বিনোদন ডেস্ক
তামিল সুপারস্টার কমল হাসান অভিনীত ‘বিক্রম’ এ বছরের অন্যতম প্রতীক্ষিত সিনেমাগুলোর একটি। মুক্তি পাবে আগামী ৩ জুন। লোকেশ কানাগারাজ পরিচালিত অ্যাকশন ধাঁচের সিনেমাটি নিয়ে বাংলাদেশের কমল ভক্তদের মধ্যেও রয়েছে উন্মাদনা। কমলের এমন লুক দেখা যায়নি তাঁর ৬২ বছরের সিনেমার ক্যারিয়ারে। পুলিশ কর্মকর্তার চরিত্রেই দেখা যাবে, এমন আঁচ পাওয়া গেছে। জানা গেছে, একাধিক ইন্ডাস্ট্রির তারকাদের একসঙ্গে দেখা যাবে এই সিনেমায়। কমল হাসান ছাড়াও অভিনয় করেছেন ফাহাদ ফাসিল ও বিজয় সেতুপাথির মতো তারকা। দক্ষিণী ভাষার পাশাপাশি হিন্দিতেও মুক্তি পাবে ‘বিক্রম’। ১১০ দিন ধরে হয়েছে সিনেমাটির শুটিং।
ট্রেলার প্রকাশের পর থেকেই ভক্তদের মধ্যে শুরু হয় উন্মাদনা। কমল হাসানের ভয়েস-ওভার দিয়ে শুরু হওয়া ট্রেলারে বলা হয়, জঙ্গলে বা বনে প্রকৃতি সিদ্ধান্ত নেয় কে একটি নতুন ভোর দেখতে বেঁচে থাকবে, আর শহুরে কংক্রিটের জঙ্গলে বিক্রম সিদ্ধান্ত নেয় কে বাস করবে। সিনেমার ট্রেলারেই বিজয় সেতুপতি ও ফাহাদ ফাসিলের চরিত্রগুলোর খোঁজ মেলে। ফাহাদ এমন একটি চরিত্রে অভিনয় করেছেন, যে ‘নিয়ম’ মানে না আর বিজয় ভয়ংকর স্থানীয় গুণ্ডা। কমল রহস্যময় মানুষ, যার সঙ্গে সব চরিত্রের একটা যোগসূত্র আছে।
গত ২৫ বছরে (১৯৯৭-২০২২) কমল হাসান অভিনীত সিনেমাগুলো হয় তাঁর নিজের লেখা বা পরিচালিত অথবা রিমেক ছিল। মাত্র একটি সিনেমা ছিল রিমেক বা কমলের ইন্টারফেয়ার ছাড়া। ‘ভেট্টাইয়াদু ভিলাইয়াদু’ নামের সিনেমাটিও ব্লকবাস্টার ছিল। এবার সেই তালিকায় যোগ দিতে চলেছে ‘বিক্রম’। তবে সিনেমাটি প্রযোজনা করেছেন তিনি। এর বাইরে সব দায়িত্বটা ছেড়ে দিয়েছেন পরিচালক লোকেশের ওপর।
অভিনেতা, পরিচালক, চিত্রনাট্যকার, প্রযোজক, গায়ক ও গীতিকার। ইন্ডাস্ট্রিতে বহু পরিচয় কমল হাসানের। তামিল বিনোদন দুনিয়ার পাশাপাশি তিনি দাপটের সঙ্গে শাসন করেছেন বলিউডেও। প্রতি সিনেমায় এক কোটি রুপি পারিশ্রমিক নেওয়া প্রথম ভারতীয় তিনি। সিনেমার নাম (১৯৯৪) তিনিই একমাত্র অভিনেতা, যিনি একই সিনেমার জন্য সেরা অভিনেতা ও সেরা সহ-অভিনেতার ফিল্মফেয়ার পেয়েছিলেন। সিনেমার নাম ‘সাগর’।
তামিল সুপারস্টার কমল হাসান অভিনীত ‘বিক্রম’ এ বছরের অন্যতম প্রতীক্ষিত সিনেমাগুলোর একটি। মুক্তি পাবে আগামী ৩ জুন। লোকেশ কানাগারাজ পরিচালিত অ্যাকশন ধাঁচের সিনেমাটি নিয়ে বাংলাদেশের কমল ভক্তদের মধ্যেও রয়েছে উন্মাদনা। কমলের এমন লুক দেখা যায়নি তাঁর ৬২ বছরের সিনেমার ক্যারিয়ারে। পুলিশ কর্মকর্তার চরিত্রেই দেখা যাবে, এমন আঁচ পাওয়া গেছে। জানা গেছে, একাধিক ইন্ডাস্ট্রির তারকাদের একসঙ্গে দেখা যাবে এই সিনেমায়। কমল হাসান ছাড়াও অভিনয় করেছেন ফাহাদ ফাসিল ও বিজয় সেতুপাথির মতো তারকা। দক্ষিণী ভাষার পাশাপাশি হিন্দিতেও মুক্তি পাবে ‘বিক্রম’। ১১০ দিন ধরে হয়েছে সিনেমাটির শুটিং।
ট্রেলার প্রকাশের পর থেকেই ভক্তদের মধ্যে শুরু হয় উন্মাদনা। কমল হাসানের ভয়েস-ওভার দিয়ে শুরু হওয়া ট্রেলারে বলা হয়, জঙ্গলে বা বনে প্রকৃতি সিদ্ধান্ত নেয় কে একটি নতুন ভোর দেখতে বেঁচে থাকবে, আর শহুরে কংক্রিটের জঙ্গলে বিক্রম সিদ্ধান্ত নেয় কে বাস করবে। সিনেমার ট্রেলারেই বিজয় সেতুপতি ও ফাহাদ ফাসিলের চরিত্রগুলোর খোঁজ মেলে। ফাহাদ এমন একটি চরিত্রে অভিনয় করেছেন, যে ‘নিয়ম’ মানে না আর বিজয় ভয়ংকর স্থানীয় গুণ্ডা। কমল রহস্যময় মানুষ, যার সঙ্গে সব চরিত্রের একটা যোগসূত্র আছে।
গত ২৫ বছরে (১৯৯৭-২০২২) কমল হাসান অভিনীত সিনেমাগুলো হয় তাঁর নিজের লেখা বা পরিচালিত অথবা রিমেক ছিল। মাত্র একটি সিনেমা ছিল রিমেক বা কমলের ইন্টারফেয়ার ছাড়া। ‘ভেট্টাইয়াদু ভিলাইয়াদু’ নামের সিনেমাটিও ব্লকবাস্টার ছিল। এবার সেই তালিকায় যোগ দিতে চলেছে ‘বিক্রম’। তবে সিনেমাটি প্রযোজনা করেছেন তিনি। এর বাইরে সব দায়িত্বটা ছেড়ে দিয়েছেন পরিচালক লোকেশের ওপর।
অভিনেতা, পরিচালক, চিত্রনাট্যকার, প্রযোজক, গায়ক ও গীতিকার। ইন্ডাস্ট্রিতে বহু পরিচয় কমল হাসানের। তামিল বিনোদন দুনিয়ার পাশাপাশি তিনি দাপটের সঙ্গে শাসন করেছেন বলিউডেও। প্রতি সিনেমায় এক কোটি রুপি পারিশ্রমিক নেওয়া প্রথম ভারতীয় তিনি। সিনেমার নাম (১৯৯৪) তিনিই একমাত্র অভিনেতা, যিনি একই সিনেমার জন্য সেরা অভিনেতা ও সেরা সহ-অভিনেতার ফিল্মফেয়ার পেয়েছিলেন। সিনেমার নাম ‘সাগর’।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে