক হতে দেওয়া যাবে না। বিশেষ ধরনের একজিমা আছে, যার নাম একজিমা ক্রাকুয়েলেটাম। সাধারণত চল্লিশ বছরের বেশি বয়সী মানুষদের এই চর্মরোগ হয়। বাতাসের জলীয় পদার্থ কমে যায় বলে এটি শীত এলেই বাড়ে। তখন শুষ্ক ত্বকের গায়ে ফাটা ফাটা দাগ ও হালকা পরিমাণ আঁশ এবং ত্বক পুরু হতে দেখা যায়। ত্বক চুলকালে পুরু হতে থাকে এবং একপর্যায়ে তা শক্ত ও অস্বাভাবিক আকার ধারণ করে।
স্ক্যাবিস
ত্বকের বহু রোগের মধ্যে একটি স্ক্যাবিস। বাংলায় একে খুজলি-পাঁচড়াও বলে থাকেন অনেকে। এটির সঙ্গে সরাসরি শীতের বা বাতাসের আর্দ্রতার কোনো সম্পর্কের কথা জানা যায় না। তবে রোগটি শীত এলেই ব্যাপক আকারে দেখা দেয়। বিশেষ করে শিশুরা এতে ব্যাপকভাবে আক্রান্ত হতে থাকে। শুধু পরিবেশগত কারণে এবং নিম্ন আয়ের মানুষদের মধ্যে স্ক্যাবিসে আক্রান্ত বেশি দেখা যায়। তবে যেসব শিশু স্কুলে যায়, তারাও এতে আক্রান্ত হতে পারে। এটি স্ক্যাবিয়াইসারকপটিস স্ক্যারিবাই নামে জীবাণুবাহিত রোগ। এ রোগ হলে শরীরে অসম্ভব রকম চুলকানি হতে দেখা যায় এবং রাতে চুলকানির তীব্রতা বাড়ে। এ রোগে পরিবারের সব সদস্যকে একসঙ্গে চিকিৎসা দিতে হয়।
এ ছাড়া হাম ও চিকেন পক্সের মতো ভাইরাসজনিত রোগগুলো শীতকালে বেশি হয়ে থাকে।
লেখক:সহকারী অধ্যাপক, চর্ম, যৌন ও অ্যালার্জি রোগ বিভাগ,স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা
চেম্বার: আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতাল,মিরপুর রোড, ধানমন্ডি, ঢাকা-১২০৫
শীত এসে গেছে। এ ঋতুতে আবহাওয়া দীর্ঘ সময়ের জন্য বদলে যায়। ফলে এর প্রভাব পড়ে শরীরের ওপর। শীতের নেতিবাচক প্রভাব কমাতে শক্তিশালী করে তুলতে হবে রোগ প্রতিরোধক্ষমতা।
৩৬ মিনিট আগে‘যব কই বাত বিগার যায়ে...’ বরেণ্য ভারতীয় সংগীতশিল্পী কুমার শানুর এই গান ক্যানসার রোগ উপশমের জন্য বিভিন্ন হাসপাতালে বাজানো হয়। মূলত রোগ উপশমের জন্য মিউজিক থেরাপি এখন পৃথিবীতে স্বীকৃত একটি পদ্ধতি। সংগীতের মতো শিল্পকর্মও মানুষের মস্তিষ্কে বিভিন্ন ধরনের অনুভূতির সৃষ্টি করে। অনেক গবেষণায় উঠে এসেছে, এমন অভ
৩৭ মিনিট আগেবয়স বাড়ার সঙ্গে জীবনের সঙ্গী হয় বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা। পুরুষের প্রোস্টেট সমস্যা তেমনই একটি। এ সমস্যার রয়েছে প্রাকৃতিক সমাধান।
৩৮ মিনিট আগেজ্বর, শরীরে ব্যথা এবং ক্লান্তি ফ্লুর সাধারণ লক্ষণ। এগুলো হলে বুঝতে হবে, আপনি ফ্লুতে আক্রান্ত। সাধারণত ফ্লু প্রাণঘাতী নয়। তবে কখনো কখনো বিশেষ কোনো কারণে এটি বেশি হয়ে গেলে হাসপাতালে যেতে হতে পারে। ফ্লুর সংক্রমণের সঙ্গে নিউমোনিয়া হলে সেটি আর সাধারণ থাকে না। তখন হাসপাতালে যেতে হয়।
৩৮ মিনিট আগে