ক্রীড়া ডেস্ক
‘এটা জীবনের সেরা অনুভূতি। মনে হচ্ছে, স্বপ্নের ভেতর হাঁটছি। যা ঘটেছে আমি বিশ্বাস করতে পারছি না।’ প্লে-অফ জিতে নটিংহাম ফরেস্টের প্রিমিয়ার লিগে ওঠে আসা নিয়ে এভাবেই নিজের অনুভূতি ব্যক্ত করেছেন অনেক বছর পর ওয়েম্বলিতে খেলা দেখতে আসা নেইল হিথ নামের এক দর্শক।
ইংলিশ ফুটবলের সর্বোচ্চ স্তরে ফেরার নটিংহামের পথটা অবশ্য সহজ ছিল না। গত পরশু প্লে অফের দ্বিতীয়ার্ধে একাধিকবার হুমকি তৈরি করেছিল হার্ডাসফিল্ড। তবে দলের প্রতি বিশ্বাস হারাননি হিথ। এই বাধা অতিক্রম করে দল যে চ্যাম্পিয়নস লিগে ফিরবে, সেই আত্মবিশ্বাস ছিল তাঁর। হিথ বলেন, ‘দ্বিতীয়ার্ধ ছিল স্বপ্নের মতোই। কখনো ভাবিনি হাডার্সফিল্ড গোল করতে পারবে। আমি অনেক অনেক খুশি ও গর্বিত।’
বছরের পর বছর এমন একটি মুহূর্তের জন্য অপেক্ষা করেছিলেন হিথের মতো অসংখ্য নটিংহাম-সমর্থক। এক সময় ইউরোপের পরাশক্তি হিসেবে বিবেচিত হওয়া দলটা সব হারিয়ে টিকে ছিল ঐতিহ্যের কঙ্কাল নিয়ে। বিংশ শতাব্দীতে প্রিমিয়ার লিগে আর খেলার সুযোগই যে পায়নি তারা। এমন দুর্দিনেও অবশ্য দলকে ছেড়ে যাননি সমর্থকেরা। অবশ্য বলা হয়ে থাকে, ‘আপনি বাড়ি-গাড়ি সব বদলাতে পারেন, তবে কখনো দল বদলাতে পারেন না।’ এই কথাটা সঙ্গী করেই দীর্ঘ ২৩ বছর ধরে অপেক্ষায় ছিলেন তাঁরা। নটিংহাম যখন তৃতীয় সারির লিগে খেলছিল তখনো ম্যাচপ্রতি গড়ে প্রায় ২০ হাজার দর্শক গ্যালারিতে উপস্থিত থাকত। দলের পারফরম্যান্স বারবার সমর্থকদের ধৈর্যের পরীক্ষা নিয়েছে। এরপরও হাল ছেড়ে দেননি তাঁরা। অবশেষে অপেক্ষার ফল পেলেন তাদের সমর্থকেরা।
রূপকথা ও বাস্তবতার মিশেলে সৃষ্ট অমর চরিত্র রবিনহুডের গল্পগাথা তৈরি হয়েছে এই নটিংহামকেই ঘিরে। তবে ক্রীড়াঙ্গনে নটিংহাম পরিচিতি পেয়েছিল ফুটবল ক্লাব নটিংহাম ফরেস্টকে ঘিরে। সত্তরের দশকের শেষ দিকে ইউরোপীয় পরাশক্তি হিসেবে আবির্ভূত হয় নটিংহাম। দলটির এ উত্থানের পেছনে মূল ভূমিকা ছিল কিংবদন্তি কোচ ব্রায়ান কাফের। ১৯৭৫ সালে ক্লাবের দায়িত্ব নেন তিনি। দলে এসে তিনি সহকারী হিসেবে নিয়ে আসেন পিটার টেলরেক। এই দুজনের সঙ্গে যুক্ত হন জন রবার্টসন-পিটার শিলটনের মতো একদল দারুণ প্রতিভাবান খেলোয়াড়। ১৯৭৭-৭৮ মৌসুমে প্রথমবারের মতো প্রথম বিভাগের (প্রিমিয়ার লিগ) শিরোপা জেতে তারা। ১৯৭৮-৭৯ মৌসুমে ইউরোপীয় কাপ তথা বর্তমান চ্যাম্পিয়নস লিগের শিরোপা জেতে নটিংহাম। পরের মৌসুমেও ইউরোপীয় শ্রেষ্ঠত্বের খেতাব ধরে রাখে তারা। এ সময় শুধু শিরোপাই জেতেনি দলটি, খেলার শৈলীতেও সবাইকে চমকে দিয়েছিল।
সাফল্যের ধারা অবশ্য খুব বেশি দীর্ঘায়িত হয়নি। ধীরে ধীরে শক্তি হারাতে শুরু করে দলটি। ১৯৮২ সালে টেলর ক্লাব ছেড়ে গেলে প্রথম ধাক্কা খায় নটিংহাম। আর ব্রায়ান ক্লাব ছাড়েন ১৯৯২ সালে। এরপর দ্রুতই কক্ষপথ থেকে বিচ্যুত হয়ে পড়ে ‘ট্রিকি ট্রিস’খ্যাত দলটি। এটির ধারাবাহিকতায় ১৯৯৯ সালের পর আর প্রিমিয়ার লিগে ফিরতেই পারেনি তারা।
সেই অতীত পেছনে ফেলে কোচ স্টিভ কুপারের হাত ধরে আবার নতুন করে জেগে উঠেছে নটিংহাম। গত সেপ্টেম্বরেও চ্যাম্পিয়নশিপ লিগের তলানিতে থাকা দলটি ফিরেছে প্রিমিয়ার লিগে। এবার আর দ্রুত হারাতে চায় না তারা। প্রিমিয়ার লিগে ওঠে আসার অনুভূতি জানাতে গিয়ে কুপার বললেন, ‘বিশ্বকে আমরা মনে করিয়ে দিতে চাই, এই দলটা কী অসাধারণ আর বিশাল। এটা আমার কাছে অনেক কিছু। গত আট-নয় মাসে আমরা যে পরিশ্রম করেছি, জয়টা আমাদের প্রাপ্য ছিল। নটিংহাম জাদুকরি একটা দল আর বিশ্বকে আবারও আমরা সেটা মনে করিয়ে দিতে চাই।’ এখন তারা দল গঠনেও বাড়তি অর্থ ঢালতে প্রস্তুত। কে জানে, যেভাবে সবাইকে চমকে দিয়ে নটিংহাম প্রিমিয়ার লিগে ফিরেছে, সেটি নিশ্চিতভাবে আরও বড় স্বপ্ন দেখাতে পারে ক্লাবটিকে।
খেলা সম্পর্কিত আরও পড়ুন:
‘এটা জীবনের সেরা অনুভূতি। মনে হচ্ছে, স্বপ্নের ভেতর হাঁটছি। যা ঘটেছে আমি বিশ্বাস করতে পারছি না।’ প্লে-অফ জিতে নটিংহাম ফরেস্টের প্রিমিয়ার লিগে ওঠে আসা নিয়ে এভাবেই নিজের অনুভূতি ব্যক্ত করেছেন অনেক বছর পর ওয়েম্বলিতে খেলা দেখতে আসা নেইল হিথ নামের এক দর্শক।
ইংলিশ ফুটবলের সর্বোচ্চ স্তরে ফেরার নটিংহামের পথটা অবশ্য সহজ ছিল না। গত পরশু প্লে অফের দ্বিতীয়ার্ধে একাধিকবার হুমকি তৈরি করেছিল হার্ডাসফিল্ড। তবে দলের প্রতি বিশ্বাস হারাননি হিথ। এই বাধা অতিক্রম করে দল যে চ্যাম্পিয়নস লিগে ফিরবে, সেই আত্মবিশ্বাস ছিল তাঁর। হিথ বলেন, ‘দ্বিতীয়ার্ধ ছিল স্বপ্নের মতোই। কখনো ভাবিনি হাডার্সফিল্ড গোল করতে পারবে। আমি অনেক অনেক খুশি ও গর্বিত।’
বছরের পর বছর এমন একটি মুহূর্তের জন্য অপেক্ষা করেছিলেন হিথের মতো অসংখ্য নটিংহাম-সমর্থক। এক সময় ইউরোপের পরাশক্তি হিসেবে বিবেচিত হওয়া দলটা সব হারিয়ে টিকে ছিল ঐতিহ্যের কঙ্কাল নিয়ে। বিংশ শতাব্দীতে প্রিমিয়ার লিগে আর খেলার সুযোগই যে পায়নি তারা। এমন দুর্দিনেও অবশ্য দলকে ছেড়ে যাননি সমর্থকেরা। অবশ্য বলা হয়ে থাকে, ‘আপনি বাড়ি-গাড়ি সব বদলাতে পারেন, তবে কখনো দল বদলাতে পারেন না।’ এই কথাটা সঙ্গী করেই দীর্ঘ ২৩ বছর ধরে অপেক্ষায় ছিলেন তাঁরা। নটিংহাম যখন তৃতীয় সারির লিগে খেলছিল তখনো ম্যাচপ্রতি গড়ে প্রায় ২০ হাজার দর্শক গ্যালারিতে উপস্থিত থাকত। দলের পারফরম্যান্স বারবার সমর্থকদের ধৈর্যের পরীক্ষা নিয়েছে। এরপরও হাল ছেড়ে দেননি তাঁরা। অবশেষে অপেক্ষার ফল পেলেন তাদের সমর্থকেরা।
রূপকথা ও বাস্তবতার মিশেলে সৃষ্ট অমর চরিত্র রবিনহুডের গল্পগাথা তৈরি হয়েছে এই নটিংহামকেই ঘিরে। তবে ক্রীড়াঙ্গনে নটিংহাম পরিচিতি পেয়েছিল ফুটবল ক্লাব নটিংহাম ফরেস্টকে ঘিরে। সত্তরের দশকের শেষ দিকে ইউরোপীয় পরাশক্তি হিসেবে আবির্ভূত হয় নটিংহাম। দলটির এ উত্থানের পেছনে মূল ভূমিকা ছিল কিংবদন্তি কোচ ব্রায়ান কাফের। ১৯৭৫ সালে ক্লাবের দায়িত্ব নেন তিনি। দলে এসে তিনি সহকারী হিসেবে নিয়ে আসেন পিটার টেলরেক। এই দুজনের সঙ্গে যুক্ত হন জন রবার্টসন-পিটার শিলটনের মতো একদল দারুণ প্রতিভাবান খেলোয়াড়। ১৯৭৭-৭৮ মৌসুমে প্রথমবারের মতো প্রথম বিভাগের (প্রিমিয়ার লিগ) শিরোপা জেতে তারা। ১৯৭৮-৭৯ মৌসুমে ইউরোপীয় কাপ তথা বর্তমান চ্যাম্পিয়নস লিগের শিরোপা জেতে নটিংহাম। পরের মৌসুমেও ইউরোপীয় শ্রেষ্ঠত্বের খেতাব ধরে রাখে তারা। এ সময় শুধু শিরোপাই জেতেনি দলটি, খেলার শৈলীতেও সবাইকে চমকে দিয়েছিল।
সাফল্যের ধারা অবশ্য খুব বেশি দীর্ঘায়িত হয়নি। ধীরে ধীরে শক্তি হারাতে শুরু করে দলটি। ১৯৮২ সালে টেলর ক্লাব ছেড়ে গেলে প্রথম ধাক্কা খায় নটিংহাম। আর ব্রায়ান ক্লাব ছাড়েন ১৯৯২ সালে। এরপর দ্রুতই কক্ষপথ থেকে বিচ্যুত হয়ে পড়ে ‘ট্রিকি ট্রিস’খ্যাত দলটি। এটির ধারাবাহিকতায় ১৯৯৯ সালের পর আর প্রিমিয়ার লিগে ফিরতেই পারেনি তারা।
সেই অতীত পেছনে ফেলে কোচ স্টিভ কুপারের হাত ধরে আবার নতুন করে জেগে উঠেছে নটিংহাম। গত সেপ্টেম্বরেও চ্যাম্পিয়নশিপ লিগের তলানিতে থাকা দলটি ফিরেছে প্রিমিয়ার লিগে। এবার আর দ্রুত হারাতে চায় না তারা। প্রিমিয়ার লিগে ওঠে আসার অনুভূতি জানাতে গিয়ে কুপার বললেন, ‘বিশ্বকে আমরা মনে করিয়ে দিতে চাই, এই দলটা কী অসাধারণ আর বিশাল। এটা আমার কাছে অনেক কিছু। গত আট-নয় মাসে আমরা যে পরিশ্রম করেছি, জয়টা আমাদের প্রাপ্য ছিল। নটিংহাম জাদুকরি একটা দল আর বিশ্বকে আবারও আমরা সেটা মনে করিয়ে দিতে চাই।’ এখন তারা দল গঠনেও বাড়তি অর্থ ঢালতে প্রস্তুত। কে জানে, যেভাবে সবাইকে চমকে দিয়ে নটিংহাম প্রিমিয়ার লিগে ফিরেছে, সেটি নিশ্চিতভাবে আরও বড় স্বপ্ন দেখাতে পারে ক্লাবটিকে।
খেলা সম্পর্কিত আরও পড়ুন:
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে