আবির হাকিম, ঢাকা
সারা বছরই মানুষ কম-বেশি বই কেনে। তবে মেলা থেকে বই কেনার মধ্যে ভিন্ন একটা মজা আছে। মেলা যদি হয় বাংলা একাডেমির, তাহলে তো কথাই নেই!
বাংলা একাডেমির বইমেলা সবে শুরু হলেও যাঁরা বই কিনছেন, তাঁদের অধিকাংশকে পুরোনো বই বেশি কিনতে দেখা গেছে। গতকাল পঞ্চম দিনে বইমেলা ঘুরে এমনটিই মনে হয়েছে।
স্টল ঘুরে ঘুরে বই কিনছিলেন স্কুলশিক্ষক আহসান উল্লাহ। বরিশাল থেকে বই কিনতেই তিনি মেলায় এসেছেন। হাতে লম্বা ফর্দ—নিজের পছন্দের, সহকর্মী ও শিক্ষার্থীদের অনুরোধের বইয়ের তালিকা। সেগুলো সংগ্রহ করছিলেন বিভিন্ন স্টল থেকে।
তাঁর হাতে থাকা তালিকায় ৫০টি বইয়ের নাম আছে। নতুন বইয়েরা সেখানে সংখ্যালঘু—মাত্র ছয়টি। সংখ্যাগরিষ্ঠ পুরোনো এবং সবই আগে প্রকাশিত।
স্কুলশিক্ষক আহসান উল্লাহ মন্তব্য করেন, নতুন প্রকাশিত বইগুলো তেমন একটি প্রচারণা পায় না। তাই সেগুলো সম্পর্কে সাধারণত কম পাঠক জানতে পারেন। নতুন বইগুলোর ভালো রিভিউ বা পর্যালোচনা হলেও সেসব সম্পর্কে পাঠকের আগ্রহ বাড়বে।
বিক্রয়কর্মীদেরও একই মত। বাংলাপ্রকাশের বিক্রয়কর্মী আবু ইউসুফ জানান, এবারের মেলায় তাঁদের নতুন বই ১০টি। এ পর্যন্ত এসবের পাঁচ কপির বেশি বিক্রি হয়নি। আগেরগুলোর বিক্রিই বেশি।
ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের বিক্রয়কর্মী শওকত আলী বলেন, ‘আমাদের পুরোনো বইগুলো বেশি বিক্রি হচ্ছে। নতুন বইয়ের মধ্যে জ্ঞানতাপস আব্দুর রাজ্জাকের পিএইচডি অভিসন্দর্ভ ‘পলিটিক্যাল পার্টিজ ইন ইন্ডিয়া’ বেশি বিক্রি হয়েছে। এটা কিন্তু বেশ পুরোনো, তবে এই প্রথম ছাপা হলো।
পঞ্চম দিনের মেলা
বাংলা একাডেমির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল মেলার পঞ্চম দিনে নতুন বই এসেছে ১৪৩টি। এদিন বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী: উন্নয়নে নারী’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জোবাইদা নাসরীন।
প্রবন্ধে বলা হয়, বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছরে কর্মক্ষেত্রে নারীর ইতিবাচক অগ্রগতি আশার জায়গা তৈরি করেছে। তবে বিপরীতে নিপীড়ন ও নির্যাতনের চিত্রও কম ভয়াবহ নয়। নারীর জন্য নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পারলে তা বাংলাদেশের টেকসই অগ্রগতি সুনিশ্চিত করবে।
মুজিব গ্রাফিক নভেলের মোড়ক উন্মোচন
বাংলা একাডেমি চত্বরে গতকাল মুজিব গ্রাফিক নভেলের নবম ও দশম খণ্ডের মোড়ক উন্মোচন করেছেন শিক্ষাবিদ অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল। আওয়ামী লীগের গবেষণাপ্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) নভেলটি প্রকাশ করেছে।
এ সময় মুহম্মদ জাফর ইকবাল বলেন, এ দেশে প্রজন্মের পর প্রজন্ম বড় হয়েছে, যারা জানত না বঙ্গবন্ধু কে, তিনি বাংলাদেশের জন্য কী করেছেন। এর থেকে বড় অপরাধ কিছু হতে পারে না।
স্বাস্থ্যবিধি না মানায় জরিমানা
মেলায় স্বাস্থ্যবিধি না মানায় গতকাল ভ্রাম্যমাণ আদালত ছয়জনকে দুই শ টাকা করে জরিমানা করেছেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনীষা রানী কর্মকার। বইমেলা শুরুর আগে কর্তৃপক্ষের নির্দেশনা ছিল, স্বাস্থ্যবিধি মেনে বইমেলায় অংশ নিতে হবে দর্শনার্থীদের।
সারা বছরই মানুষ কম-বেশি বই কেনে। তবে মেলা থেকে বই কেনার মধ্যে ভিন্ন একটা মজা আছে। মেলা যদি হয় বাংলা একাডেমির, তাহলে তো কথাই নেই!
বাংলা একাডেমির বইমেলা সবে শুরু হলেও যাঁরা বই কিনছেন, তাঁদের অধিকাংশকে পুরোনো বই বেশি কিনতে দেখা গেছে। গতকাল পঞ্চম দিনে বইমেলা ঘুরে এমনটিই মনে হয়েছে।
স্টল ঘুরে ঘুরে বই কিনছিলেন স্কুলশিক্ষক আহসান উল্লাহ। বরিশাল থেকে বই কিনতেই তিনি মেলায় এসেছেন। হাতে লম্বা ফর্দ—নিজের পছন্দের, সহকর্মী ও শিক্ষার্থীদের অনুরোধের বইয়ের তালিকা। সেগুলো সংগ্রহ করছিলেন বিভিন্ন স্টল থেকে।
তাঁর হাতে থাকা তালিকায় ৫০টি বইয়ের নাম আছে। নতুন বইয়েরা সেখানে সংখ্যালঘু—মাত্র ছয়টি। সংখ্যাগরিষ্ঠ পুরোনো এবং সবই আগে প্রকাশিত।
স্কুলশিক্ষক আহসান উল্লাহ মন্তব্য করেন, নতুন প্রকাশিত বইগুলো তেমন একটি প্রচারণা পায় না। তাই সেগুলো সম্পর্কে সাধারণত কম পাঠক জানতে পারেন। নতুন বইগুলোর ভালো রিভিউ বা পর্যালোচনা হলেও সেসব সম্পর্কে পাঠকের আগ্রহ বাড়বে।
বিক্রয়কর্মীদেরও একই মত। বাংলাপ্রকাশের বিক্রয়কর্মী আবু ইউসুফ জানান, এবারের মেলায় তাঁদের নতুন বই ১০টি। এ পর্যন্ত এসবের পাঁচ কপির বেশি বিক্রি হয়নি। আগেরগুলোর বিক্রিই বেশি।
ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের বিক্রয়কর্মী শওকত আলী বলেন, ‘আমাদের পুরোনো বইগুলো বেশি বিক্রি হচ্ছে। নতুন বইয়ের মধ্যে জ্ঞানতাপস আব্দুর রাজ্জাকের পিএইচডি অভিসন্দর্ভ ‘পলিটিক্যাল পার্টিজ ইন ইন্ডিয়া’ বেশি বিক্রি হয়েছে। এটা কিন্তু বেশ পুরোনো, তবে এই প্রথম ছাপা হলো।
পঞ্চম দিনের মেলা
বাংলা একাডেমির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল মেলার পঞ্চম দিনে নতুন বই এসেছে ১৪৩টি। এদিন বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী: উন্নয়নে নারী’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জোবাইদা নাসরীন।
প্রবন্ধে বলা হয়, বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছরে কর্মক্ষেত্রে নারীর ইতিবাচক অগ্রগতি আশার জায়গা তৈরি করেছে। তবে বিপরীতে নিপীড়ন ও নির্যাতনের চিত্রও কম ভয়াবহ নয়। নারীর জন্য নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পারলে তা বাংলাদেশের টেকসই অগ্রগতি সুনিশ্চিত করবে।
মুজিব গ্রাফিক নভেলের মোড়ক উন্মোচন
বাংলা একাডেমি চত্বরে গতকাল মুজিব গ্রাফিক নভেলের নবম ও দশম খণ্ডের মোড়ক উন্মোচন করেছেন শিক্ষাবিদ অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল। আওয়ামী লীগের গবেষণাপ্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) নভেলটি প্রকাশ করেছে।
এ সময় মুহম্মদ জাফর ইকবাল বলেন, এ দেশে প্রজন্মের পর প্রজন্ম বড় হয়েছে, যারা জানত না বঙ্গবন্ধু কে, তিনি বাংলাদেশের জন্য কী করেছেন। এর থেকে বড় অপরাধ কিছু হতে পারে না।
স্বাস্থ্যবিধি না মানায় জরিমানা
মেলায় স্বাস্থ্যবিধি না মানায় গতকাল ভ্রাম্যমাণ আদালত ছয়জনকে দুই শ টাকা করে জরিমানা করেছেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনীষা রানী কর্মকার। বইমেলা শুরুর আগে কর্তৃপক্ষের নির্দেশনা ছিল, স্বাস্থ্যবিধি মেনে বইমেলায় অংশ নিতে হবে দর্শনার্থীদের।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে