ইজাজুল হক, ঢাকা
ইসলামে ইখলাস ও নিষ্ঠার গুরুত্ব অপরিসীম। কোনো ইবাদত শুধু আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে সম্পাদন করাই ইখলাস। ইখলাসের বিপরীত হলো রিয়া। রিয়ার অর্থ লৌকিকতা। একে হাদিসে ছোট শিরক বলা হয়েছে। রিয়ার পরিণাম অত্যন্ত ভয়াবহ। কোরবানি একটি গুরুত্বপূর্ণ ইবাদত। সুতরাং কোরবানির ক্ষেত্রেও লৌকিকতার মানসিকতা পরিত্যাজ্য।
ইবাদত একমাত্র আল্লাহর জন্যই করতে হয়। লক্ষ্যহীন ইবাদত কিংবা লোকদেখানোর জন্য ইবাদত করলে সেই ইবাদতে কোনো সওয়াব নেই। বরং তা গুনাহের কারণ। মহানবী (সা.) বলেন, ‘আমি তোমাদের ব্যাপারে ছোট শিরক থেকে খুব ভয় করি।’ সাহাবিরা বলেন, ‘হে আল্লাহর রাসুল, ছোট শিরক কী?’ তিনি বলেন, ‘তা হলো রিয়া বা লোকদেখানো ইবাদত। যেদিন আল্লাহ তাআলা বান্দাদের আমলের প্রতিদান দেবেন, সেদিন লৌকিকতাকারীদের বলবেন—দুনিয়াতে যাদের দেখাতে আমল করেছ, তাদের কাছে যাও। দেখো তাদের থেকে কোনো প্রতিদান পাও কি না।’ (মুসনাদে আহমদ)
কেয়ামতের দিন ইখলাসহীন লৌকিকতাপ্রিয় কোরবানিদাতার অবস্থা হবে ভয়াবহ। তাকে শাস্তির মুখোমুখি হতে হবে। মহানবী (সা.) বলেন, ‘লোকের মধ্যে কেয়ামতের দিন প্রথম (দিকে) যাদের বিচার করা হবে তারা হবে তিন শ্রেণির লোক। প্রথমত, সে ব্যক্তি যে শহীদ হয়েছে। তাকে আনা হবে। আল্লাহ তাআলা তাকে তার নেয়ামতসমূহ স্মরণ করাবেন। সে তা স্বীকার করবে। এরপর আল্লাহ তাকে বলবেন, এসব নেয়ামত ভোগ করে তুমি কী আমল করেছ? সে বলবে, আমি আপনার সন্তুষ্টির জন্য যুদ্ধ করে শহীদ হয়েছি। আল্লাহ বলবেন, তুমি মিথ্যা বলছ; বরং তুমি যুদ্ধ করেছিলে এই জন্য—যেন বলা হয় অমুক ব্যক্তি বাহাদুর। তা বলা হয়েছে। তার সম্পর্কে আদেশ করা হবে, তাকে অধোমুখ করে হেঁচড়িয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে...।’ (নাসায়ি) একই আচরণ করা হবে ইখলাসবিহীন অন্য আমলকারীর সঙ্গে।
তবে লৌকিকতার মানসিকতা থাকলে ইবাদত ত্যাগ করা যাবে না। বরং রিয়া ত্যাগ করে একনিষ্ঠ হয়ে আল্লাহর ইবাদত করার সর্বাত্মক চেষ্টা করতে হবে।
ইসলামে ইখলাস ও নিষ্ঠার গুরুত্ব অপরিসীম। কোনো ইবাদত শুধু আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে সম্পাদন করাই ইখলাস। ইখলাসের বিপরীত হলো রিয়া। রিয়ার অর্থ লৌকিকতা। একে হাদিসে ছোট শিরক বলা হয়েছে। রিয়ার পরিণাম অত্যন্ত ভয়াবহ। কোরবানি একটি গুরুত্বপূর্ণ ইবাদত। সুতরাং কোরবানির ক্ষেত্রেও লৌকিকতার মানসিকতা পরিত্যাজ্য।
ইবাদত একমাত্র আল্লাহর জন্যই করতে হয়। লক্ষ্যহীন ইবাদত কিংবা লোকদেখানোর জন্য ইবাদত করলে সেই ইবাদতে কোনো সওয়াব নেই। বরং তা গুনাহের কারণ। মহানবী (সা.) বলেন, ‘আমি তোমাদের ব্যাপারে ছোট শিরক থেকে খুব ভয় করি।’ সাহাবিরা বলেন, ‘হে আল্লাহর রাসুল, ছোট শিরক কী?’ তিনি বলেন, ‘তা হলো রিয়া বা লোকদেখানো ইবাদত। যেদিন আল্লাহ তাআলা বান্দাদের আমলের প্রতিদান দেবেন, সেদিন লৌকিকতাকারীদের বলবেন—দুনিয়াতে যাদের দেখাতে আমল করেছ, তাদের কাছে যাও। দেখো তাদের থেকে কোনো প্রতিদান পাও কি না।’ (মুসনাদে আহমদ)
কেয়ামতের দিন ইখলাসহীন লৌকিকতাপ্রিয় কোরবানিদাতার অবস্থা হবে ভয়াবহ। তাকে শাস্তির মুখোমুখি হতে হবে। মহানবী (সা.) বলেন, ‘লোকের মধ্যে কেয়ামতের দিন প্রথম (দিকে) যাদের বিচার করা হবে তারা হবে তিন শ্রেণির লোক। প্রথমত, সে ব্যক্তি যে শহীদ হয়েছে। তাকে আনা হবে। আল্লাহ তাআলা তাকে তার নেয়ামতসমূহ স্মরণ করাবেন। সে তা স্বীকার করবে। এরপর আল্লাহ তাকে বলবেন, এসব নেয়ামত ভোগ করে তুমি কী আমল করেছ? সে বলবে, আমি আপনার সন্তুষ্টির জন্য যুদ্ধ করে শহীদ হয়েছি। আল্লাহ বলবেন, তুমি মিথ্যা বলছ; বরং তুমি যুদ্ধ করেছিলে এই জন্য—যেন বলা হয় অমুক ব্যক্তি বাহাদুর। তা বলা হয়েছে। তার সম্পর্কে আদেশ করা হবে, তাকে অধোমুখ করে হেঁচড়িয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে...।’ (নাসায়ি) একই আচরণ করা হবে ইখলাসবিহীন অন্য আমলকারীর সঙ্গে।
তবে লৌকিকতার মানসিকতা থাকলে ইবাদত ত্যাগ করা যাবে না। বরং রিয়া ত্যাগ করে একনিষ্ঠ হয়ে আল্লাহর ইবাদত করার সর্বাত্মক চেষ্টা করতে হবে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে