কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
কোটচাঁদপুরে ১৭টি প্রাথমিক বিদ্যালয়ে মেরামতকাজে অনিয়মের অভিযোগ উঠেছে সংশ্লিষ্টদের বিরুদ্ধে। ভ্যাট ও আয়করের নামে প্রতিটি বিদ্যালয়ে বরাদ্দ থেকে
কেটে নেওয়া হয়েছে ৩০-৪০ হাজার টাকা। তবে কাজ ভালো হয়েছে বলে দাবি করেছেন উপজেলা প্রকৌশলী রুহুল ইসলাম।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২১-২২ অর্থবছরে কোটচাঁদপুর উপজেলার ১৭টি প্রাথমিক বিদ্যালয়ে ক্ষুদ্র মেরামতের জন্য ২ লাখ টাকা করে বরাদ্দ দেয় সরকার। এসব বিদ্যালয়ের মধ্যে রয়েছে রঘুনাথপুর, কুল্লাগাছা, মানিকদিহি, ছয়খাদা, শালকুপা, রাজাপুর, পারলাট, আবদুর রাজ্জাক, বাজেবামনদহ, হাড়ডাঙ্গা বিদ্যাধরপুর, বলাবাড়িয়া, চাঁদপাড়া, দূর্বাকুণ্ড, কামার কুণ্ড, চতুরপুর, ব্রহ্মপুর, হরিণদিয়া প্রাথমিক বিদ্যালয়।
এসব বিদ্যালয়ের মধ্যে অধিকাংশ বিদ্যালয়ের কাজ শেষ হয়েছে। বিলও তুলেছেন অনেকে। এগুলোর একটি হচ্ছে রঘুনাথ প্রাথমিক বিদ্যালয়। এ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আবেদ হাসান, আর প্রধান শিক্ষক হচ্ছেন আবেদ হাসানের ভাই অমেদুল ইসলাম।
তাঁরা দুই ভাই মিলে বিদ্যালয়ের মেরামতকাজের শিডিউল অনুযায়ী না করে তা ইচ্ছেমতো সম্পন্ন করেছেন বলে অভিযোগ তুলেছেন বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য তাসলিমা খাতুন। তিনি বলেন, ‘কমিটি গঠনের পর মাত্র একটি মিটিংয়ে আমাকে ডেকেছিল, আর কোনো দিন ডাকেননি। আর বিদ্যালয়ে কখন কী হচ্ছে, তা আমি জানি না। তবে অনিয়ম হচ্ছে এমন কথা শুনতে পাচ্ছি।’
কাজ নিয়ে অভিযোগ তুলেছেন ওই গ্রামের কলেজছাত্র সজিব আহম্মেদ। তিনি বলেন, ‘দুই ট্রলি বালু আর কয়েক বস্তা সিমেন্ট নিয়ে এসেছিলেন, যা দিয়ে বিদ্যালয়ের ভবনে রং ও জলছাদের কাজ করেছেন তাঁরা। এতে ৭০ হাজার টাকা খরচ হতে পারে। আর বাকি টাকা হয়েছে লুটপাট।’
একই অভিযোগ শালকুপা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য বীথি ঘোষের। তিনি বলেন, ‘আগে দু-একটা কাজের সময় আমাকে ডাকত। এবার আমাকে এ বিষয়ে কেউ কিছু বলেননি।’
এ বিষয়ে শালকুপা গ্রামের বাবুল আহম্মেদ ও আবুল খায়ের বলেন, ‘কোনো দিন কোথাও রাতে রঙের কাজ করতে দেখিনি। এই স্কুলে সেটা দেখলাম। বিকেল ৫টার সময় আসত রংমিস্ত্রি আর রাত ১২টা পর্যন্ত কাজ করত। তাহলে কাজ কেমন হয়েছে, এটা আপনাদের কাছে প্রশ্ন আমাদের।’
এমন অভিযোগ প্রতিটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির বিরুদ্ধে। অন্যদিকে কথা উঠেছে ওই কাজের ভ্যাট আর আয়করের টাকা নিয়ে। জানা গেছে, ভ্যাট আর আয়কর বাবদ কেটে নেওয়া হয়েছে ৩০ থেকে ৪০ হাজার টাকা।
যার প্রমাণ মিলেছে মানিক দিহি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশারফ হোসেনের সঙ্গে কথা বলে। তিনি বলেন, ‘মেরামতের জন্য ২ লাখ টাকা বরাদ্দ পেয়েছি। এর মধ্যে ৪০ হাজার টাকা কেটে বাকি টাকার কাজ করা হয়েছে।’
একই কথা বলেন ছয়খাদা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক খাইরুল হোসেন। তবে শালকুপা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেহেনা খাতুন বলেন, ‘ভ্যাট আর আয়কর বাবদ আমাদের কাছ থেকে কেটেছে ৩০ হাজার টাকা।’
তবে এসব মানতে নারাজ উপজেলা শিক্ষা কর্মকর্তা অসিত বরণ পাল। তিনি দাবি করেন, কাজ শিডিউল অনুযায়ী হয়েছে। আর ভ্যাট আর আয়করের যে টাকা টাকার অভিযোগ উঠেছে, এটা সঠিক নয়। কারণ, তাদের টাকা চেকের মাধ্যমে দেওয়া হচ্ছে। টাকা কেটে নেওয়ার কোনো সুযোগ নেই।’
অসিত বরণ পাল আরও বলেন, ‘আমার জানামতে হিসাবরক্ষণ অফিস ১০ শতাংশ ভ্যাট আর ৩ দশমিক ৫০ শতাংশ আয়কর কাটছে।’ তবে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওই কাজের টাকা থেকে ৭ শতাংশ ভ্যাট আর ৩ শতাংশ আয়কর কাটা হচ্ছে।
এ ব্যাপারে কোটচাঁদপুর উপজেলা প্রকৌশলী রুহুল ইসলাম বলেন, ‘আমি ওই কাজের কারিগরি দিকটা দেখার দায়িত্বে রয়েছি। বিল দেবে শিক্ষা অফিস। কাজের মান ভালো হয়েছে বলে দেখেশুনে বিল দেওয়ার সুপারিশ করা হয়েছে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. দেলোয়ার হোসেন বলেন, ‘এ বিষয়ে আমার কিছুই জানা ছিল না। এখন জানলাম। শিক্ষা অফিসারের সঙ্গে কথা বলে দেখি, ঘটনাটি কী ঘটেছে। এরপর ব্যবস্থা নেওয়া হবে।’
কোটচাঁদপুরে ১৭টি প্রাথমিক বিদ্যালয়ে মেরামতকাজে অনিয়মের অভিযোগ উঠেছে সংশ্লিষ্টদের বিরুদ্ধে। ভ্যাট ও আয়করের নামে প্রতিটি বিদ্যালয়ে বরাদ্দ থেকে
কেটে নেওয়া হয়েছে ৩০-৪০ হাজার টাকা। তবে কাজ ভালো হয়েছে বলে দাবি করেছেন উপজেলা প্রকৌশলী রুহুল ইসলাম।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২১-২২ অর্থবছরে কোটচাঁদপুর উপজেলার ১৭টি প্রাথমিক বিদ্যালয়ে ক্ষুদ্র মেরামতের জন্য ২ লাখ টাকা করে বরাদ্দ দেয় সরকার। এসব বিদ্যালয়ের মধ্যে রয়েছে রঘুনাথপুর, কুল্লাগাছা, মানিকদিহি, ছয়খাদা, শালকুপা, রাজাপুর, পারলাট, আবদুর রাজ্জাক, বাজেবামনদহ, হাড়ডাঙ্গা বিদ্যাধরপুর, বলাবাড়িয়া, চাঁদপাড়া, দূর্বাকুণ্ড, কামার কুণ্ড, চতুরপুর, ব্রহ্মপুর, হরিণদিয়া প্রাথমিক বিদ্যালয়।
এসব বিদ্যালয়ের মধ্যে অধিকাংশ বিদ্যালয়ের কাজ শেষ হয়েছে। বিলও তুলেছেন অনেকে। এগুলোর একটি হচ্ছে রঘুনাথ প্রাথমিক বিদ্যালয়। এ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আবেদ হাসান, আর প্রধান শিক্ষক হচ্ছেন আবেদ হাসানের ভাই অমেদুল ইসলাম।
তাঁরা দুই ভাই মিলে বিদ্যালয়ের মেরামতকাজের শিডিউল অনুযায়ী না করে তা ইচ্ছেমতো সম্পন্ন করেছেন বলে অভিযোগ তুলেছেন বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য তাসলিমা খাতুন। তিনি বলেন, ‘কমিটি গঠনের পর মাত্র একটি মিটিংয়ে আমাকে ডেকেছিল, আর কোনো দিন ডাকেননি। আর বিদ্যালয়ে কখন কী হচ্ছে, তা আমি জানি না। তবে অনিয়ম হচ্ছে এমন কথা শুনতে পাচ্ছি।’
কাজ নিয়ে অভিযোগ তুলেছেন ওই গ্রামের কলেজছাত্র সজিব আহম্মেদ। তিনি বলেন, ‘দুই ট্রলি বালু আর কয়েক বস্তা সিমেন্ট নিয়ে এসেছিলেন, যা দিয়ে বিদ্যালয়ের ভবনে রং ও জলছাদের কাজ করেছেন তাঁরা। এতে ৭০ হাজার টাকা খরচ হতে পারে। আর বাকি টাকা হয়েছে লুটপাট।’
একই অভিযোগ শালকুপা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য বীথি ঘোষের। তিনি বলেন, ‘আগে দু-একটা কাজের সময় আমাকে ডাকত। এবার আমাকে এ বিষয়ে কেউ কিছু বলেননি।’
এ বিষয়ে শালকুপা গ্রামের বাবুল আহম্মেদ ও আবুল খায়ের বলেন, ‘কোনো দিন কোথাও রাতে রঙের কাজ করতে দেখিনি। এই স্কুলে সেটা দেখলাম। বিকেল ৫টার সময় আসত রংমিস্ত্রি আর রাত ১২টা পর্যন্ত কাজ করত। তাহলে কাজ কেমন হয়েছে, এটা আপনাদের কাছে প্রশ্ন আমাদের।’
এমন অভিযোগ প্রতিটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির বিরুদ্ধে। অন্যদিকে কথা উঠেছে ওই কাজের ভ্যাট আর আয়করের টাকা নিয়ে। জানা গেছে, ভ্যাট আর আয়কর বাবদ কেটে নেওয়া হয়েছে ৩০ থেকে ৪০ হাজার টাকা।
যার প্রমাণ মিলেছে মানিক দিহি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশারফ হোসেনের সঙ্গে কথা বলে। তিনি বলেন, ‘মেরামতের জন্য ২ লাখ টাকা বরাদ্দ পেয়েছি। এর মধ্যে ৪০ হাজার টাকা কেটে বাকি টাকার কাজ করা হয়েছে।’
একই কথা বলেন ছয়খাদা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক খাইরুল হোসেন। তবে শালকুপা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেহেনা খাতুন বলেন, ‘ভ্যাট আর আয়কর বাবদ আমাদের কাছ থেকে কেটেছে ৩০ হাজার টাকা।’
তবে এসব মানতে নারাজ উপজেলা শিক্ষা কর্মকর্তা অসিত বরণ পাল। তিনি দাবি করেন, কাজ শিডিউল অনুযায়ী হয়েছে। আর ভ্যাট আর আয়করের যে টাকা টাকার অভিযোগ উঠেছে, এটা সঠিক নয়। কারণ, তাদের টাকা চেকের মাধ্যমে দেওয়া হচ্ছে। টাকা কেটে নেওয়ার কোনো সুযোগ নেই।’
অসিত বরণ পাল আরও বলেন, ‘আমার জানামতে হিসাবরক্ষণ অফিস ১০ শতাংশ ভ্যাট আর ৩ দশমিক ৫০ শতাংশ আয়কর কাটছে।’ তবে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওই কাজের টাকা থেকে ৭ শতাংশ ভ্যাট আর ৩ শতাংশ আয়কর কাটা হচ্ছে।
এ ব্যাপারে কোটচাঁদপুর উপজেলা প্রকৌশলী রুহুল ইসলাম বলেন, ‘আমি ওই কাজের কারিগরি দিকটা দেখার দায়িত্বে রয়েছি। বিল দেবে শিক্ষা অফিস। কাজের মান ভালো হয়েছে বলে দেখেশুনে বিল দেওয়ার সুপারিশ করা হয়েছে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. দেলোয়ার হোসেন বলেন, ‘এ বিষয়ে আমার কিছুই জানা ছিল না। এখন জানলাম। শিক্ষা অফিসারের সঙ্গে কথা বলে দেখি, ঘটনাটি কী ঘটেছে। এরপর ব্যবস্থা নেওয়া হবে।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে