আবদুল আযীয কাসেমি
নিয়ত মানে ইচ্ছা ও সংকল্প। সংকল্পহীন যদি আমি কয়েক দিনও খাবার না খেয়ে থাকি, তবে একে রোজা বলা হবে না। রোজা গ্রহণযোগ্য হওয়ার জন্য অন্যতম শর্ত হলো নিয়ত করা। তবে এ নিয়ত কখন থেকে হতে হবে—এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা জরুরি।
রমজানের রোজার নিয়ত রাত থেকেই করা যায়। বিশেষত ভোররাতে যখন আমরা সাহ্রি খাই, তখনই কিন্তু রোজার নিয়ত হয়ে যায়। তখন মনে মনে রোজা রাখার সংকল্প থাকলেই নিয়ত সম্পন্ন হয়ে যাবে। মুখে উচ্চারণের দরকার নেই। নিয়ত আরবিতে করাও জরুরি নয়।
কোনো কারণে যদি রাতে রোজার নিয়ত না করা হয় বা দ্বিধা থাকে, তবে দিনের অর্ধেক সময় অতিবাহিত হওয়ার আগ পর্যন্ত নিয়ত করার সুযোগ আছে। এরপর কিন্তু আর নিয়ত করার সুযোগ নেই। একইভাবে কেউ যদি সুনির্দিষ্ট কোনো তারিখে রোজার মানত করে, তবে সেই নির্দিষ্ট দিনে অর্ধদিবস পর্যন্ত নিয়ত করার সুযোগ আছে।
অনির্দিষ্ট মানতের রোজা, কাফফারার রোজা, কাজা রোজা—এসবের জন্য কিন্তু রাত থেকেই নিয়ত করা আবশ্যক। এ ক্ষেত্রে দিনে নিয়ত করার কোনো সুযোগ নেই।
সুস্থ ও মুকিম (যিনি নিজ শহরে অবস্থান করছেন অর্থাৎ শরিয়তের দৃষ্টিতে যিনি মুসাফির নন) ব্যক্তি যদি রমজানের দিনে অন্য কোনো ওয়াজিব রোজার নিয়ত করেন, তবে সেটা রমজানের রোজা হিসেবেই ধর্তব্য হবে। পক্ষান্তরে কোনো মুসাফির যদি রমজানের দিনে অন্য কোনো ওয়াজিব রোজার নিয়ত করেন, তাহলে সেই ওয়াজিব রোজাই তার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। তবে মুসাফির যদি রমজানের দিনে নফল রোজার নিয়ত করেন, তবে ইমাম আবু হানিফা (রহ)-এর বিশুদ্ধ মতানুযায়ী সেটা রমজানের রোজাই সাব্যস্ত হবে।
লেখক: শিক্ষক ও হাদিস গবেষক
সূত্র: আল মুহিতুল বুরহানি: ৩ / ৩৪৩-৩৪৪।
নিয়ত মানে ইচ্ছা ও সংকল্প। সংকল্পহীন যদি আমি কয়েক দিনও খাবার না খেয়ে থাকি, তবে একে রোজা বলা হবে না। রোজা গ্রহণযোগ্য হওয়ার জন্য অন্যতম শর্ত হলো নিয়ত করা। তবে এ নিয়ত কখন থেকে হতে হবে—এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা জরুরি।
রমজানের রোজার নিয়ত রাত থেকেই করা যায়। বিশেষত ভোররাতে যখন আমরা সাহ্রি খাই, তখনই কিন্তু রোজার নিয়ত হয়ে যায়। তখন মনে মনে রোজা রাখার সংকল্প থাকলেই নিয়ত সম্পন্ন হয়ে যাবে। মুখে উচ্চারণের দরকার নেই। নিয়ত আরবিতে করাও জরুরি নয়।
কোনো কারণে যদি রাতে রোজার নিয়ত না করা হয় বা দ্বিধা থাকে, তবে দিনের অর্ধেক সময় অতিবাহিত হওয়ার আগ পর্যন্ত নিয়ত করার সুযোগ আছে। এরপর কিন্তু আর নিয়ত করার সুযোগ নেই। একইভাবে কেউ যদি সুনির্দিষ্ট কোনো তারিখে রোজার মানত করে, তবে সেই নির্দিষ্ট দিনে অর্ধদিবস পর্যন্ত নিয়ত করার সুযোগ আছে।
অনির্দিষ্ট মানতের রোজা, কাফফারার রোজা, কাজা রোজা—এসবের জন্য কিন্তু রাত থেকেই নিয়ত করা আবশ্যক। এ ক্ষেত্রে দিনে নিয়ত করার কোনো সুযোগ নেই।
সুস্থ ও মুকিম (যিনি নিজ শহরে অবস্থান করছেন অর্থাৎ শরিয়তের দৃষ্টিতে যিনি মুসাফির নন) ব্যক্তি যদি রমজানের দিনে অন্য কোনো ওয়াজিব রোজার নিয়ত করেন, তবে সেটা রমজানের রোজা হিসেবেই ধর্তব্য হবে। পক্ষান্তরে কোনো মুসাফির যদি রমজানের দিনে অন্য কোনো ওয়াজিব রোজার নিয়ত করেন, তাহলে সেই ওয়াজিব রোজাই তার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। তবে মুসাফির যদি রমজানের দিনে নফল রোজার নিয়ত করেন, তবে ইমাম আবু হানিফা (রহ)-এর বিশুদ্ধ মতানুযায়ী সেটা রমজানের রোজাই সাব্যস্ত হবে।
লেখক: শিক্ষক ও হাদিস গবেষক
সূত্র: আল মুহিতুল বুরহানি: ৩ / ৩৪৩-৩৪৪।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে