চিন্ময় ভূঁইয়া
প্রিয় এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। করোনা অতিমারির কারণে তোমাদের এসএসসি পরীক্ষা কিছুটা বিলম্বিত হলেও অবশেষে শুরু হতে যাচ্ছে ১৯ জুন। করোনা পরিস্থিতির বিবেচনায় পরীক্ষা প্রস্তুতির সুবিধার্থে তোমাদের সিলেবাস হয়েছে সংক্ষেপিত। পরীক্ষার ধরনেও এসেছে পরিবর্তন। আজ আমি কথা বলব পদার্থবিজ্ঞান বিষয়ের সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষার প্রস্তুতি নিয়ে।
সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণে প্রয়োজন একটি ভালো ফলাফল। আর তার জন্য দরকার ভালো প্রস্তুতি। আমি বিশ্বাস করি তোমরা সেই লক্ষ্যে যথেষ্টই চেষ্টা করেছ। এখন পরীক্ষা তো নাকের ডগায় কড়া নাড়ছে। দরকার শেষ মুহূর্তের প্রস্তুতি।
তোমরা ইতিমধ্যেই জেনে গেছ যে তোমাদের পরীক্ষার জন্য সিলেবাস নির্ধারণ করা হয়েছে ৮টি অধ্যায়-১ম, ২য়, ৩য়, ৪র্থ, ৫ম, ৭ম, ৮ম ও ১১শ অধ্যায়। তোমাদের পরীক্ষার মোট সময় ২ ঘণ্টা—সৃজনশীল ১ ঘণ্টা ৪০ মিনিট আর বহুনির্বাচনি পরীক্ষা ২০ মিনিট। মোট সৃজনশীল প্রশ্ন থাকবে ৮টি। উত্তর করতে হবে ৩টির। বহুনির্বাচনি প্রশ্ন থাকবে ২৫টি। উত্তর করতে হবে ১৫টি প্রশ্নের।
সৃজনশীল অংশ
এখানে ৮টি থেকে ৩টির উত্তর করতে হবে বিধায় প্রস্তুতি তুলনামূলক সহজ হয়ে গেল। ৮টি অধ্যায়ের প্রতিটি থেকে একটি করে প্রশ্ন থাকলে ৩টি অধ্যায়ের ওপর প্রস্তুতি নিলে ৩টি কমন পাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু যদি কোনোটা থেকে ২টি প্রশ্ন থাকে আর তুমি যা পড়লে তার থেকে একটি অধ্যায় থেকে প্রশ্ন না এলে কিন্তু তুমি আর ৩টি উত্তর করতে পারবে না। তাই একেবারে মুখোমুখি না করাই ভালো। নিরাপদ হলো কমপক্ষে ৫টি অধ্যায় পড়া। এখন কোন অধ্যায় বেশি গুরুত্বপূর্ণ, এটা খোঁজার দরকার নেই। কারণ অধ্যায় আছে ৮টা আর প্রশ্নও থাকবে ৮টা। তাই যেকোনো অধ্যায় থেকেই আসতে পারে। সব অধ্যায়ই গুরুত্বপূর্ণ। সুতরাং যে যে অধ্যায় তুমি সব থেকে ভালো পারো, সেই ৫টি অধ্যায়ের ওপরই প্রস্তুতি নিতে পারো। তাতেই আশা করা যায় কমন পাবে। দেখো প্রিয় শিক্ষার্থীরা, সৃজনশীলের ক্ষেত্রে হুবহু প্রশ্ন কমন কখনোই পড়বে না, যদি সেই প্রশ্ন মৌলিক হয়। আর বোর্ডের প্রশ্ন মৌলিকই হয়ে থাকে। তাই এখানে হুবহু কমন পড়বে না ধরেই প্রস্তুতি নেবে। তবে নিয়ম কমন পড়তেই পারে। বইতে যা আছে তার বাইরে তো আর প্রশ্ন করার সুযোগ নেই। তাই যে অধ্যায় পড়বে, সেটা খুব ভালো করেই পড়বে। জ্ঞানমূলক প্রশ্নের ক্ষেত্রে বইয়ে যেভাবে দেওয়া থাকে, সেভাবেই লিখতে হয় আর অনুধাবনের প্রশ্নে জ্ঞানের আলোকে ব্যাখ্যা দিতে হয়। আর প্রয়োগমূলক প্রশ্নে পদার্থবিজ্ঞান বিষয়ে সাধারণত গাণিতিক সমস্যা তথা অঙ্কই থাকে। যে অধ্যায় পড়বে, সেই অধ্যায়ে যত নিয়ম আছে তার সব নিয়মের অঙ্ক চর্চা করবে। তাহলে অবশ্যই সফল হবে।
আর একটি বিষয় হয়তো লক্ষ করে থাকবে, ২০২১ সালের ঢাকা বোর্ডের প্রশ্নে দেখবে গ্রাফভিত্তিক প্রশ্ন এসেছে বেশি। কাজেই গ্রাফের প্রয়োগ কিন্তু থাকতে পারে। কারণ বেশির ভাগ ঘটনাকেই গ্রাফের সাহায্যে প্রকাশ করা যায়। তাই গ্রাফের ব্যবহার শিখবে।
বহুনির্বাচনি প্রশ্ন
যেহেতু এখানেও অপশন পাচ্ছ, সেহেতু সহজে ভালো করার সুযোগ আছে। তোমরা প্রথম যে প্রশ্নগুলো ভালো পারো, সেগুলো আগে দাগিয়ে ফেলবে। দেখা যাবে ওর মাঝে তোমার ১৫টা হয়তো হয়েও যাবে। চেষ্টা করতে পারো আগে জ্ঞান অনুধাবনের প্রশ্নের উত্তর করতে। তাতে তোমার জন্য কাজটা সহজ হতে পারে। তবে অপশন পেয়ে খুশিতে আত্মহারা হলে কিন্তু বিপদ। প্রশ্নের নম্বর আর উত্তরপত্রের ক্রমিক নম্বর মিলিয়ে তারপর দাগাবে।
পরীক্ষার হলে যথাসময়ে অবশ্যই পৌঁছাতে হবে। তাই একটু আগেই রওনা হবে, যাতে কোনোভাবেই দেরি না হয়ে যায়। রওনা হওয়ার আগে অবশ্যই দেখে নেবে কলম, পেনসিল, স্কেল, ক্যালকুলেটর সব ঠিকঠাক নিয়েছ কি না। আর পরীক্ষা চলাকালে কোনোভাবেই অস্থির হবে না। হয়তো কোনো প্রশ্ন মনে পড়ছে না বা মাঝখানে এসে গুলিয়ে গেল, সেটা নিয়ে সময় নষ্ট করবে না। পরের প্রশ্ন উত্তর করা শুরু করবে। অন্যগুলো শেষ করে পরে ওই প্রশ্ন আবার দেখবে। এতে সময় অপচয় হবে না। নয়তো দেখা গেল ওই একটা প্রশ্ন নিয়েই সময় চলে যাচ্ছে। সব প্রশ্ন উত্তর করা যাচ্ছে না। মনে রাখবে প্রতিটা সেকেন্ড গুরুত্বপূর্ণ। চেষ্টা করবে সব প্রশ্নের উত্তর দিতে। কোনো প্রশ্ন যেন বাদ না থাকে।
আমি বিশ্বাস করি, তোমরা সবাই এই কোভিড মহামারিকে জয় করে সাফল্যের দ্বারে পৌঁছাতে যতটুকু সময় পেয়েছ তার পুরো সদ্ব্যবহার করেছ, নিজেকে তৈরি করেছ। এখন শুধু শেষ মুহূর্তের প্রস্তুতি। ভালোভাবে পরীক্ষা দাও সবাই।
চিন্ময় ভূঁইয়া, সিনিয়র শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, পিলখানা ঢাকা।
প্রিয় এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। করোনা অতিমারির কারণে তোমাদের এসএসসি পরীক্ষা কিছুটা বিলম্বিত হলেও অবশেষে শুরু হতে যাচ্ছে ১৯ জুন। করোনা পরিস্থিতির বিবেচনায় পরীক্ষা প্রস্তুতির সুবিধার্থে তোমাদের সিলেবাস হয়েছে সংক্ষেপিত। পরীক্ষার ধরনেও এসেছে পরিবর্তন। আজ আমি কথা বলব পদার্থবিজ্ঞান বিষয়ের সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষার প্রস্তুতি নিয়ে।
সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণে প্রয়োজন একটি ভালো ফলাফল। আর তার জন্য দরকার ভালো প্রস্তুতি। আমি বিশ্বাস করি তোমরা সেই লক্ষ্যে যথেষ্টই চেষ্টা করেছ। এখন পরীক্ষা তো নাকের ডগায় কড়া নাড়ছে। দরকার শেষ মুহূর্তের প্রস্তুতি।
তোমরা ইতিমধ্যেই জেনে গেছ যে তোমাদের পরীক্ষার জন্য সিলেবাস নির্ধারণ করা হয়েছে ৮টি অধ্যায়-১ম, ২য়, ৩য়, ৪র্থ, ৫ম, ৭ম, ৮ম ও ১১শ অধ্যায়। তোমাদের পরীক্ষার মোট সময় ২ ঘণ্টা—সৃজনশীল ১ ঘণ্টা ৪০ মিনিট আর বহুনির্বাচনি পরীক্ষা ২০ মিনিট। মোট সৃজনশীল প্রশ্ন থাকবে ৮টি। উত্তর করতে হবে ৩টির। বহুনির্বাচনি প্রশ্ন থাকবে ২৫টি। উত্তর করতে হবে ১৫টি প্রশ্নের।
সৃজনশীল অংশ
এখানে ৮টি থেকে ৩টির উত্তর করতে হবে বিধায় প্রস্তুতি তুলনামূলক সহজ হয়ে গেল। ৮টি অধ্যায়ের প্রতিটি থেকে একটি করে প্রশ্ন থাকলে ৩টি অধ্যায়ের ওপর প্রস্তুতি নিলে ৩টি কমন পাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু যদি কোনোটা থেকে ২টি প্রশ্ন থাকে আর তুমি যা পড়লে তার থেকে একটি অধ্যায় থেকে প্রশ্ন না এলে কিন্তু তুমি আর ৩টি উত্তর করতে পারবে না। তাই একেবারে মুখোমুখি না করাই ভালো। নিরাপদ হলো কমপক্ষে ৫টি অধ্যায় পড়া। এখন কোন অধ্যায় বেশি গুরুত্বপূর্ণ, এটা খোঁজার দরকার নেই। কারণ অধ্যায় আছে ৮টা আর প্রশ্নও থাকবে ৮টা। তাই যেকোনো অধ্যায় থেকেই আসতে পারে। সব অধ্যায়ই গুরুত্বপূর্ণ। সুতরাং যে যে অধ্যায় তুমি সব থেকে ভালো পারো, সেই ৫টি অধ্যায়ের ওপরই প্রস্তুতি নিতে পারো। তাতেই আশা করা যায় কমন পাবে। দেখো প্রিয় শিক্ষার্থীরা, সৃজনশীলের ক্ষেত্রে হুবহু প্রশ্ন কমন কখনোই পড়বে না, যদি সেই প্রশ্ন মৌলিক হয়। আর বোর্ডের প্রশ্ন মৌলিকই হয়ে থাকে। তাই এখানে হুবহু কমন পড়বে না ধরেই প্রস্তুতি নেবে। তবে নিয়ম কমন পড়তেই পারে। বইতে যা আছে তার বাইরে তো আর প্রশ্ন করার সুযোগ নেই। তাই যে অধ্যায় পড়বে, সেটা খুব ভালো করেই পড়বে। জ্ঞানমূলক প্রশ্নের ক্ষেত্রে বইয়ে যেভাবে দেওয়া থাকে, সেভাবেই লিখতে হয় আর অনুধাবনের প্রশ্নে জ্ঞানের আলোকে ব্যাখ্যা দিতে হয়। আর প্রয়োগমূলক প্রশ্নে পদার্থবিজ্ঞান বিষয়ে সাধারণত গাণিতিক সমস্যা তথা অঙ্কই থাকে। যে অধ্যায় পড়বে, সেই অধ্যায়ে যত নিয়ম আছে তার সব নিয়মের অঙ্ক চর্চা করবে। তাহলে অবশ্যই সফল হবে।
আর একটি বিষয় হয়তো লক্ষ করে থাকবে, ২০২১ সালের ঢাকা বোর্ডের প্রশ্নে দেখবে গ্রাফভিত্তিক প্রশ্ন এসেছে বেশি। কাজেই গ্রাফের প্রয়োগ কিন্তু থাকতে পারে। কারণ বেশির ভাগ ঘটনাকেই গ্রাফের সাহায্যে প্রকাশ করা যায়। তাই গ্রাফের ব্যবহার শিখবে।
বহুনির্বাচনি প্রশ্ন
যেহেতু এখানেও অপশন পাচ্ছ, সেহেতু সহজে ভালো করার সুযোগ আছে। তোমরা প্রথম যে প্রশ্নগুলো ভালো পারো, সেগুলো আগে দাগিয়ে ফেলবে। দেখা যাবে ওর মাঝে তোমার ১৫টা হয়তো হয়েও যাবে। চেষ্টা করতে পারো আগে জ্ঞান অনুধাবনের প্রশ্নের উত্তর করতে। তাতে তোমার জন্য কাজটা সহজ হতে পারে। তবে অপশন পেয়ে খুশিতে আত্মহারা হলে কিন্তু বিপদ। প্রশ্নের নম্বর আর উত্তরপত্রের ক্রমিক নম্বর মিলিয়ে তারপর দাগাবে।
পরীক্ষার হলে যথাসময়ে অবশ্যই পৌঁছাতে হবে। তাই একটু আগেই রওনা হবে, যাতে কোনোভাবেই দেরি না হয়ে যায়। রওনা হওয়ার আগে অবশ্যই দেখে নেবে কলম, পেনসিল, স্কেল, ক্যালকুলেটর সব ঠিকঠাক নিয়েছ কি না। আর পরীক্ষা চলাকালে কোনোভাবেই অস্থির হবে না। হয়তো কোনো প্রশ্ন মনে পড়ছে না বা মাঝখানে এসে গুলিয়ে গেল, সেটা নিয়ে সময় নষ্ট করবে না। পরের প্রশ্ন উত্তর করা শুরু করবে। অন্যগুলো শেষ করে পরে ওই প্রশ্ন আবার দেখবে। এতে সময় অপচয় হবে না। নয়তো দেখা গেল ওই একটা প্রশ্ন নিয়েই সময় চলে যাচ্ছে। সব প্রশ্ন উত্তর করা যাচ্ছে না। মনে রাখবে প্রতিটা সেকেন্ড গুরুত্বপূর্ণ। চেষ্টা করবে সব প্রশ্নের উত্তর দিতে। কোনো প্রশ্ন যেন বাদ না থাকে।
আমি বিশ্বাস করি, তোমরা সবাই এই কোভিড মহামারিকে জয় করে সাফল্যের দ্বারে পৌঁছাতে যতটুকু সময় পেয়েছ তার পুরো সদ্ব্যবহার করেছ, নিজেকে তৈরি করেছ। এখন শুধু শেষ মুহূর্তের প্রস্তুতি। ভালোভাবে পরীক্ষা দাও সবাই।
চিন্ময় ভূঁইয়া, সিনিয়র শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, পিলখানা ঢাকা।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৩ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৭ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৭ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১০ দিন আগে