বিনোদন প্রতিবেদক, ঢাকা
গত শুক্রবার রাতের ঘটনা। ‘রক অ্যান্ড রিদম ৩.০’ কনসার্ট চলছে। বসুন্ধরা কনভেনশন সেন্টারের নবরাত্রি হলভর্তি দর্শক। তিল ধারণের জায়গা নেই। রাজধানীতে প্রায়ই রক কনসার্টের আয়োজন হয়। তবে এই কনসার্ট অন্যগুলোর চেয়ে একেবারেই আলাদা। দর্শকদের জন্য তো অবশ্যই, ব্যান্ডগুলোর জন্যও বিশেষ। কারণ যে ১২টি ব্যান্ড গাইতে এসেছে কনসার্টে, সবাই ট্রিবিউট দেবে তাদের প্রিয় ব্যান্ডকে। কেউ গাইবে লিংকিন পার্ক, নির্ভানা, গানস অ্যান্ড রোজেস, পিংক ফ্লয়েডের গান; কারও কণ্ঠে শোনা যাবে জিমি হেনড্রিক্স, বব ডিলান কিংবা বব মার্লেকে।
প্রিয় ব্যান্ডের পরিবেশনায় প্রিয় শিল্পীর গান শুনতে তাই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছেন দর্শকেরা। বিকেল থেকেই শুরু হয় গিটারের ঝংকার। একপর্যায়ে মঞ্চে ওঠে ব্যান্ড আরবোভাইরাস। দুই দশকের বেশি সময় ধরে দেশের রকগানপ্রেমী তারুণ্যের প্রিয় ব্যান্ডের তালিকায় রয়েছে তারা। কথা ছিল, এ কনসার্টে আরবোভাইরাস গাইবে লিংকিন পার্ক ও গ্রিন ডে ব্যান্ডের গান। একে একে এ দুই ব্যান্ডের কালজয়ী কিছু গান শুনিয়ে একেবারে শেষমুহূর্তে যা করল আরবোভাইরাস, তার জন্য প্রস্তুত ছিলেন না কেউই।
নিজেদের পারফরম্যান্স শেষ হতেই দলের প্রতিষ্ঠাতা সদস্য ও গিটারিস্ট সুহার্ত শেরীফ নিজের গিটারটি শূন্যে তুলে মঞ্চে আছাড় মারতে থাকেন। পাশ থেকে আরেক সদস্য ট্যাম্বারিন ছুড়ে মারেন। সুহার্তের একের পর এক আঘাতে মুহূর্তেই টুকরো টুকরো হয়ে যায় গিটার। পুরো ঘটনায় মঞ্চের সামনে উপস্থিত দর্শক যেন বাক্রুদ্ধ।
আরবোভাইরাসের এই গিটার ভাঙার ভিডিও শুক্রবার রাত থেকেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। অনেকেই ব্যান্ডটির এমন কাজের সমালোচনা করছেন। তবে কনসার্টে ইনস্ট্রুমেন্ট ভেঙে ফেলার দৃশ্য এই প্রথম নয়। এর আগে জিমি হেনড্রিক্স, ব্যান্ড নির্ভানা, গ্রিন ডেসহ বিশ্ববিখ্যাত অনেক ব্যান্ড ও শিল্পী দর্শকের মধ্যে উদ্দীপনা সৃষ্টির জন্য ভরা কনসার্টে নিজেদের বাদ্যযন্ত্র ভেঙেছেন।
গত শুক্রবার রাতের ঘটনা। ‘রক অ্যান্ড রিদম ৩.০’ কনসার্ট চলছে। বসুন্ধরা কনভেনশন সেন্টারের নবরাত্রি হলভর্তি দর্শক। তিল ধারণের জায়গা নেই। রাজধানীতে প্রায়ই রক কনসার্টের আয়োজন হয়। তবে এই কনসার্ট অন্যগুলোর চেয়ে একেবারেই আলাদা। দর্শকদের জন্য তো অবশ্যই, ব্যান্ডগুলোর জন্যও বিশেষ। কারণ যে ১২টি ব্যান্ড গাইতে এসেছে কনসার্টে, সবাই ট্রিবিউট দেবে তাদের প্রিয় ব্যান্ডকে। কেউ গাইবে লিংকিন পার্ক, নির্ভানা, গানস অ্যান্ড রোজেস, পিংক ফ্লয়েডের গান; কারও কণ্ঠে শোনা যাবে জিমি হেনড্রিক্স, বব ডিলান কিংবা বব মার্লেকে।
প্রিয় ব্যান্ডের পরিবেশনায় প্রিয় শিল্পীর গান শুনতে তাই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছেন দর্শকেরা। বিকেল থেকেই শুরু হয় গিটারের ঝংকার। একপর্যায়ে মঞ্চে ওঠে ব্যান্ড আরবোভাইরাস। দুই দশকের বেশি সময় ধরে দেশের রকগানপ্রেমী তারুণ্যের প্রিয় ব্যান্ডের তালিকায় রয়েছে তারা। কথা ছিল, এ কনসার্টে আরবোভাইরাস গাইবে লিংকিন পার্ক ও গ্রিন ডে ব্যান্ডের গান। একে একে এ দুই ব্যান্ডের কালজয়ী কিছু গান শুনিয়ে একেবারে শেষমুহূর্তে যা করল আরবোভাইরাস, তার জন্য প্রস্তুত ছিলেন না কেউই।
নিজেদের পারফরম্যান্স শেষ হতেই দলের প্রতিষ্ঠাতা সদস্য ও গিটারিস্ট সুহার্ত শেরীফ নিজের গিটারটি শূন্যে তুলে মঞ্চে আছাড় মারতে থাকেন। পাশ থেকে আরেক সদস্য ট্যাম্বারিন ছুড়ে মারেন। সুহার্তের একের পর এক আঘাতে মুহূর্তেই টুকরো টুকরো হয়ে যায় গিটার। পুরো ঘটনায় মঞ্চের সামনে উপস্থিত দর্শক যেন বাক্রুদ্ধ।
আরবোভাইরাসের এই গিটার ভাঙার ভিডিও শুক্রবার রাত থেকেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। অনেকেই ব্যান্ডটির এমন কাজের সমালোচনা করছেন। তবে কনসার্টে ইনস্ট্রুমেন্ট ভেঙে ফেলার দৃশ্য এই প্রথম নয়। এর আগে জিমি হেনড্রিক্স, ব্যান্ড নির্ভানা, গ্রিন ডেসহ বিশ্ববিখ্যাত অনেক ব্যান্ড ও শিল্পী দর্শকের মধ্যে উদ্দীপনা সৃষ্টির জন্য ভরা কনসার্টে নিজেদের বাদ্যযন্ত্র ভেঙেছেন।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে