টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ২০ দিন পর পুরোদমে চালু হলো প্রসূতি বিভাগে অস্ত্রোপচার কার্যক্রম। হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা নিজেদের অর্থায়নে অটোক্লেভ ও ডায়াথার্মি মেশিন কিনে এ সেবা চালু করেছেন।
গত বৃহস্পতিবার নতুন অটোক্লেভ ও ডায়াথার্মি মেশিন ব্যবহার করে গুরুত্বপূর্ণ অস্ত্রোপচারও করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, রোগীদের দুর্ভোগের কথা বিবেচনা করে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এতে ভোগান্তি থেকে মুক্তি পেলেন এ বিভাগে জরুরি অস্ত্রোপচার করতে আসা রোগী ও তাঁদের স্বজনেরা।
হাসপাতালের প্রসূতি বিভাগ সূত্রে জানা গেছে, হাসপাতালের প্রসূতি বিভাগে অস্ত্রোপচারের সময় ব্যবহৃত যন্ত্রপাতি জীবাণুমুক্ত করার যন্ত্র ‘অটোক্লেভ’ মেশিন এবং রক্তক্ষরণ বন্ধ করার ‘ডায়াথার্মি’ মেশিন ছিল চারটি। এর মধ্যে তিনটি আগে থেকেই নষ্ট ছিল। গত ২৩ ডিসেম্বর সেটিও নষ্ট হয়ে যায়। ফলে বাধ্য হয়ে ২৪ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত সব ধরনের অস্ত্রোপচার বন্ধ থাকে। এ সময় কমপক্ষে ২০ জন রোগী অস্ত্রোপচার করতে না পেরে হাসপাতাল ছেড়েছেন। এতে চরম দুর্ভোগে পড়েন সেবা প্রত্যাশীরা।
বেশ কিছুদিন আগেই হাসপাতাল কর্তৃপক্ষ নতুন ‘অটোক্লেভ’ যন্ত্র এবং রক্তক্ষরণ বন্ধ করার ‘ডায়াথার্মি’ মেশিনের জন্য আবেদন করেছিল। কিন্তু প্রশাসনিক দীর্ঘসূত্রতার কারণে যন্ত্রগুলো আসতে দেরি হওয়ায় রোগীদের সেবার কথা বিবেচনা করে নিজেদের অর্থায়নেই দুটি যন্ত্র কেনা হয়।
এ নিয়ে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের প্রসূতি বিভাগের সহকারী অধ্যাপক ডা. রেহানা পারভিন বলেন, ‘ডায়াথার্মি’ যন্ত্র নষ্ট থাকায় রোগীদের জীবনের ঝুঁকির কথা বিবেচনা করে গুরুত্বপূর্ণ অস্ত্রোপচারগুলো বন্ধ রাখতে হয়েছিল। তাঁদের কথা চিন্তা করে নিজেদের অর্থায়নে নতুন দুটি যন্ত্র কেনা হয়েছে।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. খন্দকার সাদেকুর রহমান বলেন, চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারী মিলে নিজেদের টাকা দিয়ে গত বুধবার দুটি মেশিন কেনা হয়েছে। গত বৃহস্পতিবার থেকে পুরোদমে অস্ত্রোপচার কার্যক্রম শুরু হয়েছে।
টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ২০ দিন পর পুরোদমে চালু হলো প্রসূতি বিভাগে অস্ত্রোপচার কার্যক্রম। হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা নিজেদের অর্থায়নে অটোক্লেভ ও ডায়াথার্মি মেশিন কিনে এ সেবা চালু করেছেন।
গত বৃহস্পতিবার নতুন অটোক্লেভ ও ডায়াথার্মি মেশিন ব্যবহার করে গুরুত্বপূর্ণ অস্ত্রোপচারও করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, রোগীদের দুর্ভোগের কথা বিবেচনা করে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এতে ভোগান্তি থেকে মুক্তি পেলেন এ বিভাগে জরুরি অস্ত্রোপচার করতে আসা রোগী ও তাঁদের স্বজনেরা।
হাসপাতালের প্রসূতি বিভাগ সূত্রে জানা গেছে, হাসপাতালের প্রসূতি বিভাগে অস্ত্রোপচারের সময় ব্যবহৃত যন্ত্রপাতি জীবাণুমুক্ত করার যন্ত্র ‘অটোক্লেভ’ মেশিন এবং রক্তক্ষরণ বন্ধ করার ‘ডায়াথার্মি’ মেশিন ছিল চারটি। এর মধ্যে তিনটি আগে থেকেই নষ্ট ছিল। গত ২৩ ডিসেম্বর সেটিও নষ্ট হয়ে যায়। ফলে বাধ্য হয়ে ২৪ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত সব ধরনের অস্ত্রোপচার বন্ধ থাকে। এ সময় কমপক্ষে ২০ জন রোগী অস্ত্রোপচার করতে না পেরে হাসপাতাল ছেড়েছেন। এতে চরম দুর্ভোগে পড়েন সেবা প্রত্যাশীরা।
বেশ কিছুদিন আগেই হাসপাতাল কর্তৃপক্ষ নতুন ‘অটোক্লেভ’ যন্ত্র এবং রক্তক্ষরণ বন্ধ করার ‘ডায়াথার্মি’ মেশিনের জন্য আবেদন করেছিল। কিন্তু প্রশাসনিক দীর্ঘসূত্রতার কারণে যন্ত্রগুলো আসতে দেরি হওয়ায় রোগীদের সেবার কথা বিবেচনা করে নিজেদের অর্থায়নেই দুটি যন্ত্র কেনা হয়।
এ নিয়ে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের প্রসূতি বিভাগের সহকারী অধ্যাপক ডা. রেহানা পারভিন বলেন, ‘ডায়াথার্মি’ যন্ত্র নষ্ট থাকায় রোগীদের জীবনের ঝুঁকির কথা বিবেচনা করে গুরুত্বপূর্ণ অস্ত্রোপচারগুলো বন্ধ রাখতে হয়েছিল। তাঁদের কথা চিন্তা করে নিজেদের অর্থায়নে নতুন দুটি যন্ত্র কেনা হয়েছে।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. খন্দকার সাদেকুর রহমান বলেন, চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারী মিলে নিজেদের টাকা দিয়ে গত বুধবার দুটি মেশিন কেনা হয়েছে। গত বৃহস্পতিবার থেকে পুরোদমে অস্ত্রোপচার কার্যক্রম শুরু হয়েছে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে