শিমুল চৌধুরী, ভোলা
ভোলায় আলুখেতে দাউদ, পাতা পচা রোগ ও পোকামাকড়ের আক্রমণ দেখা দিয়েছে। এ কারণে অনেকটা দিশেহারা হয়ে পড়েছেন ভোলার আলুচাষিরা।
জেলার অধিকাংশ আলুখেতই পাতা পচা, দাউদ, গুনগুন পোকার (জাত পোকা) আক্রমণ এবং পাতা মোড়ানো রোগে আক্রান্ত। এতে আলু চাষে উৎসাহ কমে গেছে অনেক চাষির।
চাষিরা জানান, নিজস্ব ব্যবস্থাপনায় সার, ওষুধ ও কীটনাশক প্রয়োগ করে বিপর্যয় কাটিয়ে ওঠার চেষ্টা করছেন তাঁরা। কিন্তু এ সমস্যা থেকে উত্তরণে সরকারি কোনো সহায়তা পাচ্ছেন না।
ভোলা সদর উপজেলার ইলিশা ইউনিয়নের গুপ্তমুন্সী গ্রামের আলুখেতে গিয়ে দেখা যায়, বেশ কয়েকজন কৃষক তাঁদের খেত পরিচর্যা করছেন। সেই খেতের কিছু আলুগাছের পাতা মরে যেতে দেখা গেছে। মরে যাওয়া ওইসব গাছের আলুও পচে গেছে।
স্থানীয় আলুচাষি আব্দুর রহিম (৪০) বলেন, ‘আমি প্রায় ৬৫ দিন আগে ১ একর ৬০ শতাংশ জমিতে আলু চাষ করেছি। এতে সার, কীটনাশক ও বীজসহ আমার প্রায় দেড় লাখ টাকা খরচ হয়েছে। এ বছর এখনো আবহাওয়া অনুকূল আছে। কিন্তু আলুখেতে পোকার আক্রমণ দেখা দিয়েছে।’
একই এলাকার কালা চান সিকদার (৬৫) নামের এক চাষি এ বছর দেড় একর জমিতে আলু চাষ করেছেন। এতে তাঁর ব্যয় হয়েছে ৭০-৮০ হাজার টাকা। কালা চান সিকদার বলেন, ‘দাউদ ও গুনগুন পোকার আক্রমণ থেকে রক্ষা পেতে খেতে দুবার ওষুধ দেওয়ার পরও কোনো লাভ হচ্ছে না। আলু চাষ করে দুশ্চিন্তায় রয়েছি।’
ওই এলাকার চাষি আবুল কালাম (৭০) বলেন, ‘আমি কয়েক বছর আগে দেড় লাখ টাকা খরচ করে তিন একর জমিতে আলু চাষ করেছিলাম। কিন্তু পোকার আক্রমণ এবং বৃষ্টির কারণে সব নষ্ট হয়ে গেছে। লোকসান হওয়ায় এখন আলু চাষ করা বন্ধ করে দিয়েছি।’
একই কারণে আলু চাষ করে লোকসানের মুখে পড়ে চাষ বন্ধ করে দিয়েছেন মনির হোসেন (৩০) নামের আরেক চাষি। মনির হোসেন জানান, তিনি গত বছর ৩ লাখ টাকা খরচ করে দুই কানি জমিতে আলু চাষ করে লোকসানের মুখে পড়েছেন। ফলে এ বছর আর আলু চাষ করেননি তিনি।
শুরুতে মাটি ও আবহাওয়া অনুকূল থাকলেও এখন রোগ ও পোকার আক্রমণ দেখা দেওয়ায় চিন্তিত হয়ে পড়েছেন তাঁরা। কেউ কেউ ফলন বিপর্যয়ের শঙ্কায় রয়েছেন। এমনকি সার ও কীটনাশক প্রয়োগ করেও কাঙ্ক্ষিত ফল মিলছে না বলে জানান তাঁরা।
এ বিষয়ে উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা মিলন চন্দ্র দে বলেন, ‘ব্লিচিং পাউডার ও বরিক পাউডার দিয়ে বিষ শোধন করে এবং জমিতে পর্যাপ্ত জৈব সার ব্যবহার করার জন্য আমরা আলুচাষিদের পরামর্শ দিয়েছি। কিন্তু কৃষকেরা তা শোনেননি। এতে করে খেতে বিভিন্ন পোকামাকড়ের আক্রমণ দেখা যাচ্ছে। কৃষি অফিস থেকে সব চাষিকে একত্র করে প্রশিক্ষণের ব্যবস্থা করা হলে রোগবালাই ও পোকার আক্রমণ থেকে আলুখেত রক্ষা করতে পারবেন তাঁরা।’
ভোলা সদর উপজেলার কৃষি কর্মকর্তা রিয়াজ উদ্দিন বলেন, ‘আলুখেতে পোকার সামান্য আক্রমণ হলেও এখনো আবহাওয়া অনুকূল রয়েছে। আলু তোলার আগ পর্যন্ত এমন আবহাওয়া থাকলে উৎপাদন হ্রাস পাওয়ার সম্ভাবনা নেই। এ বছরও আলুর লক্ষ্যমাত্রা অর্জিত হবে।’
জেলা কৃষি অফিস সূত্র জানায়, এ বছর জেলায় ৫ হাজার ৪১০ হেক্টর জমিতে আলুর আবাদ হয়েছে। লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৫ হাজার ২২০ হেক্টর। গত বছর জেলায় ৫ হাজার ২১৯ হেক্টর জমিতে আলুর আবাদ হয়েছিল।
ভোলায় আলুখেতে দাউদ, পাতা পচা রোগ ও পোকামাকড়ের আক্রমণ দেখা দিয়েছে। এ কারণে অনেকটা দিশেহারা হয়ে পড়েছেন ভোলার আলুচাষিরা।
জেলার অধিকাংশ আলুখেতই পাতা পচা, দাউদ, গুনগুন পোকার (জাত পোকা) আক্রমণ এবং পাতা মোড়ানো রোগে আক্রান্ত। এতে আলু চাষে উৎসাহ কমে গেছে অনেক চাষির।
চাষিরা জানান, নিজস্ব ব্যবস্থাপনায় সার, ওষুধ ও কীটনাশক প্রয়োগ করে বিপর্যয় কাটিয়ে ওঠার চেষ্টা করছেন তাঁরা। কিন্তু এ সমস্যা থেকে উত্তরণে সরকারি কোনো সহায়তা পাচ্ছেন না।
ভোলা সদর উপজেলার ইলিশা ইউনিয়নের গুপ্তমুন্সী গ্রামের আলুখেতে গিয়ে দেখা যায়, বেশ কয়েকজন কৃষক তাঁদের খেত পরিচর্যা করছেন। সেই খেতের কিছু আলুগাছের পাতা মরে যেতে দেখা গেছে। মরে যাওয়া ওইসব গাছের আলুও পচে গেছে।
স্থানীয় আলুচাষি আব্দুর রহিম (৪০) বলেন, ‘আমি প্রায় ৬৫ দিন আগে ১ একর ৬০ শতাংশ জমিতে আলু চাষ করেছি। এতে সার, কীটনাশক ও বীজসহ আমার প্রায় দেড় লাখ টাকা খরচ হয়েছে। এ বছর এখনো আবহাওয়া অনুকূল আছে। কিন্তু আলুখেতে পোকার আক্রমণ দেখা দিয়েছে।’
একই এলাকার কালা চান সিকদার (৬৫) নামের এক চাষি এ বছর দেড় একর জমিতে আলু চাষ করেছেন। এতে তাঁর ব্যয় হয়েছে ৭০-৮০ হাজার টাকা। কালা চান সিকদার বলেন, ‘দাউদ ও গুনগুন পোকার আক্রমণ থেকে রক্ষা পেতে খেতে দুবার ওষুধ দেওয়ার পরও কোনো লাভ হচ্ছে না। আলু চাষ করে দুশ্চিন্তায় রয়েছি।’
ওই এলাকার চাষি আবুল কালাম (৭০) বলেন, ‘আমি কয়েক বছর আগে দেড় লাখ টাকা খরচ করে তিন একর জমিতে আলু চাষ করেছিলাম। কিন্তু পোকার আক্রমণ এবং বৃষ্টির কারণে সব নষ্ট হয়ে গেছে। লোকসান হওয়ায় এখন আলু চাষ করা বন্ধ করে দিয়েছি।’
একই কারণে আলু চাষ করে লোকসানের মুখে পড়ে চাষ বন্ধ করে দিয়েছেন মনির হোসেন (৩০) নামের আরেক চাষি। মনির হোসেন জানান, তিনি গত বছর ৩ লাখ টাকা খরচ করে দুই কানি জমিতে আলু চাষ করে লোকসানের মুখে পড়েছেন। ফলে এ বছর আর আলু চাষ করেননি তিনি।
শুরুতে মাটি ও আবহাওয়া অনুকূল থাকলেও এখন রোগ ও পোকার আক্রমণ দেখা দেওয়ায় চিন্তিত হয়ে পড়েছেন তাঁরা। কেউ কেউ ফলন বিপর্যয়ের শঙ্কায় রয়েছেন। এমনকি সার ও কীটনাশক প্রয়োগ করেও কাঙ্ক্ষিত ফল মিলছে না বলে জানান তাঁরা।
এ বিষয়ে উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা মিলন চন্দ্র দে বলেন, ‘ব্লিচিং পাউডার ও বরিক পাউডার দিয়ে বিষ শোধন করে এবং জমিতে পর্যাপ্ত জৈব সার ব্যবহার করার জন্য আমরা আলুচাষিদের পরামর্শ দিয়েছি। কিন্তু কৃষকেরা তা শোনেননি। এতে করে খেতে বিভিন্ন পোকামাকড়ের আক্রমণ দেখা যাচ্ছে। কৃষি অফিস থেকে সব চাষিকে একত্র করে প্রশিক্ষণের ব্যবস্থা করা হলে রোগবালাই ও পোকার আক্রমণ থেকে আলুখেত রক্ষা করতে পারবেন তাঁরা।’
ভোলা সদর উপজেলার কৃষি কর্মকর্তা রিয়াজ উদ্দিন বলেন, ‘আলুখেতে পোকার সামান্য আক্রমণ হলেও এখনো আবহাওয়া অনুকূল রয়েছে। আলু তোলার আগ পর্যন্ত এমন আবহাওয়া থাকলে উৎপাদন হ্রাস পাওয়ার সম্ভাবনা নেই। এ বছরও আলুর লক্ষ্যমাত্রা অর্জিত হবে।’
জেলা কৃষি অফিস সূত্র জানায়, এ বছর জেলায় ৫ হাজার ৪১০ হেক্টর জমিতে আলুর আবাদ হয়েছে। লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৫ হাজার ২২০ হেক্টর। গত বছর জেলায় ৫ হাজার ২১৯ হেক্টর জমিতে আলুর আবাদ হয়েছিল।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে