বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি
ভোলার বোরহানউদ্দিনে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে জেলার ৫৫০ বছরের পুরোনো সুরমা প্রাসাদ। উপজেলার সাঁচরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের গুড়িন্দাবাড়িতে দেখা মেলে এই পুরোনো স্থাপনার। জেলা তথ্য বাতায়নে ঐতিহাসিক পুরাকীর্তি বিভাগে ভোলায় এর চেয়ে পুরোনো কোনো স্থাপনার উল্লেখ নেই। তৎকালীন সময়ের এই নির্মাণশৈলীতে মুগ্ধ সবাই। সরকারিভাবে এ পুরাকীর্তি সংরক্ষণের দাবি স্থানীয় বাসিন্দাদের।
বরিশাল বিভাগের ইতিহাস থেকে জানা গেছে, প্রায় ৫৫০ বছর আগে চন্দ্রদ্বীপের (বর্তমান পটুয়াখালীর অংশ) রাজা জয়দেবের ছোট মেয়ে বিদ্যা সুন্দরী ও জামাতা গুড়িন্দার (রাজসভার মন্ত্রী ছিলেন) জন্য ওই রাজবাড়ি নির্মাণ করা হয়। গুড়িন্দা ১৪৭৫ সালে বিদ্যা সুন্দরীর নামে বিশাল দিঘিও খনন করেন। এলাকায় সেই দিঘি নিয়ে নানা কল্পকাহিনি প্রচলিত রয়েছে।
তবে প্রফেসর মোহাম্মদ হোসেন চৌধুরীর ‘ভোলা জেলার ইতিহাস’ ও এবিএম আমিনউল্যাহর ‘বোরহানউদ্দিন থানার ইতিহাস’ থেকে জানা যায়, রাজা জয়দেব তাঁর মেয়ে বিদ্যা সুন্দরীকে তাঁরই রাজ্যসভার গোয়েন্দাপ্রধানের সঙ্গে বিয়ে দেন। পরে মেয়ে ও জামাতার জন্য তিনি ওই রাজকীয় প্রাসাদ নির্মাণ করেন। রাজার জামাতা গোয়েন্দা হিসেবে কাজ করতেন বলে একসময় ওই বাড়ির নাম ছিল গোয়েন্দাবাড়ি। ধারণা করা হয়, জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার পর কালক্রমে ওই বাড়ির নাম গুড়িন্দাবাড়ি হয়ে যায়।
সরেজমিনে দেখা যায়, বাড়ির দক্ষিণ ভিটায় অবস্থিত এ স্থাপত্যের সামনের অংশে নানা ধরনের নকশা করা। অনেক জায়গায় পলেস্তারা খসে গেছে। অযত্নে দেয়ালের গায়ে শেওলা জন্মেছে। প্রাসাদটির প্রবেশদ্বার একটি, যার প্রস্থ তিন ফুট আর উচ্চতা পৌনে ছয় ফুট। ভেতরের দেয়ালে রয়েছে বিভিন্ন নকশা ও আলপনা। বারান্দা থেকে ভেতরের ঘরে প্রবেশের জন্য রয়েছে দুটি দরজা। ওই দরজা দুটির উচ্চতা মাত্র সাড়ে চার ফুট। দেয়াল ও ছাদে চুন-সুরকি ব্যবহার করা হয়েছে। দেয়ালের প্রস্থ কমপক্ষে ২৫ ইঞ্চি এবং ছাদের প্রস্থ ১০-১১ ইঞ্চি। ভবনটির মেঝেতে ক্ষয় ধরেছে। পশ্চিম দিক দিয়ে ইট-সুরকির সিঁড়ি সরাসরি ছাদের সঙ্গে মিশেছে। ভবনের পেছনের দিকে ২-৩টি সুড়ঙ্গ মুখ রয়েছে। সিঁড়িতে যে ইট ব্যবহার করা হয়েছে, সেগুলোর দৈর্ঘ্য ১২ ইঞ্চি ও প্রস্থ ৬ ইঞ্চি।
ভবনের বাসিন্দা আ. লতিফ জানান, একসময় তাঁর দাদা আ. আজিজ, দাদার ভাই দেলোয়ার হোসেন ও ফজলে করিম একসঙ্গে থাকতেন। তাঁদের মৃত্যুর পর তাঁর বাবা আ. কাদের ও পরবর্তী ওয়ারিশগণও বসবাস করেছেন। এখন দেলোয়ার হোসেনের নাতি ৬২ বছর বয়সী নান্নু গুড়িন্দা ওই ঘরে থাকেন। নান্নু গুড়িন্দা ও আ. লতিফ গুড়িন্দা জানান, সরকারিভাবে ঘর সংরক্ষণের উদ্যোগ নিলে তাঁদের কোনো আপত্তি নেই।
এ বিষয়ে বোরহানউদ্দিন পৌরসভার নির্বাহী প্রকৌশলী আ. সাত্তার ও সিভিল ইঞ্জিনিয়ার মেহেদি হাসান আজকের পত্রিকাকে জানান, ওই সময়ে এ ধরনের স্থাপত্য নির্মাণ সত্যিই বিস্ময়কর। আর এত বছর টিকে থাকার পর বর্তমান অবস্থায় থাকা আরও বিস্ময়কর। প্রবীণ সাংবাদিক ও সমাজকর্মী ওমর ফারুক তারেক জানান, পরবর্তী প্রজন্মের কাছে এ স্থাপনা একটি জ্বলন্ত দলিল। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুর রহমান জানান, অবিলম্বে ওই প্রাচীন স্থাপনা পরিদর্শন করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
ভোলার বোরহানউদ্দিনে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে জেলার ৫৫০ বছরের পুরোনো সুরমা প্রাসাদ। উপজেলার সাঁচরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের গুড়িন্দাবাড়িতে দেখা মেলে এই পুরোনো স্থাপনার। জেলা তথ্য বাতায়নে ঐতিহাসিক পুরাকীর্তি বিভাগে ভোলায় এর চেয়ে পুরোনো কোনো স্থাপনার উল্লেখ নেই। তৎকালীন সময়ের এই নির্মাণশৈলীতে মুগ্ধ সবাই। সরকারিভাবে এ পুরাকীর্তি সংরক্ষণের দাবি স্থানীয় বাসিন্দাদের।
বরিশাল বিভাগের ইতিহাস থেকে জানা গেছে, প্রায় ৫৫০ বছর আগে চন্দ্রদ্বীপের (বর্তমান পটুয়াখালীর অংশ) রাজা জয়দেবের ছোট মেয়ে বিদ্যা সুন্দরী ও জামাতা গুড়িন্দার (রাজসভার মন্ত্রী ছিলেন) জন্য ওই রাজবাড়ি নির্মাণ করা হয়। গুড়িন্দা ১৪৭৫ সালে বিদ্যা সুন্দরীর নামে বিশাল দিঘিও খনন করেন। এলাকায় সেই দিঘি নিয়ে নানা কল্পকাহিনি প্রচলিত রয়েছে।
তবে প্রফেসর মোহাম্মদ হোসেন চৌধুরীর ‘ভোলা জেলার ইতিহাস’ ও এবিএম আমিনউল্যাহর ‘বোরহানউদ্দিন থানার ইতিহাস’ থেকে জানা যায়, রাজা জয়দেব তাঁর মেয়ে বিদ্যা সুন্দরীকে তাঁরই রাজ্যসভার গোয়েন্দাপ্রধানের সঙ্গে বিয়ে দেন। পরে মেয়ে ও জামাতার জন্য তিনি ওই রাজকীয় প্রাসাদ নির্মাণ করেন। রাজার জামাতা গোয়েন্দা হিসেবে কাজ করতেন বলে একসময় ওই বাড়ির নাম ছিল গোয়েন্দাবাড়ি। ধারণা করা হয়, জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার পর কালক্রমে ওই বাড়ির নাম গুড়িন্দাবাড়ি হয়ে যায়।
সরেজমিনে দেখা যায়, বাড়ির দক্ষিণ ভিটায় অবস্থিত এ স্থাপত্যের সামনের অংশে নানা ধরনের নকশা করা। অনেক জায়গায় পলেস্তারা খসে গেছে। অযত্নে দেয়ালের গায়ে শেওলা জন্মেছে। প্রাসাদটির প্রবেশদ্বার একটি, যার প্রস্থ তিন ফুট আর উচ্চতা পৌনে ছয় ফুট। ভেতরের দেয়ালে রয়েছে বিভিন্ন নকশা ও আলপনা। বারান্দা থেকে ভেতরের ঘরে প্রবেশের জন্য রয়েছে দুটি দরজা। ওই দরজা দুটির উচ্চতা মাত্র সাড়ে চার ফুট। দেয়াল ও ছাদে চুন-সুরকি ব্যবহার করা হয়েছে। দেয়ালের প্রস্থ কমপক্ষে ২৫ ইঞ্চি এবং ছাদের প্রস্থ ১০-১১ ইঞ্চি। ভবনটির মেঝেতে ক্ষয় ধরেছে। পশ্চিম দিক দিয়ে ইট-সুরকির সিঁড়ি সরাসরি ছাদের সঙ্গে মিশেছে। ভবনের পেছনের দিকে ২-৩টি সুড়ঙ্গ মুখ রয়েছে। সিঁড়িতে যে ইট ব্যবহার করা হয়েছে, সেগুলোর দৈর্ঘ্য ১২ ইঞ্চি ও প্রস্থ ৬ ইঞ্চি।
ভবনের বাসিন্দা আ. লতিফ জানান, একসময় তাঁর দাদা আ. আজিজ, দাদার ভাই দেলোয়ার হোসেন ও ফজলে করিম একসঙ্গে থাকতেন। তাঁদের মৃত্যুর পর তাঁর বাবা আ. কাদের ও পরবর্তী ওয়ারিশগণও বসবাস করেছেন। এখন দেলোয়ার হোসেনের নাতি ৬২ বছর বয়সী নান্নু গুড়িন্দা ওই ঘরে থাকেন। নান্নু গুড়িন্দা ও আ. লতিফ গুড়িন্দা জানান, সরকারিভাবে ঘর সংরক্ষণের উদ্যোগ নিলে তাঁদের কোনো আপত্তি নেই।
এ বিষয়ে বোরহানউদ্দিন পৌরসভার নির্বাহী প্রকৌশলী আ. সাত্তার ও সিভিল ইঞ্জিনিয়ার মেহেদি হাসান আজকের পত্রিকাকে জানান, ওই সময়ে এ ধরনের স্থাপত্য নির্মাণ সত্যিই বিস্ময়কর। আর এত বছর টিকে থাকার পর বর্তমান অবস্থায় থাকা আরও বিস্ময়কর। প্রবীণ সাংবাদিক ও সমাজকর্মী ওমর ফারুক তারেক জানান, পরবর্তী প্রজন্মের কাছে এ স্থাপনা একটি জ্বলন্ত দলিল। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুর রহমান জানান, অবিলম্বে ওই প্রাচীন স্থাপনা পরিদর্শন করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে