আপেল মাহমুদ
নোয়াখালীর হাতিয়ায় জেলেপল্লি ও ভাসানচর এবং কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) শুভেচ্ছাদূত ও সুইডেনের ক্রাউন প্রিন্সেস ভিক্টোরিয়া। এ ছাড়া জলবায়ু উদ্বাস্তুদের জন্য কক্সবাজার শহরের অদূরে নির্মিত বিশ্বের বৃহত্তম খুরুশকূল আশ্রয়ণ প্রকল্পও পরিদর্শন করেন তিনি।
প্রিন্সেস ভিক্টোরিয়াকে বহনকারী হেলিকপ্টারটি গতকাল সকাল সাড়ে ৬টার দিকে হাতিয়া উপজেলার বুড়িরচর ইউনিয়নের কালিরচর গ্রামে নির্ধারিত হেলিপ্যাডে অবতরণ করে। হেলিপ্যাডে তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ আলী ও সাবেক সংসদ সদস্য আয়েশা ফেরদাউস।
সকাল ৭টার দিকে কালিরচর গ্রামের বেড়িবাঁধের বাইরে জেলেপল্লি পরিদর্শন করেন প্রিন্সেস ভিক্টোরিয়া। এ সময় জীবনমান নিয়ে জেলেদের সঙ্গে কথা বলেন তিনি। পরে পাশের একটি গুচ্ছগ্রাম পরিদর্শন করেন। গুচ্ছগ্রামে বসবাস করা গৃহিণী ও গৃহকর্তাদের সঙ্গে কথা বলেন তিনি। পরে সিপিসির স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে অনুষ্ঠিত দুর্যোগকালীন একটি মহড়া দেখেন। মহড়ার মাধ্যমে বাংলাদেশে বিভিন্ন সময়ে আঘাত হানা ঘূর্ণিঝড়ের ভয়াবহতা সম্পর্কে অবহিত করা হয়।
সবশেষে রাজকন্যা ভিক্টোরিয়া কালিরচর গ্রামের নলচিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেন। আশ্রয়কেন্দ্রে আগে থেকে অবস্থান করা জেলে, কামার, কৃষক, ব্যবসায়ী, রাজনৈতিক কর্মীসহ বিভিন্ন পেশার লোকজনের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহবুব মোর্শেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া আক্তার লাকী, পৌর মেয়র কে এম ওবায়েদ উল্যাসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
এদিকে গতকাল বেলা পৌনে ১টার দিকে নোয়াখালীর ভাসানচর থেকে হেলিকপ্টারে করে কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছান ক্রাউন প্রিন্সেস ভিক্টোরিয়া।
রাজকুমারী ভিক্টোরিয়া প্রথমে উখিয়া রোহিঙ্গা আশ্রয়শিবিরের ক্যাম্প-৪-এর বর্ধিত অংশের বিশ্ব খাদ্য সংস্থা ও ইউএনএইচসিআরের নিবন্ধন এবং খাবার বিতরণের ইভাউচার আউটলেটে যান। সেখানকার কার্যক্রম পরিদর্শন শেষে ইউএনওমেন এবং ইউএনএফপিএ পরিচালিত মাল্টিপারপাস উইমেন্স সেন্টার পরিদর্শন ও রোহিঙ্গা নারীদের সঙ্গে কথা বলেন।
এরপর ক্যাম্প-৫-এ ইউএনএইচসিআর পরিচালিত দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শনকালে একটি বেকারি শপ ও পাটজাত পণ্যের প্রক্রিয়াজাতকরণ কার্যক্রম পর্যবেক্ষণ করেন তিনি। সেখানে কর্মরত নারীদের সঙ্গে মতবিনিময় করেন।
নোয়াখালীর হাতিয়ায় জেলেপল্লি ও ভাসানচর এবং কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) শুভেচ্ছাদূত ও সুইডেনের ক্রাউন প্রিন্সেস ভিক্টোরিয়া। এ ছাড়া জলবায়ু উদ্বাস্তুদের জন্য কক্সবাজার শহরের অদূরে নির্মিত বিশ্বের বৃহত্তম খুরুশকূল আশ্রয়ণ প্রকল্পও পরিদর্শন করেন তিনি।
প্রিন্সেস ভিক্টোরিয়াকে বহনকারী হেলিকপ্টারটি গতকাল সকাল সাড়ে ৬টার দিকে হাতিয়া উপজেলার বুড়িরচর ইউনিয়নের কালিরচর গ্রামে নির্ধারিত হেলিপ্যাডে অবতরণ করে। হেলিপ্যাডে তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ আলী ও সাবেক সংসদ সদস্য আয়েশা ফেরদাউস।
সকাল ৭টার দিকে কালিরচর গ্রামের বেড়িবাঁধের বাইরে জেলেপল্লি পরিদর্শন করেন প্রিন্সেস ভিক্টোরিয়া। এ সময় জীবনমান নিয়ে জেলেদের সঙ্গে কথা বলেন তিনি। পরে পাশের একটি গুচ্ছগ্রাম পরিদর্শন করেন। গুচ্ছগ্রামে বসবাস করা গৃহিণী ও গৃহকর্তাদের সঙ্গে কথা বলেন তিনি। পরে সিপিসির স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে অনুষ্ঠিত দুর্যোগকালীন একটি মহড়া দেখেন। মহড়ার মাধ্যমে বাংলাদেশে বিভিন্ন সময়ে আঘাত হানা ঘূর্ণিঝড়ের ভয়াবহতা সম্পর্কে অবহিত করা হয়।
সবশেষে রাজকন্যা ভিক্টোরিয়া কালিরচর গ্রামের নলচিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেন। আশ্রয়কেন্দ্রে আগে থেকে অবস্থান করা জেলে, কামার, কৃষক, ব্যবসায়ী, রাজনৈতিক কর্মীসহ বিভিন্ন পেশার লোকজনের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহবুব মোর্শেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া আক্তার লাকী, পৌর মেয়র কে এম ওবায়েদ উল্যাসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
এদিকে গতকাল বেলা পৌনে ১টার দিকে নোয়াখালীর ভাসানচর থেকে হেলিকপ্টারে করে কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছান ক্রাউন প্রিন্সেস ভিক্টোরিয়া।
রাজকুমারী ভিক্টোরিয়া প্রথমে উখিয়া রোহিঙ্গা আশ্রয়শিবিরের ক্যাম্প-৪-এর বর্ধিত অংশের বিশ্ব খাদ্য সংস্থা ও ইউএনএইচসিআরের নিবন্ধন এবং খাবার বিতরণের ইভাউচার আউটলেটে যান। সেখানকার কার্যক্রম পরিদর্শন শেষে ইউএনওমেন এবং ইউএনএফপিএ পরিচালিত মাল্টিপারপাস উইমেন্স সেন্টার পরিদর্শন ও রোহিঙ্গা নারীদের সঙ্গে কথা বলেন।
এরপর ক্যাম্প-৫-এ ইউএনএইচসিআর পরিচালিত দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শনকালে একটি বেকারি শপ ও পাটজাত পণ্যের প্রক্রিয়াজাতকরণ কার্যক্রম পর্যবেক্ষণ করেন তিনি। সেখানে কর্মরত নারীদের সঙ্গে মতবিনিময় করেন।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে