বোরহান জাবেদ, চট্টগ্রাম থেকে
ক্রিকেটার সাকিব আল হাসান যেন এক ‘উড়াল পাখি’! এক জায়গায় স্থির থাকেন কমই! গত পরশু কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে তাঁর দল ফরচুন বরিশাল ম্যাচটাই যেমন। নিজের অলরাউন্ড পারফরম্যান্স, দলের দারুণ এক জয়। মেহেদী হাসান মিরাজের কাছ থেকে সাকিব নেতৃত্ব নেওয়ার পর যেটি দলটির টানা তৃতীয় জয়। স্বাভাবিকভাবে সংবাদ সম্মেলনে অধিনায়ক সাকিবের আশায় ছিলেন সংবাদকর্মীরা।
অথচ ম্যাচ শেষ করেই সাকিব ছুটেছেন বিমানবন্দরের দিকে। সন্ধ্যার ফ্লাইটে চট্টগ্রাম থেকে ঢাকা যাবেন। পরে জানা যায়, শীতকালীন ছুটি কাটিয়ে আজ তিন সন্তানকে নিয়ে সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশির যুক্তরাষ্ট্রে ফিরবেন। পরিবারের সঙ্গে দুদিন সময় কাটাতে তাই ম্যাচ শেষ করেই ঢাকার ফ্লাইট ধরেন সাকিব।
আগামীকালই সাকিবের চট্টগ্রাম ফেরার কথা। বন্দরনগরীতে সাকিবের দল বরিশালের শেষ দুই ম্যাচ আগামী ১৯ ও ২০ জানুয়ারি। মাঝের ফাঁকা দিন কাজে লাগিয়েছেন সাকিব। এটা অবশ্য নতুন কিছুও নয়। গত কয়েক বছরে সাকিব মাঠের বাইরে অনেক বেশি ব্যস্ত হয়ে পড়েছেন। সেই ব্যস্ততা কখনো এতটাই বেড়ে যায়, আন্তর্জাতিক সিরিজ থেকে ঘন ঘন তাঁর ছুটি নেওয়াও এখন স্বাভাবিক ব্যাপার। দেশের ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপন তিনি, বিভিন্ন প্রতিষ্ঠান আর পণ্যের দূতিয়ালিতে সাকিবের ধারেকাছেও নেই বাংলাদেশের আর কোনো তারকা। নিজের ব্যবসা-বাণিজ্য তো আছেই।
দলের ফটোসেশন, সংবাদ সম্মেলন দূরের ব্যাপার। আজকাল সাকিবকে দলের অনুশীলনে দেখাও তো কঠিন। চট্টগ্রামে বিপিএল-পর্ব শুরুর আগের দিন জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলন ছিল তাঁর দল বরিশালের। দলের অনুশীলনে দেখা যায়নি অধিনায়ককে। তবে আগের সূচি অনুযায়ী সন্ধ্যায় চট্টগ্রামে একটি পণ্যের দূতিয়ালি অনুষ্ঠানে ছিলেন। এ বিপিএলের শুরু থেকেও মাঠে ও মাঠের বাইরের নানা ঘটনায় আলোচনার কেন্দ্রে সাকিব।
মাঠের বাইরে যে সাকিবকেই দেখুন, সীমানা পেরিয়ে সবুজ ক্যানভাসে ঢুকতেই তাঁর পারফরম্যান্স কিংবা নিবেদন নিয়ে প্রশ্ন তোলার সুযোগ কমই। মাঠের বাইরের সবকিছু ‘সুইচ অফ’ করে খেলায় পূর্ণ মনোযোগ রাখার অদ্ভুত ক্ষমতা আছে তাঁর। অসাধারণ বোলিং, অধিনায়কত্ব তো আছেই। ব্যাটিংয়েও আক্রমণাত্মক সাকিবের দেখা মিলছে। এখন পর্যন্ত ৪ ম্যাচে ৩ ইনিংসে ১৫৬ রান করেছেন। গড় ৭৮। স্ট্রাইক রেট ১৯৫। বোলিংয়ে ২৯.৩৩ গড়ে ৪ ম্যাচে উইকেট ৩টি।বাংলাদেশ ক্রিকেট অবশ্য এই সাকিবকে স্বাভাবিকভাবেই নিয়েছে—মাঠের বাইরে তিনি যা-ই করুন, মাঠে তাঁর দুর্দান্ত পারফরম্যান্স পেলেই হলো।
ক্রিকেটার সাকিব আল হাসান যেন এক ‘উড়াল পাখি’! এক জায়গায় স্থির থাকেন কমই! গত পরশু কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে তাঁর দল ফরচুন বরিশাল ম্যাচটাই যেমন। নিজের অলরাউন্ড পারফরম্যান্স, দলের দারুণ এক জয়। মেহেদী হাসান মিরাজের কাছ থেকে সাকিব নেতৃত্ব নেওয়ার পর যেটি দলটির টানা তৃতীয় জয়। স্বাভাবিকভাবে সংবাদ সম্মেলনে অধিনায়ক সাকিবের আশায় ছিলেন সংবাদকর্মীরা।
অথচ ম্যাচ শেষ করেই সাকিব ছুটেছেন বিমানবন্দরের দিকে। সন্ধ্যার ফ্লাইটে চট্টগ্রাম থেকে ঢাকা যাবেন। পরে জানা যায়, শীতকালীন ছুটি কাটিয়ে আজ তিন সন্তানকে নিয়ে সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশির যুক্তরাষ্ট্রে ফিরবেন। পরিবারের সঙ্গে দুদিন সময় কাটাতে তাই ম্যাচ শেষ করেই ঢাকার ফ্লাইট ধরেন সাকিব।
আগামীকালই সাকিবের চট্টগ্রাম ফেরার কথা। বন্দরনগরীতে সাকিবের দল বরিশালের শেষ দুই ম্যাচ আগামী ১৯ ও ২০ জানুয়ারি। মাঝের ফাঁকা দিন কাজে লাগিয়েছেন সাকিব। এটা অবশ্য নতুন কিছুও নয়। গত কয়েক বছরে সাকিব মাঠের বাইরে অনেক বেশি ব্যস্ত হয়ে পড়েছেন। সেই ব্যস্ততা কখনো এতটাই বেড়ে যায়, আন্তর্জাতিক সিরিজ থেকে ঘন ঘন তাঁর ছুটি নেওয়াও এখন স্বাভাবিক ব্যাপার। দেশের ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপন তিনি, বিভিন্ন প্রতিষ্ঠান আর পণ্যের দূতিয়ালিতে সাকিবের ধারেকাছেও নেই বাংলাদেশের আর কোনো তারকা। নিজের ব্যবসা-বাণিজ্য তো আছেই।
দলের ফটোসেশন, সংবাদ সম্মেলন দূরের ব্যাপার। আজকাল সাকিবকে দলের অনুশীলনে দেখাও তো কঠিন। চট্টগ্রামে বিপিএল-পর্ব শুরুর আগের দিন জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলন ছিল তাঁর দল বরিশালের। দলের অনুশীলনে দেখা যায়নি অধিনায়ককে। তবে আগের সূচি অনুযায়ী সন্ধ্যায় চট্টগ্রামে একটি পণ্যের দূতিয়ালি অনুষ্ঠানে ছিলেন। এ বিপিএলের শুরু থেকেও মাঠে ও মাঠের বাইরের নানা ঘটনায় আলোচনার কেন্দ্রে সাকিব।
মাঠের বাইরে যে সাকিবকেই দেখুন, সীমানা পেরিয়ে সবুজ ক্যানভাসে ঢুকতেই তাঁর পারফরম্যান্স কিংবা নিবেদন নিয়ে প্রশ্ন তোলার সুযোগ কমই। মাঠের বাইরের সবকিছু ‘সুইচ অফ’ করে খেলায় পূর্ণ মনোযোগ রাখার অদ্ভুত ক্ষমতা আছে তাঁর। অসাধারণ বোলিং, অধিনায়কত্ব তো আছেই। ব্যাটিংয়েও আক্রমণাত্মক সাকিবের দেখা মিলছে। এখন পর্যন্ত ৪ ম্যাচে ৩ ইনিংসে ১৫৬ রান করেছেন। গড় ৭৮। স্ট্রাইক রেট ১৯৫। বোলিংয়ে ২৯.৩৩ গড়ে ৪ ম্যাচে উইকেট ৩টি।বাংলাদেশ ক্রিকেট অবশ্য এই সাকিবকে স্বাভাবিকভাবেই নিয়েছে—মাঠের বাইরে তিনি যা-ই করুন, মাঠে তাঁর দুর্দান্ত পারফরম্যান্স পেলেই হলো।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে