কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজার সৈকতের বালিয়াড়িতে গড়ে ওঠা চার শতাধিক ঝুপড়ি দোকান উচ্ছেদ করা হয়েছে। হাইকোর্টের আদেশের পর জেলা প্রশাসন, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ ও পৌরসভা এসব দোকান উচ্ছেদ করে।
গতকাল সোমবার সকাল ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সৈকতের সুগন্ধা, কলাতলী এবং লাবণি পয়েন্টে এ অভিযান চালানো হয়।
এ সময় কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সচিব আবু জাফর রাশেদ, জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিন আল পারভেজ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ানের নেতৃত্বে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য উপস্থিত ছিলেন।
কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিন আল পারভেজ বলেন, ‘উচ্চ আদালতের নির্দেশনা বাস্তবায়নে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। সৈকতে ৫ শতাধিক দোকানের মধ্যে ৪১৭টি উচ্ছেদ করা হয়েছে। অন্য দোকানগুলো নিয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একটি আদেশ রয়েছে। এসব দোকানের বিষয়ে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।’
জেলা প্রশাসন ও সৈকত ব্যবস্থাপনা কমিটি থেকে বাৎসরিক প্রতিটি দোকান ৮ হাজার টাকা রাজস্ব দিয়ে বসানো হয়। এসব দোকান ভ্রাম্যমাণ (ভাসমান) হিসেবে অনুমোদন দেওয়া হলেও দীর্ঘদিন ধরে স্থায়ীভাবে বসেছে। কয়েক বছর ধরে জেলা প্রশাসন গণহারে ঝুপড়ি দোকান অনুমোদন দিয়ে আসছে বলে অভিযোগ রয়েছে। এতে সৈকতের বালিয়াড়িতেও রাতারাতি বসেছে ঝুপড়ি দোকান।
সমুদ্রসৈকতের লাবণি পয়েন্ট থেকে কলাতলী পর্যন্ত তিন কিলোমিটার সৈকতে অন্তত এক হাজার ঝুপড়ি দোকান রয়েছে। এতে সৈকতের সৌন্দর্য হানির পাশাপাশি ময়লা-আবর্জনায় পরিবেশ নষ্ট হচ্ছে।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান বলেন, ‘সৈকতে যেসব দোকান উচ্ছেদ হয়েছে, তাদের প্রতি সরকার খুবই আন্তরিক। ইতিমধ্যে তাদের অন্যত্রে পুনর্বাসনের জন্য ঊর্ধ্বতনদের অবহিত করা হয়েছে।’
সম্প্রতি হাইকোর্ট কক্সবাজারের জেলা প্রশাসকসহ সংশ্লিষ্টদের সমুদ্রসৈকতে অবৈধ স্থাপনা কেন উচ্ছেদ করা হচ্ছে না, তা জানতে চেয়েছেন এবং আগামী ১৯ অক্টোবর সশরীরে আদালতে হাজির হয়ে তার জবাব দিতে নির্দেশ দেন।
কক্সবাজার সৈকতের বালিয়াড়িতে গড়ে ওঠা চার শতাধিক ঝুপড়ি দোকান উচ্ছেদ করা হয়েছে। হাইকোর্টের আদেশের পর জেলা প্রশাসন, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ ও পৌরসভা এসব দোকান উচ্ছেদ করে।
গতকাল সোমবার সকাল ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সৈকতের সুগন্ধা, কলাতলী এবং লাবণি পয়েন্টে এ অভিযান চালানো হয়।
এ সময় কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সচিব আবু জাফর রাশেদ, জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিন আল পারভেজ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ানের নেতৃত্বে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য উপস্থিত ছিলেন।
কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিন আল পারভেজ বলেন, ‘উচ্চ আদালতের নির্দেশনা বাস্তবায়নে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। সৈকতে ৫ শতাধিক দোকানের মধ্যে ৪১৭টি উচ্ছেদ করা হয়েছে। অন্য দোকানগুলো নিয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একটি আদেশ রয়েছে। এসব দোকানের বিষয়ে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।’
জেলা প্রশাসন ও সৈকত ব্যবস্থাপনা কমিটি থেকে বাৎসরিক প্রতিটি দোকান ৮ হাজার টাকা রাজস্ব দিয়ে বসানো হয়। এসব দোকান ভ্রাম্যমাণ (ভাসমান) হিসেবে অনুমোদন দেওয়া হলেও দীর্ঘদিন ধরে স্থায়ীভাবে বসেছে। কয়েক বছর ধরে জেলা প্রশাসন গণহারে ঝুপড়ি দোকান অনুমোদন দিয়ে আসছে বলে অভিযোগ রয়েছে। এতে সৈকতের বালিয়াড়িতেও রাতারাতি বসেছে ঝুপড়ি দোকান।
সমুদ্রসৈকতের লাবণি পয়েন্ট থেকে কলাতলী পর্যন্ত তিন কিলোমিটার সৈকতে অন্তত এক হাজার ঝুপড়ি দোকান রয়েছে। এতে সৈকতের সৌন্দর্য হানির পাশাপাশি ময়লা-আবর্জনায় পরিবেশ নষ্ট হচ্ছে।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান বলেন, ‘সৈকতে যেসব দোকান উচ্ছেদ হয়েছে, তাদের প্রতি সরকার খুবই আন্তরিক। ইতিমধ্যে তাদের অন্যত্রে পুনর্বাসনের জন্য ঊর্ধ্বতনদের অবহিত করা হয়েছে।’
সম্প্রতি হাইকোর্ট কক্সবাজারের জেলা প্রশাসকসহ সংশ্লিষ্টদের সমুদ্রসৈকতে অবৈধ স্থাপনা কেন উচ্ছেদ করা হচ্ছে না, তা জানতে চেয়েছেন এবং আগামী ১৯ অক্টোবর সশরীরে আদালতে হাজির হয়ে তার জবাব দিতে নির্দেশ দেন।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে