সানজিদা সামরিন, ঢাকা
বলা হয় ‘বাঙালির পায়ের তলায় সরষে।’ হাওয়াবদলে না নেই একেবারে। দীর্ঘ পথে ভ্রমণ থেকে শুরু করে বিদেশবিভুঁই—সবখানেই আনন্দ খুঁজে পায় তারা। একঘেয়ে কর্মজীবনে আর কতই-বা রং ঢেলে নেওয়া সম্ভব? বদল আনা দরকার। সেপ্টেম্বর-অক্টোবরের দিকে গরমটাও ধীরে ধীরে কমতে থাকে। ফলে শীত আসার আগে এক দফা বেরিয়ে আসার এটাই মোক্ষম সময়। ভ্রমণের গন্তব্য যা-ই হোক না কেন, আবহাওয়া বুঝে আরামদায়ক পোশাক নির্বাচন করা খুবই জরুরি। নয়তো ভ্রমণের আনন্দ পুরোটাই মাটি হয়ে যাবে।
যেমন পোশাক সঙ্গী হবে
খুব শখ করে যে পোশাকটি কিনেছিলেন, কিন্তু এখনো অবধি গায়ে তোলাই হয়নি, সেটাই বুঝি ট্র্যাভেল ব্যাগে নিতে চাচ্ছেন? এ বেলায় একটু থামুন, এই আরাধ্য পোশাকটি ভ্রমণে আপনাকে স্বস্তি দেবে কি না, সেটা সবার আগে ভাবুন। খুব ফিটিং, জমকালো আর ভারী পোশাক পরে ঠিকমতো ঘুরে বেড়ানো যায় না। তাই ভ্রমণের পোশাক নির্বাচনের সময় বেছে বেছে আরামদায়ক পোশাকগুলোই ব্যাগে পুরতে হবে। এমন পোশাক নির্বাচন করতে হবে, যা পরে সহজ-সাবলীলভাবে হাঁটাচলা করা যায়, ঘেমে গেলেও ভেজা ভাব থাকে না এবং বাতাস চলাচল করতে পারে। ঢিলেঢালা টি-শার্ট, ফতুয়া, কামিজ, কুর্তি, টপস, শার্ট পরা যেতে পারে ভ্রমণের সময়। এসব পোশাক পরে পাহাড়ি বা দুর্গম এলাকায়ও সহজে ঘুরে বেড়ানো যায়। দেশীয় কাপড়ের ব্র্যান্ড ওয়্যার হাউসের ডিজাইনার তাসনিম ফেরদৌস জানান, ভ্রমণের দিনগুলোয় পরার জন্য ঢিলেঢালা, আরামদায়ক ও একই সঙ্গে ফ্যাশনেবল এমন পোশাকই বেছে নেওয়া উচিত। ক্রপটপ, জাম্পস্যুট, রঙিন পালাজ্জো ও সামার ড্রেস এ সময়ে ভ্রমণের উপযোগী পোশাক। এ ছাড়া পোশাক নির্বাচনের সময় বিভিন্ন রঙের দিকেও খেয়াল রাখতে হবে।
আবহাওয়াকে গুরুত্ব দিয়ে
ভ্রমণকালে রাতের ঘুমটুকু বাদ রেখে প্রায় পুরোটা সময়ই বাইরে কাটানো হয়। ফলে ঘুরতে বের হওয়ার আগে বিবেচনা করতে হবে সেখানকার আবহাওয়া কেমন। একটি পোশাক যতই সুন্দর হোক না কেন, তা যদি আবহাওয়ার উপযোগী না হয়, তাহলে স্বস্তি মিলবে না। সুতির জামাকাপড় সব সময়ের জন্যই ভালো। যাঁদের এসি রুম, এসি বাস বা গাড়িতে ঠান্ডা লাগে, তাঁরা সঙ্গে পাতলা জ্যাকেট বা শাল রাখতে পারেন।
রঙিন পোশাকে ভালো ছবি
বাক্স-পেটরা গোছানোর সময় আরামদায়ক পোশাক নাহয় নেবেনই। কিন্তু সেসব পোশাকের রং নিয়েও ভাবতে হবে খানিকটা। কারণ ভ্রমণের স্মৃতি বইবে ক্যামেরা বা স্মার্টফোনে তোলা ছবিগুলোই। ফলে এমন রঙের পোশাক সঙ্গে নিতে হবে, যেগুলোর রং ছবিতে খুব ভালো আসবে। বাদামি, কালো ও খাকি রঙের প্যান্ট, পালাজ্জো, স্কার্ট সঙ্গে রাখতে পারেন। এই রংগুলো অন্য প্রায় সব রঙের টি-শার্ট, সিঙ্গেল কামিজ, ফতুয়া বা শার্টের সঙ্গে মানিয়ে যায়। ওড়না বা স্কার্ফ পরলে সাদা, কালো, মেরুন অথবা নীল বেছে নিতে পারেন। একটু রংচঙে হলে কমলা, লাল, নীল, মেরুন ও সবুজ—এসব রঙের পোশাক সঙ্গে রাখতে পারেন। উদ্যাপনের ছবিগুলো দারুণ আসবে এসব রঙের পোশাকে।
২০১৪ সালে ফ্যাশন হাউস প্রতিষ্ঠার মধ্য দিয়ে কাজ শুরু করে স্বপ্নযাত্রা। এর কর্ণধার রাজন কুমার মজুমদার বলেন, ‘ভ্রমণ মানেই কিছু ভালো সময় কাটানো নিজের সঙ্গে বা পরিবার-পরিজনদের সঙ্গে। স্বপ্নযাত্রার হিউজ ফ্লেয়ারের স্কার্ট বা ডিজিটাল প্রিন্টের জর্জেট, মিক্সড তসর সিল্ক শাড়ি ভ্রমণের দিনগুলোকে করে তুলবে আরও বিশেষ।’ রাজন কুমার মজুমদার আরও বলেন, ‘আবহাওয়াকে মাথায় রেখে আমরা পোশাকের রং নির্বাচন করে থাকি। পোশাকের নকশার ক্ষেত্রে আমরা গুরুত্ব দিই আরাম ও আবহাওয়া অনুযায়ী রং নির্বাচনকে।’
বলা হয় ‘বাঙালির পায়ের তলায় সরষে।’ হাওয়াবদলে না নেই একেবারে। দীর্ঘ পথে ভ্রমণ থেকে শুরু করে বিদেশবিভুঁই—সবখানেই আনন্দ খুঁজে পায় তারা। একঘেয়ে কর্মজীবনে আর কতই-বা রং ঢেলে নেওয়া সম্ভব? বদল আনা দরকার। সেপ্টেম্বর-অক্টোবরের দিকে গরমটাও ধীরে ধীরে কমতে থাকে। ফলে শীত আসার আগে এক দফা বেরিয়ে আসার এটাই মোক্ষম সময়। ভ্রমণের গন্তব্য যা-ই হোক না কেন, আবহাওয়া বুঝে আরামদায়ক পোশাক নির্বাচন করা খুবই জরুরি। নয়তো ভ্রমণের আনন্দ পুরোটাই মাটি হয়ে যাবে।
যেমন পোশাক সঙ্গী হবে
খুব শখ করে যে পোশাকটি কিনেছিলেন, কিন্তু এখনো অবধি গায়ে তোলাই হয়নি, সেটাই বুঝি ট্র্যাভেল ব্যাগে নিতে চাচ্ছেন? এ বেলায় একটু থামুন, এই আরাধ্য পোশাকটি ভ্রমণে আপনাকে স্বস্তি দেবে কি না, সেটা সবার আগে ভাবুন। খুব ফিটিং, জমকালো আর ভারী পোশাক পরে ঠিকমতো ঘুরে বেড়ানো যায় না। তাই ভ্রমণের পোশাক নির্বাচনের সময় বেছে বেছে আরামদায়ক পোশাকগুলোই ব্যাগে পুরতে হবে। এমন পোশাক নির্বাচন করতে হবে, যা পরে সহজ-সাবলীলভাবে হাঁটাচলা করা যায়, ঘেমে গেলেও ভেজা ভাব থাকে না এবং বাতাস চলাচল করতে পারে। ঢিলেঢালা টি-শার্ট, ফতুয়া, কামিজ, কুর্তি, টপস, শার্ট পরা যেতে পারে ভ্রমণের সময়। এসব পোশাক পরে পাহাড়ি বা দুর্গম এলাকায়ও সহজে ঘুরে বেড়ানো যায়। দেশীয় কাপড়ের ব্র্যান্ড ওয়্যার হাউসের ডিজাইনার তাসনিম ফেরদৌস জানান, ভ্রমণের দিনগুলোয় পরার জন্য ঢিলেঢালা, আরামদায়ক ও একই সঙ্গে ফ্যাশনেবল এমন পোশাকই বেছে নেওয়া উচিত। ক্রপটপ, জাম্পস্যুট, রঙিন পালাজ্জো ও সামার ড্রেস এ সময়ে ভ্রমণের উপযোগী পোশাক। এ ছাড়া পোশাক নির্বাচনের সময় বিভিন্ন রঙের দিকেও খেয়াল রাখতে হবে।
আবহাওয়াকে গুরুত্ব দিয়ে
ভ্রমণকালে রাতের ঘুমটুকু বাদ রেখে প্রায় পুরোটা সময়ই বাইরে কাটানো হয়। ফলে ঘুরতে বের হওয়ার আগে বিবেচনা করতে হবে সেখানকার আবহাওয়া কেমন। একটি পোশাক যতই সুন্দর হোক না কেন, তা যদি আবহাওয়ার উপযোগী না হয়, তাহলে স্বস্তি মিলবে না। সুতির জামাকাপড় সব সময়ের জন্যই ভালো। যাঁদের এসি রুম, এসি বাস বা গাড়িতে ঠান্ডা লাগে, তাঁরা সঙ্গে পাতলা জ্যাকেট বা শাল রাখতে পারেন।
রঙিন পোশাকে ভালো ছবি
বাক্স-পেটরা গোছানোর সময় আরামদায়ক পোশাক নাহয় নেবেনই। কিন্তু সেসব পোশাকের রং নিয়েও ভাবতে হবে খানিকটা। কারণ ভ্রমণের স্মৃতি বইবে ক্যামেরা বা স্মার্টফোনে তোলা ছবিগুলোই। ফলে এমন রঙের পোশাক সঙ্গে নিতে হবে, যেগুলোর রং ছবিতে খুব ভালো আসবে। বাদামি, কালো ও খাকি রঙের প্যান্ট, পালাজ্জো, স্কার্ট সঙ্গে রাখতে পারেন। এই রংগুলো অন্য প্রায় সব রঙের টি-শার্ট, সিঙ্গেল কামিজ, ফতুয়া বা শার্টের সঙ্গে মানিয়ে যায়। ওড়না বা স্কার্ফ পরলে সাদা, কালো, মেরুন অথবা নীল বেছে নিতে পারেন। একটু রংচঙে হলে কমলা, লাল, নীল, মেরুন ও সবুজ—এসব রঙের পোশাক সঙ্গে রাখতে পারেন। উদ্যাপনের ছবিগুলো দারুণ আসবে এসব রঙের পোশাকে।
২০১৪ সালে ফ্যাশন হাউস প্রতিষ্ঠার মধ্য দিয়ে কাজ শুরু করে স্বপ্নযাত্রা। এর কর্ণধার রাজন কুমার মজুমদার বলেন, ‘ভ্রমণ মানেই কিছু ভালো সময় কাটানো নিজের সঙ্গে বা পরিবার-পরিজনদের সঙ্গে। স্বপ্নযাত্রার হিউজ ফ্লেয়ারের স্কার্ট বা ডিজিটাল প্রিন্টের জর্জেট, মিক্সড তসর সিল্ক শাড়ি ভ্রমণের দিনগুলোকে করে তুলবে আরও বিশেষ।’ রাজন কুমার মজুমদার আরও বলেন, ‘আবহাওয়াকে মাথায় রেখে আমরা পোশাকের রং নির্বাচন করে থাকি। পোশাকের নকশার ক্ষেত্রে আমরা গুরুত্ব দিই আরাম ও আবহাওয়া অনুযায়ী রং নির্বাচনকে।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে