নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দেশে গত ১৫ বছরে চাল, গম, ভুট্টা, আলু, ডাল ও সবজির উৎপাদন অনেকটাই বেড়েছে। তবে এর সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে দামও। কোভিড মহামারি এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বব্যাপী নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যায়। তবে সে তুলনায় দেশে দাম বেড়েছে আরও বেশি।
কৃষি মন্ত্রণালয়ের তথ্যমতে, ২০০৮-০৯ অর্থবছরে দেশে খাদ্যশস্য (চাল, গম ও ভুট্টা) উৎপাদনের মোট পরিমাণ ছিল ৩ কোটি ২৮ লাখ ৯৬ হাজার টন। ২০২২-২৩ অর্থবছরে তা বেড়ে দাঁড়ায় ৪ কোটি ৭৭ লাখ ৬৮ হাজার টনে। ১৫ বছরের ব্যবধানে উৎপাদন হচ্ছে ভুট্টা প্রায় ৯ গুণ, আলু দ্বিগুণ, ডাল ৪ গুণ, তেলবীজ আড়াই গুণ ও সবজি ৮ গুণ।
উৎপাদনে সাফল্য অর্জন করলেও বাড়তি দামের কারণে ভোক্তাদের কষ্টের শেষ নেই। বিশেষ করে, দেশের নিম্ন আয়ের মানুষের কষ্ট অনেক বেড়েছে। ২০০৯ সালে দেশে সরু চালের দাম ছিল প্রতি কেজি ৩৫-৩৭ টাকা। বর্তমানে তা ৭০-৭৫ টাকা দরে বিক্রি হচ্ছে। ২০০৯ সালে প্রতি কেজি পেঁয়াজের দাম ছিল ৩০-৪০ টাকা। বর্তমানে তা ৮০-১০০ টাকা। এভাবে প্রতিটি পণ্যের দামই বাড়তি।
এমন পরিস্থিতিতে আজ ১৬ অক্টোবর পালিত হচ্ছে বিশ্ব খাদ্য দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও কৃষি মন্ত্রণালয় এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার উদ্যোগে নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালিত হবে।
কৃষি মন্ত্রণালয় জানায়, ২২টি কৃষিপণ্য উৎপাদনে বিশ্বে শীর্ষ ১০ দেশের মধ্যে আছে বাংলাদেশ। ধান, সবজি ও পেঁয়াজ উৎপাদনে তৃতীয়, পাট উৎপাদনে দ্বিতীয়, চা উৎপাদনে চতুর্থ এবং আলু ও আম উৎপাদনে সপ্তম। ২০০৮-০৯ অর্থবছরে গম উৎপাদন ছিল ৮ লাখ ৪৯ হাজার টন। ২০২২-২৩ অর্থবছরে হয় ১১ লাখ ৭০ হাজার টন। ভুট্টা ছিল ৭ লাখ টন, এখন ৬৪ লাখ টন। আলু ৫ লাখ টন থেকে বেড়ে ১ কোটি ৪ লাখ টন, সবজি ৩০ লাখ টন থেকে বেড়ে ২ কোটি ২০ লাখ টনে দাঁড়িয়েছে।
সরকারের দাবি, গবেষণায় বিনিয়োগ বাড়ানোয় নতুন জাত ও প্রযুক্তি উদ্ভাবন হচ্ছে। উচ্চফলনশীল ও প্রতিকূলতাসহিষ্ণু নতুন জাত উদ্ভাবন ও প্রবর্তনের ফলে খাদ্যশস্য, সবজি ও ফল উৎপাদনে বৈচিত্র্য এসেছে। পাশাপাশি ন্যায্যমূল্যে কৃষি উপকরণ বিতরণ করায় ফসল উৎপাদনে কৃষকদের আগ্রহ বাড়ছে। তবে ক্যাব বলছে, দেশে পণ্যের দাম যে হারে বেড়েছে, সে হারে মানুষের আয় বাড়েনি।
দেশে গত ১৫ বছরে চাল, গম, ভুট্টা, আলু, ডাল ও সবজির উৎপাদন অনেকটাই বেড়েছে। তবে এর সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে দামও। কোভিড মহামারি এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বব্যাপী নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যায়। তবে সে তুলনায় দেশে দাম বেড়েছে আরও বেশি।
কৃষি মন্ত্রণালয়ের তথ্যমতে, ২০০৮-০৯ অর্থবছরে দেশে খাদ্যশস্য (চাল, গম ও ভুট্টা) উৎপাদনের মোট পরিমাণ ছিল ৩ কোটি ২৮ লাখ ৯৬ হাজার টন। ২০২২-২৩ অর্থবছরে তা বেড়ে দাঁড়ায় ৪ কোটি ৭৭ লাখ ৬৮ হাজার টনে। ১৫ বছরের ব্যবধানে উৎপাদন হচ্ছে ভুট্টা প্রায় ৯ গুণ, আলু দ্বিগুণ, ডাল ৪ গুণ, তেলবীজ আড়াই গুণ ও সবজি ৮ গুণ।
উৎপাদনে সাফল্য অর্জন করলেও বাড়তি দামের কারণে ভোক্তাদের কষ্টের শেষ নেই। বিশেষ করে, দেশের নিম্ন আয়ের মানুষের কষ্ট অনেক বেড়েছে। ২০০৯ সালে দেশে সরু চালের দাম ছিল প্রতি কেজি ৩৫-৩৭ টাকা। বর্তমানে তা ৭০-৭৫ টাকা দরে বিক্রি হচ্ছে। ২০০৯ সালে প্রতি কেজি পেঁয়াজের দাম ছিল ৩০-৪০ টাকা। বর্তমানে তা ৮০-১০০ টাকা। এভাবে প্রতিটি পণ্যের দামই বাড়তি।
এমন পরিস্থিতিতে আজ ১৬ অক্টোবর পালিত হচ্ছে বিশ্ব খাদ্য দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও কৃষি মন্ত্রণালয় এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার উদ্যোগে নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালিত হবে।
কৃষি মন্ত্রণালয় জানায়, ২২টি কৃষিপণ্য উৎপাদনে বিশ্বে শীর্ষ ১০ দেশের মধ্যে আছে বাংলাদেশ। ধান, সবজি ও পেঁয়াজ উৎপাদনে তৃতীয়, পাট উৎপাদনে দ্বিতীয়, চা উৎপাদনে চতুর্থ এবং আলু ও আম উৎপাদনে সপ্তম। ২০০৮-০৯ অর্থবছরে গম উৎপাদন ছিল ৮ লাখ ৪৯ হাজার টন। ২০২২-২৩ অর্থবছরে হয় ১১ লাখ ৭০ হাজার টন। ভুট্টা ছিল ৭ লাখ টন, এখন ৬৪ লাখ টন। আলু ৫ লাখ টন থেকে বেড়ে ১ কোটি ৪ লাখ টন, সবজি ৩০ লাখ টন থেকে বেড়ে ২ কোটি ২০ লাখ টনে দাঁড়িয়েছে।
সরকারের দাবি, গবেষণায় বিনিয়োগ বাড়ানোয় নতুন জাত ও প্রযুক্তি উদ্ভাবন হচ্ছে। উচ্চফলনশীল ও প্রতিকূলতাসহিষ্ণু নতুন জাত উদ্ভাবন ও প্রবর্তনের ফলে খাদ্যশস্য, সবজি ও ফল উৎপাদনে বৈচিত্র্য এসেছে। পাশাপাশি ন্যায্যমূল্যে কৃষি উপকরণ বিতরণ করায় ফসল উৎপাদনে কৃষকদের আগ্রহ বাড়ছে। তবে ক্যাব বলছে, দেশে পণ্যের দাম যে হারে বেড়েছে, সে হারে মানুষের আয় বাড়েনি।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে