বিনোদন ডেস্ক
কী নেই এই সিনেমায়! আছে মণিরত্নমের নির্দেশনা, চিয়ান বিক্রম-কার্থি-তৃষা-জয়ম রবির অভিনয়, এ আর রাহমানের সংগীত পরিচালনা, ‘জগ্গা জাসুস’ ও ‘সঞ্জু’র মতো সিনেমার চিত্রগ্রাহক রবি বর্মণও হাজির। সম্পাদনায় আছেন একাধিক জাতীয় পুরস্কারপ্রাপ্ত এস শ্রীকর প্রসাদ। আর আছেন ঐশ্বরিয়া রাই বচ্চন।
ঐশ্বরিয়ার কথা আলাদা করে বলার কারণ হলো, প্রায় চার বছর পর আবার পর্দায় দেখা দিলেন বচ্চন-বধূ। মণিরত্নমের পরিচালনায় অভিনয় করলেন এক যুগ পর। শুক্রবার মুক্তি পেয়েছে সিনেমাটি। প্রত্যাশিতভাবেই মুক্তির প্রথম দিন থেকেই বক্স অফিসে ঝড় তুলেছে ‘পন্নিয়েন সেলভান’।
বক্স অফিস বিশ্লেষকদের তথ্য অনুসারে, মুক্তির দুই দিনের মধ্যে বিশ্বজুড়ে ১৫০ কোটি রুপির ব্যবসা করেছে এই সিনেমা। প্রথম দিন বিশ্বব্যাপী ৮০ কোটি রুপি ব্যবসা করেছে। যার মধ্যে প্রথম দিনে সবচেয়ে বেশি আয় করা তামিল সিনেমার রেকর্ড তৈরি করেছে ‘পন্নিয়েন সেলভান’। ভারতে এই সিনেমার আয় ৪০ কোটি রুপির কাছাকাছি ছিল। সিনেমার টিকিট প্রি বুকিংই হয়েছিল ১৭ কোটির, তা-ও শুধু ভারতে।
সমালোচকেরা বলছেন, ‘তামিল লেখক কল্কি কৃষ্ণমূর্তির ঐতিহাসিক উপন্যাস অবলম্বনে সিনেমাটি তৈরি করেছেন মণিরত্নম। এই উপন্যাসের কাহিনি চোল বংশের অরুলমোজি বর্মণের সময়কার। এই সময়টা একেবারে নিখুঁতভাবে তুলে এনেছেন পরিচালক। প্রতিটি ফ্রেমই যেন ইতিহাসের পাতা থেকে উঠে এসেছে। সিনেমাটির সবচেয়ে শক্তিশালী দিকই হলো পরিচালনা। মণিরত্নমই ‘পন্নিয়েন সেলভান’-এর আসল জাদুকর। ফের তিনি প্রমাণ করলেন, সিনেমার পর্দায় কীভাবে গল্প বলতে হয়। এমনিতেই পিরিয়াড সিনেমা, তা যদি আবার হয় ইতিহাসনির্ভর, তা ক্যামেরায় তুলে আনা বেশ কঠিন। এই সিনেমা এ ক্ষেত্রে একেবারেই ত্রুটিমুক্ত।’ টানা দেড় শ দিনে পন্নিয়েন সেলভান সিনেমার দুই পার্টের শুটিং হয়েছে। এর আগে ভারতের আলোচিত দুই পার্টের সিনেমাগুলো যেমন ‘বাহুবলী’, ‘কেজিএফ’, ‘পুষ্পা’, ‘ব্রহ্মাস্ত্র’ বিরতি নিয়ে শুটিং হয়েছে। প্রথম পর্বের মুক্তির পর দ্বিতীয় পর্বের শুটিং হয়েছে প্রায় সব সিনেমার।
কী নেই এই সিনেমায়! আছে মণিরত্নমের নির্দেশনা, চিয়ান বিক্রম-কার্থি-তৃষা-জয়ম রবির অভিনয়, এ আর রাহমানের সংগীত পরিচালনা, ‘জগ্গা জাসুস’ ও ‘সঞ্জু’র মতো সিনেমার চিত্রগ্রাহক রবি বর্মণও হাজির। সম্পাদনায় আছেন একাধিক জাতীয় পুরস্কারপ্রাপ্ত এস শ্রীকর প্রসাদ। আর আছেন ঐশ্বরিয়া রাই বচ্চন।
ঐশ্বরিয়ার কথা আলাদা করে বলার কারণ হলো, প্রায় চার বছর পর আবার পর্দায় দেখা দিলেন বচ্চন-বধূ। মণিরত্নমের পরিচালনায় অভিনয় করলেন এক যুগ পর। শুক্রবার মুক্তি পেয়েছে সিনেমাটি। প্রত্যাশিতভাবেই মুক্তির প্রথম দিন থেকেই বক্স অফিসে ঝড় তুলেছে ‘পন্নিয়েন সেলভান’।
বক্স অফিস বিশ্লেষকদের তথ্য অনুসারে, মুক্তির দুই দিনের মধ্যে বিশ্বজুড়ে ১৫০ কোটি রুপির ব্যবসা করেছে এই সিনেমা। প্রথম দিন বিশ্বব্যাপী ৮০ কোটি রুপি ব্যবসা করেছে। যার মধ্যে প্রথম দিনে সবচেয়ে বেশি আয় করা তামিল সিনেমার রেকর্ড তৈরি করেছে ‘পন্নিয়েন সেলভান’। ভারতে এই সিনেমার আয় ৪০ কোটি রুপির কাছাকাছি ছিল। সিনেমার টিকিট প্রি বুকিংই হয়েছিল ১৭ কোটির, তা-ও শুধু ভারতে।
সমালোচকেরা বলছেন, ‘তামিল লেখক কল্কি কৃষ্ণমূর্তির ঐতিহাসিক উপন্যাস অবলম্বনে সিনেমাটি তৈরি করেছেন মণিরত্নম। এই উপন্যাসের কাহিনি চোল বংশের অরুলমোজি বর্মণের সময়কার। এই সময়টা একেবারে নিখুঁতভাবে তুলে এনেছেন পরিচালক। প্রতিটি ফ্রেমই যেন ইতিহাসের পাতা থেকে উঠে এসেছে। সিনেমাটির সবচেয়ে শক্তিশালী দিকই হলো পরিচালনা। মণিরত্নমই ‘পন্নিয়েন সেলভান’-এর আসল জাদুকর। ফের তিনি প্রমাণ করলেন, সিনেমার পর্দায় কীভাবে গল্প বলতে হয়। এমনিতেই পিরিয়াড সিনেমা, তা যদি আবার হয় ইতিহাসনির্ভর, তা ক্যামেরায় তুলে আনা বেশ কঠিন। এই সিনেমা এ ক্ষেত্রে একেবারেই ত্রুটিমুক্ত।’ টানা দেড় শ দিনে পন্নিয়েন সেলভান সিনেমার দুই পার্টের শুটিং হয়েছে। এর আগে ভারতের আলোচিত দুই পার্টের সিনেমাগুলো যেমন ‘বাহুবলী’, ‘কেজিএফ’, ‘পুষ্পা’, ‘ব্রহ্মাস্ত্র’ বিরতি নিয়ে শুটিং হয়েছে। প্রথম পর্বের মুক্তির পর দ্বিতীয় পর্বের শুটিং হয়েছে প্রায় সব সিনেমার।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৪ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৪ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে