চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে এক ছাত্রীকে যৌন নিপীড়নের ঘটনায় করা মামলায় পাঁচ আসামি জামিনে মুক্ত হয়ে ক্যাম্পাসে অবাধে চলাফেরা করছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী ছাত্রী। তিনি নিরাপত্তা চেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে লিখিত আবেদন করেছেন। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ।
গত সোমবার প্রক্টরের কাছে লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী ওই ছাত্রী। অভিযোগে ওই ছাত্রী লিখেছেন, ‘গত ২৯ এপ্রিল একদল ছেলে আমাকে আবার হেনস্তার চেষ্টা করে এবং সে বিষয়ে আমি আপনাকে (প্রক্টরকে) সে সময়ই অবগত করেছি এবং অভিযোগপত্র গত ৩০ এপ্রিল দাখিল করেছি। ঘটনাটি নিয়ে সেদিন থেকেই বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় মিথ্যা প্রচারণা চালাচ্ছেন নিপীড়কেরা। তাঁরা হুমকি এবং বিভিন্ন মানহানিকর বক্তব্য দিচ্ছেন। এগুলো স্পষ্টতই আইনের লঙ্ঘন এবং কিছু মন্তব্য ডিজিটাল নিরাপত্তা আইনে শাস্তিযোগ্য অপরাধ।’
গত বছরের ১৭ জুলাই রাতে বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব হলের পাশে ওই ছাত্রীকে মারধর ও যৌন নিপীড়ন এবং ঘটনার ভিডিও ধারণের অভিযোগ ওঠে। পরে এ ঘটনায় জড়িত অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করে র্যাব। তাঁরা হলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষার্থী আজিম হোসাইন, নৃবিজ্ঞান বিভাগের নুরুল আবছার বাবু, হাটহাজারী কলেজের নুর হোসেন শাওন ও মাসুদ রানা এবং সাইফুল। এঁদের মধ্যে আজিম ও বাবুকে বিশ্ববিদ্যালয় থেকে আজীবন বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। বাকিদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিষিদ্ধ করা হয়েছে।
জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. নূরুল আজিম সিকদার আজকের পত্রিকাকে বলেন, এ ঘটনায় গঠিত তদন্ত কমিটি এটি নিয়ে কাজ করছে।
তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. আবুল মনছুর বলেন, ‘আমরা ওই ছাত্রীর সাক্ষাৎকার নিয়েছি। অভিযুক্ত ব্যক্তিদের আমরা ডাকব, জিজ্ঞাসাবাদ করব। অভিযুক্ত যাঁরা ক্যাম্পাসে ঘুরে বেড়াচ্ছেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হয়েছে।’
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে এক ছাত্রীকে যৌন নিপীড়নের ঘটনায় করা মামলায় পাঁচ আসামি জামিনে মুক্ত হয়ে ক্যাম্পাসে অবাধে চলাফেরা করছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী ছাত্রী। তিনি নিরাপত্তা চেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে লিখিত আবেদন করেছেন। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ।
গত সোমবার প্রক্টরের কাছে লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী ওই ছাত্রী। অভিযোগে ওই ছাত্রী লিখেছেন, ‘গত ২৯ এপ্রিল একদল ছেলে আমাকে আবার হেনস্তার চেষ্টা করে এবং সে বিষয়ে আমি আপনাকে (প্রক্টরকে) সে সময়ই অবগত করেছি এবং অভিযোগপত্র গত ৩০ এপ্রিল দাখিল করেছি। ঘটনাটি নিয়ে সেদিন থেকেই বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় মিথ্যা প্রচারণা চালাচ্ছেন নিপীড়কেরা। তাঁরা হুমকি এবং বিভিন্ন মানহানিকর বক্তব্য দিচ্ছেন। এগুলো স্পষ্টতই আইনের লঙ্ঘন এবং কিছু মন্তব্য ডিজিটাল নিরাপত্তা আইনে শাস্তিযোগ্য অপরাধ।’
গত বছরের ১৭ জুলাই রাতে বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব হলের পাশে ওই ছাত্রীকে মারধর ও যৌন নিপীড়ন এবং ঘটনার ভিডিও ধারণের অভিযোগ ওঠে। পরে এ ঘটনায় জড়িত অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করে র্যাব। তাঁরা হলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষার্থী আজিম হোসাইন, নৃবিজ্ঞান বিভাগের নুরুল আবছার বাবু, হাটহাজারী কলেজের নুর হোসেন শাওন ও মাসুদ রানা এবং সাইফুল। এঁদের মধ্যে আজিম ও বাবুকে বিশ্ববিদ্যালয় থেকে আজীবন বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। বাকিদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিষিদ্ধ করা হয়েছে।
জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. নূরুল আজিম সিকদার আজকের পত্রিকাকে বলেন, এ ঘটনায় গঠিত তদন্ত কমিটি এটি নিয়ে কাজ করছে।
তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. আবুল মনছুর বলেন, ‘আমরা ওই ছাত্রীর সাক্ষাৎকার নিয়েছি। অভিযুক্ত ব্যক্তিদের আমরা ডাকব, জিজ্ঞাসাবাদ করব। অভিযুক্ত যাঁরা ক্যাম্পাসে ঘুরে বেড়াচ্ছেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হয়েছে।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে