নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশালে সিটি করপোরেশন নির্বাচনে অবশেষে আওয়ামী লীগের প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহর পাশে তাঁর বড় ভাই আবুল হাসানাত আবদুল্লাহর ছায়া পাওয়া গেল। নির্বাচন উপলক্ষে গতকাল মঙ্গলবার মতবিনিময় সভার আয়োজন করে যুবলীগ। হাসানাত আবদুল্লাহ সেখানে সশরীরে উপস্থিত না থাকলেও সভার মঞ্চের ব্যানারে দুই পাশে ছিল দুই ভাইয়ের ছবি।
সভায় হাসানাত আবদুল্লাহর ছেলে বর্তমান মেয়র সাদিক আবদুল্লাহর সমর্থকেরা অংশ নেন। এর মধ্য দিয়ে নৌকাকে জয়ী করার জন্য হাসানাত-সাদিক ও খোকন অনুসারীরা এক মঞ্চে উঠলেন। সেখানে যদিও এক পক্ষ অপর পক্ষের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তোলেন। পরে বিকেলে অবশ্য সাদিক অনুসারীরা নগরে নৌকার পক্ষে গণসংযোগ করেন।
সভায় নৌকার মেয়র পদপ্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাত বলেন, ‘৪০ দিন কেটে গেলেও এখনো অনেকের সহযোগিতা পাইনি। শেখ হাসিনার নির্দেশ উপেক্ষা করলে তা হবে আত্মঘাতী।’
যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেন, নির্বাচনী পরিচালনা কমিটিতে যাঁদের রাখা যায়নি, তাঁদের বলব, মান-অভিমান ভুলে নৌকার পক্ষে কাজ করুন। নৌকা ক্ষতিগ্রস্ত হলে আওয়ামী লীগ ক্ষতিগ্রস্ত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।
বলেন, ‘গাজীপুরে আমরা ভোটে হারিনি। হেরেছি বিশ্বাসঘাতকদের কাছে। বিশ্বাসঘাতকদের ব্যাপারে সতর্ক থাকতে হবে।’
জানা গেছে, পরস্পরবিরোধী অবস্থানে থাকা দুই পক্ষকে এক মঞ্চে ওঠানোর কাজটি যুবলীগের ব্যানারে হলেও এর নেপথ্যে ছিলেন সহোদর হাসানাত আবদুল্লাহ ও আবুল খায়েরের ভাগনে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। নৌকার প্রার্থীকে জয়ী করার জন্য বরিশাল মহানগর ও বিভাগের ছয় জেলা যুবলীগের নেতাদের নিয়ে করা হয় এই আয়োজন। নগরীর শিল্পকলা একাডেমি মিলনায়তনে দুপুরে এ সভা অনুষ্ঠিত হয়। বেলা দেড়টায় সভাস্থলে যান নৌকার প্রার্থী আবুল খায়ের।
সভায় হাসানাত-সাদিকদের কট্টর সমর্থক মহানগর আওয়ামী লীগের সভাপতি ও পরিষদ চেয়ারম্যান এ কে এম জাহাঙ্গীর, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুসসহ তাঁদের অনুসারীরা অংশ নেন।
বিকেলে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা বাহাউদ্দিন নাছিম সদর রোডে নৌকার পক্ষে গণসংযোগ করেন। এ সময় নগর সভাপতি জাহাঙ্গীর ও তাঁর অনুসারীরাও নৌকার পক্ষে ভোট চান।
বরিশালে সিটি করপোরেশন নির্বাচনে অবশেষে আওয়ামী লীগের প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহর পাশে তাঁর বড় ভাই আবুল হাসানাত আবদুল্লাহর ছায়া পাওয়া গেল। নির্বাচন উপলক্ষে গতকাল মঙ্গলবার মতবিনিময় সভার আয়োজন করে যুবলীগ। হাসানাত আবদুল্লাহ সেখানে সশরীরে উপস্থিত না থাকলেও সভার মঞ্চের ব্যানারে দুই পাশে ছিল দুই ভাইয়ের ছবি।
সভায় হাসানাত আবদুল্লাহর ছেলে বর্তমান মেয়র সাদিক আবদুল্লাহর সমর্থকেরা অংশ নেন। এর মধ্য দিয়ে নৌকাকে জয়ী করার জন্য হাসানাত-সাদিক ও খোকন অনুসারীরা এক মঞ্চে উঠলেন। সেখানে যদিও এক পক্ষ অপর পক্ষের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তোলেন। পরে বিকেলে অবশ্য সাদিক অনুসারীরা নগরে নৌকার পক্ষে গণসংযোগ করেন।
সভায় নৌকার মেয়র পদপ্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাত বলেন, ‘৪০ দিন কেটে গেলেও এখনো অনেকের সহযোগিতা পাইনি। শেখ হাসিনার নির্দেশ উপেক্ষা করলে তা হবে আত্মঘাতী।’
যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেন, নির্বাচনী পরিচালনা কমিটিতে যাঁদের রাখা যায়নি, তাঁদের বলব, মান-অভিমান ভুলে নৌকার পক্ষে কাজ করুন। নৌকা ক্ষতিগ্রস্ত হলে আওয়ামী লীগ ক্ষতিগ্রস্ত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।
বলেন, ‘গাজীপুরে আমরা ভোটে হারিনি। হেরেছি বিশ্বাসঘাতকদের কাছে। বিশ্বাসঘাতকদের ব্যাপারে সতর্ক থাকতে হবে।’
জানা গেছে, পরস্পরবিরোধী অবস্থানে থাকা দুই পক্ষকে এক মঞ্চে ওঠানোর কাজটি যুবলীগের ব্যানারে হলেও এর নেপথ্যে ছিলেন সহোদর হাসানাত আবদুল্লাহ ও আবুল খায়েরের ভাগনে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। নৌকার প্রার্থীকে জয়ী করার জন্য বরিশাল মহানগর ও বিভাগের ছয় জেলা যুবলীগের নেতাদের নিয়ে করা হয় এই আয়োজন। নগরীর শিল্পকলা একাডেমি মিলনায়তনে দুপুরে এ সভা অনুষ্ঠিত হয়। বেলা দেড়টায় সভাস্থলে যান নৌকার প্রার্থী আবুল খায়ের।
সভায় হাসানাত-সাদিকদের কট্টর সমর্থক মহানগর আওয়ামী লীগের সভাপতি ও পরিষদ চেয়ারম্যান এ কে এম জাহাঙ্গীর, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুসসহ তাঁদের অনুসারীরা অংশ নেন।
বিকেলে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা বাহাউদ্দিন নাছিম সদর রোডে নৌকার পক্ষে গণসংযোগ করেন। এ সময় নগর সভাপতি জাহাঙ্গীর ও তাঁর অনুসারীরাও নৌকার পক্ষে ভোট চান।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে