সোনারগাঁ প্রতিনিধি
বকেয়া বেতন ভাতার দাবিতে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর শিল্পাঞ্চলে ওপেক্স অ্যান্ড সিনহা গ্রুপের শ্রমিকেরা আড়াই ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এতে দুই মহাসড়কের প্রায় ২০ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। গতকাল বুধবার সন্ধ্যায় মহাসড়ক অবরোধ করে এ বিক্ষোভ করেন শ্রমিকেরা।
এ সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পুলিশের একজন সদস্য মারাত্মকভাবে আহত ও ১২ জন শ্রমিক আহত হয়েছেন।
পুলিশ ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, ওপেক্স অ্যান্ড সিনহা গ্রুপের শ্রমিকেরা গত তিন মাস ধরে বেতন ভাতা পাচ্ছেন না। তিন মাসের বেতন ভাতা বুধবার দুপুরে পরিশোধ করার প্রতিশ্রুতি দিয়েছিল কারখানা কর্তৃপক্ষ। কারখানা কর্তৃপক্ষ প্রতিশ্রুতি মতো বেতন ভাতা পরিশোধ না করার কারণে বুধবার বিকেল সাড়ে ৪টায় কারখানার শ্রমিকেরা কারখানার সামনে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কের ওপর টায়ার আগুন ধরিয়ে দুটি মহাসড়ক অবরোধ করে রাখেন। এতে কাঁচপুর সেতুর দুপাশে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে ২০ কিলোমিটার এলাকাজুড়ে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।
শ্রমিকদের অবরোধ চলাকালীন জেলা পুলিশ ও শিল্প পুলিশের পক্ষ থেকে শ্রমিকদের সঙ্গে কথা বলে অবরোধ তুলে নেওয়ার জন্য পুলিশ সমঝোতা করার চেষ্টা করে। সন্ধ্যা সাড়ে ৬টায় পুলিশকে লক্ষ্য করে বিক্ষুব্ধ শ্রমিকেরা ইটপাটকেল নিক্ষেপ করে ৫০ থেকে ৬০টি যানবাহন ভাঙচুর করেন। পরে পুলিশ পাল্টা ফাঁকা গুলি ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। আধঘণ্টা পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টাধাওয়ার পর সন্ধ্যা ৭টায় শ্রমিকেরা মহাসড়ক ছেড়ে চলে যান। পরে যান চলাচল স্বাভাবিক হয়। শ্রমিকদের ইট পাটকেলের আঘাতে শিল্প পুলিশের কনস্টেবল সজীব মিয়া মারাত্মকভাবে আহত হন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওপেক্স অ্যান্ড সিনহা গ্রুপের শ্রমিকেরা জানান, তাঁদের তিন মাসের বেতন বকেয়া রয়েছে। বেতন দেওয়ার কথা বললেই মালিকপক্ষ টালবাহানা শুরু করেন। এ ছাড়া শ্রমিকদের অবসর সার্ভিসের টাকা, মাতৃত্বকালীন ছুটি, বাৎসরিক ছুটির টাকা, মৃত্যুজনিত এককালীন বিমার টাকা পরিশোধ করা হচ্ছে না। এসব বিষয় নিয়ে শ্রমিকেরা মালিকপক্ষের লোকজনের সঙ্গে কথা বলতে গেলে তাঁরা ভয়ভীতি দেখাচ্ছেন বলেও অভিযোগ করেন তাঁরা।
ওপেক্স অ্যান্ড সিনহা গ্রুপের শ্রমিক আব্দুর রহমান, আলেয়া বেগম ও সুমি আক্তার দাবি করেন, পুলিশের হামলায় আলী হোসেন, নুরু মিয়া, শ্যামলী আক্তার, নাজমা বেগম ও আলমগীর হোসেনসহ ১৫ জন আহত হয়েছে। আহতদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, ‘বকেয়া বেতনের দাবিতে শ্রমিকেরা দুটি মহাসড়ক আড়াই ঘণ্টা অবরোধ করে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দিতে ৫৩ রাউন্ড ফাঁকা গুলি এবং টিয়ারশেল নিক্ষেপ করা হয়। বিক্ষুব্ধ শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছোড়ে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।’
বকেয়া বেতন ভাতার দাবিতে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর শিল্পাঞ্চলে ওপেক্স অ্যান্ড সিনহা গ্রুপের শ্রমিকেরা আড়াই ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এতে দুই মহাসড়কের প্রায় ২০ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। গতকাল বুধবার সন্ধ্যায় মহাসড়ক অবরোধ করে এ বিক্ষোভ করেন শ্রমিকেরা।
এ সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পুলিশের একজন সদস্য মারাত্মকভাবে আহত ও ১২ জন শ্রমিক আহত হয়েছেন।
পুলিশ ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, ওপেক্স অ্যান্ড সিনহা গ্রুপের শ্রমিকেরা গত তিন মাস ধরে বেতন ভাতা পাচ্ছেন না। তিন মাসের বেতন ভাতা বুধবার দুপুরে পরিশোধ করার প্রতিশ্রুতি দিয়েছিল কারখানা কর্তৃপক্ষ। কারখানা কর্তৃপক্ষ প্রতিশ্রুতি মতো বেতন ভাতা পরিশোধ না করার কারণে বুধবার বিকেল সাড়ে ৪টায় কারখানার শ্রমিকেরা কারখানার সামনে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কের ওপর টায়ার আগুন ধরিয়ে দুটি মহাসড়ক অবরোধ করে রাখেন। এতে কাঁচপুর সেতুর দুপাশে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে ২০ কিলোমিটার এলাকাজুড়ে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।
শ্রমিকদের অবরোধ চলাকালীন জেলা পুলিশ ও শিল্প পুলিশের পক্ষ থেকে শ্রমিকদের সঙ্গে কথা বলে অবরোধ তুলে নেওয়ার জন্য পুলিশ সমঝোতা করার চেষ্টা করে। সন্ধ্যা সাড়ে ৬টায় পুলিশকে লক্ষ্য করে বিক্ষুব্ধ শ্রমিকেরা ইটপাটকেল নিক্ষেপ করে ৫০ থেকে ৬০টি যানবাহন ভাঙচুর করেন। পরে পুলিশ পাল্টা ফাঁকা গুলি ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। আধঘণ্টা পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টাধাওয়ার পর সন্ধ্যা ৭টায় শ্রমিকেরা মহাসড়ক ছেড়ে চলে যান। পরে যান চলাচল স্বাভাবিক হয়। শ্রমিকদের ইট পাটকেলের আঘাতে শিল্প পুলিশের কনস্টেবল সজীব মিয়া মারাত্মকভাবে আহত হন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওপেক্স অ্যান্ড সিনহা গ্রুপের শ্রমিকেরা জানান, তাঁদের তিন মাসের বেতন বকেয়া রয়েছে। বেতন দেওয়ার কথা বললেই মালিকপক্ষ টালবাহানা শুরু করেন। এ ছাড়া শ্রমিকদের অবসর সার্ভিসের টাকা, মাতৃত্বকালীন ছুটি, বাৎসরিক ছুটির টাকা, মৃত্যুজনিত এককালীন বিমার টাকা পরিশোধ করা হচ্ছে না। এসব বিষয় নিয়ে শ্রমিকেরা মালিকপক্ষের লোকজনের সঙ্গে কথা বলতে গেলে তাঁরা ভয়ভীতি দেখাচ্ছেন বলেও অভিযোগ করেন তাঁরা।
ওপেক্স অ্যান্ড সিনহা গ্রুপের শ্রমিক আব্দুর রহমান, আলেয়া বেগম ও সুমি আক্তার দাবি করেন, পুলিশের হামলায় আলী হোসেন, নুরু মিয়া, শ্যামলী আক্তার, নাজমা বেগম ও আলমগীর হোসেনসহ ১৫ জন আহত হয়েছে। আহতদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, ‘বকেয়া বেতনের দাবিতে শ্রমিকেরা দুটি মহাসড়ক আড়াই ঘণ্টা অবরোধ করে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দিতে ৫৩ রাউন্ড ফাঁকা গুলি এবং টিয়ারশেল নিক্ষেপ করা হয়। বিক্ষুব্ধ শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছোড়ে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে