রিমন রহমান, রাজশাহী
নৌকায় সিল মারতে বাধ্য করা হয় মোহনপুরের রায়ঘাটি ইউনিয়ন পরিষদ নির্বাচনের একটি কেন্দ্রে। এই কেন্দ্রে নৌকা প্রতীকে বাবলু পেয়েছেন ৭৯৯ ভোট। আর চশমা প্রতীকে সুরঞ্জিত পেয়েছেন মাত্র ১৬৩ ভোট।
৯টি কেন্দ্রের মধ্যে ৬টিতেই স্বতন্ত্র প্রার্থী সুরঞ্জিত সরকারের কাছে হেরেছেন বাবলু হোসেন।রিমন রহমান, রাজশাহীরাজশাহীর মোহনপুর উপজেলার রায়ঘাটি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে একটি কেন্দ্রে ভোটারদের প্রকাশ্যেই নৌকায় সিল মারতে বাধ্য করা হচ্ছিল। অন্য চেয়ারম্যান প্রার্থীর কোনো এজেন্ট না থাকায় নৌকার এজেন্টরা ভোটারদের তাঁদের সামনেই নৌকায় সিল মারতে বাধ্য করছিলেন।
এই এক কেন্দ্রের ভোটেই জিতে গেছে নৌকা। চেয়ারম্যান হয়েছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী বাবলু হোসেন। দলীয় কোনো পদ-পদবি না থাকলেও সদ্য পড়াশোনা শেষ করা বাবলু আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে এবার প্রথম নির্বাচনে অংশ নেন। তাঁর বাবা খলিলুর রহমান বর্তমানে রায়ঘাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
২০১৬ সালে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে খলিলুর রহমান দলীয় মনোনয়ন না পেলেও ‘বিদ্রোহী’ প্রার্থী হয়ে ভোটে অংশ নেন। খলিলুরের কাছে পরাজিত হন নৌকার প্রার্থী সুরঞ্জিত সরকার। এবার সুরঞ্জিতকে মনোনয়ন না দিয়ে বাবলুর ছেলেকে দেওয়া হয়। মনোনয়ন না পেয়ে সুরঞ্জিত স্বতন্ত্র প্রার্থী হন। ভোটের আগে তিনি সংবাদ সম্মেলন করে অভিযোগ করেছিলেন, তাঁকে প্রচারে বাধা দেওয়া হচ্ছে। কেউ যেন তাঁর এজেন্ট না হন, এ জন্য ভয়ভীতি দেখানো হচ্ছে। ভোট সুষ্ঠু হবে না বলেও তাঁর অভিযোগ ছিল।
ভোটের দিন গত রোববার বেলা সাড়ে ১১টায় রায়ঘাটির পারিলাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, দুই স্বতন্ত্র প্রার্থীর কোনো এজেন্ট নেই। নৌকার এজেন্টরা ভোটারদের তাঁদের সামনেই নৌকায় সিল দিতে বাধ্য করছিলেন। সাংবাদিকেরা যাওয়ার পর প্রকাশ্যে সিল মারা বন্ধ হলেও ব্যালট বাক্সে ঢোকানোর সময় এজেন্টদের দেখিয়ে নিশ্চিত করতে হচ্ছিল যে ভোটারেরা নৌকায় ভোট দিয়েছেন।
গণনা শেষে নির্বাচনের ফলাফলে দেখা যায়, ৯টি কেন্দ্রের মধ্যে ৬টিতেই স্বতন্ত্র প্রার্থী সুরঞ্জিত সরকারের কাছে হেরেছেন নৌকার প্রার্থী বাবলু হোসেন। ৯টি কেন্দ্রে বাবলু পেয়েছেন ৩ হাজার ৮০৫ ভোট। আর সুরঞ্জিত পেয়েছেন ৩ হাজার ২৮৬ ভোট। ফলে ৫১৯ ভোটে বাবলুই জিতেছেন। এর মধ্যে পারিলাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রেই সুরঞ্জিতের চেয়ে ৬৩৬ ভোট বেশি পেয়েছেন বাবলু।
এ কেন্দ্রে নৌকা প্রতীকে বাবলু পেয়েছেন ৭৯৯ ভোট। আর চশমা প্রতীকে সুরঞ্জিত পেয়েছেন মাত্র ১৬৩ ভোট। এই কেন্দ্রে অন্য দুই স্বতন্ত্র প্রার্থীর মধ্যে আনারস প্রতীকের আরাছ আলী সরদার মাত্র ১টি এবং ঘোড়া প্রতীকের রোস্তম আলী পেয়েছেন ৫৭ ভোট।ভোটের এই ফলাফল প্রত্যাখ্যান করেছেন স্বতন্ত্র প্রার্থী সুরঞ্জিত সরকার। তিনি বলেন, ‘প্রাণের ভয়ে আমার এজেন্টরা কেন্দ্রে যেতে পারেননি। নৌকার এজেন্টরা যা খুশি তাই করেছেন। ভোট সুষ্ঠু হয়নি। আমাকে জোর করে হারানো হয়েছে।’ তবে ভোট শান্তিপূর্ণ হয়েছে বলে দাবি করেছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা জয়নুল আবেদীন।
নৌকায় সিল মারতে বাধ্য করা হয় মোহনপুরের রায়ঘাটি ইউনিয়ন পরিষদ নির্বাচনের একটি কেন্দ্রে। এই কেন্দ্রে নৌকা প্রতীকে বাবলু পেয়েছেন ৭৯৯ ভোট। আর চশমা প্রতীকে সুরঞ্জিত পেয়েছেন মাত্র ১৬৩ ভোট।
৯টি কেন্দ্রের মধ্যে ৬টিতেই স্বতন্ত্র প্রার্থী সুরঞ্জিত সরকারের কাছে হেরেছেন বাবলু হোসেন।রিমন রহমান, রাজশাহীরাজশাহীর মোহনপুর উপজেলার রায়ঘাটি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে একটি কেন্দ্রে ভোটারদের প্রকাশ্যেই নৌকায় সিল মারতে বাধ্য করা হচ্ছিল। অন্য চেয়ারম্যান প্রার্থীর কোনো এজেন্ট না থাকায় নৌকার এজেন্টরা ভোটারদের তাঁদের সামনেই নৌকায় সিল মারতে বাধ্য করছিলেন।
এই এক কেন্দ্রের ভোটেই জিতে গেছে নৌকা। চেয়ারম্যান হয়েছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী বাবলু হোসেন। দলীয় কোনো পদ-পদবি না থাকলেও সদ্য পড়াশোনা শেষ করা বাবলু আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে এবার প্রথম নির্বাচনে অংশ নেন। তাঁর বাবা খলিলুর রহমান বর্তমানে রায়ঘাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
২০১৬ সালে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে খলিলুর রহমান দলীয় মনোনয়ন না পেলেও ‘বিদ্রোহী’ প্রার্থী হয়ে ভোটে অংশ নেন। খলিলুরের কাছে পরাজিত হন নৌকার প্রার্থী সুরঞ্জিত সরকার। এবার সুরঞ্জিতকে মনোনয়ন না দিয়ে বাবলুর ছেলেকে দেওয়া হয়। মনোনয়ন না পেয়ে সুরঞ্জিত স্বতন্ত্র প্রার্থী হন। ভোটের আগে তিনি সংবাদ সম্মেলন করে অভিযোগ করেছিলেন, তাঁকে প্রচারে বাধা দেওয়া হচ্ছে। কেউ যেন তাঁর এজেন্ট না হন, এ জন্য ভয়ভীতি দেখানো হচ্ছে। ভোট সুষ্ঠু হবে না বলেও তাঁর অভিযোগ ছিল।
ভোটের দিন গত রোববার বেলা সাড়ে ১১টায় রায়ঘাটির পারিলাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, দুই স্বতন্ত্র প্রার্থীর কোনো এজেন্ট নেই। নৌকার এজেন্টরা ভোটারদের তাঁদের সামনেই নৌকায় সিল দিতে বাধ্য করছিলেন। সাংবাদিকেরা যাওয়ার পর প্রকাশ্যে সিল মারা বন্ধ হলেও ব্যালট বাক্সে ঢোকানোর সময় এজেন্টদের দেখিয়ে নিশ্চিত করতে হচ্ছিল যে ভোটারেরা নৌকায় ভোট দিয়েছেন।
গণনা শেষে নির্বাচনের ফলাফলে দেখা যায়, ৯টি কেন্দ্রের মধ্যে ৬টিতেই স্বতন্ত্র প্রার্থী সুরঞ্জিত সরকারের কাছে হেরেছেন নৌকার প্রার্থী বাবলু হোসেন। ৯টি কেন্দ্রে বাবলু পেয়েছেন ৩ হাজার ৮০৫ ভোট। আর সুরঞ্জিত পেয়েছেন ৩ হাজার ২৮৬ ভোট। ফলে ৫১৯ ভোটে বাবলুই জিতেছেন। এর মধ্যে পারিলাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রেই সুরঞ্জিতের চেয়ে ৬৩৬ ভোট বেশি পেয়েছেন বাবলু।
এ কেন্দ্রে নৌকা প্রতীকে বাবলু পেয়েছেন ৭৯৯ ভোট। আর চশমা প্রতীকে সুরঞ্জিত পেয়েছেন মাত্র ১৬৩ ভোট। এই কেন্দ্রে অন্য দুই স্বতন্ত্র প্রার্থীর মধ্যে আনারস প্রতীকের আরাছ আলী সরদার মাত্র ১টি এবং ঘোড়া প্রতীকের রোস্তম আলী পেয়েছেন ৫৭ ভোট।ভোটের এই ফলাফল প্রত্যাখ্যান করেছেন স্বতন্ত্র প্রার্থী সুরঞ্জিত সরকার। তিনি বলেন, ‘প্রাণের ভয়ে আমার এজেন্টরা কেন্দ্রে যেতে পারেননি। নৌকার এজেন্টরা যা খুশি তাই করেছেন। ভোট সুষ্ঠু হয়নি। আমাকে জোর করে হারানো হয়েছে।’ তবে ভোট শান্তিপূর্ণ হয়েছে বলে দাবি করেছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা জয়নুল আবেদীন।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২ ঘণ্টা আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২ ঘণ্টা আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
২ ঘণ্টা আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ ঘণ্টা আগে