নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের নাগেশ্বরীতে রাতের অন্ধকারে ২৮-৩০টি বাড়িতে হামলা, লুটতরাজ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বাধা দিতে গিয়ে হামলাকারীদের মারধরে রক্তাক্ত জখম হয়েছেন ১৫-১৬ জন নারী-পুরুষ। তাঁদের মধ্যে গুরুতর আহত আটজনকে কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠানো হয়েছে। গত রোববার সন্ধ্যায় উপজেলার ব্রহ্মপুত্র নদ বেষ্টিত দুর্গম নারায়ণপুর ইউনিয়নের দক্ষিণ ঝাউকুটি গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, দক্ষিণ ঝাউকুটি গ্রামের শফিউল্ল্যার ছেলে নুর ইসলাম, সাবেক ইউপি সদস্য আবু হানিফ, মোন্নাফ মেম্বার গংদের সঙ্গে একই এলাকার সাবেক ইউপি সদস্য আমজাদ ও তাঁর মামা রিয়াজুল ইসলামের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে দুপক্ষের মধ্যে একাধিকবার হামলা ও মামলার ঘটনা ঘটে। রিয়াজুল ইসলামের করা মামলায় নুর ইসলাম, সাবেক ইউপি সদস্য আবু হানিফসহ প্রায় ২০-২২ জন গত রোববার সকালে জামিন নিতে কুড়িগ্রাম আদালতে যান। এই সুযোগে আমজাদ মেম্বারের পক্ষের প্রায় ৭০-৮০ জন লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে ওই দিন রাত আটটার দিকে নুর ইসলামের পক্ষের প্রায় ২৮-৩০টি বাড়িতে অতর্কিতে হামলা চালায়। বাড়ি-ঘরে ব্যাপক ভাঙচুর চালায়। লুট করে টাকা-পয়সা, জমির দলিল, ধান-চালসহ ১৮টি গরু। তিনটি বাড়িতে দেওয়া হয় আগুন। বাড়ির পাশের মাঠে থাকা একটি সেচের শ্যালো মেশিনও নিয়ে যায় হামলাকারীরা। বাড়িতে থাকা লোকজনকে বেধড়ক পেটানো হয়। আহতদের মধ্যে সবুরা বেগম, আবুল হোসেন, আমীর হোসেন, রুপচাঁদ, কদভানু, নুর হোসেন, সোমেদ আলী, মোন্নাফ মেম্বারের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত আমীর হোসেন বলেন, ‘বাইতে মানুষ কম আছিল। খাওন শ্যাষ কইরা ঘুমাইতে গেছিলাম। সেই সুম হেরা হামলা কইরা আমগোরে সব শ্যাষ কইরা দিছে।’
এ বিষয়ে কথা বলার জন্য অভিযুক্ত আমজাদ মেম্বার ও রিয়াজুল ইসলামের পক্ষের লোকজনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।
নারায়নপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। বিষয়টি নিয়ে ইউএনও ও উপজেলা পরিষদের চেয়ারম্যানের সঙ্গে কথা বলব।’
কচাকাটা থানার ওসি জাহেদুল ইসলাম বলেন, ‘এ বিষয়ে কেউ অভিযোগ না করলেও ঘটনা শোনার পরই সেখানে পুলিশ পাঠানো হয়। কিন্তু এলাকাটি নদী বিচ্ছিন্ন হওয়ায় নৌকার অভাবে পুলিশ সেখানে পৌঁছাতে পারেনি। আজ সকালে (সোমবার) পুলিশ সেখানে গেছে। তাঁরা ফিরে এলে বিস্তারিত জেনে ব্যবস্থা নেওয়া হবে।’
কুড়িগ্রামের নাগেশ্বরীতে রাতের অন্ধকারে ২৮-৩০টি বাড়িতে হামলা, লুটতরাজ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বাধা দিতে গিয়ে হামলাকারীদের মারধরে রক্তাক্ত জখম হয়েছেন ১৫-১৬ জন নারী-পুরুষ। তাঁদের মধ্যে গুরুতর আহত আটজনকে কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠানো হয়েছে। গত রোববার সন্ধ্যায় উপজেলার ব্রহ্মপুত্র নদ বেষ্টিত দুর্গম নারায়ণপুর ইউনিয়নের দক্ষিণ ঝাউকুটি গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, দক্ষিণ ঝাউকুটি গ্রামের শফিউল্ল্যার ছেলে নুর ইসলাম, সাবেক ইউপি সদস্য আবু হানিফ, মোন্নাফ মেম্বার গংদের সঙ্গে একই এলাকার সাবেক ইউপি সদস্য আমজাদ ও তাঁর মামা রিয়াজুল ইসলামের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে দুপক্ষের মধ্যে একাধিকবার হামলা ও মামলার ঘটনা ঘটে। রিয়াজুল ইসলামের করা মামলায় নুর ইসলাম, সাবেক ইউপি সদস্য আবু হানিফসহ প্রায় ২০-২২ জন গত রোববার সকালে জামিন নিতে কুড়িগ্রাম আদালতে যান। এই সুযোগে আমজাদ মেম্বারের পক্ষের প্রায় ৭০-৮০ জন লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে ওই দিন রাত আটটার দিকে নুর ইসলামের পক্ষের প্রায় ২৮-৩০টি বাড়িতে অতর্কিতে হামলা চালায়। বাড়ি-ঘরে ব্যাপক ভাঙচুর চালায়। লুট করে টাকা-পয়সা, জমির দলিল, ধান-চালসহ ১৮টি গরু। তিনটি বাড়িতে দেওয়া হয় আগুন। বাড়ির পাশের মাঠে থাকা একটি সেচের শ্যালো মেশিনও নিয়ে যায় হামলাকারীরা। বাড়িতে থাকা লোকজনকে বেধড়ক পেটানো হয়। আহতদের মধ্যে সবুরা বেগম, আবুল হোসেন, আমীর হোসেন, রুপচাঁদ, কদভানু, নুর হোসেন, সোমেদ আলী, মোন্নাফ মেম্বারের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত আমীর হোসেন বলেন, ‘বাইতে মানুষ কম আছিল। খাওন শ্যাষ কইরা ঘুমাইতে গেছিলাম। সেই সুম হেরা হামলা কইরা আমগোরে সব শ্যাষ কইরা দিছে।’
এ বিষয়ে কথা বলার জন্য অভিযুক্ত আমজাদ মেম্বার ও রিয়াজুল ইসলামের পক্ষের লোকজনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।
নারায়নপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। বিষয়টি নিয়ে ইউএনও ও উপজেলা পরিষদের চেয়ারম্যানের সঙ্গে কথা বলব।’
কচাকাটা থানার ওসি জাহেদুল ইসলাম বলেন, ‘এ বিষয়ে কেউ অভিযোগ না করলেও ঘটনা শোনার পরই সেখানে পুলিশ পাঠানো হয়। কিন্তু এলাকাটি নদী বিচ্ছিন্ন হওয়ায় নৌকার অভাবে পুলিশ সেখানে পৌঁছাতে পারেনি। আজ সকালে (সোমবার) পুলিশ সেখানে গেছে। তাঁরা ফিরে এলে বিস্তারিত জেনে ব্যবস্থা নেওয়া হবে।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে