রাশেদ নিজাম রামপাল (বাগেরহাট) থেকে
কয়লাই ভোগাচ্ছে বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রকে। দুটি ইউনিটের মধ্যে উৎপাদনে আসা ইউনিটটিও কয়লাসংকটে ইতিমধ্যে প্রায় এক মাস বন্ধ থেকেছে। এখন যে কয়লা মজুত আছে, তাতে চলবে আগামী মার্চের প্রথম সপ্তাহ পর্যন্ত। কয়লাসংকটে দ্বিতীয় ইউনিট চালুর তারিখও বারবার পিছিয়েছে।
রামপাল বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণ ও পরিচালনায় রয়েছে বাংলাদেশ ও ভারতের যৌথ মালিকানার বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেড (বিআইএফপিসিএল)। দুই ইউনিটের এই বিদ্যুৎকেন্দ্রটির মোট উৎপাদনক্ষমতা ১ হাজার ৩২০ মেগাওয়াট। এর মধ্যে একটি অর্থাৎ ৬৬০ মেগাওয়াটের ইউনিটে গত বছরের ১৫ আগস্ট প্রথম পরীক্ষামূলক উৎপাদন শুরু হয়। বাণিজ্যিক উৎপাদন শুরু হয় ১৭ ডিসেম্বর রাতে। কিন্তু কয়লাসংকটে ২২ দিনের মাথায় বন্ধ হয়ে যায় উৎপাদন। ৯ ফেব্রুয়ারি ইন্দোনেশিয়া থেকে ৩০ হাজার টন কয়লা আসার পর ১৬ ফেব্রুয়ারি আবারও শুরু হয় উৎপাদন। দিনে লাগে ৫ হাজার টন কয়লা। ১৯ ফেব্রুয়ারি রাতে আসে আরও ৫৫ হাজার টন কয়লা। এখন এই কয়লাতেই চলছে, যা চলবে মার্চের প্রথম সপ্তাহ পর্যন্ত।
কেন্দ্র সূত্র জানায়, গত আগস্ট থেকে কয়লার সাতটি চালান এসেছে। আজ ২৫ ফেব্রুয়ারি আরও ৫৫ হাজার টন কয়লা নিয়ে অষ্টম চালানের জাহাজ মোংলা বন্দরে ভেড়ার কথা।
সাধারণত প্রথম ইউনিট চালুর তিন মাসের মধ্যে দ্বিতীয় ইউনিট চালু করা হয়। দ্বিতীয় ইউনিটের অবকাঠামোগত কাজও শেষ। খোঁজ নিয়ে জানা গেছে, কয়েক দফা সংশোধনের পর দ্বিতীয় ইউনিট ২৮ ফেব্রুয়ারি উৎপাদনে আসার কথা থাকলেও তা হচ্ছে না। এর পেছনে ডলার সংকট, কয়লা আমদানির ধীরগতিসহ কিছু কারণও রয়েছে।
বিআইএফপিসিএলের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) আনোয়ারুল আজিম আজকের পত্রিকাকে বলেন, রামপালের দ্বিতীয় ইউনিট আগামী জুলাইতে পরীক্ষামূলক উৎপাদন শুরু করবে।
বাণিজ্যিকভাবে উৎপাদনে যেতে পারবে সেপ্টেম্বরে। তখনই ১ হাজার ৩২০ মেগাওয়াটের মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্ট পূর্ণ সক্ষমতা প্রমাণ করতে পারবে।
২০১০ সালে ভারত ও বাংলাদেশের মধ্যে সমঝোতা স্মারকের আওতার ফসল রামপাল তাপবিদ্যুৎকেন্দ্র প্রকল্প। গত বছরের ৬ সেপ্টেম্বর ভারতের রাজধানী নয়াদিল্লি থেকে বিদ্যুৎকেন্দ্রটির প্রথম ইউনিট উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
কেন্দ্রের এক কর্মকর্তা বলেন, যত দিন কয়লার সরবরাহ থাকবে, তত দিন বিদ্যুৎ উৎপাদন হবে। নইলে বন্ধ হয়ে যাবে। কয়লার নিরবচ্ছিন্ন সরবরাহ পাওয়া নিয়েই তাঁদের বড় সংশয়।
কেন্দ্রের তথ্যমতে, চালু থাকা ইউনিটে পূর্ণ সক্ষমতায় অর্থাৎ ৬৬০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে প্রতিদিন ৫ হাজার টন কয়লা লাগে। প্রতি ইউনিট উৎপাদনে লাগে ৪৫০ গ্রামের মতো কয়লা। তবে কোনো ইউনিট সাধারণত সারা দিন পূর্ণ ক্ষমতায় বিদ্যুৎ উৎপাদন করতে পারে না। চাহিদা বুঝে কম-বেশি হয়।
বিদ্যুৎকেন্দ্রের একটি সূত্র জানায়, দুটি ইউনিট চালু হলে দিনে ৯-১০ হাজার টন কয়লা পোড়াতে হবে। আগে পাওয়া ক্রয়াদেশে এখন কেন্দ্রে ৬ লাখ টন কয়লা সরবরাহ করছে দেশের একটি শীর্ষ ব্যবসায়িক গ্রুপ। সম্প্রতি নতুন দরপত্রে অংশ নিয়ে আরও ৬০ লাখ টন কয়লার কার্যাদেশ পেয়েছে তারাই। সব কয়লাই আনা হচ্ছে ইন্দোনেশিয়া থেকে। ১৬ হাজার কোটি টাকায় নির্মিত বিদ্যুৎকেন্দ্রটির কয়লা খালাসের জন্য পশুর নদের তীরে আলাদা জেটি নির্মাণ করা হয়েছে।
বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবনের কাছে হওয়ায় এই বিদ্যুৎকেন্দ্র নিয়ে শুরু থেকেই আপত্তি জানিয়েছেন, আন্দোলন করেছেন পরিবেশবাদীরা। বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের জীববৈচিত্র্যের ভারসাম্য নষ্ট হওয়ার আশঙ্কায় আপত্তি তুলেছিল ইউনেসকোও। তবে প্রকল্প কর্তৃপক্ষ বিভিন্ন সময় জানিয়েছে, তাদের কাছে আসা আপত্তিগুলো আমলে নিয়েই রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হয়েছে। কয়লার ধোঁয়া নির্গমনের জন্য ২৭৫ মিটার উচ্চতার চিমনি করা হয়েছে, যাতে ধোঁয়া সুন্দরবনে ছড়াতে না পারে। সর্বাধুনিক প্রযুক্তিতে পরিশোধনের মাধ্যমে ধোঁয়া ওপরে চলে যাবে। আশপাশে ছড়াবে না।
কয়লাই ভোগাচ্ছে বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রকে। দুটি ইউনিটের মধ্যে উৎপাদনে আসা ইউনিটটিও কয়লাসংকটে ইতিমধ্যে প্রায় এক মাস বন্ধ থেকেছে। এখন যে কয়লা মজুত আছে, তাতে চলবে আগামী মার্চের প্রথম সপ্তাহ পর্যন্ত। কয়লাসংকটে দ্বিতীয় ইউনিট চালুর তারিখও বারবার পিছিয়েছে।
রামপাল বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণ ও পরিচালনায় রয়েছে বাংলাদেশ ও ভারতের যৌথ মালিকানার বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেড (বিআইএফপিসিএল)। দুই ইউনিটের এই বিদ্যুৎকেন্দ্রটির মোট উৎপাদনক্ষমতা ১ হাজার ৩২০ মেগাওয়াট। এর মধ্যে একটি অর্থাৎ ৬৬০ মেগাওয়াটের ইউনিটে গত বছরের ১৫ আগস্ট প্রথম পরীক্ষামূলক উৎপাদন শুরু হয়। বাণিজ্যিক উৎপাদন শুরু হয় ১৭ ডিসেম্বর রাতে। কিন্তু কয়লাসংকটে ২২ দিনের মাথায় বন্ধ হয়ে যায় উৎপাদন। ৯ ফেব্রুয়ারি ইন্দোনেশিয়া থেকে ৩০ হাজার টন কয়লা আসার পর ১৬ ফেব্রুয়ারি আবারও শুরু হয় উৎপাদন। দিনে লাগে ৫ হাজার টন কয়লা। ১৯ ফেব্রুয়ারি রাতে আসে আরও ৫৫ হাজার টন কয়লা। এখন এই কয়লাতেই চলছে, যা চলবে মার্চের প্রথম সপ্তাহ পর্যন্ত।
কেন্দ্র সূত্র জানায়, গত আগস্ট থেকে কয়লার সাতটি চালান এসেছে। আজ ২৫ ফেব্রুয়ারি আরও ৫৫ হাজার টন কয়লা নিয়ে অষ্টম চালানের জাহাজ মোংলা বন্দরে ভেড়ার কথা।
সাধারণত প্রথম ইউনিট চালুর তিন মাসের মধ্যে দ্বিতীয় ইউনিট চালু করা হয়। দ্বিতীয় ইউনিটের অবকাঠামোগত কাজও শেষ। খোঁজ নিয়ে জানা গেছে, কয়েক দফা সংশোধনের পর দ্বিতীয় ইউনিট ২৮ ফেব্রুয়ারি উৎপাদনে আসার কথা থাকলেও তা হচ্ছে না। এর পেছনে ডলার সংকট, কয়লা আমদানির ধীরগতিসহ কিছু কারণও রয়েছে।
বিআইএফপিসিএলের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) আনোয়ারুল আজিম আজকের পত্রিকাকে বলেন, রামপালের দ্বিতীয় ইউনিট আগামী জুলাইতে পরীক্ষামূলক উৎপাদন শুরু করবে।
বাণিজ্যিকভাবে উৎপাদনে যেতে পারবে সেপ্টেম্বরে। তখনই ১ হাজার ৩২০ মেগাওয়াটের মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্ট পূর্ণ সক্ষমতা প্রমাণ করতে পারবে।
২০১০ সালে ভারত ও বাংলাদেশের মধ্যে সমঝোতা স্মারকের আওতার ফসল রামপাল তাপবিদ্যুৎকেন্দ্র প্রকল্প। গত বছরের ৬ সেপ্টেম্বর ভারতের রাজধানী নয়াদিল্লি থেকে বিদ্যুৎকেন্দ্রটির প্রথম ইউনিট উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
কেন্দ্রের এক কর্মকর্তা বলেন, যত দিন কয়লার সরবরাহ থাকবে, তত দিন বিদ্যুৎ উৎপাদন হবে। নইলে বন্ধ হয়ে যাবে। কয়লার নিরবচ্ছিন্ন সরবরাহ পাওয়া নিয়েই তাঁদের বড় সংশয়।
কেন্দ্রের তথ্যমতে, চালু থাকা ইউনিটে পূর্ণ সক্ষমতায় অর্থাৎ ৬৬০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে প্রতিদিন ৫ হাজার টন কয়লা লাগে। প্রতি ইউনিট উৎপাদনে লাগে ৪৫০ গ্রামের মতো কয়লা। তবে কোনো ইউনিট সাধারণত সারা দিন পূর্ণ ক্ষমতায় বিদ্যুৎ উৎপাদন করতে পারে না। চাহিদা বুঝে কম-বেশি হয়।
বিদ্যুৎকেন্দ্রের একটি সূত্র জানায়, দুটি ইউনিট চালু হলে দিনে ৯-১০ হাজার টন কয়লা পোড়াতে হবে। আগে পাওয়া ক্রয়াদেশে এখন কেন্দ্রে ৬ লাখ টন কয়লা সরবরাহ করছে দেশের একটি শীর্ষ ব্যবসায়িক গ্রুপ। সম্প্রতি নতুন দরপত্রে অংশ নিয়ে আরও ৬০ লাখ টন কয়লার কার্যাদেশ পেয়েছে তারাই। সব কয়লাই আনা হচ্ছে ইন্দোনেশিয়া থেকে। ১৬ হাজার কোটি টাকায় নির্মিত বিদ্যুৎকেন্দ্রটির কয়লা খালাসের জন্য পশুর নদের তীরে আলাদা জেটি নির্মাণ করা হয়েছে।
বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবনের কাছে হওয়ায় এই বিদ্যুৎকেন্দ্র নিয়ে শুরু থেকেই আপত্তি জানিয়েছেন, আন্দোলন করেছেন পরিবেশবাদীরা। বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের জীববৈচিত্র্যের ভারসাম্য নষ্ট হওয়ার আশঙ্কায় আপত্তি তুলেছিল ইউনেসকোও। তবে প্রকল্প কর্তৃপক্ষ বিভিন্ন সময় জানিয়েছে, তাদের কাছে আসা আপত্তিগুলো আমলে নিয়েই রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হয়েছে। কয়লার ধোঁয়া নির্গমনের জন্য ২৭৫ মিটার উচ্চতার চিমনি করা হয়েছে, যাতে ধোঁয়া সুন্দরবনে ছড়াতে না পারে। সর্বাধুনিক প্রযুক্তিতে পরিশোধনের মাধ্যমে ধোঁয়া ওপরে চলে যাবে। আশপাশে ছড়াবে না।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে