বিনোদন ডেস্ক
বছরটা বেশ ভালোই কাটাচ্ছেন কৃতি শ্যানন। তিন বিমানবালার গল্পে তৈরি ‘ক্রু’ ও রোমান্টিক কমেডি ‘তেরি বাতো ম্যায় অ্যায়সা উলঝা জিয়া’ দিয়ে সাফল্য পেয়েছেন অভিনেত্রী। তবে গত বছরটা মোটেই ভালো যায়নি কৃতির। একের পর এক ব্যর্থতার ধাক্কায় খাদের প্রান্তে পৌঁছে গিয়েছিল তাঁর ক্যারিয়ার। ‘শেহজাদা’, ‘আদিপুরুষ’ ও ‘গণপথ’—২০২৩ সালে মুক্তি পাওয়া তাঁর তিন সিনেমার কোনোটিই লগ্নি তুলতে পারেনি। এর মধ্যে কৃতির সবচেয়ে বেশি আশা ছিল আদিপুরুষ নিয়ে। এতে প্রভাস অভিনয় করেন রামের ভূমিকায়, আর কৃতি ছিলেন সীতার চরিত্রে। আদিপুরুষের ব্যর্থতার পর মানসিকভাবে ভেঙে পড়েছিলেন অভিনেত্রী।
সিনেমাটি শুধু বক্স অফিসে ব্যর্থ হয়েছে, তা নয়। নিম্নমানের ভিএফএক্স ও ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে ব্যাপক সমালোচিত হয় আদিপুরুষ; যার প্রভাব পড়ে সিনেমা হলে। অথচ কৃতি ভেবেছিলেন, পৌরাণিক গল্পের সিনেমাটি দর্শকদের হৃদয় ছুঁয়ে যাবে। তাঁর ক্যারিয়ারও নতুন গতিপথ খুঁজে পাবে। উল্টো কৃতির ক্যারিয়ারের সেরা ফ্লপের তালিকায় নিক্ষিপ্ত হয়েছে আদিপুরুষ। এটি ব্যর্থ হওয়ার পর কেঁদেছিলেন কৃতি। ফিল্মফেয়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘খুব দুঃখ পেয়েছিলাম, কাঁদতাম, আর সব সময় ভাবতাম, কোথায় ভুল হলো!’
সমালোচনার বিষয়ে কৃতি বলেন, ‘প্রতিটি প্রজেক্টেই নির্মাতা থেকে শুরু করে অভিনেতারা সবাই চেষ্টা করেন ইতিবাচক বার্তা ছড়িয়ে দিতে। তবে বাস্তবতা হলো, সব সময় পরিস্থিতি অনুকূলে থাকে না। দর্শকের মন জয় করা সম্ভব হয় না সব সময়। আমাদের এসব দুঃসময় থেকে শিক্ষা নিতে হয়।’ কৃতি জানান, তিনি গঠনমূলক সমালোচনাকে সব সময় গুরুত্ব দেন। তবে এমন সমালোচনায় গুরুত্ব দিতে চান না, যেখানে অন্যকে আঘাত করা ছাড়া ভালো উদ্দেশ্য থাকে না।
কৃতি কথা বলেছেন প্রেমের গুঞ্জন নিয়েও। গত মাসে নিজের জন্মদিন পালন করতে পরিবার ও বন্ধুদের নিয়ে গিয়েছিলেন গ্রিসে। সেখানে তাঁর সঙ্গে পরিচয় হয় ব্যবসায়ী কবির বাহিয়ার। একসঙ্গে দুজনকে ফ্রেমবন্দী করে পাপারাজ্জিরা। ছবিগুলো প্রকাশ পেতেই ছড়িয়ে পড়ে তাঁদের প্রেমের গুঞ্জন। বিষয়টি অস্বীকার করে কৃতি বলেন, ‘যেকোনো মিথ্যা তথ্য যখন প্রকাশ পায়, বিষয়টি শুধু আমাকেই বিব্রত করে না, আমার পরিবারের লোকজনও হতাশ হন। আর প্রেম কিংবা বিয়ের গুঞ্জন তো ছড়াতে সময় লাগে না। সোশ্যাল মিডিয়ায় সবাই এখন যা ইচ্ছা বলে দেয়। তবে সবারই মনে রাখা উচিত, যাকে নিয়ে এসব বলা হচ্ছে, তিনিও একজন মানুষ। তারও খারাপ লাগতে পারে।’
বছরটা বেশ ভালোই কাটাচ্ছেন কৃতি শ্যানন। তিন বিমানবালার গল্পে তৈরি ‘ক্রু’ ও রোমান্টিক কমেডি ‘তেরি বাতো ম্যায় অ্যায়সা উলঝা জিয়া’ দিয়ে সাফল্য পেয়েছেন অভিনেত্রী। তবে গত বছরটা মোটেই ভালো যায়নি কৃতির। একের পর এক ব্যর্থতার ধাক্কায় খাদের প্রান্তে পৌঁছে গিয়েছিল তাঁর ক্যারিয়ার। ‘শেহজাদা’, ‘আদিপুরুষ’ ও ‘গণপথ’—২০২৩ সালে মুক্তি পাওয়া তাঁর তিন সিনেমার কোনোটিই লগ্নি তুলতে পারেনি। এর মধ্যে কৃতির সবচেয়ে বেশি আশা ছিল আদিপুরুষ নিয়ে। এতে প্রভাস অভিনয় করেন রামের ভূমিকায়, আর কৃতি ছিলেন সীতার চরিত্রে। আদিপুরুষের ব্যর্থতার পর মানসিকভাবে ভেঙে পড়েছিলেন অভিনেত্রী।
সিনেমাটি শুধু বক্স অফিসে ব্যর্থ হয়েছে, তা নয়। নিম্নমানের ভিএফএক্স ও ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে ব্যাপক সমালোচিত হয় আদিপুরুষ; যার প্রভাব পড়ে সিনেমা হলে। অথচ কৃতি ভেবেছিলেন, পৌরাণিক গল্পের সিনেমাটি দর্শকদের হৃদয় ছুঁয়ে যাবে। তাঁর ক্যারিয়ারও নতুন গতিপথ খুঁজে পাবে। উল্টো কৃতির ক্যারিয়ারের সেরা ফ্লপের তালিকায় নিক্ষিপ্ত হয়েছে আদিপুরুষ। এটি ব্যর্থ হওয়ার পর কেঁদেছিলেন কৃতি। ফিল্মফেয়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘খুব দুঃখ পেয়েছিলাম, কাঁদতাম, আর সব সময় ভাবতাম, কোথায় ভুল হলো!’
সমালোচনার বিষয়ে কৃতি বলেন, ‘প্রতিটি প্রজেক্টেই নির্মাতা থেকে শুরু করে অভিনেতারা সবাই চেষ্টা করেন ইতিবাচক বার্তা ছড়িয়ে দিতে। তবে বাস্তবতা হলো, সব সময় পরিস্থিতি অনুকূলে থাকে না। দর্শকের মন জয় করা সম্ভব হয় না সব সময়। আমাদের এসব দুঃসময় থেকে শিক্ষা নিতে হয়।’ কৃতি জানান, তিনি গঠনমূলক সমালোচনাকে সব সময় গুরুত্ব দেন। তবে এমন সমালোচনায় গুরুত্ব দিতে চান না, যেখানে অন্যকে আঘাত করা ছাড়া ভালো উদ্দেশ্য থাকে না।
কৃতি কথা বলেছেন প্রেমের গুঞ্জন নিয়েও। গত মাসে নিজের জন্মদিন পালন করতে পরিবার ও বন্ধুদের নিয়ে গিয়েছিলেন গ্রিসে। সেখানে তাঁর সঙ্গে পরিচয় হয় ব্যবসায়ী কবির বাহিয়ার। একসঙ্গে দুজনকে ফ্রেমবন্দী করে পাপারাজ্জিরা। ছবিগুলো প্রকাশ পেতেই ছড়িয়ে পড়ে তাঁদের প্রেমের গুঞ্জন। বিষয়টি অস্বীকার করে কৃতি বলেন, ‘যেকোনো মিথ্যা তথ্য যখন প্রকাশ পায়, বিষয়টি শুধু আমাকেই বিব্রত করে না, আমার পরিবারের লোকজনও হতাশ হন। আর প্রেম কিংবা বিয়ের গুঞ্জন তো ছড়াতে সময় লাগে না। সোশ্যাল মিডিয়ায় সবাই এখন যা ইচ্ছা বলে দেয়। তবে সবারই মনে রাখা উচিত, যাকে নিয়ে এসব বলা হচ্ছে, তিনিও একজন মানুষ। তারও খারাপ লাগতে পারে।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে