ফ্যাক্টচেক ডেস্ক
গতকাল (বৃহস্পতিবার) ‘কোক স্টুডিও বাংলা’ কনসার্ট শুরু হওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে একজন শিল্পী গান গাইতে গাইতে মঞ্চ ভেঙে পড়ে যাচ্ছেন। ফেসবুক পোস্টগুলোতে দাবি করা হচ্ছে, এটি ওই কনসার্টের ঘটনা।
বাংলাদেশে ফুটবল বিশ্বকাপের ট্রফি ট্যুর উপলক্ষে আর্মি স্টেডিয়ামে এই কনসার্টের আয়োজন করেছিল কোক স্টুডিও বাংলা। সকাল থেকেই বৃষ্টির প্রভাবে আয়োজন বাধাগ্রস্ত হয়। এর জেরে একাধিকবার কনসার্ট হবে কি হবে না, তা নিয়েও বিভ্রান্তি তৈরি হয়।
ফ্যাক্টচেক
ভিডিওটি রিভার্স ইমেজ সার্চ পদ্ধতিতে অনুসন্ধান করে দেখা যায়, ভিডিওটি পুরোনো ও ভিন্ন ঘটনার। ২০১৮ সালের ১৬ জুলাই ট্যারোবাম (Tarobafm) নামের একটি ইউটিউব চ্যানেলে Palco desaba e fere DJ Kevin (পর্তুগিজ ভাষা) শিরোনামে একটি ভিডিও আপলোড করা হয়, সেটি গুগল ট্রান্সলেটরের সাহায্যে অনুবাদ করলে দাঁড়ায়, ‘মঞ্চ ভেঙে পড়ে আহত ডিজে কেভিন।’
ওই ভিডিওর নিচে উল্লেখ করা বর্ণনা অংশ থেকে জানা যায়, ডিজে কেভিন ব্রাজিলের একজন বিখ্যাত গায়ক। একটি ডিজে পার্টিতে পরিবেশনার সময় মঞ্চের মাঝামাঝি জায়গায় তিনি পড়ে যান। ডিজে কেভিন এতে সামান্য আঘাত পেয়েছিলেন।
কি-ওয়ার্ড অনুসন্ধান করে ব্রাজিলের অনলাইন সংবাদমাধ্যম জি-১ ডট গ্লোবো ডটকমে ২০১৮ সালের ১৬ জুলাই প্রকাশিত এ-সংক্রান্ত একটি সংবাদ খুঁজে পাওয়া যায়। সেখানেও একই তথ্য পাওয়া যায়।
সিদ্ধান্ত
মঞ্চ থেকে শিল্পীর পড়ে যাওয়ার ভিডিওটি কোক স্টুডিও বাংলা কনসার্টের নয়। এটি ২০১৮ সালের জুলাই মাসে ব্রাজিলে অনুষ্ঠিত একটি কনসার্টে ব্রাজিলীয় ডিজে কেভিনের পড়ে যাওয়ার ভিডিও।
গতকাল (বৃহস্পতিবার) ‘কোক স্টুডিও বাংলা’ কনসার্ট শুরু হওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে একজন শিল্পী গান গাইতে গাইতে মঞ্চ ভেঙে পড়ে যাচ্ছেন। ফেসবুক পোস্টগুলোতে দাবি করা হচ্ছে, এটি ওই কনসার্টের ঘটনা।
বাংলাদেশে ফুটবল বিশ্বকাপের ট্রফি ট্যুর উপলক্ষে আর্মি স্টেডিয়ামে এই কনসার্টের আয়োজন করেছিল কোক স্টুডিও বাংলা। সকাল থেকেই বৃষ্টির প্রভাবে আয়োজন বাধাগ্রস্ত হয়। এর জেরে একাধিকবার কনসার্ট হবে কি হবে না, তা নিয়েও বিভ্রান্তি তৈরি হয়।
ফ্যাক্টচেক
ভিডিওটি রিভার্স ইমেজ সার্চ পদ্ধতিতে অনুসন্ধান করে দেখা যায়, ভিডিওটি পুরোনো ও ভিন্ন ঘটনার। ২০১৮ সালের ১৬ জুলাই ট্যারোবাম (Tarobafm) নামের একটি ইউটিউব চ্যানেলে Palco desaba e fere DJ Kevin (পর্তুগিজ ভাষা) শিরোনামে একটি ভিডিও আপলোড করা হয়, সেটি গুগল ট্রান্সলেটরের সাহায্যে অনুবাদ করলে দাঁড়ায়, ‘মঞ্চ ভেঙে পড়ে আহত ডিজে কেভিন।’
ওই ভিডিওর নিচে উল্লেখ করা বর্ণনা অংশ থেকে জানা যায়, ডিজে কেভিন ব্রাজিলের একজন বিখ্যাত গায়ক। একটি ডিজে পার্টিতে পরিবেশনার সময় মঞ্চের মাঝামাঝি জায়গায় তিনি পড়ে যান। ডিজে কেভিন এতে সামান্য আঘাত পেয়েছিলেন।
কি-ওয়ার্ড অনুসন্ধান করে ব্রাজিলের অনলাইন সংবাদমাধ্যম জি-১ ডট গ্লোবো ডটকমে ২০১৮ সালের ১৬ জুলাই প্রকাশিত এ-সংক্রান্ত একটি সংবাদ খুঁজে পাওয়া যায়। সেখানেও একই তথ্য পাওয়া যায়।
সিদ্ধান্ত
মঞ্চ থেকে শিল্পীর পড়ে যাওয়ার ভিডিওটি কোক স্টুডিও বাংলা কনসার্টের নয়। এটি ২০১৮ সালের জুলাই মাসে ব্রাজিলে অনুষ্ঠিত একটি কনসার্টে ব্রাজিলীয় ডিজে কেভিনের পড়ে যাওয়ার ভিডিও।
বাংলাদেশে এক হিন্দু নারীকে গণধর্ষণ করা হয়েছে দাবিতে মাইক্রোব্লগিং সাইট এক্সে ১৮ সেকেন্ডের ভিডিও ঘুরে বেড়াচ্ছে। এতে দেখা যাচ্ছে, রক্তাক্ত এক নারীকে বেশ কয়েকজন পুলিশ সদস্য কোথাও নিয়ে যাচ্ছেন। মঙ্গলবার (১২ নভেম্বর) দীপক শর্মা নামের একটি ভারতীয় এক্স হ্যান্ডল থেকে ভিডিওটি টুইট করে দাবি করা হয়, ‘ভিড
১৭ ঘণ্টা আগেআওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য সাবরিনা চৌধুরী নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টায় এমন দাবিতে স্ক্রিনশটটি পোস্ট করে লেখেন, ‘Sabnam Faria কিছুক্ষণ আগে একটা পোস্ট করলেন ৫ মিনিট পর ডিলিট করে দিলেন।’
১ দিন আগেএলিস থমাস নামের এক ওপেন সোর্স ইন্টেলিজেন্স গবেষকের বরাত দিয়ে জার্মান সংবাদমাধ্যম ডয়েচে ভেলে জানিয়েছে, ট্রাম্পকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে সাহায্য করেছে এআই পরিচালিত বট নেটওয়ার্ক।
২ দিন আগেগত বৃহস্পতিবার (৭ নভেম্বর) ‘প্রবাসী জীবন’ নামের একটি ফেসবুক পেজ থেকে ভিডিওটি পোস্ট করা হয়। পোস্টটি আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৩টা পর্যন্ত পাঁচ শতাধিক শেয়ার হয়েছে। রিয়েকশন পড়েছে ৪ হাজারের বেশি। ভিডিওটি দেখা হয়েছে ৪২ হাজার বার।
২ দিন আগে