ফ্যাক্টচেক ডেস্ক
কিডনিতে পাথর এখন খুব সাধারণ স্বাস্থ্য সমস্যা হয়ে দাঁড়িয়েছে। নারী বা পুরুষ যে কেউ এই সমস্যায় আক্রান্ত হতে পারেন। দেরিতে ধরা পড়লে অনেকের মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই কিডনিতে পাথর হলে চিকিৎসকের শরণাপন্ন হওয়া জরুরি।
তবে ক্ষেত্র বিশেষে ঘরোয়া পদ্ধতিতে কিডনির পাথর দূর করা সম্ভব। যেমন, খুব ছোট আকারের পাথর দেখা দিলে পরিমাণ মতো পানি পানের মাধ্যমে তা সারিয়ে তোলা সম্ভব হতে পারে। এমন ধারণা থেকে কিডনিতে পাথর জটিলতায় ভোগা অনেক ভুক্তভোগী ভেষজ চিকিৎসার শরণাপন্ন হন। এসব ভেষজ চিকিৎসা উঠে এসেছে সোশ্যাল মিডিয়া ও সংবাদ মাধ্যমেও।
বাংলানিউজ ২৪–এ গত ৬ আগস্ট লাইফস্টাইল পাতায় গত ৬ আগস্ট প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করা হয়, শসার জলীয় অংশ দেহের বর্জ্য ও দূষিত পদার্থ বের করতে দারুণ কাজ করে। নিয়মিত শসা খেলে কিডনিতে সৃষ্ট পাথর গলে যেতে সহায়তা হয়।
চীনের রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম সিএমজি বাংলা ২০২২ সালে নিজেদের ফেসবুক পেজেও এমন একটি পোস্ট করেছে। কিডনির পাথর গলাতে কার্যকর শসা শিরোনামে দেওয়া পোস্টটিতে দাবি করা হয়, এমন কিছু ভেষজ রয়েছে যেগুলো কিডনির পাথর গলাতে সহায়তা করে। এর মধ্যে একটি হলো শসা। শসায় বিভিন্ন ধরনের ভিটামিন ও খনিজ থাকে। সবচেয়ে বেশি থাকে জলীয় পদার্থ। খাদ্য বিশেষজ্ঞদের মতে, শসার এসব উপাদান কিডনির পাথর গলাতে খুব কার্যকর।
শসা কি কিডনির পাথর গলাতে পারে?
কিডনি পাথর আসলে কী? কিডনির ভেতরে খনিজ উপাদান জমে ক্রিস্টাল বা স্ফটিকের মতো পদার্থ তৈরি হয়। একে কিডনির পাথর বলা হয়। সাধারণত ক্যালসিয়াম অক্সালেট বা অন্যান্য খনিজ লবণ জমে স্ফটিক আকার ধারণ করলে সেটিকে কিডনির পাথর হিসেবে চিহ্নিত করা হয়।
এই রোগের চিকিৎসায় শসার ভূমিকা নিয়ে ভারতের বেঙ্গালুরুর কনসালট্যান্ট নেফ্রোলজিস্ট এবং ট্রান্সপ্ল্যান্ট ফিজিশিয়ান ডা. গণেশ শ্রীনিবাস প্রসাদ দেশটির স্বাস্থ্য বিষয়ক ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান দ্য হেলদি ইন্ডিয়ান প্রজেক্টকে (থিপ) বলেন, গ্রীষ্মমণ্ডলীয় দেশগুলোতে উচ্চ আর্দ্রতার কারণে কিডনিতে পাথর হওয়া খুব সাধারণ ঘটনা। এটি পানিশূন্যতার কারণে হতে পারে। কিডনির পাথরের বিভিন্ন ধরন রয়েছে। প্রতিটি ধরনের পেছনে রয়েছে আলাদা কারণ। যেমন, হরমোনের ভারসাম্যহীনতা বা সংক্রমণ। একবার কিডনিতে পাথর দেখা দিলে, চিকিৎসা ছাড়া তা অপসারণ করা কঠিন। চিকিৎসাও পাথরের ধরনের ওপর নির্ভর করে। তবে নতুন করে পাথর হওয়ার ঝুঁকি কমানোর উপায় আছে।
ডা. গণেশ বলেন, শসা কিডনির পাথর প্রতিরোধ করতে পারে—এর পক্ষে কোনো প্রমাণ নেই। বরং কিডনির পাথর থেকে বাঁচতে শরীরের পানির ভারসাম্য রাখা, লবণ খাওয়া কমানো, স্বাভাবিক ওজন বজায় রাখা, ক্যালসিয়ামসমৃদ্ধ খাবার খাওয়া এবং উচ্চ অক্সালেটযুক্ত খাবার এড়ানোর মতো জীবনধারার পরিবর্তনের দিকে মনোনিবেশ করা উচিত। এর বাইরে খাদ্যাভ্যাসে মাংস, চিনি, কার্বোহাইড্রেট সীমিত করা এবং অ্যালকোহল এবং ধূমপান এড়ানোও কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি কমিয়ে দিতে পারে।
দ্য হেলদি ইন্ডিয়ান প্রজেক্টের প্রতিবেদনটিতে বলা হয়, শসা কিডনির পাথর গলাতে পারে না। কিডনির পাথর হলো কডনিতে খনিজ উপাদান জমে স্ফটিকাকার ধারণ করা। এটি শসা বা অন্য কোনো খাবার খেয়ে দূর করা যায় না। শসায় প্রায় ৯০ শতাংশ পানি থাকে, যা অন্যান্য পানিসমৃদ্ধ ফল এবং সবজির মতোই। শসার জলীয় উপাদান শরীরকে হাইড্রেটেড রেখে কিডনিতে পাথর তৈরি হওয়া রোধে সহায়তা করতে পারে। সর্বোপরি, কিডনিতে পাথর প্রতিরোধে প্রচুর পানি পান করা জরুরি।
শসা কিডনির পাথর গলাতে পারে এমন দাবিকে ভুল বলেছেন ভারতের স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সংবাদভিত্তিক প্ল্যাটফর্ম মেডিকেল ডায়ালগসকে পুনের মনিপাল হাসপাতালের কনসালট্যান্ট ইউরোলজিস্ট অঙ্কিত শর্মা। তিনি বলেন, দুর্ভাগ্যবশত এমন কোনো খাবার নেই, যা কিডনির পাথর দ্রবীভূত করতে পারে। তবে, শসা এবং অন্যান্য সালাদ জাতীয় সবজি কাঁচা খাওয়া হলে, সেগুলো অ্যান্টিঅক্সিডেন্ট সরবরাহ করে নতুন পাথর তৈরি প্রতিরোধ করতে সহায়তা করে।
ঢাকার অ্যাডভান্সড সেন্টার অব কিডনি অ্যান্ড ইউরোলজির (আকু) চেয়ারম্যান ইউরোলজি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. সোহরাব হোসেন সৌরভ হাসপাতালটির ইউটিউব চ্যানেলে ২০২২ সালে এক ভিডিও বার্তায় বলেন, ‘আমাদের রোগীদের অনেকেই আসেন, যাদের কিডনিতে পাথর হয়েছে, আমরা যতই বলি চিকিৎসা করানো এবং অস্ত্রোপচার করে পাথর বের করা প্রয়োজন, তাঁরা বলেন, অনেক দিন ধরে শসা খাচ্ছি! তার মানে রোগীর ধারণা হয়েছে, শসা এবং লেবু পানি খেলে পাথর গলে বেরিয়ে যাবে। তবে বাস্তব হলো, কিডনিতে পাথর হলে শসা খাওয়ায় কোনো কার্যকারিতা নেই। তার মানে আপনি যদি মণকে মণ শসা খান, শসা আপনার কিডনিকে কোনোভাবেই পাথরমুক্ত করতে পারবে না। আপনারা এটা বিশ্বাস করবেন না।’
কিডনিতে পাথর এখন খুব সাধারণ স্বাস্থ্য সমস্যা হয়ে দাঁড়িয়েছে। নারী বা পুরুষ যে কেউ এই সমস্যায় আক্রান্ত হতে পারেন। দেরিতে ধরা পড়লে অনেকের মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই কিডনিতে পাথর হলে চিকিৎসকের শরণাপন্ন হওয়া জরুরি।
তবে ক্ষেত্র বিশেষে ঘরোয়া পদ্ধতিতে কিডনির পাথর দূর করা সম্ভব। যেমন, খুব ছোট আকারের পাথর দেখা দিলে পরিমাণ মতো পানি পানের মাধ্যমে তা সারিয়ে তোলা সম্ভব হতে পারে। এমন ধারণা থেকে কিডনিতে পাথর জটিলতায় ভোগা অনেক ভুক্তভোগী ভেষজ চিকিৎসার শরণাপন্ন হন। এসব ভেষজ চিকিৎসা উঠে এসেছে সোশ্যাল মিডিয়া ও সংবাদ মাধ্যমেও।
বাংলানিউজ ২৪–এ গত ৬ আগস্ট লাইফস্টাইল পাতায় গত ৬ আগস্ট প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করা হয়, শসার জলীয় অংশ দেহের বর্জ্য ও দূষিত পদার্থ বের করতে দারুণ কাজ করে। নিয়মিত শসা খেলে কিডনিতে সৃষ্ট পাথর গলে যেতে সহায়তা হয়।
চীনের রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম সিএমজি বাংলা ২০২২ সালে নিজেদের ফেসবুক পেজেও এমন একটি পোস্ট করেছে। কিডনির পাথর গলাতে কার্যকর শসা শিরোনামে দেওয়া পোস্টটিতে দাবি করা হয়, এমন কিছু ভেষজ রয়েছে যেগুলো কিডনির পাথর গলাতে সহায়তা করে। এর মধ্যে একটি হলো শসা। শসায় বিভিন্ন ধরনের ভিটামিন ও খনিজ থাকে। সবচেয়ে বেশি থাকে জলীয় পদার্থ। খাদ্য বিশেষজ্ঞদের মতে, শসার এসব উপাদান কিডনির পাথর গলাতে খুব কার্যকর।
শসা কি কিডনির পাথর গলাতে পারে?
কিডনি পাথর আসলে কী? কিডনির ভেতরে খনিজ উপাদান জমে ক্রিস্টাল বা স্ফটিকের মতো পদার্থ তৈরি হয়। একে কিডনির পাথর বলা হয়। সাধারণত ক্যালসিয়াম অক্সালেট বা অন্যান্য খনিজ লবণ জমে স্ফটিক আকার ধারণ করলে সেটিকে কিডনির পাথর হিসেবে চিহ্নিত করা হয়।
এই রোগের চিকিৎসায় শসার ভূমিকা নিয়ে ভারতের বেঙ্গালুরুর কনসালট্যান্ট নেফ্রোলজিস্ট এবং ট্রান্সপ্ল্যান্ট ফিজিশিয়ান ডা. গণেশ শ্রীনিবাস প্রসাদ দেশটির স্বাস্থ্য বিষয়ক ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান দ্য হেলদি ইন্ডিয়ান প্রজেক্টকে (থিপ) বলেন, গ্রীষ্মমণ্ডলীয় দেশগুলোতে উচ্চ আর্দ্রতার কারণে কিডনিতে পাথর হওয়া খুব সাধারণ ঘটনা। এটি পানিশূন্যতার কারণে হতে পারে। কিডনির পাথরের বিভিন্ন ধরন রয়েছে। প্রতিটি ধরনের পেছনে রয়েছে আলাদা কারণ। যেমন, হরমোনের ভারসাম্যহীনতা বা সংক্রমণ। একবার কিডনিতে পাথর দেখা দিলে, চিকিৎসা ছাড়া তা অপসারণ করা কঠিন। চিকিৎসাও পাথরের ধরনের ওপর নির্ভর করে। তবে নতুন করে পাথর হওয়ার ঝুঁকি কমানোর উপায় আছে।
ডা. গণেশ বলেন, শসা কিডনির পাথর প্রতিরোধ করতে পারে—এর পক্ষে কোনো প্রমাণ নেই। বরং কিডনির পাথর থেকে বাঁচতে শরীরের পানির ভারসাম্য রাখা, লবণ খাওয়া কমানো, স্বাভাবিক ওজন বজায় রাখা, ক্যালসিয়ামসমৃদ্ধ খাবার খাওয়া এবং উচ্চ অক্সালেটযুক্ত খাবার এড়ানোর মতো জীবনধারার পরিবর্তনের দিকে মনোনিবেশ করা উচিত। এর বাইরে খাদ্যাভ্যাসে মাংস, চিনি, কার্বোহাইড্রেট সীমিত করা এবং অ্যালকোহল এবং ধূমপান এড়ানোও কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি কমিয়ে দিতে পারে।
দ্য হেলদি ইন্ডিয়ান প্রজেক্টের প্রতিবেদনটিতে বলা হয়, শসা কিডনির পাথর গলাতে পারে না। কিডনির পাথর হলো কডনিতে খনিজ উপাদান জমে স্ফটিকাকার ধারণ করা। এটি শসা বা অন্য কোনো খাবার খেয়ে দূর করা যায় না। শসায় প্রায় ৯০ শতাংশ পানি থাকে, যা অন্যান্য পানিসমৃদ্ধ ফল এবং সবজির মতোই। শসার জলীয় উপাদান শরীরকে হাইড্রেটেড রেখে কিডনিতে পাথর তৈরি হওয়া রোধে সহায়তা করতে পারে। সর্বোপরি, কিডনিতে পাথর প্রতিরোধে প্রচুর পানি পান করা জরুরি।
শসা কিডনির পাথর গলাতে পারে এমন দাবিকে ভুল বলেছেন ভারতের স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সংবাদভিত্তিক প্ল্যাটফর্ম মেডিকেল ডায়ালগসকে পুনের মনিপাল হাসপাতালের কনসালট্যান্ট ইউরোলজিস্ট অঙ্কিত শর্মা। তিনি বলেন, দুর্ভাগ্যবশত এমন কোনো খাবার নেই, যা কিডনির পাথর দ্রবীভূত করতে পারে। তবে, শসা এবং অন্যান্য সালাদ জাতীয় সবজি কাঁচা খাওয়া হলে, সেগুলো অ্যান্টিঅক্সিডেন্ট সরবরাহ করে নতুন পাথর তৈরি প্রতিরোধ করতে সহায়তা করে।
ঢাকার অ্যাডভান্সড সেন্টার অব কিডনি অ্যান্ড ইউরোলজির (আকু) চেয়ারম্যান ইউরোলজি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. সোহরাব হোসেন সৌরভ হাসপাতালটির ইউটিউব চ্যানেলে ২০২২ সালে এক ভিডিও বার্তায় বলেন, ‘আমাদের রোগীদের অনেকেই আসেন, যাদের কিডনিতে পাথর হয়েছে, আমরা যতই বলি চিকিৎসা করানো এবং অস্ত্রোপচার করে পাথর বের করা প্রয়োজন, তাঁরা বলেন, অনেক দিন ধরে শসা খাচ্ছি! তার মানে রোগীর ধারণা হয়েছে, শসা এবং লেবু পানি খেলে পাথর গলে বেরিয়ে যাবে। তবে বাস্তব হলো, কিডনিতে পাথর হলে শসা খাওয়ায় কোনো কার্যকারিতা নেই। তার মানে আপনি যদি মণকে মণ শসা খান, শসা আপনার কিডনিকে কোনোভাবেই পাথরমুক্ত করতে পারবে না। আপনারা এটা বিশ্বাস করবেন না।’
ফ্যাক্টচেক, সোশ্যাল মিডিয়া, সামাজিক যোগাযোগ মাধ্যম, ভাইরাল, ভুয়া পোস্ট, সংঘর্ষ, রাজধানী, সেনাবাহিনী, বিক্ষোভ, রিকশা
১০ ঘণ্টা আগেদীপ্তির বক্তব্য দাবিতে ইংরেজি দৈনিক ডেইলি স্টারের নাম ও লোগোযুক্ত একটি ফটোকার্ড ফেসবুকে ছড়িয়ে পড়েছে। দীপ্তি চৌধুরীর ছবিযুক্ত ফটোকার্ডটিতে লেখা, ‘আমার নানীর ফুফাতো বোনের স্বামী মুক্তিযোদ্ধা ছিলেন।’
১৪ ঘণ্টা আগেআজ শনিবার সন্ধ্যায় আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি অডিও রেকর্ড প্রচার করা হয়েছে। তাতে হাসিনাকে কথা বলতে শোনা যায়, গুলি খাওয়ার পর আবু সাঈদকে চার–পাঁচ ঘণ্টা পরে হাসপাতালে নেওয়া হয়েছিল।
১ দিন আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। তিনি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকও। সম্প্রতি সারজিস শিশু মডেল অভিনেত্রী সিমরিন লুবাবাকে ফেসবুকে বিয়ের প্রস্তাব দিয়েছেন দাবিতে একটি ফটোকার্ড সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
২ দিন আগে