জামালপুর প্রতিনিধি
‘আমাদের জামালপুর, সুস্থ দেহ প্রাণ মনে সুর, সুস্থ জামালপুর, রোগ ব্যাধি হোক দূর’ এই স্লোগান সামনের রেখে গড়ে ওঠা ‘সুস্থ জামালপুর অভিযান’ এর তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জামালপুরে গতকাল ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন জামালপুরের মুক্তি সংগ্রামী কয়েস উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সমাজবিজ্ঞানী দীপক সরকার।
জেলা প্রশাসকের কার্যালয়ের বিপরীতে ব্রহ্মপুত্র পাড়ের নৈসর্গিক পরিবেশে গতকাল অনুষ্ঠান শুরু হয়। পরে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে মূল অনুষ্ঠান পর্ব শুরু হয়। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে মুক্তির গান পরিবেশন করে উদীচী শিল্পী গোষ্ঠী।
সকাল সাড়ে ৮টা থেকে শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. প্রণয় কান্তি দাস। বিশেষ অতিথি ছিলেন মানবাধিকার সংগঠক ও সাংবাদিক জাহাঙ্গীর সেলিম। অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন চিকিৎসক তারিকুল ইসলাম রনি।
অনুষ্ঠানে বিশেষ আমন্ত্রণে সাড়া দিয়ে অনুষ্ঠানস্থলে এসে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপসচিব কবীর উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সন্তোষ কুমার রাজভর ও গৌতম সিংহ সাহা।
চার শতাধিক শরীর ও স্বাস্থ্য সচেতন জামালপুরের বাসিন্দাদের সংগঠন ‘সুস্থ জামালপুর অভিযান’ এর তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী। এতে অংশ নেন সংগঠনের সদস্যসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
আলোচনা, সংগীত ও কবিতা আবৃত্তির মধ্য দিয়ে পরিচালিত অনুষ্ঠানটি সকলে উপভোগ করেন।
সংগঠনের প্রতিষ্ঠাতা দীপক সরকার বলেন, জীবনের জন্য অনিবার্য শরীর চর্চা বা ব্যায়ামের মাধ্যমে সুস্থ থাকা যায়।
এই বিষয়টি মানুষকে বোঝাতে সক্ষম হয়েছি। মাত্র একজন সদস্য নিয়ে শুরু করা। আজ চার শতাধিক মানুষ সংগঠনের ছায়াতলে এসে সুস্থ জীবনের পথ খোঁজে নিয়েছে। আমরা শহরের অন্যপ্রান্তে আরেকটি শাখা প্রতিষ্ঠা করেছি। এ অভিযান ধীরে ধীরে গোটা জামালপুরে ছড়িয়ে দেব।
প্রধান অতিথি সিভিল সার্জন চিকিৎসক প্রণয় কান্তি দাস বলেন, ‘সুস্থ জামালপুর অভিযান’ গতিশীল থাকলে এবং সবাই অংশ নিলে আমাদের চিকিৎসা ব্যবস্থার জন্য মানুষকে ভোগান্তির শিকার হতে হবে না। রোগ প্রতিরোধ হলে ডাক্তারের প্রয়োজন হবে না।
আমন্ত্রিত অতিথি উপসচিব কবীর উদ্দিন সংগঠনের প্রতিষ্ঠাতা দীপক সরকারের প্রতি স্যালুট জানিয়ে বলেন, এ অভিযান অব্যাহত থাকলে মানুষের দেহমন সুস্থ থাকার পাশাপাশি জামালপুরের পরিবেশটাই সুস্থ হয়ে উঠবে।
অনুষ্ঠানের শুরুতেই গুনিব্যক্তি হিসেবে উদ্বোধক কয়েস উদ্দিন, প্রধান অতিথি সিভিল সার্জন ডা. প্রনয় কান্তি দাস এবং বিশেষ অতিথি জাহাঙ্গীর সেলিমকে লাল সবুজের উত্তরীয় পড়িয়ে সম্মানিত করা হয়।
‘আমাদের জামালপুর, সুস্থ দেহ প্রাণ মনে সুর, সুস্থ জামালপুর, রোগ ব্যাধি হোক দূর’ এই স্লোগান সামনের রেখে গড়ে ওঠা ‘সুস্থ জামালপুর অভিযান’ এর তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জামালপুরে গতকাল ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন জামালপুরের মুক্তি সংগ্রামী কয়েস উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সমাজবিজ্ঞানী দীপক সরকার।
জেলা প্রশাসকের কার্যালয়ের বিপরীতে ব্রহ্মপুত্র পাড়ের নৈসর্গিক পরিবেশে গতকাল অনুষ্ঠান শুরু হয়। পরে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে মূল অনুষ্ঠান পর্ব শুরু হয়। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে মুক্তির গান পরিবেশন করে উদীচী শিল্পী গোষ্ঠী।
সকাল সাড়ে ৮টা থেকে শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. প্রণয় কান্তি দাস। বিশেষ অতিথি ছিলেন মানবাধিকার সংগঠক ও সাংবাদিক জাহাঙ্গীর সেলিম। অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন চিকিৎসক তারিকুল ইসলাম রনি।
অনুষ্ঠানে বিশেষ আমন্ত্রণে সাড়া দিয়ে অনুষ্ঠানস্থলে এসে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপসচিব কবীর উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সন্তোষ কুমার রাজভর ও গৌতম সিংহ সাহা।
চার শতাধিক শরীর ও স্বাস্থ্য সচেতন জামালপুরের বাসিন্দাদের সংগঠন ‘সুস্থ জামালপুর অভিযান’ এর তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী। এতে অংশ নেন সংগঠনের সদস্যসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
আলোচনা, সংগীত ও কবিতা আবৃত্তির মধ্য দিয়ে পরিচালিত অনুষ্ঠানটি সকলে উপভোগ করেন।
সংগঠনের প্রতিষ্ঠাতা দীপক সরকার বলেন, জীবনের জন্য অনিবার্য শরীর চর্চা বা ব্যায়ামের মাধ্যমে সুস্থ থাকা যায়।
এই বিষয়টি মানুষকে বোঝাতে সক্ষম হয়েছি। মাত্র একজন সদস্য নিয়ে শুরু করা। আজ চার শতাধিক মানুষ সংগঠনের ছায়াতলে এসে সুস্থ জীবনের পথ খোঁজে নিয়েছে। আমরা শহরের অন্যপ্রান্তে আরেকটি শাখা প্রতিষ্ঠা করেছি। এ অভিযান ধীরে ধীরে গোটা জামালপুরে ছড়িয়ে দেব।
প্রধান অতিথি সিভিল সার্জন চিকিৎসক প্রণয় কান্তি দাস বলেন, ‘সুস্থ জামালপুর অভিযান’ গতিশীল থাকলে এবং সবাই অংশ নিলে আমাদের চিকিৎসা ব্যবস্থার জন্য মানুষকে ভোগান্তির শিকার হতে হবে না। রোগ প্রতিরোধ হলে ডাক্তারের প্রয়োজন হবে না।
আমন্ত্রিত অতিথি উপসচিব কবীর উদ্দিন সংগঠনের প্রতিষ্ঠাতা দীপক সরকারের প্রতি স্যালুট জানিয়ে বলেন, এ অভিযান অব্যাহত থাকলে মানুষের দেহমন সুস্থ থাকার পাশাপাশি জামালপুরের পরিবেশটাই সুস্থ হয়ে উঠবে।
অনুষ্ঠানের শুরুতেই গুনিব্যক্তি হিসেবে উদ্বোধক কয়েস উদ্দিন, প্রধান অতিথি সিভিল সার্জন ডা. প্রনয় কান্তি দাস এবং বিশেষ অতিথি জাহাঙ্গীর সেলিমকে লাল সবুজের উত্তরীয় পড়িয়ে সম্মানিত করা হয়।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে