ফ্যাক্টচেক ডেস্ক
সম্প্রতি ফেসবুকের বেশ কিছু আইডি, পেজ ও গ্রুপে সাতজন নবজাতকের ছবি পোস্ট করে দাবি করা হচ্ছে, ওই সাত শিশু একই মায়ের গর্ভ থেকে একসঙ্গে জন্মগ্রহণ করেছে। পোস্টগুলোতে দাবি করা হচ্ছে, ‘চট্টগ্রামের হাটহাজারীর একটি বেসরকারি হাসপাতালে এক নারী সাতটি সন্তান জন্ম দিয়েছেন, জন্ম নেওয়া সব শিশু বর্তমানে সুস্থ আছে।’
ফ্যাক্টচেক
ফেসবুকে ভাইরাল হওয়া ছবিটি রিভার্স ইমেজ সার্চ করে দেখা যায়, ‘হাটহাজারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’ নামের একটি ফেসবুক পেজে গত ২৬ মে দুপুর ১২টা ২৮ মিনিটে চিকিৎসকসহ সাত শিশুর মোট ছয়টি ছবি পোস্ট করা হয়েছে।
ওই পোস্টের ক্যাপশন থেকে জানা যায়, গত ২৫ মে অস্ত্রোপচারের মাধ্যমে সিজারিয়ান সেকশনে একজন ও নরমাল ডেলিভারির মাধ্যমে ছয় শিশুর জন্ম হয়। পোস্টে সংশ্লিষ্ট চিকিৎসকদের নামও উল্লেখ করা হয়। গুগলে অনুসন্ধান করে কয়েকটি সংবাদমাধ্যমেও এ-সংক্রান্ত খবর খুঁজে পাওয়া যায়।
সিদ্ধান্ত
ফেসবুকে যে সাত শিশুর ছবি ‘এক মায়ের’ দাবিতে ছড়িয়ে পড়েছে, তা মূলত পৃথক সাত মায়ের। চট্টগ্রামের হাটহাজারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত ২৫ মে ছয়টি নরমাল ডেলিভারি ও একটি সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে সাত শিশুর জন্ম হয়।
সম্প্রতি ফেসবুকের বেশ কিছু আইডি, পেজ ও গ্রুপে সাতজন নবজাতকের ছবি পোস্ট করে দাবি করা হচ্ছে, ওই সাত শিশু একই মায়ের গর্ভ থেকে একসঙ্গে জন্মগ্রহণ করেছে। পোস্টগুলোতে দাবি করা হচ্ছে, ‘চট্টগ্রামের হাটহাজারীর একটি বেসরকারি হাসপাতালে এক নারী সাতটি সন্তান জন্ম দিয়েছেন, জন্ম নেওয়া সব শিশু বর্তমানে সুস্থ আছে।’
ফ্যাক্টচেক
ফেসবুকে ভাইরাল হওয়া ছবিটি রিভার্স ইমেজ সার্চ করে দেখা যায়, ‘হাটহাজারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’ নামের একটি ফেসবুক পেজে গত ২৬ মে দুপুর ১২টা ২৮ মিনিটে চিকিৎসকসহ সাত শিশুর মোট ছয়টি ছবি পোস্ট করা হয়েছে।
ওই পোস্টের ক্যাপশন থেকে জানা যায়, গত ২৫ মে অস্ত্রোপচারের মাধ্যমে সিজারিয়ান সেকশনে একজন ও নরমাল ডেলিভারির মাধ্যমে ছয় শিশুর জন্ম হয়। পোস্টে সংশ্লিষ্ট চিকিৎসকদের নামও উল্লেখ করা হয়। গুগলে অনুসন্ধান করে কয়েকটি সংবাদমাধ্যমেও এ-সংক্রান্ত খবর খুঁজে পাওয়া যায়।
সিদ্ধান্ত
ফেসবুকে যে সাত শিশুর ছবি ‘এক মায়ের’ দাবিতে ছড়িয়ে পড়েছে, তা মূলত পৃথক সাত মায়ের। চট্টগ্রামের হাটহাজারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত ২৫ মে ছয়টি নরমাল ডেলিভারি ও একটি সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে সাত শিশুর জন্ম হয়।
ফ্যাক্টচেক, সোশ্যাল মিডিয়া, সামাজিক যোগাযোগ মাধ্যম, ভাইরাল, ভুয়া পোস্ট, সংঘর্ষ, রাজধানী, সেনাবাহিনী, বিক্ষোভ, রিকশা
১০ ঘণ্টা আগেদীপ্তির বক্তব্য দাবিতে ইংরেজি দৈনিক ডেইলি স্টারের নাম ও লোগোযুক্ত একটি ফটোকার্ড ফেসবুকে ছড়িয়ে পড়েছে। দীপ্তি চৌধুরীর ছবিযুক্ত ফটোকার্ডটিতে লেখা, ‘আমার নানীর ফুফাতো বোনের স্বামী মুক্তিযোদ্ধা ছিলেন।’
১৪ ঘণ্টা আগেআজ শনিবার সন্ধ্যায় আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি অডিও রেকর্ড প্রচার করা হয়েছে। তাতে হাসিনাকে কথা বলতে শোনা যায়, গুলি খাওয়ার পর আবু সাঈদকে চার–পাঁচ ঘণ্টা পরে হাসপাতালে নেওয়া হয়েছিল।
১ দিন আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। তিনি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকও। সম্প্রতি সারজিস শিশু মডেল অভিনেত্রী সিমরিন লুবাবাকে ফেসবুকে বিয়ের প্রস্তাব দিয়েছেন দাবিতে একটি ফটোকার্ড সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
২ দিন আগে