রাজশাহী প্রতিনিধি
এ এইচ এম খায়রুজ্জামান লিটন ২০০৮ সালে মেয়র হয়েছিলেন, তখন প্রথমবারের মতো জাতীয় পরিবেশ পদক পেয়েছিল রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)। ২০১২ সালের পর আবার ২০২১ সালের জন্য এই পদক পেয়েছে রাসিক। পরিবেশ রক্ষা এবং উন্নয়নে বিশেষ অবদান রেখে দেশসেরা হওয়ার জন্য দ্বিতীয়বারের মতো রাসিককে এ পদক দিল সরকার।
বিশ্ব পরিবেশ দিবস-২০২২ উপলক্ষে গতকাল রোববার বেলা ১১টায় ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে রাসিক মেয়র খায়রুজ্জামান লিটনের হাতে জাতীয় পরিবেশ পদক তুলে দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী মো. শাহাব উদ্দিন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দ্বিতীয়বারের মতো এই পদক পেয়ে রাসিক মেয়র খায়রুজ্জামান লিটন বলেছেন, ‘বিশ্ব পরিবেশ দিবসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের মধ্যে প্রাতিষ্ঠানিক পর্যায়ে রাজশাহী সিটি করপোরেশনকে জাতীয় পরিবেশ পদক-২০২১ দিয়েছেন। এই পদক আমাদের কাজে আরও উৎসাহ জোগাবে।’
উল্লেখ্য, ২০১৮ সালের ৫ অক্টোবর দ্বিতীয়বারের মতো দায়িত্ব গ্রহণের পর সবুজায়ন ও পরিবেশ উন্নয়নে বেশি গুরুত্ব দেন রাসিক মেয়র খায়রুজ্জামান লিটন। তাঁর নিরলস প্রচেষ্টায় স্বাস্থ্যকর, সবুজ ও পরিচ্ছন্ন শহর হিসেবে রাজশাহী মহানগরী দেশসেরা হয়েছে।
নগরীর প্রধান সড়ক বিভাজক, সড়কদ্বীপে এবং ফুটপাতে লাগানো হয়েছে সৌন্দর্যবর্ধক বিভিন্ন প্রজাতির গাছ। সবুজ হয়েছে প্রায় ৩০ কিলোমিটার রাস্তার সড়ক বিভাজন ও চত্বর। ২০২১-২২ মৌসুমে রাসিকের উদ্যোগে প্রায় ৪২ হাজার ৪০০টি গাছের চারা রোপণ করা হয়েছে। ৩ লক্ষাধিক হেজ জাতীয় গাছ রাস্তার আইল্যান্ড ও শহরের ফাঁকা জায়গায় লাগানো হয়েছে।
এ ছাড়া ২০২১-২২ শীত মৌসুমে প্রায় ১ লাখ ৬৪ হাজার ৮০০টি বিভিন্ন প্রজাতির শীতকালীন মৌসুমি ফুলের গাছ লাগানো হয়েছে নগরীর বিভিন্ন সড়কের আইল্যান্ড ও চত্বরে। মহানগরীর প্রায় ১ হাজার ৮০০টি গাছে নামফলক লাগানো হয়েছে। ২০১২ সালে প্রথম জাতীয় পরিবেশ পদক পাওয়ার আগে ২০০৯ সালেও বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার লাভ করে রাসিক।
এ ছাড়া বিপুল পরিমাণ বৃক্ষরোপণসহ বহুমুখী উদ্যোগের কারণে ২০১৬ সালে বাতাসে ক্ষতিকর ধূলিকণা কমাতে বিশ্বের সেরা শহর নির্বাচিত হয় রাজশাহী। দ্য গার্ডিয়ান প্রকাশ করে সেই প্রতিবেদন। পরিবেশবান্ধব শহর হিসেবে রাজশাহী অর্জন করেছে ‘এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি সিটি অব দ্য ইয়ার-২০২০’ সম্মাননাও। চ্যানেল আই প্রকৃতি মেলা দশম বর্ষে পদার্পণে প্রথমবারের মতো এ পদক দেওয়া হয় নির্মল বায়ুর শহর রাজশাহীকে।
এ এইচ এম খায়রুজ্জামান লিটন ২০০৮ সালে মেয়র হয়েছিলেন, তখন প্রথমবারের মতো জাতীয় পরিবেশ পদক পেয়েছিল রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)। ২০১২ সালের পর আবার ২০২১ সালের জন্য এই পদক পেয়েছে রাসিক। পরিবেশ রক্ষা এবং উন্নয়নে বিশেষ অবদান রেখে দেশসেরা হওয়ার জন্য দ্বিতীয়বারের মতো রাসিককে এ পদক দিল সরকার।
বিশ্ব পরিবেশ দিবস-২০২২ উপলক্ষে গতকাল রোববার বেলা ১১টায় ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে রাসিক মেয়র খায়রুজ্জামান লিটনের হাতে জাতীয় পরিবেশ পদক তুলে দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী মো. শাহাব উদ্দিন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দ্বিতীয়বারের মতো এই পদক পেয়ে রাসিক মেয়র খায়রুজ্জামান লিটন বলেছেন, ‘বিশ্ব পরিবেশ দিবসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের মধ্যে প্রাতিষ্ঠানিক পর্যায়ে রাজশাহী সিটি করপোরেশনকে জাতীয় পরিবেশ পদক-২০২১ দিয়েছেন। এই পদক আমাদের কাজে আরও উৎসাহ জোগাবে।’
উল্লেখ্য, ২০১৮ সালের ৫ অক্টোবর দ্বিতীয়বারের মতো দায়িত্ব গ্রহণের পর সবুজায়ন ও পরিবেশ উন্নয়নে বেশি গুরুত্ব দেন রাসিক মেয়র খায়রুজ্জামান লিটন। তাঁর নিরলস প্রচেষ্টায় স্বাস্থ্যকর, সবুজ ও পরিচ্ছন্ন শহর হিসেবে রাজশাহী মহানগরী দেশসেরা হয়েছে।
নগরীর প্রধান সড়ক বিভাজক, সড়কদ্বীপে এবং ফুটপাতে লাগানো হয়েছে সৌন্দর্যবর্ধক বিভিন্ন প্রজাতির গাছ। সবুজ হয়েছে প্রায় ৩০ কিলোমিটার রাস্তার সড়ক বিভাজন ও চত্বর। ২০২১-২২ মৌসুমে রাসিকের উদ্যোগে প্রায় ৪২ হাজার ৪০০টি গাছের চারা রোপণ করা হয়েছে। ৩ লক্ষাধিক হেজ জাতীয় গাছ রাস্তার আইল্যান্ড ও শহরের ফাঁকা জায়গায় লাগানো হয়েছে।
এ ছাড়া ২০২১-২২ শীত মৌসুমে প্রায় ১ লাখ ৬৪ হাজার ৮০০টি বিভিন্ন প্রজাতির শীতকালীন মৌসুমি ফুলের গাছ লাগানো হয়েছে নগরীর বিভিন্ন সড়কের আইল্যান্ড ও চত্বরে। মহানগরীর প্রায় ১ হাজার ৮০০টি গাছে নামফলক লাগানো হয়েছে। ২০১২ সালে প্রথম জাতীয় পরিবেশ পদক পাওয়ার আগে ২০০৯ সালেও বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার লাভ করে রাসিক।
এ ছাড়া বিপুল পরিমাণ বৃক্ষরোপণসহ বহুমুখী উদ্যোগের কারণে ২০১৬ সালে বাতাসে ক্ষতিকর ধূলিকণা কমাতে বিশ্বের সেরা শহর নির্বাচিত হয় রাজশাহী। দ্য গার্ডিয়ান প্রকাশ করে সেই প্রতিবেদন। পরিবেশবান্ধব শহর হিসেবে রাজশাহী অর্জন করেছে ‘এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি সিটি অব দ্য ইয়ার-২০২০’ সম্মাননাও। চ্যানেল আই প্রকৃতি মেলা দশম বর্ষে পদার্পণে প্রথমবারের মতো এ পদক দেওয়া হয় নির্মল বায়ুর শহর রাজশাহীকে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে