ভূঞাপুর প্রতিনিধি
উজান থেকে আসা ঢল ও ভারী বর্ষণে যমুনায় পানি বাড়ার সঙ্গে পাল্লা দিয়ে ভূঞাপুরে শুরু হয়েছে ভাঙন। নদীতে চলে যাচ্ছে ঘরবাড়ি ও ফসলি জমি। এতে নতুন করে গৃহহীন হচ্ছেন নদীপারের মানুষ। ভিটেমাটি ও ফসলি জমি হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে অনেক পরিবার। আশ্রয় হারানোর শঙ্কায় দিন কাটছে হাজারো মানুষের। এ ছাড়া চর ও নিম্নাঞ্চলে বন্যার পানি প্রবেশ করেছে।
গত দুই দিনে (সোমবার পর্যন্ত) যমুনা নদীর পানি ৩০ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ ছাড়া অন্য সব নদীর পানিও বাড়ছে। এভাবে পানি বৃদ্ধি অব্যাহত থাকলে জেলায় বড় ধরনের বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।
সরেজমিনে দেখা গেছে, উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের যমুনা তীরবর্তী ভালকুটিয়া ও চিতুলিয়াপাড়া এলাকায় প্রায় ৪০০ থেকে ৫০০ মিটারজুড়ে ভাঙন দেখা দিয়েছে। ইতিমধ্যে বেশ কিছু ঘরবাড়ি ও বসতভিটা নদীতে বিলীন হয়ে গেছে। হুমকিতে রয়েছে পাকা, আধা পাকা ঘরবাড়িসহ অসংখ্য স্থাপনা। গোবিন্দাসী ঘাট থেকে ভালকুটিয়ার কিছু অংশে জিওব্যাগ ফেলা হলেও চিতুলিয়াপাড়ার প্রায় ৫০০ মিটার এলাকায় ভাঙন রোধে এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এ ছাড়া যমুনার তীরবর্তী উপজেলার জিগাতলা গ্রামের বেশ কিছু অংশেও দেখা দিয়েছে তীব্র ভাঙন।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, যমুনার পূর্বপাড়ে ভাঙন দেখা দিয়েছে। গত কয়েক বছরের ভাঙনে বিলীন হয়েছে অসংখ্য ঘরবাড়ি, বসতভিটা ও ফসলি জমি। নিঃস্ব হয়ে মানবেতর জীবনযাপন করছে শত শত পরিবার। প্রতিবছর নদীভাঙনের শিকার হচ্ছেন উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের খানুরবাড়ি, কষ্টাপাড়া, ভালকুটিয়া ও চিতুলিয়াপাড়ার যমুনা তীরবর্তী লোকজন। চলতি বর্ষায় ভাঙন রোধে ভালকুটিয়া গ্রামে কিছু জিওব্যাগ ফেলা হলেও চিতুলিয়াপাড়া গ্রামে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি এখন পর্যন্ত। ভালকুটিয়া গ্রামের বাসিন্দাদের স্বেচ্ছাশ্রমে ৬০০ প্লাস্টিকের ব্যাগভর্তি মাটি ফেলা হয়েছে। কিন্তু তাতেও কোনো কাজ হচ্ছে না। বরং সেখানে আরও বড় ভাঙন দেখা দিয়েছে। অনেক বছর ধরে স্থায়ী বাঁধ নির্মাণের কথা বলা হলেও, তা বাস্তবায়ন করা হয়নি। ফলে প্রতিবছর ভাঙনের শিকার হতে হচ্ছে তাঁদের। এ অবস্থা থেকে উত্তরণে দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানান এলাকাবাসী।
চিতুলিয়াপাড়া গ্রামের কুলসুম বেগম বলেন, ‘আমার বাড়ি থেকে নদী অনেক দূরে ছিল। ভাঙতে ভাঙতে নদীর কিনারে এসে পড়েছি। যেকোনো সময় নদীতে বিলীন হয়ে যাবে আমার ঘরবাড়ি। এখন ঘরবাড়ি ভেঙে গেলে আমাদের যাওয়ার আর কোনো জায়গা থাকবে না। পরিবার-পরিজন নিয়ে নিঃস্ব হয়ে রাস্তায় দাঁড়াতে হবে। আমরা সরকারের কাছে খাবার চাই না। আমরা চাই, যমুনার পূর্বপাড়ে একটি স্থায়ী বাঁধ নির্মাণ করা হোক।’
এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সিরাজুল ইসলাম বলেন, ‘ইতিমধ্যে আমরা ভূঞাপুর উপজেলার যমুনা পূর্বপাড়ের ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেছি। কিছু জায়গায় জিও ব্যাগ ফেলা হয়েছে। পরিবেশ অনুকূলে এলে যমুনা পূর্বপাড়ে আড়াই কিলোমিটার এলাকাজুড়ে স্থায়ী বাঁধ নির্মাণ করা হবে।’
সিরাজুল ইসলাম আরও বলেন, এখন যমুনা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ ছাড়া অন্য সব নদীর পানিও বাড়ছে। এভাবে পানি বৃদ্ধি অব্যাহত থাকলে জেলায় বড় ধরনের বন্যার আশঙ্কা রয়েছে।
উজান থেকে আসা ঢল ও ভারী বর্ষণে যমুনায় পানি বাড়ার সঙ্গে পাল্লা দিয়ে ভূঞাপুরে শুরু হয়েছে ভাঙন। নদীতে চলে যাচ্ছে ঘরবাড়ি ও ফসলি জমি। এতে নতুন করে গৃহহীন হচ্ছেন নদীপারের মানুষ। ভিটেমাটি ও ফসলি জমি হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে অনেক পরিবার। আশ্রয় হারানোর শঙ্কায় দিন কাটছে হাজারো মানুষের। এ ছাড়া চর ও নিম্নাঞ্চলে বন্যার পানি প্রবেশ করেছে।
গত দুই দিনে (সোমবার পর্যন্ত) যমুনা নদীর পানি ৩০ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ ছাড়া অন্য সব নদীর পানিও বাড়ছে। এভাবে পানি বৃদ্ধি অব্যাহত থাকলে জেলায় বড় ধরনের বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।
সরেজমিনে দেখা গেছে, উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের যমুনা তীরবর্তী ভালকুটিয়া ও চিতুলিয়াপাড়া এলাকায় প্রায় ৪০০ থেকে ৫০০ মিটারজুড়ে ভাঙন দেখা দিয়েছে। ইতিমধ্যে বেশ কিছু ঘরবাড়ি ও বসতভিটা নদীতে বিলীন হয়ে গেছে। হুমকিতে রয়েছে পাকা, আধা পাকা ঘরবাড়িসহ অসংখ্য স্থাপনা। গোবিন্দাসী ঘাট থেকে ভালকুটিয়ার কিছু অংশে জিওব্যাগ ফেলা হলেও চিতুলিয়াপাড়ার প্রায় ৫০০ মিটার এলাকায় ভাঙন রোধে এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এ ছাড়া যমুনার তীরবর্তী উপজেলার জিগাতলা গ্রামের বেশ কিছু অংশেও দেখা দিয়েছে তীব্র ভাঙন।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, যমুনার পূর্বপাড়ে ভাঙন দেখা দিয়েছে। গত কয়েক বছরের ভাঙনে বিলীন হয়েছে অসংখ্য ঘরবাড়ি, বসতভিটা ও ফসলি জমি। নিঃস্ব হয়ে মানবেতর জীবনযাপন করছে শত শত পরিবার। প্রতিবছর নদীভাঙনের শিকার হচ্ছেন উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের খানুরবাড়ি, কষ্টাপাড়া, ভালকুটিয়া ও চিতুলিয়াপাড়ার যমুনা তীরবর্তী লোকজন। চলতি বর্ষায় ভাঙন রোধে ভালকুটিয়া গ্রামে কিছু জিওব্যাগ ফেলা হলেও চিতুলিয়াপাড়া গ্রামে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি এখন পর্যন্ত। ভালকুটিয়া গ্রামের বাসিন্দাদের স্বেচ্ছাশ্রমে ৬০০ প্লাস্টিকের ব্যাগভর্তি মাটি ফেলা হয়েছে। কিন্তু তাতেও কোনো কাজ হচ্ছে না। বরং সেখানে আরও বড় ভাঙন দেখা দিয়েছে। অনেক বছর ধরে স্থায়ী বাঁধ নির্মাণের কথা বলা হলেও, তা বাস্তবায়ন করা হয়নি। ফলে প্রতিবছর ভাঙনের শিকার হতে হচ্ছে তাঁদের। এ অবস্থা থেকে উত্তরণে দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানান এলাকাবাসী।
চিতুলিয়াপাড়া গ্রামের কুলসুম বেগম বলেন, ‘আমার বাড়ি থেকে নদী অনেক দূরে ছিল। ভাঙতে ভাঙতে নদীর কিনারে এসে পড়েছি। যেকোনো সময় নদীতে বিলীন হয়ে যাবে আমার ঘরবাড়ি। এখন ঘরবাড়ি ভেঙে গেলে আমাদের যাওয়ার আর কোনো জায়গা থাকবে না। পরিবার-পরিজন নিয়ে নিঃস্ব হয়ে রাস্তায় দাঁড়াতে হবে। আমরা সরকারের কাছে খাবার চাই না। আমরা চাই, যমুনার পূর্বপাড়ে একটি স্থায়ী বাঁধ নির্মাণ করা হোক।’
এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সিরাজুল ইসলাম বলেন, ‘ইতিমধ্যে আমরা ভূঞাপুর উপজেলার যমুনা পূর্বপাড়ের ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেছি। কিছু জায়গায় জিও ব্যাগ ফেলা হয়েছে। পরিবেশ অনুকূলে এলে যমুনা পূর্বপাড়ে আড়াই কিলোমিটার এলাকাজুড়ে স্থায়ী বাঁধ নির্মাণ করা হবে।’
সিরাজুল ইসলাম আরও বলেন, এখন যমুনা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ ছাড়া অন্য সব নদীর পানিও বাড়ছে। এভাবে পানি বৃদ্ধি অব্যাহত থাকলে জেলায় বড় ধরনের বন্যার আশঙ্কা রয়েছে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে