নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয় দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে অভিযোগ দেওয়ার পর রাজশাহী নগর পুলিশের (আরএমপি) বিশেষ শাখার (সিটিএসবি) এক এসআইকে বদলি করা হয়েছে। তবে যে সমন্বয়কের নামে অভিযোগটি দেওয়া হয়েছে, তাঁর দাবি, তিনি কিছু জানেনই না। এ ঘটনায় তিনি জিডিও করেছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আরএমপির সিটিএসবির এসআই আব্দুল মোমেন প্রামাণিকের বিরুদ্ধে সম্প্রতি স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে একটি অভিযোগ জমা পড়ে। অভিযোগকারী হিসেবে আব্দুল আল ফাহিম, সমন্বয়ক (কোটাবিরোধী আন্দোলন, রাজশাহী বিশ্ববিদ্যালয়) লেখা হয়। বাস্তবে এ নামে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোনো সমন্বয়ক নেই। তবে ফজলে রাব্বি মো. ফাহিম রেজা নামে একজন আছেন। ধারণা করা হচ্ছে, অভিযোগকারী ফাহিম রেজার পরিচয়ই ব্যবহার করতে চেয়েছিলেন।
এদিকে বিষয়টি জানতে পেরে ফাহিম রেজা গত শনিবার নগরীর মতিহার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডিতে তিনি বলেন, ‘আমার নাম ব্যবহার করে এসআই (নিরস্ত্র) আব্দুল মোমেনের চরিত্র হননের জন্য কোনো অসাধু ব্যক্তি স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে লিখিত অভিযোগ করেছে। এর পরিপ্রেক্ষিতে গত ২০ আগস্ট তাঁকে এপিবিএনে বদলি করা হয়। আমি আব্দুল মোমেনকে ব্যক্তিগতভাবে চিনি না। আমি তাঁর বদলির জন্য কোনো অভিযোগ করিনি।’
পুলিশ সূত্রে জানা গেছে, স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে করা অভিযোগে এসআই মোমেনের বিরুদ্ধে রাজশাহী মেডিকেল কলেজ ও রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনিয়মের সঙ্গে জড়িত থাকার কথা বলা হয়। গোয়েন্দা প্রতিবেদনের ভয় দেখিয়ে সুবিধা আদায়, রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য মাসুম হাবিবকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো, একই এলাকায় বাড়ি হওয়ার সুবাদে সাবেক সংসদ সদস্য আবু সাঈদ আল মাহমুদ স্বপনের পরিচয় ব্যবহার করে পদোন্নতি পাওয়াসহ নানা অভিযোগ করা হয়েছে। পরে তাঁকে পুলিশ সদর দপ্তরে এপিবিএনে বদলি করা হয়েছে।
মোমেন বলেন, ‘পুলিশি দায়িত্ব পালনের ফলে অসন্তুষ্ট হওয়া কোনো পক্ষ ষড়যন্ত্রমূলক তাঁর বিরুদ্ধে অভিযোগ করেছে।’
আরএমপির মুখপাত্র ও অতিরিক্ত উপকমিশনার জামিরুল ইসলাম বলেন, ‘আব্দুল মোমেন বদলি বাতিলের জন্য একটি আবেদন করেছেন। আরএমপির পক্ষ থেকে এই আবেদন অগ্রগামী করা হয়েছে। ভুয়া অভিযোগ দাখিলের বিষয়ে জিডি হয়েছে। কে এ অভিযোগ দিয়েছেন, তার তদন্ত করা হবে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয় দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে অভিযোগ দেওয়ার পর রাজশাহী নগর পুলিশের (আরএমপি) বিশেষ শাখার (সিটিএসবি) এক এসআইকে বদলি করা হয়েছে। তবে যে সমন্বয়কের নামে অভিযোগটি দেওয়া হয়েছে, তাঁর দাবি, তিনি কিছু জানেনই না। এ ঘটনায় তিনি জিডিও করেছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আরএমপির সিটিএসবির এসআই আব্দুল মোমেন প্রামাণিকের বিরুদ্ধে সম্প্রতি স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে একটি অভিযোগ জমা পড়ে। অভিযোগকারী হিসেবে আব্দুল আল ফাহিম, সমন্বয়ক (কোটাবিরোধী আন্দোলন, রাজশাহী বিশ্ববিদ্যালয়) লেখা হয়। বাস্তবে এ নামে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোনো সমন্বয়ক নেই। তবে ফজলে রাব্বি মো. ফাহিম রেজা নামে একজন আছেন। ধারণা করা হচ্ছে, অভিযোগকারী ফাহিম রেজার পরিচয়ই ব্যবহার করতে চেয়েছিলেন।
এদিকে বিষয়টি জানতে পেরে ফাহিম রেজা গত শনিবার নগরীর মতিহার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডিতে তিনি বলেন, ‘আমার নাম ব্যবহার করে এসআই (নিরস্ত্র) আব্দুল মোমেনের চরিত্র হননের জন্য কোনো অসাধু ব্যক্তি স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে লিখিত অভিযোগ করেছে। এর পরিপ্রেক্ষিতে গত ২০ আগস্ট তাঁকে এপিবিএনে বদলি করা হয়। আমি আব্দুল মোমেনকে ব্যক্তিগতভাবে চিনি না। আমি তাঁর বদলির জন্য কোনো অভিযোগ করিনি।’
পুলিশ সূত্রে জানা গেছে, স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে করা অভিযোগে এসআই মোমেনের বিরুদ্ধে রাজশাহী মেডিকেল কলেজ ও রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনিয়মের সঙ্গে জড়িত থাকার কথা বলা হয়। গোয়েন্দা প্রতিবেদনের ভয় দেখিয়ে সুবিধা আদায়, রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য মাসুম হাবিবকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো, একই এলাকায় বাড়ি হওয়ার সুবাদে সাবেক সংসদ সদস্য আবু সাঈদ আল মাহমুদ স্বপনের পরিচয় ব্যবহার করে পদোন্নতি পাওয়াসহ নানা অভিযোগ করা হয়েছে। পরে তাঁকে পুলিশ সদর দপ্তরে এপিবিএনে বদলি করা হয়েছে।
মোমেন বলেন, ‘পুলিশি দায়িত্ব পালনের ফলে অসন্তুষ্ট হওয়া কোনো পক্ষ ষড়যন্ত্রমূলক তাঁর বিরুদ্ধে অভিযোগ করেছে।’
আরএমপির মুখপাত্র ও অতিরিক্ত উপকমিশনার জামিরুল ইসলাম বলেন, ‘আব্দুল মোমেন বদলি বাতিলের জন্য একটি আবেদন করেছেন। আরএমপির পক্ষ থেকে এই আবেদন অগ্রগামী করা হয়েছে। ভুয়া অভিযোগ দাখিলের বিষয়ে জিডি হয়েছে। কে এ অভিযোগ দিয়েছেন, তার তদন্ত করা হবে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে