ফ্যাক্টচেক ডেস্ক
ইংল্যান্ডের ৫০ পাউন্ডের একটি ব্যাংক নোটের ছবি ফেসবুকের বিভিন্ন গ্রুপ, অ্যাকাউন্ট ও পেজে ছড়িয়ে পড়েছে। সেখানে দাবি করা হচ্ছে, ব্রিটেনের ব্যাংক নোটে বাঙালি বিজ্ঞানী আচার্য জগদীশচন্দ্র বসুর ছবি জায়গা পেয়েছে। গত শুক্রবার (১ ডিসেম্বর) ‘মোস্তাফা জব্বারের পাতা’ নামের পেজ থেকে এমন এক ছবি পোস্ট করা হয়, তাতে আজ রোববার (৩ ডিসেম্বর) পর্যন্ত ২২৫টি প্রতিক্রিয়া পড়েছে। এই পোস্টের নিচে মন্তব্যগুলোতে নেটিজেনরা হতাশা ব্যক্ত করে বলছেন, ‘বাংলাদেশের নোটে তার ছবি হওয়ার প্রয়োজন ছিল, বাংলাদেশে তাকে সম্মান দেওয়া হয় না, ৯০ শতাংশ তার নামই জানে না ইত্যাদি।’
২০১৯ সালেও কথিত ব্যাংক নোটের ছবিটি ফেসবুকে পোস্ট করা হয়। সে সময়ে ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে ও এখানে।
ছবিটি ব্যবহার করে বাংলাদেশের বেশ কিছু সংবাদমাধ্যমেও সংবাদ প্রকাশ করতে দেখা যায়।
অনুসন্ধানে দেখা যায়, ইংল্যান্ডের ৫০ পাউন্ডের ব্যাংক নোটে বাঙালি বিজ্ঞানী জগদীশচন্দ্র বসুর ছবি জায়গা পাওয়ার তথ্যটি সঠিক নয়। ফেসবুকে প্রচারিত নোটটি একটি প্রতীকী ছবি।
ব্যাংক নোটটি নিয়ে রিভার্স ইমেজ অনুসন্ধানে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টাইমসে ২০১৮ সালের ২৮ নভেম্বর প্রকাশিত এক প্রতিবেদনে ব্যাংক নোটের ছবিটি খুঁজে পাওয়া যায়। ছবিটির ওপর ইন্ডিয়া টাইমস, রিপ্রেজেন্টেশন অনলি (প্রতীকী ছবি) এমন লেখা দেখা যায় অর্থাৎ ছবিটি প্রকৃত নয়, প্রতিনিধিত্বশীল। ব্যাংক অব ইংল্যান্ডের বরাতে ওই প্রতিবেদনে বলা হয়, বিজ্ঞানে অবদান রেখেছেন—এমন কারও নামে ইংল্যান্ডের ৫০ পাউন্ডের নোটটি ডিজাইন করার ঘোষণা দিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। এ উদ্দেশ্যে ব্যাংকটি বিজ্ঞানীদের নাম চেয়ে আহ্বান জানিয়েছে। প্রতিবেদন থেকে আরও জানা যায়, ২০১৮ সালের ২৬ নভেম্বর পর্যন্ত ব্যাংকটির ওয়েবসাইটে প্রায় ১ লাখ ৭৫ হাজার ব্যক্তির নাম জমা পড়ে। তাঁদের মধ্যে ব্যাংকটি জগদীশচন্দ্র বসুসহ প্রথম ধাপে ১ লাখ ১৪ হাজার মনোনয়ন পাওয়া ব্যক্তির নাম প্রকাশ করে। প্রতিবেদনে ব্যাংক অব ইংল্যান্ড প্রকাশিত তালিকাটি যুক্ত করে দেওয়া হয়েছে।
তালিকাটি দেখুন এখানে। তালিকাটির শুরুতে উল্লেখ করা হয়, বিজ্ঞানীদের এ নামগুলো জমা পড়লেও তখন পর্যন্ত কোনো নাম চূড়ান্ত করা হয়নি।
এ প্রতিবেদনের সূত্রে ইংল্যান্ডের সংবাদমাধ্যম দ্য স্ট্যান্ডার্ডে ২০১৮ সালের ২ নভেম্বর প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, ওই দিন ব্যাংক অব ইংল্যান্ডের গভর্নর মার্ক কার্নি ঘোষণা দেন, দেশটির ৫০ পাউন্ডের নোট কোনো প্রখ্যাত ব্রিটিশ বিজ্ঞানীকে স্মরণ করে নতুন করে ডিজাইন করা হবে। এ জন্য বিজ্ঞানীদের নাম চেয়ে মানুষের কাছে মনোনয়ন চাওয়া হয়েছে। জীববিজ্ঞান, জ্যোতির্বিদ্যা এবং চিকিৎসা খাতে গবেষণার মতো ক্ষেত্র থেকে একজন প্রয়াত বিজ্ঞানীর নাম ব্যাংকের ওয়েবসাইটের মাধ্যমে জমা দেওয়ার তথ্যও প্রতিবেদন থেকে জানা যায়। প্রতিবেদনটি থেকে আরও জানা যায়, ২০১৯ সালে জমা হওয়া বিজ্ঞানীদের নাম থেকে সংক্ষিপ্ত তালিকা করে একজনকে নির্বাচিত করা হবে।
পরবর্তী অনুসন্ধানে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসে ২০১৯ সালের ১৫ জুলাই প্রকাশিত এক প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। তাতে উল্লেখ করা হয়, ব্রিটিশ গণিতজ্ঞ ও আধুনিক কম্পিউটার প্রকৌশলের পথপ্রদর্শক অ্যালেন টুরিংকে ব্যাংক অব ইংল্যান্ড তাদের নতুন ৫০ পাউন্ডের নোটের জন্য মনোনয়ন দেওয়া হয়েছে। প্রতিবেদন থেকে নোটটি ২০২১ সালের শেষে বাজারে ছাড়ার তথ্য জানা যায়।
ব্যাংক অব ইংল্যান্ডের ওয়েবসাইট ঘুরে দেখা যায়, ব্যাংক কর্তৃপক্ষ ২০১৯ সালের ১৫ জুলাই অ্যালেন টুরিংকে তাদের নতুন ৫০ পাউন্ডের নোটের জন্য মনোনয়ন দেয় এবং ২০২১ সালের ২৩ জুন নোটটি বাজারে ছাড়া হয়; যা বর্তমানে দেশটিতে প্রচলিত আছে।
সিদ্ধান্ত
ইংল্যান্ডের ব্যাংক কর্তৃপক্ষ ২০১৮ সালে তাদের ৫০ পাউন্ডের নোটটি একজন বিজ্ঞানীর ছবি দিয়ে নতুন করে ডিজাইনের ঘোষণা দেয়। ওই সময় ব্যাংক কর্তৃপক্ষ বিজ্ঞানীদের নামের মনোনয়ন চেয়ে আহ্বান জানায়। এসব নামের মধ্যে স্যার জগদীশচন্দ্র বসুর নামও জমা পড়ে। এ নিয়ে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টাইমস ব্যাংক অব ইংল্যান্ডের ৫০ পাউন্ডের একটি নোটে জগদীশচন্দ্র বসুর ছবি প্রতীকী হিসেবে ব্যবহার করে প্রতিবেদন প্রকাশ করে। এই প্রতীকী ছবিই পরে ইংল্যান্ডের ব্যাংক নোটে স্যার জগদীশচন্দ্র বসুর ছবি জায়গা পেয়েছে দাবি করে ছড়িয়ে পড়ে। প্রকৃতপক্ষে ইংল্যান্ডের ৫০ পাউন্ডের ব্যাংক নোটে ব্রিটিশ গণিতজ্ঞ ও আধুনিক কম্পিউটার প্রকৌশলের পথপ্রদর্শক অ্যালেন টুরিংয়ের ছবি ব্যবহার করা হয়েছে।
ইংল্যান্ডের ৫০ পাউন্ডের একটি ব্যাংক নোটের ছবি ফেসবুকের বিভিন্ন গ্রুপ, অ্যাকাউন্ট ও পেজে ছড়িয়ে পড়েছে। সেখানে দাবি করা হচ্ছে, ব্রিটেনের ব্যাংক নোটে বাঙালি বিজ্ঞানী আচার্য জগদীশচন্দ্র বসুর ছবি জায়গা পেয়েছে। গত শুক্রবার (১ ডিসেম্বর) ‘মোস্তাফা জব্বারের পাতা’ নামের পেজ থেকে এমন এক ছবি পোস্ট করা হয়, তাতে আজ রোববার (৩ ডিসেম্বর) পর্যন্ত ২২৫টি প্রতিক্রিয়া পড়েছে। এই পোস্টের নিচে মন্তব্যগুলোতে নেটিজেনরা হতাশা ব্যক্ত করে বলছেন, ‘বাংলাদেশের নোটে তার ছবি হওয়ার প্রয়োজন ছিল, বাংলাদেশে তাকে সম্মান দেওয়া হয় না, ৯০ শতাংশ তার নামই জানে না ইত্যাদি।’
২০১৯ সালেও কথিত ব্যাংক নোটের ছবিটি ফেসবুকে পোস্ট করা হয়। সে সময়ে ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে ও এখানে।
ছবিটি ব্যবহার করে বাংলাদেশের বেশ কিছু সংবাদমাধ্যমেও সংবাদ প্রকাশ করতে দেখা যায়।
অনুসন্ধানে দেখা যায়, ইংল্যান্ডের ৫০ পাউন্ডের ব্যাংক নোটে বাঙালি বিজ্ঞানী জগদীশচন্দ্র বসুর ছবি জায়গা পাওয়ার তথ্যটি সঠিক নয়। ফেসবুকে প্রচারিত নোটটি একটি প্রতীকী ছবি।
ব্যাংক নোটটি নিয়ে রিভার্স ইমেজ অনুসন্ধানে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টাইমসে ২০১৮ সালের ২৮ নভেম্বর প্রকাশিত এক প্রতিবেদনে ব্যাংক নোটের ছবিটি খুঁজে পাওয়া যায়। ছবিটির ওপর ইন্ডিয়া টাইমস, রিপ্রেজেন্টেশন অনলি (প্রতীকী ছবি) এমন লেখা দেখা যায় অর্থাৎ ছবিটি প্রকৃত নয়, প্রতিনিধিত্বশীল। ব্যাংক অব ইংল্যান্ডের বরাতে ওই প্রতিবেদনে বলা হয়, বিজ্ঞানে অবদান রেখেছেন—এমন কারও নামে ইংল্যান্ডের ৫০ পাউন্ডের নোটটি ডিজাইন করার ঘোষণা দিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। এ উদ্দেশ্যে ব্যাংকটি বিজ্ঞানীদের নাম চেয়ে আহ্বান জানিয়েছে। প্রতিবেদন থেকে আরও জানা যায়, ২০১৮ সালের ২৬ নভেম্বর পর্যন্ত ব্যাংকটির ওয়েবসাইটে প্রায় ১ লাখ ৭৫ হাজার ব্যক্তির নাম জমা পড়ে। তাঁদের মধ্যে ব্যাংকটি জগদীশচন্দ্র বসুসহ প্রথম ধাপে ১ লাখ ১৪ হাজার মনোনয়ন পাওয়া ব্যক্তির নাম প্রকাশ করে। প্রতিবেদনে ব্যাংক অব ইংল্যান্ড প্রকাশিত তালিকাটি যুক্ত করে দেওয়া হয়েছে।
তালিকাটি দেখুন এখানে। তালিকাটির শুরুতে উল্লেখ করা হয়, বিজ্ঞানীদের এ নামগুলো জমা পড়লেও তখন পর্যন্ত কোনো নাম চূড়ান্ত করা হয়নি।
এ প্রতিবেদনের সূত্রে ইংল্যান্ডের সংবাদমাধ্যম দ্য স্ট্যান্ডার্ডে ২০১৮ সালের ২ নভেম্বর প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, ওই দিন ব্যাংক অব ইংল্যান্ডের গভর্নর মার্ক কার্নি ঘোষণা দেন, দেশটির ৫০ পাউন্ডের নোট কোনো প্রখ্যাত ব্রিটিশ বিজ্ঞানীকে স্মরণ করে নতুন করে ডিজাইন করা হবে। এ জন্য বিজ্ঞানীদের নাম চেয়ে মানুষের কাছে মনোনয়ন চাওয়া হয়েছে। জীববিজ্ঞান, জ্যোতির্বিদ্যা এবং চিকিৎসা খাতে গবেষণার মতো ক্ষেত্র থেকে একজন প্রয়াত বিজ্ঞানীর নাম ব্যাংকের ওয়েবসাইটের মাধ্যমে জমা দেওয়ার তথ্যও প্রতিবেদন থেকে জানা যায়। প্রতিবেদনটি থেকে আরও জানা যায়, ২০১৯ সালে জমা হওয়া বিজ্ঞানীদের নাম থেকে সংক্ষিপ্ত তালিকা করে একজনকে নির্বাচিত করা হবে।
পরবর্তী অনুসন্ধানে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসে ২০১৯ সালের ১৫ জুলাই প্রকাশিত এক প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। তাতে উল্লেখ করা হয়, ব্রিটিশ গণিতজ্ঞ ও আধুনিক কম্পিউটার প্রকৌশলের পথপ্রদর্শক অ্যালেন টুরিংকে ব্যাংক অব ইংল্যান্ড তাদের নতুন ৫০ পাউন্ডের নোটের জন্য মনোনয়ন দেওয়া হয়েছে। প্রতিবেদন থেকে নোটটি ২০২১ সালের শেষে বাজারে ছাড়ার তথ্য জানা যায়।
ব্যাংক অব ইংল্যান্ডের ওয়েবসাইট ঘুরে দেখা যায়, ব্যাংক কর্তৃপক্ষ ২০১৯ সালের ১৫ জুলাই অ্যালেন টুরিংকে তাদের নতুন ৫০ পাউন্ডের নোটের জন্য মনোনয়ন দেয় এবং ২০২১ সালের ২৩ জুন নোটটি বাজারে ছাড়া হয়; যা বর্তমানে দেশটিতে প্রচলিত আছে।
সিদ্ধান্ত
ইংল্যান্ডের ব্যাংক কর্তৃপক্ষ ২০১৮ সালে তাদের ৫০ পাউন্ডের নোটটি একজন বিজ্ঞানীর ছবি দিয়ে নতুন করে ডিজাইনের ঘোষণা দেয়। ওই সময় ব্যাংক কর্তৃপক্ষ বিজ্ঞানীদের নামের মনোনয়ন চেয়ে আহ্বান জানায়। এসব নামের মধ্যে স্যার জগদীশচন্দ্র বসুর নামও জমা পড়ে। এ নিয়ে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টাইমস ব্যাংক অব ইংল্যান্ডের ৫০ পাউন্ডের একটি নোটে জগদীশচন্দ্র বসুর ছবি প্রতীকী হিসেবে ব্যবহার করে প্রতিবেদন প্রকাশ করে। এই প্রতীকী ছবিই পরে ইংল্যান্ডের ব্যাংক নোটে স্যার জগদীশচন্দ্র বসুর ছবি জায়গা পেয়েছে দাবি করে ছড়িয়ে পড়ে। প্রকৃতপক্ষে ইংল্যান্ডের ৫০ পাউন্ডের ব্যাংক নোটে ব্রিটিশ গণিতজ্ঞ ও আধুনিক কম্পিউটার প্রকৌশলের পথপ্রদর্শক অ্যালেন টুরিংয়ের ছবি ব্যবহার করা হয়েছে।
বাংলাদেশে এক হিন্দু নারীকে গণধর্ষণ করা হয়েছে দাবিতে মাইক্রোব্লগিং সাইট এক্সে ১৮ সেকেন্ডের ভিডিও ঘুরে বেড়াচ্ছে। এতে দেখা যাচ্ছে, রক্তাক্ত এক নারীকে বেশ কয়েকজন পুলিশ সদস্য কোথাও নিয়ে যাচ্ছেন। মঙ্গলবার (১২ নভেম্বর) দীপক শর্মা নামের একটি ভারতীয় এক্স হ্যান্ডল থেকে ভিডিওটি টুইট করে দাবি করা হয়, ‘ভিড
১৬ ঘণ্টা আগেআওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য সাবরিনা চৌধুরী নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টায় এমন দাবিতে স্ক্রিনশটটি পোস্ট করে লেখেন, ‘Sabnam Faria কিছুক্ষণ আগে একটা পোস্ট করলেন ৫ মিনিট পর ডিলিট করে দিলেন।’
১ দিন আগেএলিস থমাস নামের এক ওপেন সোর্স ইন্টেলিজেন্স গবেষকের বরাত দিয়ে জার্মান সংবাদমাধ্যম ডয়েচে ভেলে জানিয়েছে, ট্রাম্পকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে সাহায্য করেছে এআই পরিচালিত বট নেটওয়ার্ক।
২ দিন আগেগত বৃহস্পতিবার (৭ নভেম্বর) ‘প্রবাসী জীবন’ নামের একটি ফেসবুক পেজ থেকে ভিডিওটি পোস্ট করা হয়। পোস্টটি আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৩টা পর্যন্ত পাঁচ শতাধিক শেয়ার হয়েছে। রিয়েকশন পড়েছে ৪ হাজারের বেশি। ভিডিওটি দেখা হয়েছে ৪২ হাজার বার।
২ দিন আগে