নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের তৃতীয় তলায় মেডিসিন বিভাগ। বারান্দায় তো আছেই, সিঁড়ির পাশ থেকেই রোগীতে ঠাসা। মেডিসিন বিভাগের ভেতরে আরও ভয়াবহ অবস্থা। শয্যার পাশে মেঝেতেও রোগী। সাধারণ রোগীর সঙ্গে ভর্তি বেড়েছে ডেঙ্গু রোগীও। গতকাল মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৫ জন ডেঙ্গু রোগী ভর্তি ছিল।
সরেজমিন দেখা গেছে, বিভাগের ভেতর মশারি টানিয়ে ডেঙ্গু রোগীদের চিকিৎসা দিচ্ছেন চিকিৎসকেরা। চিকিৎসা না পাওয়া নিয়ে রোগীদের কোনো অভিযোগ নেই। চিকিৎসকের সংকট থাকলেও যাঁরা আছেন, তাঁরা সর্বোচ্চ চেষ্টা করছেন।
হালিশহর বি ব্লকের বাসিন্দা মো. রবিউল পাঁচ দিন আগে জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হন। পরে পরীক্ষায় ডেঙ্গুর উপস্থিতি মেলে। এরপর মশারি টানিয়ে তাঁকে রাখা হয়েছে। তাঁর বোন মিশকাত বলেন, রবিউল প্রথম দিকে অনেক দুর্বল ছিল। জ্বরও বেশি ছিল। চমেকে ভর্তি করানোর দুদিন পর থেকে ভালো লাগছে। চিকিৎসকেরা জানিয়েছেন, আরও কয়েক দিন থাকতে হবে।
চন্দনাইশের রিপা আক্তার ডেঙ্গু আক্রান্ত হয়ে গত সোমবার রাতে চমেকে ভর্তি হন। তিনি বলেন, এখনো পুরোপুরি সুস্থতাবোধ করছেন না তিনি। গতকাল সকালে চিকিৎসকেরা দেখেছেন। প্ল্যাটিলেট কম।
চমেকের মেডিসিন বিভাগের সহকারী রেজিস্ট্রার চৌধুরী ফরহাদ কামাল বলেন, বর্তমানে ১৪০ জন রোগী ভর্তি আছেন। তাঁদের মধ্যে ডেঙ্গু রোগী ২৫ জন। তাঁদের আলাদাভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে। অন্যরা যাতে সংক্রমিত না হন, সে জন্য মশারি টানিয়ে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।
সিভিল সার্জন মো. ইলিয়াস চৌধুরী বলেন, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৯১ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে সরকারি ও বেসরকারি হাসপাতালে ৮২ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। জানুয়ারি থেকে এই পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১ হাজার ৬৭৪ জন। সুস্থ হয়েছেন ১ হাজার ৫৯২ জন।
মো. ইলিয়াস চৌধুরী আরও বলেন, ডেঙ্গু হলে রক্তের প্ল্যাটিলেট তিন-চার দিন পরপর পরীক্ষা করিয়ে দেখতে হয়। এটি কমতে থাকলে ঝুঁকি বাড়ে। তাই প্ল্যাটিলেট এক লাখের নিচে নামলে হাসপাতালে ভর্তি হওয়া নিরাপদ। এ ছাড়া রক্তচাপ কমে গেলে, খেতে না পারলে বা বমি হলে হাসপাতালে ভর্তি করাতে হবে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের তৃতীয় তলায় মেডিসিন বিভাগ। বারান্দায় তো আছেই, সিঁড়ির পাশ থেকেই রোগীতে ঠাসা। মেডিসিন বিভাগের ভেতরে আরও ভয়াবহ অবস্থা। শয্যার পাশে মেঝেতেও রোগী। সাধারণ রোগীর সঙ্গে ভর্তি বেড়েছে ডেঙ্গু রোগীও। গতকাল মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৫ জন ডেঙ্গু রোগী ভর্তি ছিল।
সরেজমিন দেখা গেছে, বিভাগের ভেতর মশারি টানিয়ে ডেঙ্গু রোগীদের চিকিৎসা দিচ্ছেন চিকিৎসকেরা। চিকিৎসা না পাওয়া নিয়ে রোগীদের কোনো অভিযোগ নেই। চিকিৎসকের সংকট থাকলেও যাঁরা আছেন, তাঁরা সর্বোচ্চ চেষ্টা করছেন।
হালিশহর বি ব্লকের বাসিন্দা মো. রবিউল পাঁচ দিন আগে জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হন। পরে পরীক্ষায় ডেঙ্গুর উপস্থিতি মেলে। এরপর মশারি টানিয়ে তাঁকে রাখা হয়েছে। তাঁর বোন মিশকাত বলেন, রবিউল প্রথম দিকে অনেক দুর্বল ছিল। জ্বরও বেশি ছিল। চমেকে ভর্তি করানোর দুদিন পর থেকে ভালো লাগছে। চিকিৎসকেরা জানিয়েছেন, আরও কয়েক দিন থাকতে হবে।
চন্দনাইশের রিপা আক্তার ডেঙ্গু আক্রান্ত হয়ে গত সোমবার রাতে চমেকে ভর্তি হন। তিনি বলেন, এখনো পুরোপুরি সুস্থতাবোধ করছেন না তিনি। গতকাল সকালে চিকিৎসকেরা দেখেছেন। প্ল্যাটিলেট কম।
চমেকের মেডিসিন বিভাগের সহকারী রেজিস্ট্রার চৌধুরী ফরহাদ কামাল বলেন, বর্তমানে ১৪০ জন রোগী ভর্তি আছেন। তাঁদের মধ্যে ডেঙ্গু রোগী ২৫ জন। তাঁদের আলাদাভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে। অন্যরা যাতে সংক্রমিত না হন, সে জন্য মশারি টানিয়ে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।
সিভিল সার্জন মো. ইলিয়াস চৌধুরী বলেন, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৯১ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে সরকারি ও বেসরকারি হাসপাতালে ৮২ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। জানুয়ারি থেকে এই পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১ হাজার ৬৭৪ জন। সুস্থ হয়েছেন ১ হাজার ৫৯২ জন।
মো. ইলিয়াস চৌধুরী আরও বলেন, ডেঙ্গু হলে রক্তের প্ল্যাটিলেট তিন-চার দিন পরপর পরীক্ষা করিয়ে দেখতে হয়। এটি কমতে থাকলে ঝুঁকি বাড়ে। তাই প্ল্যাটিলেট এক লাখের নিচে নামলে হাসপাতালে ভর্তি হওয়া নিরাপদ। এ ছাড়া রক্তচাপ কমে গেলে, খেতে না পারলে বা বমি হলে হাসপাতালে ভর্তি করাতে হবে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে