বিনোদন প্রতিবেদক, ঢাকা
‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’ স্লোগান নিয়ে আগামীকাল শনিবার থেকে শুরু হচ্ছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের দ্বাবিংশতম আসর। বিকেল ৪টায় জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে অনুষ্ঠিত হবে উদ্বোধনী অনুষ্ঠান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। বিশেষ অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং প্রখ্যাত অভিনেত্রী শর্মিলা ঠাকুর।
সভাপতিত্ব করবেন সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। গতকাল ঢাকা ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আয়োজকেরা।
এবারের উৎসবের উদ্বোধনী চলচ্চিত্র নির্বাচিত হয়েছে বাংলাদেশ-ইরানের যৌথ প্রযোজিত ‘ফেরেশতে’। পরিচালনা করেছেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম। অভিনয়ে জয়া আহসান, রিকিতা নন্দিনী শিমু, সুমন ফারুক প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানের পর জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে দেখানো হবে সিনেমাটি। ফেরেশতের প্রদর্শনীর পর দেখানো হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘মুজিব: একটি জাতির রূপকার’। বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় সিনেমাটি বানিয়েছেন ভারতের শ্যাম বেনেগাল। অভিনয়ে আরিফিন শুভ, নুসরাত ইমরোজ তিশা প্রমুখ।
এবারের উৎসবে এশিয়ান প্রতিযোগিতা বিভাগ, রেট্রোস্পেকটিভ বিভাগ, ট্রিবিউট, বাংলাদেশ প্যানারোমা, ওয়াইড অ্যাঙ্গেল, সিনেমা অব দ্য ওয়ার্ল্ড, চিলড্রেনস ফিল্ম, স্পিরিচুয়াল ফিল্মস, শর্ট অ্যান্ড ইন্ডিপেনডেন্ট ফিল্ম এবং উইমেন্স ফিল্ম সেকশনে বাংলাদেশসহ ৭৪টি দেশের ২৫২টি চলচ্চিত্র দেখানো হবে।
২৫২টি চলচ্চিত্রের মধ্যে পূর্ণদৈর্ঘ্য ১২৯টি, স্বাধীন ও স্বল্পদৈর্ঘ্য ১২৩টি। বাংলাদেশের ৭১টি সিনেমা থাকছে উৎসবে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা ও নৃত্যশালা মিলনায়তন, বাংলাদেশ জাতীয় জাদুঘরের মূল ও সুফিয়া কামাল মিলনায়তন, আলিয়ঁস ফ্রঁসেজ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাডেমি মিলনায়তনে হবে প্রদর্শনী। সব প্রদর্শনী বিনা মূল্যে উপভোগ করতে পারবেন দর্শক।
দ্বাবিংশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মাস্টারক্লাসে থাকবেন ইরানি নির্মাতা ও প্রযোজক মাজিদ মাজিদি, ভারতীয় সংগীতশিল্পী অঞ্জন দত্ত ও চীনের সাংহাই ফিল্ম অ্যাসোসিয়েশনের ডেপুটি চেয়ার শি চুয়ান। ২৭ জানুয়ারি বাংলাদেশ জাতীয় জাদুঘরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব মিলনায়তনে মাস্টারক্লাসটি সঞ্চালনা করবেন বাংলাদেশের চলচ্চিত্র সমালোচক বিধান রিবেরু।
২১ ও ২২ জানুয়ারি ঢাকা ক্লাবের স্যামসন লাউঞ্জে চলচ্চিত্রে নারীর ভূমিকাবিষয়ক ‘দশম ঢাকা আন্তর্জাতিক উইমেন ফিল্মমেকারস কনফারেন্স’ অনুষ্ঠিত হবে। প্রথম দিন সকাল সাড়ে ৯টায় মঙ্গলপ্রদীপ প্রজ্বালন করে কনফারেন্সের উদ্বোধন করবেন প্রখ্যাত অভিনেত্রী শর্মিলা ঠাকুর। সভাপতিত্ব করবেন উৎসবের চেয়ারপারসন কিশওয়ার কামাল। প্রধান অতিথি থাকবেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি।
৯ দিনব্যাপী এই উৎসবের পর্দা নামবে ২৮ জানুয়ারি। সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। বিশেষ অতিথি থাকবেন সিনিয়র তথ্যসচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার, ইরানি পরিচালক মাজিদ মাজিদি ও শর্মিলা ঠাকুর।
‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’ স্লোগান নিয়ে আগামীকাল শনিবার থেকে শুরু হচ্ছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের দ্বাবিংশতম আসর। বিকেল ৪টায় জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে অনুষ্ঠিত হবে উদ্বোধনী অনুষ্ঠান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। বিশেষ অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং প্রখ্যাত অভিনেত্রী শর্মিলা ঠাকুর।
সভাপতিত্ব করবেন সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। গতকাল ঢাকা ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আয়োজকেরা।
এবারের উৎসবের উদ্বোধনী চলচ্চিত্র নির্বাচিত হয়েছে বাংলাদেশ-ইরানের যৌথ প্রযোজিত ‘ফেরেশতে’। পরিচালনা করেছেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম। অভিনয়ে জয়া আহসান, রিকিতা নন্দিনী শিমু, সুমন ফারুক প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানের পর জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে দেখানো হবে সিনেমাটি। ফেরেশতের প্রদর্শনীর পর দেখানো হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘মুজিব: একটি জাতির রূপকার’। বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় সিনেমাটি বানিয়েছেন ভারতের শ্যাম বেনেগাল। অভিনয়ে আরিফিন শুভ, নুসরাত ইমরোজ তিশা প্রমুখ।
এবারের উৎসবে এশিয়ান প্রতিযোগিতা বিভাগ, রেট্রোস্পেকটিভ বিভাগ, ট্রিবিউট, বাংলাদেশ প্যানারোমা, ওয়াইড অ্যাঙ্গেল, সিনেমা অব দ্য ওয়ার্ল্ড, চিলড্রেনস ফিল্ম, স্পিরিচুয়াল ফিল্মস, শর্ট অ্যান্ড ইন্ডিপেনডেন্ট ফিল্ম এবং উইমেন্স ফিল্ম সেকশনে বাংলাদেশসহ ৭৪টি দেশের ২৫২টি চলচ্চিত্র দেখানো হবে।
২৫২টি চলচ্চিত্রের মধ্যে পূর্ণদৈর্ঘ্য ১২৯টি, স্বাধীন ও স্বল্পদৈর্ঘ্য ১২৩টি। বাংলাদেশের ৭১টি সিনেমা থাকছে উৎসবে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা ও নৃত্যশালা মিলনায়তন, বাংলাদেশ জাতীয় জাদুঘরের মূল ও সুফিয়া কামাল মিলনায়তন, আলিয়ঁস ফ্রঁসেজ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাডেমি মিলনায়তনে হবে প্রদর্শনী। সব প্রদর্শনী বিনা মূল্যে উপভোগ করতে পারবেন দর্শক।
দ্বাবিংশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মাস্টারক্লাসে থাকবেন ইরানি নির্মাতা ও প্রযোজক মাজিদ মাজিদি, ভারতীয় সংগীতশিল্পী অঞ্জন দত্ত ও চীনের সাংহাই ফিল্ম অ্যাসোসিয়েশনের ডেপুটি চেয়ার শি চুয়ান। ২৭ জানুয়ারি বাংলাদেশ জাতীয় জাদুঘরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব মিলনায়তনে মাস্টারক্লাসটি সঞ্চালনা করবেন বাংলাদেশের চলচ্চিত্র সমালোচক বিধান রিবেরু।
২১ ও ২২ জানুয়ারি ঢাকা ক্লাবের স্যামসন লাউঞ্জে চলচ্চিত্রে নারীর ভূমিকাবিষয়ক ‘দশম ঢাকা আন্তর্জাতিক উইমেন ফিল্মমেকারস কনফারেন্স’ অনুষ্ঠিত হবে। প্রথম দিন সকাল সাড়ে ৯টায় মঙ্গলপ্রদীপ প্রজ্বালন করে কনফারেন্সের উদ্বোধন করবেন প্রখ্যাত অভিনেত্রী শর্মিলা ঠাকুর। সভাপতিত্ব করবেন উৎসবের চেয়ারপারসন কিশওয়ার কামাল। প্রধান অতিথি থাকবেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি।
৯ দিনব্যাপী এই উৎসবের পর্দা নামবে ২৮ জানুয়ারি। সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। বিশেষ অতিথি থাকবেন সিনিয়র তথ্যসচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার, ইরানি পরিচালক মাজিদ মাজিদি ও শর্মিলা ঠাকুর।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে