ফ্যাক্টচেক ডেস্ক
গতকাল (বৃহস্পতিবার) ‘কোক স্টুডিও বাংলা’ কনসার্ট শুরু হওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে একজন শিল্পী গান গাইতে গাইতে মঞ্চ ভেঙে পড়ে যাচ্ছেন। ফেসবুক পোস্টগুলোতে দাবি করা হচ্ছে, এটি ওই কনসার্টের ঘটনা।
বাংলাদেশে ফুটবল বিশ্বকাপের ট্রফি ট্যুর উপলক্ষে আর্মি স্টেডিয়ামে এই কনসার্টের আয়োজন করেছিল কোক স্টুডিও বাংলা। সকাল থেকেই বৃষ্টির প্রভাবে আয়োজন বাধাগ্রস্ত হয়। এর জেরে একাধিকবার কনসার্ট হবে কি হবে না, তা নিয়েও বিভ্রান্তি তৈরি হয়।
ফ্যাক্টচেক
ভিডিওটি রিভার্স ইমেজ সার্চ পদ্ধতিতে অনুসন্ধান করে দেখা যায়, ভিডিওটি পুরোনো ও ভিন্ন ঘটনার। ২০১৮ সালের ১৬ জুলাই ট্যারোবাম (Tarobafm) নামের একটি ইউটিউব চ্যানেলে Palco desaba e fere DJ Kevin (পর্তুগিজ ভাষা) শিরোনামে একটি ভিডিও আপলোড করা হয়, সেটি গুগল ট্রান্সলেটরের সাহায্যে অনুবাদ করলে দাঁড়ায়, ‘মঞ্চ ভেঙে পড়ে আহত ডিজে কেভিন।’
ওই ভিডিওর নিচে উল্লেখ করা বর্ণনা অংশ থেকে জানা যায়, ডিজে কেভিন ব্রাজিলের একজন বিখ্যাত গায়ক। একটি ডিজে পার্টিতে পরিবেশনার সময় মঞ্চের মাঝামাঝি জায়গায় তিনি পড়ে যান। ডিজে কেভিন এতে সামান্য আঘাত পেয়েছিলেন।
কি-ওয়ার্ড অনুসন্ধান করে ব্রাজিলের অনলাইন সংবাদমাধ্যম জি-১ ডট গ্লোবো ডটকমে ২০১৮ সালের ১৬ জুলাই প্রকাশিত এ-সংক্রান্ত একটি সংবাদ খুঁজে পাওয়া যায়। সেখানেও একই তথ্য পাওয়া যায়।
সিদ্ধান্ত
মঞ্চ থেকে শিল্পীর পড়ে যাওয়ার ভিডিওটি কোক স্টুডিও বাংলা কনসার্টের নয়। এটি ২০১৮ সালের জুলাই মাসে ব্রাজিলে অনুষ্ঠিত একটি কনসার্টে ব্রাজিলীয় ডিজে কেভিনের পড়ে যাওয়ার ভিডিও।
গতকাল (বৃহস্পতিবার) ‘কোক স্টুডিও বাংলা’ কনসার্ট শুরু হওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে একজন শিল্পী গান গাইতে গাইতে মঞ্চ ভেঙে পড়ে যাচ্ছেন। ফেসবুক পোস্টগুলোতে দাবি করা হচ্ছে, এটি ওই কনসার্টের ঘটনা।
বাংলাদেশে ফুটবল বিশ্বকাপের ট্রফি ট্যুর উপলক্ষে আর্মি স্টেডিয়ামে এই কনসার্টের আয়োজন করেছিল কোক স্টুডিও বাংলা। সকাল থেকেই বৃষ্টির প্রভাবে আয়োজন বাধাগ্রস্ত হয়। এর জেরে একাধিকবার কনসার্ট হবে কি হবে না, তা নিয়েও বিভ্রান্তি তৈরি হয়।
ফ্যাক্টচেক
ভিডিওটি রিভার্স ইমেজ সার্চ পদ্ধতিতে অনুসন্ধান করে দেখা যায়, ভিডিওটি পুরোনো ও ভিন্ন ঘটনার। ২০১৮ সালের ১৬ জুলাই ট্যারোবাম (Tarobafm) নামের একটি ইউটিউব চ্যানেলে Palco desaba e fere DJ Kevin (পর্তুগিজ ভাষা) শিরোনামে একটি ভিডিও আপলোড করা হয়, সেটি গুগল ট্রান্সলেটরের সাহায্যে অনুবাদ করলে দাঁড়ায়, ‘মঞ্চ ভেঙে পড়ে আহত ডিজে কেভিন।’
ওই ভিডিওর নিচে উল্লেখ করা বর্ণনা অংশ থেকে জানা যায়, ডিজে কেভিন ব্রাজিলের একজন বিখ্যাত গায়ক। একটি ডিজে পার্টিতে পরিবেশনার সময় মঞ্চের মাঝামাঝি জায়গায় তিনি পড়ে যান। ডিজে কেভিন এতে সামান্য আঘাত পেয়েছিলেন।
কি-ওয়ার্ড অনুসন্ধান করে ব্রাজিলের অনলাইন সংবাদমাধ্যম জি-১ ডট গ্লোবো ডটকমে ২০১৮ সালের ১৬ জুলাই প্রকাশিত এ-সংক্রান্ত একটি সংবাদ খুঁজে পাওয়া যায়। সেখানেও একই তথ্য পাওয়া যায়।
সিদ্ধান্ত
মঞ্চ থেকে শিল্পীর পড়ে যাওয়ার ভিডিওটি কোক স্টুডিও বাংলা কনসার্টের নয়। এটি ২০১৮ সালের জুলাই মাসে ব্রাজিলে অনুষ্ঠিত একটি কনসার্টে ব্রাজিলীয় ডিজে কেভিনের পড়ে যাওয়ার ভিডিও।
ফ্যাক্টচেক, সোশ্যাল মিডিয়া, সামাজিক যোগাযোগ মাধ্যম, ভাইরাল, ভুয়া পোস্ট, সংঘর্ষ, রাজধানী, সেনাবাহিনী, বিক্ষোভ, রিকশা
১০ ঘণ্টা আগেদীপ্তির বক্তব্য দাবিতে ইংরেজি দৈনিক ডেইলি স্টারের নাম ও লোগোযুক্ত একটি ফটোকার্ড ফেসবুকে ছড়িয়ে পড়েছে। দীপ্তি চৌধুরীর ছবিযুক্ত ফটোকার্ডটিতে লেখা, ‘আমার নানীর ফুফাতো বোনের স্বামী মুক্তিযোদ্ধা ছিলেন।’
১৪ ঘণ্টা আগেআজ শনিবার সন্ধ্যায় আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি অডিও রেকর্ড প্রচার করা হয়েছে। তাতে হাসিনাকে কথা বলতে শোনা যায়, গুলি খাওয়ার পর আবু সাঈদকে চার–পাঁচ ঘণ্টা পরে হাসপাতালে নেওয়া হয়েছিল।
১ দিন আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। তিনি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকও। সম্প্রতি সারজিস শিশু মডেল অভিনেত্রী সিমরিন লুবাবাকে ফেসবুকে বিয়ের প্রস্তাব দিয়েছেন দাবিতে একটি ফটোকার্ড সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
২ দিন আগে