সম্পাদকীয়
৯ অক্টোবর শুরু হতে যাচ্ছে দুর্গাপূজা। দুর্গাপূজা বাঙালি হিন্দুর প্রধান উৎসব। বাংলাদেশে বসবাসকারী সনাতন ধর্মাবলম্বী মানুষের আটপৌরে সংসারে হাজারো না পাওয়ার হতাশা, ব্যর্থতা এবং বিপর্যয়ের মধ্যেও অনেক উৎসাহ-উদ্দীপনা নিয়ে দেবী দুর্গার উপাসনা করে এই বিশ্বাস নিয়ে যে দেবী তাদের সব দুর্গতি মোচন করবেন।
তবে দুর্গাপূজা উদ্যাপন নিয়ে সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন সময়ের অভিজ্ঞতা খুব সুখকর নয়। পূজার আগে-পরে প্রতিমা ভাঙচুরসহ নানা অপ্রীতিকর ঘটনা অতীতে একাধিকবার ঘটেছে। রাজনৈতিক পটপরিবর্তনের কারণে এবারও পূজামণ্ডপ ও হিন্দু সম্প্রদায়ের স্থাপনার ওপর আক্রমণের আশঙ্কা করা হচ্ছে। সংখ্যালঘু সম্প্রদায়ের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পূজা উপলক্ষে নিরাপত্তাব্যবস্থা জোরদারের দাবি জানানো হয়েছে। সরকার পরিবর্তনের ঘনঘটার মধ্যে গত ৪ আগস্ট থেকে ২০ আগস্ট পর্যন্ত দেশে ২ হাজার ১০টি সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটেছে বলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। সরকার আসে, সরকার যায়; কিন্তু ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের ওপর নির্যাতন-সহিংসতা অব্যাহত থাকে বলেও এই সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে।
এর মধ্যেই সংঘটিত কয়েকটি ঘটনা সংখ্যালঘুদের মনে উদ্বেগ তৈরি করেছে। ফরিদপুরের ভাঙ্গায় এবং ময়মনসিংহের গৌরীপুরে মন্দিরে দুর্গা প্রতিমা ভাঙচুরের খবর গণমাধ্যমে প্রকাশ পেয়েছে। এ ছাড়া খুলনার দাকোপ উপজেলার বিভিন্ন মন্দিরের পূজা কমিটির কাছে ৫ লাখ টাকা করে চাঁদা দাবির উড়ো চিঠির খবর গণমাধ্যমে ছাপা হয়েছে। এতে হিন্দু সম্প্রদায়ের মানুষের মধ্যে উদ্বেগ কাজ করছে। কোনো কোনো মন্দির পূজা না করার সিদ্ধান্ত নিয়েছে বলেও জানা গেছে।
রাজধানীর উত্তরার একটি মাঠে দুর্গাপূজা বন্ধের দাবিতে মিছিল হয়েছে। কোথাও কোথাও পূজা উদ্যাপনে নানা ধরনের নিষেধাজ্ঞা আরোপের কথাও শোনা গেছে। অবশ্য আসন্ন দুর্গাপূজায় নিরাপত্তার ঝুঁকি নেই উল্লেখ করে সনাতন ধর্মাবলম্বীদের নিশ্চিন্তে উৎসব করতে বলেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম। গত বৃহস্পতিবার এক অনুষ্ঠানে তিনি বলেছেন, দীর্ঘদিন ধরে এ দেশের সনাতন ধর্মাবলম্বীরা পূজা উৎসব পালন করে আসছে। এ বছরও তারা নিশ্চিন্তে তাদের উৎসব পালন করতে পারবে। পূজার নিরাপত্তা নিশ্চিতে পুলিশ সর্বোচ্চ কঠোর অবস্থানে থাকবে। প্রাক্দুর্গাপূজা, দুর্গাপূজা চলাকালীন ও প্রতিমা বিসর্জন উপলক্ষে সার্বিক নিরাপত্তাব্যবস্থা গ্রহণের কথাও জানানো হয়েছে।
রাজনৈতিক দলের মধ্যে আওয়ামী লীগের নেতা-কর্মীরা প্রকাশ্যে তৎপর নেই। তবে বিএনপি, জামায়াতসহ অন্য সক্রিয় প্রায় সব রাজনৈতিক দল নির্বিঘ্নে পূজা উদ্যাপনের জন্য হিন্দু সম্প্রদায়ের প্রতি সহযোগিতার আশ্বাস দিয়েছে। পূজা উপলক্ষে হিন্দুদের নিরাপত্তার বিষয়টি দেখতে নেতা-কর্মীদের নির্দেশনা দিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমরা দেশের সংখ্যালঘুদের সুরক্ষা নিয়ে খুবই সতর্ক।’
এটা ঠিক যে রাজনৈতিক দলগুলো শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদ্যাপনের পক্ষে দৃঢ় অবস্থান নিলে সংখ্যালঘুদের জন্য শান্তিপূর্ণভাবে পূজা উদ্যাপনে কোনো সমস্যা হওয়ার কথা নয়। তবু সাবধানতা অবলম্বন করতে হবে ‘অনুপ্রবেশকারীদের’ সম্পর্কে। কেউ যেন কোনো ঘোট পাকাতে না পারে।
৯ অক্টোবর শুরু হতে যাচ্ছে দুর্গাপূজা। দুর্গাপূজা বাঙালি হিন্দুর প্রধান উৎসব। বাংলাদেশে বসবাসকারী সনাতন ধর্মাবলম্বী মানুষের আটপৌরে সংসারে হাজারো না পাওয়ার হতাশা, ব্যর্থতা এবং বিপর্যয়ের মধ্যেও অনেক উৎসাহ-উদ্দীপনা নিয়ে দেবী দুর্গার উপাসনা করে এই বিশ্বাস নিয়ে যে দেবী তাদের সব দুর্গতি মোচন করবেন।
তবে দুর্গাপূজা উদ্যাপন নিয়ে সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন সময়ের অভিজ্ঞতা খুব সুখকর নয়। পূজার আগে-পরে প্রতিমা ভাঙচুরসহ নানা অপ্রীতিকর ঘটনা অতীতে একাধিকবার ঘটেছে। রাজনৈতিক পটপরিবর্তনের কারণে এবারও পূজামণ্ডপ ও হিন্দু সম্প্রদায়ের স্থাপনার ওপর আক্রমণের আশঙ্কা করা হচ্ছে। সংখ্যালঘু সম্প্রদায়ের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পূজা উপলক্ষে নিরাপত্তাব্যবস্থা জোরদারের দাবি জানানো হয়েছে। সরকার পরিবর্তনের ঘনঘটার মধ্যে গত ৪ আগস্ট থেকে ২০ আগস্ট পর্যন্ত দেশে ২ হাজার ১০টি সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটেছে বলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। সরকার আসে, সরকার যায়; কিন্তু ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের ওপর নির্যাতন-সহিংসতা অব্যাহত থাকে বলেও এই সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে।
এর মধ্যেই সংঘটিত কয়েকটি ঘটনা সংখ্যালঘুদের মনে উদ্বেগ তৈরি করেছে। ফরিদপুরের ভাঙ্গায় এবং ময়মনসিংহের গৌরীপুরে মন্দিরে দুর্গা প্রতিমা ভাঙচুরের খবর গণমাধ্যমে প্রকাশ পেয়েছে। এ ছাড়া খুলনার দাকোপ উপজেলার বিভিন্ন মন্দিরের পূজা কমিটির কাছে ৫ লাখ টাকা করে চাঁদা দাবির উড়ো চিঠির খবর গণমাধ্যমে ছাপা হয়েছে। এতে হিন্দু সম্প্রদায়ের মানুষের মধ্যে উদ্বেগ কাজ করছে। কোনো কোনো মন্দির পূজা না করার সিদ্ধান্ত নিয়েছে বলেও জানা গেছে।
রাজধানীর উত্তরার একটি মাঠে দুর্গাপূজা বন্ধের দাবিতে মিছিল হয়েছে। কোথাও কোথাও পূজা উদ্যাপনে নানা ধরনের নিষেধাজ্ঞা আরোপের কথাও শোনা গেছে। অবশ্য আসন্ন দুর্গাপূজায় নিরাপত্তার ঝুঁকি নেই উল্লেখ করে সনাতন ধর্মাবলম্বীদের নিশ্চিন্তে উৎসব করতে বলেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম। গত বৃহস্পতিবার এক অনুষ্ঠানে তিনি বলেছেন, দীর্ঘদিন ধরে এ দেশের সনাতন ধর্মাবলম্বীরা পূজা উৎসব পালন করে আসছে। এ বছরও তারা নিশ্চিন্তে তাদের উৎসব পালন করতে পারবে। পূজার নিরাপত্তা নিশ্চিতে পুলিশ সর্বোচ্চ কঠোর অবস্থানে থাকবে। প্রাক্দুর্গাপূজা, দুর্গাপূজা চলাকালীন ও প্রতিমা বিসর্জন উপলক্ষে সার্বিক নিরাপত্তাব্যবস্থা গ্রহণের কথাও জানানো হয়েছে।
রাজনৈতিক দলের মধ্যে আওয়ামী লীগের নেতা-কর্মীরা প্রকাশ্যে তৎপর নেই। তবে বিএনপি, জামায়াতসহ অন্য সক্রিয় প্রায় সব রাজনৈতিক দল নির্বিঘ্নে পূজা উদ্যাপনের জন্য হিন্দু সম্প্রদায়ের প্রতি সহযোগিতার আশ্বাস দিয়েছে। পূজা উপলক্ষে হিন্দুদের নিরাপত্তার বিষয়টি দেখতে নেতা-কর্মীদের নির্দেশনা দিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমরা দেশের সংখ্যালঘুদের সুরক্ষা নিয়ে খুবই সতর্ক।’
এটা ঠিক যে রাজনৈতিক দলগুলো শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদ্যাপনের পক্ষে দৃঢ় অবস্থান নিলে সংখ্যালঘুদের জন্য শান্তিপূর্ণভাবে পূজা উদ্যাপনে কোনো সমস্যা হওয়ার কথা নয়। তবু সাবধানতা অবলম্বন করতে হবে ‘অনুপ্রবেশকারীদের’ সম্পর্কে। কেউ যেন কোনো ঘোট পাকাতে না পারে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২১ ঘণ্টা আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৪ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৪ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে